Close Ad close
Breaking
Fri. Oct 4th, 2024

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today’s Famous Day 19 June in History

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today's Famous Day 19 June in History
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় : Today’s Famous Day 19 June in History

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১৯ জুন।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : Today’s Important Day or Famous Day in Bengali

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস । আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 19 June. On this day Important Day in Bengali)

19 June : Click here

আজকের বিখ্যাত দিনে ইতিহাস : Famous day 19 June in History (Bengali)

আজকের বিখ্যাত দিনে ভারত : Famous day 19 June in India (Bengali)

আজকের দিনে ভারত : আজকের বিখ্যাত দিনে ভারত । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s Famous day on 19 June in India. On this day Historical Famous Events in India)

19 June 1907 : ১৯০৭ সালের আজকের দিনে শিক্ষাবিদ ও নারী শিক্ষা প্রচারক উমেশচন্দ্র দত্তর মৃত্যু হয়।

19 June 1919 : ১৯১৯ সালের আজকের দিনে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি অক্ষয়কুমার বড়ালের মৃত্যু হয়।

19 June 1970 : ১৯৭০ সালের আজকের দিনে বিশিষ্ট রাজনীতিবিদ রাহুল গান্ধীর জন্ম হয়।

19 June 1981 : ১৯৮১ ভারতের অ্যাপল স্যাটেলাইট প্রথম 3 Axes উপস্থাপন স্থিতিশীল হয়।

19 June 1985 : ১৯৮৫ সালের আজকের দিনে অভিনেত্রী কাজল আগরওয়ালের জন্ম হয়।

19 June 2008 :২০০৮ সালের আজকের দিনে বাঙালি সাংবাদিক ও বর্তমান পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক বরুণ সেনগুপ্তর মৃত্যু হয়।

আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : Famous day 19 June in Bangladesh (Bengali)

আজকের দিনে বাংলাদেশ : আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s Famous day on 19 June in Bangladesh. On this day Historica Famousl Events Bangladesh)

19 June 1943 : ১৯৪৩ সালের আজকের দিনে চলচ্চিত্র ও দূরদর্শন শিল্পী দিলারা জামানের জন্ম হয়।

19 June 1970 : ১৯৭০ সালের আজকের দিনে বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ সাঈদ খোকনের জন্ম হয়।

19 June 1978 : ১৯৭৪ সালের আজকের দিনে সাংসদ মুস্তাক আহমেদ রুহির জন্ম হয়।

19 June 1975 : ১৯৭৫ সালের আজকের দিনে চিত্রগ্রাহক মাহফুজুল হাসান ভুইয়ার জন্ম হয়।

19 June 2012 : ২০১২ সালের আজকের দিনে বাংলাদেশ সরকার “বাংলাদেশ এটমিক এনার্জি রেগুলেটরি এক্ট-২০১২” প্রবর্তন করে এবং নিউক্লিয়ার ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণের জন্য একটি পরিচালন সমিতি তৈরি করে।

আজকের বিখ্যাত দিনে বিশ্ব : Famous day 19 June in The World (Bengali)

আজকের দিনে বিশ্ব : আজকের বিখ্যাত দিনে বিশ্ব : আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব : আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব : আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s Famous day on 19 June in the World. On this day Historical Famous Events in The World)

19 June 1464 : ১৪৬৪ সালের আজকের দিনে ফ্রান্সের রাজা একাদশ লুই ডাক ব্যবস্থা চালু করেন।

19 June 1623 : ১৬২৩ সালের আজকের দিনে ফরাসি গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী ব্লেইজ প্যাসকেলের জন্ম হয়।

19 June 1829 : ১৮২৯ সালের আজকের দিনে ব্রিটেনে আইন পাশের মাধ্যমে মেট্রোপলিটান পুলিশ প্রতিষ্ঠা করা হয়।

19 June 1862 : ১৮৬২ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রে দাস প্রথা বিলুপ্ত হয়।

19 June 1921 : ১৯২১ সালের আজকের দিনে ব্রিটেনে আদমশুমারি হয়।

19 June 1947 : ১৯৪৭ সালের আজকের দিনে ভারতীয় বংশোদ্ভূত ইংরেজ লেখক ও শিক্ষাবিদ আহমেদ সালমান রুশদির জন্ম হয়।

19 June 1968 : ১৯৬৮ সালের আজকের দিনে পাকিস্তানের ইতিহাসের বহুল আলোচিত আগরতলা ষড়যন্ত্র মামলার (রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য) শুনানি শুরু হয়।

19 June 1972 : ১৯৭২ সালের আজকের দিনে ফরাসি অভিনেতা জাঁ ডুজারডিনের জন্ম হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : Today Famous Birthday

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 19 June. On this day Famous Birthdays in Bengali)

19 June 1947 : ১৯৪৭ সালের আজকের দিনে ভারতীয় বংশভুত সালমান রুশদী, ব্রিটিশ- উপন্যাসিক (মিডনাইটস চিলড্রেন, স্যাটানিক ভার্সেস), ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন।

19 June 1970 : ১৯৭০ সালে ভারতীয় রাজনীতিবিদ রাহুল গান্ধী আজকের দিনে জন্মগ্রহণ করেন।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : Today Famous Marriage Anniversary and Divorces

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 19 June. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

19 June : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : Today Famous Deaths

1949 ভারতীয় বংশভুত বিশিষ্ট পাকিস্তানের মুসলিম দার্শনিক সৈয়দ জাফরুল হাসান 64 বছর বয়সে মারা যান।

19 June 2008 : ২০০৮ বাঙালি সাংবাদিক বরুন সেনগুপ্ত আজকের দিনে মারা যান (জন্ম – ১৯৩৪)

19 June 2009 : ২০০৯ ভারতীয় বংশভুত ধ্রুপদী সংগীতশিল্পী আলী আকবর খান 87 বছর বয়সে মারা যান।

আজকের বিখ্যাত দিনে : The Famous Day 19 June in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে : The Famous Day 19 June (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Sources : Link1, Link2, Link3

Please share with your friends

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *