Close Ad close
Breaking
Sat. Jan 18th, 2025
ভগবান শ্রী কৃষ্ণের বাণী | Lord Krishna Quotes in Bengaliভগবান শ্রী কৃষ্ণের বাণী | Lord Krishna Quotes in Bengali

ভগবান শ্রী কৃষ্ণের বাণী

Lord Krishna Quotes in Bengali

ভগবান শ্রী কৃষ্ণের বাণী | Lord Krishna Quotes in Bengali : নমস্কার বন্ধুরা, এই পোস্টে আলোচনা করা হলো ভগবান শ্রী কৃষ্ণের বাণী | Lord Krishna Quotes in Bengali । আমাদের দৈনন্দিন জীবনে ভগবান শ্রী কৃষ্ণের বাণী | Lord Krishna Quotes in Bengali জেনে রাখা উচিত। ভগবান শ্রী কৃষ্ণের বাণী | Lord Krishna Quotes in Bengali সম্পর্কে জানা থাকলে আমরা উপকৃত হব। কারণ ভগবান শ্রী কৃষ্ণের বাণী | Lord Krishna Quotes in Bengali যা যা বলা হয়েছে তা আমাদের জীবনে চলার পথে সবসময় কাজে লাগবে।

 চলুন দেখে নিই কিছু  ভগবান শ্রী কৃষ্ণের বাণী | Lord Krishna Quotes in Bengali শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে। ভগবান শ্রী কৃষ্ণের বাণী | Lord Krishna Quotes in Bengali নিচে দেওয়া হয়েছে।

ভগবান শ্রী কৃষ্ণের বাণী | Lord Krishna Quotes in Bengali

ভগবান শ্রী কৃষ্ণের বাণী | Lord Krishna Quotes in Bengali :

  • জ্ঞানীর নিকট সত্য ই পরম ধর্ম। – ভগবান শ্রী কৃষ্ণ

জ্ঞানীর নিকট সত্য ই পরম ধর্ম। - ভগবান শ্রী কৃষ্ণ

  • গোদান করে দড়ির উপর মায়া রেখে কি লাভ?যখন মোহ ত্যাগ করবে,তখন নিঃস্বার্থভাবে ত্যাগ করবে। – ভগবান শ্রী কৃষ্ণ
  • যে ব্যক্তি কৃষ্ণভাবনায় যুক্ত নয়,তার মন সংযত নয়। – ভগবান শ্রী কৃষ্ণ
  • সকলেই সর্বতোভাবে আমার পথ অনুসরণ করে। – ভগবান শ্রী কৃষ্ণ
  • আমি সর্বলোকের মহেশ্বর (মহা+ঈশ্বর)। – ভগবান শ্রী কৃষ্ণ
  • আমিই সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ। – ভগবান শ্রী কৃষ্ণ
  • আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। – ভগবান শ্রী কৃষ্ণ
  • পরমাত্মা রুপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি। – ভগবান শ্রী কৃষ্ণ
  • পরমেশ্বর ভগবান রুপে আমি অতীত,বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরুপে অবগত। – ভগবান শ্রী কৃষ্ণ
  • আমাকে প্রাপ্ত হলে আর পূর্ণজন্ম হয় না। – ভগবান শ্রী কৃষ্ণ
  • সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্যা ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায়। – ভগবান শ্রী কৃষ্ণ
  • অব্যক্ত রুপে আমি সমস্ত জগতে ব্যাপ্ত আছি। – ভগবান শ্রী কৃষ্ণ
  • শোকের চেয়ে বড় নাশকর্তা আর কিছু নেই, শোক মানুষের সব শক্তিকেই নষ্ট করে দেয়,তাই শোক করোনা। – ভগবান শ্রী কৃষ্ণ
  • ব্যাবহার ও চরিত্রেই বংশের পরিচয় হয়। – ভগবান শ্রী কৃষ্ণ
  • মিথ্যাবাদী ব্যাক্তি সর্পের চেয়েও ভয়ঙ্কর। – ভগবান শ্রী কৃষ্ণ
  • সত্যই এ জগতের নিয়ন্ত্রক,সত্যেই ধর্ম প্রোথিত হয়ে আছে। – ভগবান শ্রী কৃষ্ণ
  • মাতৃঋণ কোন সন্তানই কখনো শোধ করতে পারেনা। – ভগবান শ্রী কৃষ্ণ
  • চন্দ্র তাঁর সৌন্দর্য হারাতে পারে,হিমবন বরফশুন্য হয়ে পড়তে পারে,সমুদ্র বিরান হয়ে যেতে পারে কিন্তু রাম কখনো তার প্রতিজ্ঞা হতে বিচ্যুত হয়না। – ভগবান শ্রী কৃষ্ণ
  • শেকড়হীন বিশাল বৃক্ষ ও যেমন সত্তরই নির্জীব হয়ে পড়ে ঠিক তেমনি নিরীহের ক্ষতিকারী শত শক্তিশালী হলেও সমূলে পতিত হয়। – ভগবান শ্রী কৃষ্ণ
  • আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। – ভগবান শ্রী কৃষ্ণ
  • দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে। – ভগবান শ্রী কৃষ

দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে। - ভগবান শ্রী কৃষ্ণ

  • এই জগৎ আমারই প্রকৃতির অধীন। – ভগবান শ্রী কৃষ্ণ
  • আমিই এই জগতের পিতা। – ভগবান শ্রী কৃষ্ণ
  • আমিই এই জগতের বিধাতা (সৃষ্টিকর্তা) । – ভগবান শ্রী কৃষ্ণ
  • আমি সকলের গতি। – ভগবান শ্রী কৃষ্ণ
  • আমি তাপ প্রদান করি এবং আমি বৃষ্টি বর্ষণ করি ও আকর্ষণ করি। – ভগবান শ্রী কৃষ্ণ
  • আমিই সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু। – ভগবান শ্রী কৃষ্ণ
  • আমি সকলের প্রতি সমভাবাপন্ন। – ভগবান শ্রী কৃষ্ণ
  • সব কিছু আমার থেকে প্রবর্তিত হয়। – ভগবান শ্রী কৃষ্ণ
  • মনুষ্যদের মধ্যে আমি সম্রাট। – ভগবান শ্রী কৃষ্ণ
  • অব্যয় অমৃতের,শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখের আমিই আশ্রয়। – ভগবান শ্রী কৃষ্ণ
  • আমিই সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমিই বেদান্তকর্তা ও বেদবিৎ। – ভগবান শ্রী কৃষ্ণ
  • বেদে আমি পুরুষোত্তম নামে বিখ্যাত। – ভগবান শ্রী কৃষ্ণ
  • সর্ব প্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরনাগত হও। – ভগবান শ্রী কৃষ্ণ
  • উৎসাহ এর চেয়ে বড় বল আর কিছুই নেই,উৎসাহী ব্যাক্তি জগত ও জয় করতে পারে। – ভগবান শ্রী কৃষ্ণ

উৎসাহ এর চেয়ে বড় বল আর কিছুই নেই,উৎসাহী ব্যাক্তি জগত ও জয় করতে পারে। – ভগবান শ্রী কৃষ্ণ

  • দুঃখ বা দুর্দশায় একজন প্রকৃত বন্ধুর মত পরম সঙ্গী আর কেউ নেই অনুকম্পা,দয়া, ক্ষমাও মানবতার মত বড় গুন আর নেই। – ভগবান শ্রী কৃষ্ণ
  • হৃদয়বানের কোন ক্রোধ নেই। – ভগবান শ্রী কৃষ্ণ
  • অতি গর্জনকারী মেঘ খুব কদাচিৎই বর্ষে, প্রকৃত বীর অকারনে বাক্যব্যায় করেনা। – ভগবান শ্রী কৃষ্ণ
  • দেশে- দেশে বন্ধু,আত্মীয়স্বজন বা স্ত্রী মেলে কিন্তু পৃথিবীতে এমন কোন দেশ নেই যেখানে ভ্রাতা লক্ষন এর মত সহোদর মেলা সম্ভব। – ভগবান শ্রী কৃষ্ণ
  • তপস্যাই পরম শ্রেয়,বাকী সকলই মায়া। – ভগবান শ্রী কৃষ্ণ

ভগবান শ্রী কৃষ্ণের বাণী | Lord Krishna Quotes in Bengali 

ভগবান শ্রী কৃষ্ণের বাণী | Lord Krishna Quotes in Bengali পড়ে কেমন লাগলো। ভগবান শ্রী কৃষ্ণের বাণী | Lord Krishna Quotes in Bengali ভালো লাগলে আমাদের কমেন্ট করে জানান। ভগবান শ্রী কৃষ্ণের বাণী | Lord Krishna Quotes in Bengali এরম আরও অনেক বাণী আমাদের ওয়েবসাইটে প্রকাশিত করা হয়েছে। আপনার যদি এটা ভগবান শ্রী কৃষ্ণের বাণী | Lord Krishna Quotes in Bengali ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করুন। আপনার সব বন্ধুদের জানান ভগবান শ্রী কৃষ্ণের বাণী | Lord Krishna Quotes in Bengali তাহলে আপনিও ভগবান শ্রী কৃষ্ণের বাণী | Lord Krishna Quotes in Bengali থেকে উপকৃত হবেন।

ভগবান শ্রী কৃষ্ণের বাণী | Lord Krishna Quotes in Bengali

আশা করি এই পোস্টটি বা ভগবান শ্রী কৃষ্ণের বাণী | Lord Krishna Quotes in Bengali থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য বিভিন্ন বই, ওয়েবসাইট, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম তথ্য (ভগবান শ্রী কৃষ্ণের বাণী | Lord Krishna Quotes in Bengali) সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *