Close Ad close
Breaking
Thu. Oct 3rd, 2024

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today’s Famous Day 26 June in History

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today's Famous Day 26 June in History
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today’s Famous Day 26 June in History

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২৬ জুন।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : Today’s Important Day or Famous Day in Bengali

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস । আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 26 June. On this day Important Day in Bengali)

26 June : ২৬ জুন আজ আন্তর্জাতিক ড্রাগ অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস।

আজকের বিখ্যাত দিনে ইতিহাস : Famous day 26 June in History (Bengali)

আজকের বিখ্যাত দিনে ভারত : Famous day 26 June in India (Bengali)

আজকের দিনে ভারত : আজকের বিখ্যাত দিনে ভারত । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s Famous day on 26 June in India. On this day Historical Famous Events in India)

26 June 1539 : ১৫৩৯ সালের আজকের দিনে চৌসারের যুদ্ধে শের শাহের কাছে হুমায়ুন পরাজিত হন।

26 June 1880 : ১৮৮০ সালের আজকের দিনে বাংলা ভাষার কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তর জন্ম হয়।

26 June 1902 : ১৯০২ আগা খান তৃতীয় ভারতীয় সাম্রাজ্যের অর্ডার নাইট গ্র্যান্ড কমান্ডার নিযুক্ত করা হয়েছিল।

26 June 1912 : ১৯১২ সালের আজকের দিনে বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী জীবন ঘোষালের জন্ম হয়।

26 June 1914 : ১৯১৪ গান্ধীর নেতৃত্বে প্যাসিভ প্রতিরোধের দীর্ঘকালীন পরে ভারতীয় ত্রাণ আইন পাস হয়;  এটি ভারতীয়দের উপর আরোপিত একটি £ 3 ট্যাক্স বাতিল করে যারা তাদের ইনডেন্টারগুলি পুনর্নবীকরণ করেনি এবং “ভারতীয় প্রথাগত বিবাহের বৈধতা” স্বীকৃতি দেয়।

26 June 1975 : ১৯৭৫ ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন।

26 June 1985 : ১৯৮৫ সালের আজকের দিনে তিনি ভারতীয় চলচ্চিত্র অভিনেতা অর্জুন কাপুরের জন্ম হয়।

26 June 1991 : ১৯৯১ সালের আজকের দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায় ৪০০ পৃষ্ঠার পান্ডুলিপি লন্ডনে নিলামে উঠলে ভারত সরকার ২৬,৬০০ পাউন্ড দামে তা কিনে নেয়।

26 June 1992 : ১৯৯২ ভারত ভারত তিন বিঘা করিডোরকে বাংলাদেশকে ইজারা দিয়েছে।

26 June 2018 : ২০০৮ সালে থমসন রয়টার্স ফাউন্ডেশন দ্বারা যৌন সহিংসতা ও দাস-শ্রমের কারণে ভারতকে সবচেয়ে বিপজ্জনক দেশ হিসাবে নামকরণ করা হয়েছে।

26 June 2019 : ভারতের আসার সময় মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে লাগেজগুলিতে 5000 টিরও বেশি পাচার হওয়া কচ্ছপ ধরা পড়েছে।

আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : Famous day 26 June in Bangladesh (Bengali)

আজকের দিনে বাংলাদেশ : আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s Famous day on 26 June in Bangladesh. On this day Historica Famousl Events Bangladesh)

26 June 1992 : ১৯৯২ সালের আজকের দিনে বাংলাদেশের কাছে ভারতের ৩ বিঘা করিডর হস্তান্তর করা হয়।

26 June 1994 : ১৯৯৪ সাকের আজকের দিনে একুশে পদক প্রাপ্ত সাংবাদিক কামাল লোহানীর জন্ম হয়।

26 June 1994 : ১৯৯৪ সালের আজকের দিনে বাংলাদেশী লেখিকা জাহানারা ইমামের মৃত্যু হয়।

26 June 2000 : ২০০০ সালের আজকের দিনে এই দিন বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার স্থায়ী সদস্যপদ লাভ করে।

26 June 2004 : ২০০৪ সালের আজকের দিনে ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের চরমপত্রখ্যাত এম আর আখতার মুকুলের মৃত্যু হয়।

আজকের বিখ্যাত দিনে বিশ্ব : Famous day 26 June in The World (Bengali)

আজকের দিনে বিশ্ব : আজকের বিখ্যাত দিনে বিশ্ব : আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব : আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব : আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s Famous day on 26 June in the World. On this day Historical Famous Events in The World)

26 June 1284 : ১২৮৪ সালের আজকের দিনে হ্যামিলন এর বংশিবাদক ১৩০ শিশুকে নিয়ে হারিয়ে যান।

26 June 1819 : ১৮১৯ সালের আজকের দিনে বাইসাইকেল এর পেটেন্ট করা হয়।

26 June 1830 : ১৮৩০ সালের আজকের দিনে ইংল্যান্ডের রাজা চতুর্থ জর্জের মৃত্যু হয়।

26 June 1830 : ১৮৩০ সালের আজকের দিনে রাজা চতুর্থ উইলিয়ামের ব্রিটিশ সিংহাসনে আরোহণ করেন।

26 June 1842 : ১৮৪২ সালের আজকের দিনে ইংরেজ সৈন্য চীনের সাংহাই বন্দর অধিকার করে।

26 June 1847 : ১৮৪৭ সালের আজকের দিনে লাইবেরিয়া স্বাধীনতা ঘোষণা করে।

26 June 1848 : ১৮৪৮ সালের আজকের দিনে আমেরিকায় খাদ্য আইন চালু হয়।

26 June 1888 : ১৮৮৮ সালের আজকের দিনে কার্ল বেঞ্জ গ্যাসোলিন চালিত গাড়ির পেটেন্ট পান।

26 June 1896 : ১৮৯৬ সালের আজকের দিনে আমেরিকায় প্রথম সিনেমা প্রেক্ষাগৃহ চালু হয়।

26 June 1951 : ১৯৫১ সালের আজকের দিনে অস্ট্রেলিয়ার ক্রিকেটার গ্যারি জন গিলমোরের জন্ম হয়।

26 June 1976 : ১৯৭৬ সালের আজকের দিনে তৎকালীন পৃথিবীর উচ্চতম ভবন সি এন টাওয়ার খুলে দেওয়া হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : Today Famous Birthday

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 26 June. On this day Famous Birthdays in Bengali)

26 June :  Click here

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : Today Famous Marriage Anniversary and Divorces

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 26 June. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

26 June : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : Today Famous Deaths

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 16 June. On this day Famous Deaths in Bengali)

26 June 2004 : ২০০৪ সালের আজকের দিনে মারা যান যশ জোহর, ভারতীয় চলচ্চিত্র প্রযোজক (জন্ম : 1929)।

আজকের বিখ্যাত দিনে : The Famous Day 26 June in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে : The Famous Day 26 June (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Sources : Link1, Link2, Link3

Please share with your friends

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *