Close Ad close
Breaking
Wed. Jan 15th, 2025
মহর্ষি বাল্মীকির বাণী | Maharishi Valmiki Quotes in Bengaliমহর্ষি বাল্মীকির বাণী | Maharishi Valmiki Quotes in Bengali

মহর্ষি বাল্মীকির বাণী

Maharishi Valmiki Quotes in Bengali

মহর্ষি বাল্মীকির বাণী | Maharishi Valmiki Quotes in Bengali : নমস্কার বন্ধুরা, এই পোস্টে আলোচনা করা হলো মহর্ষি বাল্মীকির বাণী | Maharishi Valmiki Quotes in Bengali । আমাদের দৈনন্দিন জীবনে মহর্ষি বাল্মীকির বাণী | Maharishi Valmiki Quotes in Bengali জেনে রাখা উচিত। মহর্ষি বাল্মীকির বাণী | Maharishi Valmiki Quotes in Bengali সম্পর্কে জানা থাকলে আমরা উপকৃত হব। কারণ মহর্ষি বাল্মীকির বাণী | Maharishi Valmiki Quotes in Bengali যা যা বলা হয়েছে তা আমাদের জীবনে চলার পথে সবসময় কাজে লাগবে।

 চলুন দেখে নিই আজকের কিছু  মহর্ষি বাল্মীকির বাণী | Maharishi Valmiki Quotes in Bengali শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে। মহর্ষি বাল্মীকির বাণী | Maharishi Valmiki Quotes in Bengali নিচে দেওয়া হয়েছে।

মহর্ষি বাল্মীকির বাণী | Maharishi Valmiki Quotes in Bengali

মহর্ষি বাল্মীকির বাণী | Maharishi Valmiki Quotes in Bengali : মহর্ষি বাল্মীকির বাণী (maharishi valmiki quotes in bengali) গুলো নীচে আলোচনা করা হলো। 

  • “একজন রাজাকে সর্বদা উচ্চ বিচার-বুদ্ধি সম্পন্ন চরিত্রের সাথে আদর্শবাদীও হওয়া উচিত, তবেই সে আসল প্রজাপালক” –মহর্ষি বাল্মীকি
  • “জননী আর জন্মভূমি হলেন, স্বর্গের থেকেও মহান জিনিস” –মহর্ষি বাল্মীকি
  • “আপনার মধ্যে সাহসীকতা,কাপুরুষতা কিংবা দুশ্চরিত্র মনোভাব যদি থেকে থাকে, তাহলে সেটা আপনার চরিত্রের মাধ্যমেই স্পষ্ট বোঝা যাবে” –মহর্ষি বাল্মীকি
  • “সহযোগীতা এবং সমন্বয়ের সর্বদা জয় হয়” –মহর্ষি বাল্মীকি
  • “তোমায় গর্ব, অহংকার এবং কুটিলতার পরিত্যাগ করা উচিত | আর তোমায় কখনই অন্যের সমালোচনা নিয়ে চিন্তা করাও উচিত নয়” –মহর্ষি বাল্মীকি
  • “যেইভাবে পিপড়ে, প্রত্যেকদিন একটু একটু করে মাটি খুঁড়ে নিজের বাসা বানায়, ঠিক সেইভাবেই কালচক্রও সব প্রাণীদের জীবনকে প্রতিনিয়তই শেষে করতে থাকে” –মহর্ষি বাল্মীকি
  • উচ্চাকাঙ্খা দ্বারা পরিপূর্ণ মন সর্বদা খালি থাকে, এইজন্য সেটা কখনই কোথাও শান্ত হতে পারেনা | যেমনভাবে নিজের গোষ্ঠীর থেকে বিছিন্ন হয়ে একটা হরিণ অশান্ত হয়ে পরে” –মহর্ষি বাল্মীকি
  • “যদি আপনার সংকল্প দৃঢ় হয়ে থাকে, তাহলে আপনি যেকোনো কাজকে সহজ বানাতে পারবেন” –মহর্ষি বাল্মীকি

“যদি আপনার সংকল্প দৃঢ় হয়ে থাকে, তাহলে আপনি যেকোনো কাজকে সহজ বানাতে পারবেন” –মহর্ষি বাল্মীকি

  • “সর্বদা সুখই পাবেন, এটা কখনই সম্ভব নয়” –মহর্ষি বাল্মীকি
  • “মন ইচ্ছিত জিনিসকে প্রাপ্ত করার পরও তাতেও সন্তুষ্ট হতে পারেনা, যেমন একটা ছিদ্রযুক্ত পাত্রে যতই জল ঢালা হোক না কেন সেটা কখনই ভরে ওঠেনা” –মহর্ষি বাল্মীকি
  • “শান্তি পাওয়ার জন্য পরিশ্রম করো” –মহর্ষি বাল্মীকি
  • “যেসব মানুষ ভুল পথে চালিত হয়, তারা কখনই সত্যিকারের জ্ঞান প্রাপ্ত করতে পারবেনা” –মহর্ষি বাল্মীকি
  • “ক্রোধই সমস্ত ব্যক্তির ভালো গুনকে বিনাশ করে, এইজন্যই ক্রোধকে ত্যাগ করো” –মহর্ষি বাল্মীকি
  • “কারোর প্রতি খারাপ ভাবনা রাখার ফলে, নিজের মন আপনা থেকেই দূষিত হয়ে যায়” –মহর্ষি বাল্মীকি
  • “যেমন রাজার আচরণ হবে, ঠিক তেমনই প্রজারও আচরণ হবে” –মহর্ষি বাল্মীকি
  • “যেমন সাপ, বিড়াল আর ধনুক সর্বদা ঝুঁকেই আক্রমণ করে, ঠিক তেমনই অসাধু ব্যক্তির নম্রতাও ভীষণ দুঃখ ডেকে আনতে পারে” –মহর্ষি বাল্মীকি
  • “সৎ মানুষ সর্বদা অন্য মানুষদের দুঃখ থেকে বাঁচানোর জন্য কষ্ট সহ্য করে, কিন্তু দুষ্টু প্রকৃতির মানুষ সর্বদা অন্যদের দুঃখে ফেলার জন্যই বেঁচে থাকে” –মহর্ষি বাল্মীকি
  • “কোনো প্রতিশ্রুতিকে ভঙ্গ করার মাধ্যমে, করে ফেলা বাকি ভালো কাজগুলোর মাহাত্ম্যও নষ্ট হয়ে যায়” –মহর্ষি বাল্মীকি
  • “মানুষের ভীতর যদি ইচ্ছাশক্তি থাকে, তাহলে সে বড় থেকে বড় কাজকেও সহজ বানিয়ে ফেলতে পারে | ইচ্ছাশক্তির দ্বারা একজন ফকিরও রাজা হতে পারে” –মহর্ষি বাল্মীকি
  • “যদি আপনার চরিত্র ভালো না হয়, তাহলে আপনি কখনোই মহান হতে পারবেন না” –মহর্ষি বাল্মীকি

“যদি উৎসাহের সঙ্গ না ছাড়া যায়, তাহলে এই দুনিয়ায় কোনো কিছুই দুর্লভ নয়” –মহর্ষি বাল্মীকি

  • “সঙ্কট এবং দুঃখের মুহূর্ত, সর্বদা না বলে আর না আভাস দিয়েই আসে” –মহর্ষি বাল্মীকি
  • “মা-বাবার সেবা করা সর্বদাই কল্যাণকারী হয়” –মহর্ষি বাল্মীকি
  • “সংসারে এমন অনেক কম লোকই আছেন, যারা যতই কঠোর প্রকৃতির হন না কেন কিন্তু কল্যাণের কথাই বলেন” –মহর্ষি বাল্মীকি
  • “যদি উৎসাহের সঙ্গ না ছাড়া যায়, তাহলে এই দুনিয়ায় কোনো কিছুই দুর্লভ নয়” –মহর্ষি বাল্মীকি
  • “কোনো ব্যক্তির উপর মোহ থাকা, আপনাকে দুঃখ দিতে পারে” –মহর্ষি বাল্মীকি
  • “সংঘর্ষের দ্বারা আপনি মহান হতে পারেন | আগে এগিয়ে যেতে হলে সংঘর্ষ অবশ্যই দরকার” –মহর্ষি বাল্মীকি
  • “নিজের বাবার কথা মেনে চলা এবং তাঁর সেবা করা, এর থেকে বড় ধর্ম আর দ্বিতীয় কোনো হতে পরেনা” –মহর্ষি বাল্মীকি
  • “অহংকার এমনই এক জিনিস, যা সোনার মত অতি মূল্যবান বস্তুকেও মাটিতে পরিণত করতে পারে” –মহর্ষি বাল্মীকি
  • “অন্যের সম্পত্তির অপহরণ, অন্যের স্ত্রীয়ের সাথে সংসার আর অতি দুশ্চিন্তা – এই তিনটে দোষ বিনাশকারী হয়” –মহর্ষি বাল্মীকি
  • বিবাহ যোগ্য নারী প্রত্যেক দেশেই পাওয়া যেতে পারে, বন্ধু ও আত্মীয়-স্বজনও প্রতেক দেশে বানানো যেতে পারে | কিন্তু আমি এমন কোনো দেশ কখনই দেখিনি যেখানে সহোদরকে পাওয়া যেতে পারে” –মহর্ষি বাল্মীকি
  • “কাউকে অতি পরিমান ভালোবেসো না আর ভালোবাসলেও সেটার কোনদিন অভাব হতে দিও না | কারণ এই দুটোই হলো মহান দোষ | সর্বদা মধ্যম স্থিতি বজায় রাখার দিকেই মন দেও” –মহর্ষি বাল্মীকি
  • “ভাগ্যের কল্পনা মূর্খ লোকেরাই করে, আর ভাগ্যের উপর নির্ভর হয়ে নিজের সর্বনাশ তারা করেও ফেলে” –মহর্ষি বাল্মীকি
  • “বন্ধু বানানো সরল কিন্তু বন্ধুত্বকে টিকিয়ে রাখা কঠিন সামান্য মতের পার্থক্য কিংবা সম্পর্কের মধ্যে অস্থিরতা জন্মালেই, বন্ধুত্ব নষ্ট হয়ে যায়” –মহর্ষি বাল্মীকি
  • “সমস্ত পুণ্য আর সদগুনের মূলই হলো সততা” –মহর্ষি বাল্মীকি
  • “সেবার দ্বারা শত্রুও, একদিন মিত্র হয়ে যায়” –মহর্ষি বাল্মীকি

“সেবার দ্বারা শত্রুও, একদিন মিত্র হয়ে যায়” –মহর্ষি বাল্মীকি

  • “নারী ও পুরুষের ক্ষেত্রে, ক্ষমাই সবচেয়ে বড় অলংকার” –মহর্ষি বাল্মীকি
  • “বাস্তবে, একজন নারীর ক্ষেত্রে তার স্বামীই হলো সম্পূর্ণ অলঙ্কার | তার থেকে আলাদা হয়ে সে যতই সুন্দর হোক না কেন, কখনই তাকে সজ্জিত দেখাবেনা” –মহর্ষি বাল্মীকি
  • “পরমাত্মা তোমাকে যা কিছু দিয়েছেন, সেইজন্য তোমার তাঁর প্রতি নিজের কৃতজ্ঞতা প্রদর্শন করা উচিত এই বিষয়ে তোমার অকৃতজ্ঞ হওয়া উচিত নয়” –মহর্ষি বাল্মীকি
  • “মায়ার দুটো ভাগ আছে, প্রথমটা হচ্ছে অবিদ্যা আর দ্বিতীয়টা বিদ্যা” –মহর্ষি বাল্মীকি
  • “দুঃখী লোক কোন পাপটা করেনা?” –মহর্ষি বাল্মীকি

মহর্ষি বাল্মীকির বাণী | Maharishi Valmiki Quotes in Bengali 

মহর্ষি বাল্মীকির বাণী | Maharishi Valmiki Quotes in Bengali পড়ে কেমন লাগলো। মহর্ষি বাল্মীকির বাণী | Maharishi Valmiki Quotes in Bengali ভালো লাগলে আমাদের কমেন্ট করে জানান। মহর্ষি বাল্মীকির বাণী | Maharishi Valmiki Quotes in Bengali এরম আরও অনেক বাণী আমাদের ওয়েবসাইটে প্রকাশিত করা হয়েছে। আপনার যদি এটা মহর্ষি বাল্মীকির বাণী | Maharishi Valmiki Quotes in Bengali ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করুন। আপনার সব বন্ধুদের জানান মহর্ষি বাল্মীকির বাণী | Maharishi Valmiki Quotes in Bengali তাহলে আপনিও মহর্ষি বাল্মীকির বাণী | Maharishi Valmiki Quotes in Bengali থেকে উপকৃত হবেন।

Maharishi Valmiki Quotes in Bengali | মহর্ষি বাল্মীকির বাণী 

Maharishi Valmiki Quotes in Bengali | মহর্ষি বাল্মীকির বাণী পড়ে কেমন লাগলো। Maharishi Valmiki Quotes in Bengali | মহর্ষি বাল্মীকির বাণী ভালো লাগলে আমাদের কমেন্ট করে জানান। Maharishi Valmiki Quotes in Bengali | মহর্ষি বাল্মীকির বাণী এরম আরও অনেক বাণী আমাদের ওয়েবসাইটে প্রকাশিত করা হয়েছে। আপনার যদি এটা Maharishi Valmiki Quotes in Bengali | মহর্ষি বাল্মীকির বাণী ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করুন। আপনার সব বন্ধুদের জানান Maharishi Valmiki Quotes in Bengali | মহর্ষি বাল্মীকির বাণী তাহলে আপনিও Maharishi Valmiki Quotes in Bengali | মহর্ষি বাল্মীকির বাণী থেকে উপকৃত হবেন।

মহর্ষি বাল্মীকির বাণী | Maharishi Valmiki Quotes in Bengali

আশা করি এই পোস্টটি বা মহর্ষি বাল্মীকির বাণী | Maharishi Valmiki Quotes in Bengali থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য বিভিন্ন বই, ওয়েবসাইট, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম তথ্য (মহর্ষি বাল্মীকির বাণী | Maharishi Valmiki Quotes in Bengali) সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *