আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৭ অক্টোবর | Today’s Famous Day in Historical Events : 7 October
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৭ অক্টোবর : Today’s Famous Day in Historical Events : 7 October (Bengali) : আজকের বিখ্যাত দিনে ৭ অক্টোবর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট TheFamousDay.com এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ৭ অক্টোবর।
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৭ অক্টোবর | Today’s Important Day or Famous Day in Bengali : 7 October
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৭ অক্টোবর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 7 October. On this day Important Day in Bengali)
7 October : আজ ৭ অক্টোবর – Click here
ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ অক্টোবর | Today’s Famous Day in History (Bengali) : 7 October
ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ অক্টোবর | Today’s famous day in the history of India (Bengali) : 7 October
আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ অক্টোবর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 7 October. Today’s Famous day on 7 October in India. On this day Historical Famous Events in India)
7 October 1708 : ১৭০৮ সালের এই দিনে শিখদের দশম গুরু গুরু গোবিন্দ সিংহ পরলোক গমন করেন।
7 October 1837 : ১৮৩৭ সালের আজকের দিনে 40 ফুট ঘূর্ণিঝড় তরঙ্গ তৈরি হয় বলে মনে করা হয় যে ভারতের কলকাতায় 300,000 মানুষ মারা গিয়েছিল।
7 October 1932 : ১৯৩২ সালের এই দিনে রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্স প্রতিষ্ঠিত হয়।
7 October 1950 : ১৯৫০ সালের এই দিনে কলকাতায় মাদার টেরেসা ‘মিশনারিজ অব চ্যারিটি’ প্রতিষ্ঠা করেন।
7 October 1978 : ১৯৭৮ সালের এই দিনে ভারতের বিশিষ্ট ক্রিকেট খেলোয়াড় জাহির খান জন্মগ্রহণ করেন।।
7 October 2008 : ২০০৮ সালে আজকের দিনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ অক্টোবর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 7 October
আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ অক্টোবর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ : আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)
7 October 1948 : ১৯৪৮ সালের এই দিনে বাংলাদেশের বিশিষ্ট আধুনিক কবি হেলাল হাফিজ জন্মগ্রহণ করেন।
বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ অক্টোবর | Today’s famous day in the history of the world (Bengali) : 7 October
আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ অক্টোবর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 7 October, Today’s Famous day on 7 October in the World. On this day Historical Famous Events in The World)
7 October 1914 : ১৭১৪ সালের এই দিনে নেদারল্যান্ডসের আল্কমারে বিয়ারের ওপর ট্যাক্স চাপানোর প্রতিক্রিয়ায় ভীষণভাবে দাঙ্গা বাঁধে।
7 October 1826 : ১৮২৬ সালে আজকের দিনে প্রথম মধ্যাকর্ষণ শক্তি সম্পন্ন আমেরিকান রেল পথ চালু হয়।
7 October 1849 : ১৮৪৯ সালের এই দিনে বিশিষ্ট মার্কিন সাহিত্যিক এডগার অ্যালান পো পরলোক গমন করেন।
7 October 1871 : ১৮৭১ সালে আজকের দিনে শিকাগোতে ভয়াবহ অগ্নিকান্ডে ২৫০ জন অগ্নিদগ্ধ হয়ে নিহত হয় এবং ৯৫ হাজার লোক গৃহহীন হয়।
7 October 1885 : ১৮৮৫ সালের এই দিনে বিশিষ্ট ডেনিশ পদার্থবিদ নিলস বোর জন্মগ্রহণ করেন।
7 October 1886 : ১৮৮৬ সালের এই দিনে ফ্রান্স, কিউবায় দাসত্ব প্রথার অবসান ঘটায়।
7 October 1952 : ১৯৫২ সালের এই দিনে রুশ প্রজাতন্ত্রের অন্যতম বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ভ্লাদিমির পুতিন জন্মগ্রহণ করেন।
7 October 1967 : ১৯৬৭ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী বিশিষ্ট ইংরেজ সাহিত্যিক নরম্যান এঞ্জেল পরলোক গমন করেন।
7 October 1973 : ১৯৭৩ সালের এই দিনে তিনি ব্রাজিলের বিখ্যাত ফুটবল খেলোয়াড় দিদা জন্মগ্রহণ করেন।
7 October 1981 : ১৯৮১ সালের এই দিনে হোসনি মোবারক মিশরের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন।
7 October 1983 : ১৯৮৩ সালের এই দিনে ওয়েস্ট ইন্ডিজের বিশিষ্ট ক্রিকেট খেলোয়াড় ডোয়েন ব্র্যাভো জন্মগ্রহণ করেন।
7 October 1984 : ১৯৮৪ সালের এই দিনে পাকিস্তানের অন্যতম বিতর্কিত ক্রিকেট খেলোয়াড় সালমান বাট জন্মগ্রহণ করেন।
7 October 1989 : ১৯৮৯ সালের এই দিনে হাঙ্গেরীতে কমিউনিস্ট দলের বিলুপ্ত ঘোষণা করা হয়।
7 October 1989 : ১৯৮৯ সালের এই দিনে পূর্ব জার্মানিতে গনতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়।
7 October 1995 : ১৯৯৫ সালে আজকের দিনে ইন্দোনেশিয়া সুমাত্রায় ভূমিকম্পে শতাধিক নিহত হয়।
7 October 2008 : ২০০৮ সালের এই দিনে ড্যানিয়েল এক ও মার্টিন লরেন্তজোন সংগীত পরিষেবা প্রদানকারী অ্যাপ্পলিকেশান ‘স্পোরটিফাই’-এর উদ্বোধন করেন।
আজকের বিখ্যাত জন্মদিন : ৭ অক্টোবর | Today Famous Birthdays : 7 October
আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 7 October. On this day Famous Birthdays in Bengali)
7 October 1775 : ১৭৭৫ সালে আজকের দিনে নদীয়া জেলায়(বর্তমানে) জন্ম গ্রহণ বাঙালি লেখক ও সংস্কৃত পণ্ডিত করেন জয়গোপাল তর্কালঙ্কার। ১৮২৪ খ্রিস্টাব্দে কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হলে তিনি সেখানে কাব্যের অধ্যাপক হিসাবে আমৃত্যু কাজ করে যান। সেখানে তারাশঙ্করের তর্করত্ন, মদনমোহন তর্কালঙ্কার ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখেরা তাঁর ছাত্র ছিলেন। তাঁর রচিত ও সম্পাদিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল :- ‘শিক্ষাসার(১৮১৮)’, ‘কৃষ্ণবিষয়কশ্লোকঃ(১৮১৭)’, ‘চণ্ডী(১৮১৯)’, ‘পত্রের ধারা(১৮২১)’, ‘বঙ্গাভিধান(১৮৩৮)’।
7 October 1885 : ১৮৮৫ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন ডেনমার্কের পদার্থবিদ ও পরমাণু গঠনের আধুনিক তত্ত্বের অন্যতম প্রবক্তা নিলস বোর। বোরের পরমাণু মডেল রসায়নের ইতিহাসে আজও বিখ্যাত হয়ে আছে। তিনি মূলত অবদান রাখেন পদার্থের আণবিক গঠন এবং কোয়ান্টাম বলবিজ্ঞানের উপর যার জন্য তিনি নোবেল(১৯২২) পুরস্কার পান। তিনি পরমাণু মডেলকে সূর্যের কক্ষপথে ঘূর্ণায়মান গ্রহের সাথে তুলনা করেন যেখানে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস অবস্থিত এবং নিউক্লিয়াসের চারপাশে ঘূর্ণায়মান ইলেকট্রন অবস্থিত।
7 October 1912 : ১৯১২ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন খ্যাতনামা বাঙালি সাংবাদিক ও প্রাক্তন সম্পাদক(আনন্দবাজার পত্রিকা) অশোক কুমার সরকার। ১৯৫৭ সালে তিনি দেশ পত্রিকা সম্পাদক ও আনন্দবাজা পত্রিকা গোষ্ঠীর প্রধান হন। আনন্দবাজার পত্রিকা ছাপার কাজে অশোক কুমার সরকার প্রথম অফসেট প্রিন্টিং ব্যবস্থা চালু করেছিলেন।
7 October 1914 : ১৯১৪ সালে আজকের দিনে উত্তর প্রদেশে জন্ম গ্রহণ করেন স্বনামধন্য ভারতীয় হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের গজল, দাদরা ও ঠুমরি গায়িকা বেগম আখতার। তিনি গানের জন্য সঙ্গীত নাটক অকাদেমী পুরস্কার ও ভারত সরকার থেকে পদ্মশ্রী ও পদ্মভূষণ(মরণোত্তর) সন্মানে পুরস্কৃত হয়েছেন। উনি মল্লিকা-ই-গজল(গজল রানী) উপাধিতে ভূষিত হন।
7 October 1929 : ১৯২৯ সালে আজকের দিনে হাওড়ায় জন্ম গ্রহণ করেন বাংলা পুরাতনী, আগামী, টপ্পা গানের কিংবদন্তি সঙ্গীতশিল্পী চণ্ডীদাস মাল। ১৯৪৪ খ্রিস্টাব্দ থেকে আকাশবাণী কলকাতা ও দূরদর্শনের নিয়মিত শিল্পী ছিলেন।
7 October 1977 : ১৯৭৭ সালে আজকের দিনে ব্যাঙ্গালোরে(কর্ণাটক) জন্ম গ্রহণ করেন অভিনেত্রী যুক্তামুখী। She represented India at Miss World 1999 and eventually won the contest, becoming the fourth Indian woman to win Miss World.
7 October 1978 : ১৯৭৮ সালে আজকের দিনে মহারাষ্ট্রে জন্ম গ্রহণ করেন আন্তর্জাতিক ভারতের প্রাক্তন জনপ্রিয় ক্রিকেটার জহির খান।
আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : ৭ অক্টোবর | Today Famous Marriage Anniversary and Divorces : 7 October
আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 7 October. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)
7 October : Click here
আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৭ অক্টোবর | Today Famous Deaths : 7 October
আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 7 October. On this day Famous Deaths in Bengali)
7 October 1708 : ১৭০৮ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন গুরু গোবিন্দ সিংহ, তিনি ছিলেন শিখধর্মের দশম গুরু।
7 October 1978 : ১৯৭৮ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বাঙালি নাট্যকার, ঔপন্যাসিক, অনুবাদক এবং জীবনীকার আকবর উদ্দীন। ১৯১৭ সালে কৃষ্ণনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসাবে কর্মজীবনের শুরু। ১৯৪৪ থেকে ১৯৪৭ পর্যন্ত দৈনিক আজাদ পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন।
আজকের বিখ্যাত দিনে ৭ অক্টোবর : The Famous Day 7 October in Bengali
আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ৭ অক্টোবর : The Famous Day 7 October (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ৭ অক্টোবর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।