Close Ad close
Breaking
Sat. Nov 16th, 2024
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১০ অক্টোবর | Today's Famous Day in Historical Events : 10 Octoberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১০ অক্টোবর | Today's Famous Day in Historical Events : 10 October

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১০ অক্টোবর | Today’s Famous Day in Historical Events : 10 October

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১০ অক্টোবর  : Today’s Famous Day in Historical Events : 10 October (Bengali) : আজকের বিখ্যাত দিনে ১০ অক্টোবর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু TheFamousDay.com এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১০ অক্টোবর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১০ অক্টোবর | Today’s Important Day or Famous Day in Bengali : 10 October

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১০ অক্টোবর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 10 October. On this day Important Day in Bengali)

10 October : আজ ১০ অক্টোবর – বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এটি হল পৃথিবীর সকলের মানসিক স্বাস্থ্য শিক্ষা, সচেতনতার দিন। ১৯৯২ সালে প্রথমবার পালন করা হয়েছিল। কিছু দেশে একে মানসিক রোগ সচেতনতা সপ্তাহের অংশ হিসাবে পালন করা হয়।

10 October : আজ ১০ অক্টোবর – স্তন ক্যান্সার সচেতনতা দিবস।

10 October : আজ ১০ অক্টোবর – আন্তর্জাতিক মৃত্যুদন্ড বিরোধী দিবস।

10 October : আজ ১০ অক্টোবর – বিশ্ব দৃষ্টি দিবস।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ অক্টোবর | Today’s Famous Day in History (Bengali) : 10 October

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ অক্টোবর | Today’s famous day in the history of India (Bengali) : 10 October

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ অক্টোবর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 10 October. Today’s Famous day on 10 October in India. On this day Historical Famous Events in India)

10 October 1756 : ১৭৫৬ সালের এই দিনে রবার্ট কাইভ মাদ্রাজ থেকে পাঁচটি যুদ্ধজাহাজে করে নয়শত সৈনিক নিয়ে কলকাতা দখলের জন্য যাত্রা শুরু করেন।

10 October 1844 : ১৮৪৪ সালের এই দিনে অবিভক্ত ভারতের বিখ্যাত বিচারপতি বদরুদ্দিন তায়েবজী জন্মগ্রহণ করেন।

10 October 1906 : ১৯০৬ সালের এই দিনে বিশিষ্ট লেখক আর.কে. নারায়ণ জন্মগ্রহণ করেন।

10 October 1916 : ১৯১৬ সালের এই দিনে বিশিষ্ট কবি ও সাংবাদিক সমর সেন জন্মগ্রহণ করেন।

10 October 1942 : ১৯৪২ সালে আজকের দিনে কবি কাজী নজরুল ইসলাম মস্তিক ব্যাধিতে আক্রান্ত (মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি আর সুস্থ হননি) হন।

10 October 1956 : ১৯৫৬ সালে আজকের দিনে মাদ্রাজ থেকে লর্ড ক্রাইভের কলকাতা দখল অভিযানের যাত্রা শুরু হয়।

10 October 1971 : ১৯৭১ সালের এই দিনে বিশিষ্ট ঔপন্যাসিক, কথাশিল্পী ও নাট্যকার সৈয়দ ওয়ালিউল্লাহ পরলোক গমন করেন।

10 October 1971 : ১৯৭১ সালে আজকের দিনে দিনাজপুরের চড়ারহাট গ্রামে হানাদার বাহিনী মেতে ওঠে হত্যাযজ্ঞে। প্রায় শতাধিক মানুষকে গভীর রাতে ঘুম থেকে তুলে একত্রিত করে নির্মমভাবে হত্যা করে তারা। তাদের মধ্য থেকে গুলিবিদ্ধ ১১ জন প্রাণে বেঁচে গেলেও শতাধিক মানুষের মৃত্যু হয় সেখানে। পাশের আন্দোল গ্রামটিও রেহাই পায়নি হানাদারদের হাত থেকে।

10 October 1992 : ১৯৯২ সালের এই দিনে হুগলী নদীর ওপর ‘বিদ্যাসাগর সেতু’র উদ্বোধন করা হয়।

10 October 2011 : ২০১১ সালের এই দিনে গজল ঘরানার অন্যতম বিখ্যাত গায়ক জগজিৎ সিং পরলোক গমন করেন।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ অক্টোবর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 10 October

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ অক্টোবর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

10 October 1912 : ১৯১২ সালের এই দিনে বিশিষ্ট লেখক ও কমিউনিস্টপন্থী রাজনীতিবিদ অনিল মুখার্জি জন্মগ্রহণ করেন।

10 October 1937 : ১৯৩৭ সালের এই দিনে বিশিষ্ট মঞ্চাভিনেতা সিরাজুল ইসলাম জন্মগ্রহণ করেন।

10 October 1972 : ১৯৭২ সালের এই দিনে ‘বঙ্গবন্ধু’ হিসেবে বিখ্যাত শেখ মুজিবুর রহমানকে বিশ্বশান্তি পরিষদের সর্বোচ্চ সম্মান ‘জুলিও কুরি’ প্রদান করা হয়।

10 October 1994 : ১৯৯৪ সালের এই দিনে প্রখ্যাত চিত্রশিল্পী শেখ মোহাম্মদ সুলতান পরলোক গমন করেন।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ অক্টোবর | Today’s famous day in the history of the world (Bengali) : 10 October

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ অক্টোবর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 10 October, Today’s Famous day on 10 October in the World. On this day Historical Famous Events in The World)

10 October 1830 : ১৮৩০ সালের এই দিনে স্পেনের বিশিষ্ট রানী দ্বিতীয় ইসাবেলা জন্মগ্রহণ করেন।

10 October 1913 : ১৯১৩ সালে আজকের দিনে পানামা খালের গাম্বোয়া বাধ ভেঙে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর একাকার হয়ে যায়।

10 October 1917 : ১৯১৭ সালের এই দিনে ব্রাজিল প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

10 October 1919 : ১৯১৯ সালে আজকের দিনে পানামা খাল খনন শেষ হয় এবং একে উন্মুক্ত ঘোষণা করা হয়।

10 October 1959 : ১৯৫৯ সালের এই দিনে আজেন্টিনায় গৃহযুদ্ধ শুরু হয়।

10 October 1964 : ১৯৬৪ সালের এই দিনে জাপানের টোকিওতে এশিয়ার প্রথম অলিম্পিক প্রতিযোগিতার আসর অনুষ্ঠিত হয়।

10 October 1992 : ১৯৯২ সালের এই দিনে প্রথম ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ পালন করা হয়।

10 October 2000 : ২০০০ সালের এই দিনে শ্রীলঙ্কার বিশিষ্ট রাজনীতিবিদ ও ভূতপূর্ব প্রধানমন্ত্রী সিরিমাভো বন্দরনায়েকে পরলোক গমন করেন।

10 October 2015 : ২০১৫ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন রসায়নবিদ ও শিক্ষাবিদ রিচার্ড এফ. হেক পরলোক গমন করেন।

আজকের বিখ্যাত জন্মদিন : ১০ অক্টোবর | Today Famous Birthdays : 10 October

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 10 October. On this day Famous Birthdays in Bengali)

10 October 1906 : ১৯০৬ সালে আজকের দিনে চেন্নাইয়ে জন্ম গ্রহণ করেছিলেন ভারতীয় লেখক আর. কে. নারায়ণ।কাল্পনিক দক্ষিণ ভারতীয় শহর মালগুডির পটভূমিকায় লেখা তার রচনাগুলির জন্য তিনি সর্বাধিক পরিচিত। তার পুরো নামটি হল রাসীপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণস্বামী। ইংরেজি ভাষায় ভারতীয় সাহিত্যের প্রথম যুগের তিন জন পুরোধা ব্যক্তিত্বের অন্যতম ছিলেন নারায়ণ (অন্য দুজন ছিলেন মুল্‌ক রাজ আনন্দ ও রাজা রাও)। তারাই এই সাহিত্যকে বিশ্বে সুপরিচিত করে তুলেছিলেন।

10 October 1916 : ১৯১৬ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেছিলেন ভারতীয় বাঙালি কবি ও সাংবাদিক সমর সেন। তার কাব্যগ্রন্থগুলো হচ্ছে কয়েকটি কবিতা (১৯৩৭), গ্রহণ (১৯৪০), নানা কথা (১৯৪২), খোলা চিঠি (১৯৪৩) এবং তিন পুরুষ (১৯৪৪)।

10 October 1958 : ১৯৫৪ সালে আজকের দিনে চেন্নাইয়ে জন্ম গ্রহণ করেন হিন্দী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রেখা। ১৯৬৬ সালে “রাঙ্গুলা রত্নম” নামে একটি তেলেগু ছবির মাধ্যমে শিশুশিল্পী হিসেবে তার চলচ্চিত্র জীবন শুরু হয়। নায়িকা হিসেবে ১৯৭০ সালে “শাওন ভাদো” নামে একটি ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি বলিউডে যাত্রা শুরু করেন। ৪০ বছরের অভিনয় জীবনে রেখা ১৮০টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৮১ সালে “উমরাহ জান” চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

10 October 1973 : ১৯৭৩ সালে আজকের দিনে কর্ণাটকে জন্ম গ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক এবং নাট্যকার এস এস রাজামৌলি(কদুরি শ্রীশৌল শ্রী রাজামৌলি)। তিনি মূলত তেলুগু চলচ্চিত্রে কাজের জন্য পরিচিত। তিনি ব্লকবাস্টার চলচ্চিত্র যেমন “মাগাধীরা(২০০৯)”, “এগা(২০১২)” এবং “বাহুবলী: দ্য বিগিনিং(২০১৫)” ছবিগুলির পরিচালক হিসেবেই অধিক পরিচিত।

10 October 1985 : ১৯৮৫ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন টালিগঞ্জের নায়ক যশ দাশগুপ্ত। তিনি “বোঝেনা সে বোঝেনা” ধারাবাহিক ও “গ্যাংস্টার” চলচ্চিত্রের জন্য বেশ পরিচিত।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : ১০ অক্টোবর | Today Famous Marriage Anniversary and Divorces : 10 October

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 10 October. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

10 October : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১০ অক্টোবর | Today Famous Deaths : 10 October

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 10 October. On this day Famous Deaths in Bengali)

10 October 1964 : ১৯৬৪ সালে আজকের দিনে মুম্বাইয়ে মৃত্যুবরণ করেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও অভিনেতা গুরু দত্ত(বসন্ত কুমার শিবশঙ্কর পাদুকোন)। তিনি ১৯৫০ ও ১৯৬০-এর দশকে ধ্রুপদী হিন্দি চলচ্চিত্র “প্যায়াসা”, “কাগজ কে ফুল”, “সাহিব বিবি অউর গুলাম”, ও “চৌধবিঁ কা চান্দ” নির্মাণ করেন। প্যায়াসা ও কাগজ কা ফুল চলচ্চিত্র দুটিকে সর্বকালের সেরা চলচ্চিত্র হিসেবে গণ্য কয়ার হয় এবং টাইম সাময়িকীর “সর্বকালের ১০০ সেরা চলচ্চিত্র তালিকা”য় প্যায়াসা অন্তর্ভুক্ত। 

10 October 2011 : ২০১১ সালে আজকের দিনে মুম্বাইয়ে মৃত্যুবরণ করেন বিশিষ্ট ভারতীয় গজল গায়ক, সুরস্রষ্টা, সংগীত পরিচালক, সমাজকর্মী ও শিল্পোদ্যোগী জগজিৎ সিং। তিনি “গজল-সম্রাট” নামে পরিচিত। ২০০৩ সালে সংগীত ও সংস্কৃতি জগতে অবদানের জন্য তাকে ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মভূষণ দিয়ে সম্মানিত করা হয়।

10 October 2013 : ২০১৩ কুমার পলানা, ভারতীয় চরিত্র অভিনেতা এবং ভৌদ্বিলিয়ান 94 বছর বয়সে মারা যান।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ১০ অক্টোবর : The Famous Day 10 October in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ১০ অক্টোবর : The Famous Day 10 October (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ১০ অক্টোবর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *