Close Ad close
Breaking
Sun. Jan 12th, 2025
সত্যজিৎ রায় জীবনী | Satyajit Ray Biography in Bengaliসত্যজিৎ রায় জীবনী | Satyajit Ray Biography in Bengali

সত্যজিৎ রায় জীবনী

Satyajit Ray Biography in Bengali

সত্যজিৎ রায় জীবনী | Satyajit Ray Biography in Bengali : নমস্কার বন্ধুরা, এই পোস্টে আলোচনা করা হলো সত্যজিৎ রায় জীবনী | Satyajit Ray Biography in Bengali । আমাদের দৈনন্দিন জীবনে সত্যজিৎ রায় জীবনী | Satyajit Ray Biography in Bengali জেনে রাখা উচিত। সত্যজিৎ রায় জীবনী | Satyajit Ray Biography in Bengali সম্পর্কে জানা থাকলে আমরা উপকৃত হব। কারণ সত্যজিৎ রায় জীবনী | Satyajit Ray Biography in Bengali যা যা বলা হয়েছে তা আমাদের জীবনে চলার পথে সবসময় কাজে লাগবে।

 চলুন দেখে নিই সত্যজিৎ রায় জীবনী | Satyajit Ray Biography in Bengali শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে। সত্যজিৎ রায় জীবনী | Satyajit Ray Biography in Bengali নিচে দেওয়া হয়েছে।

সত্যজিৎ রায় জীবনী | Satyajit Ray Biography in Bengali

সত্যজিৎ রায় জীবনী | Satyajit Ray Biography in Bengali : গ্রীষ্মকালের দুপুরবেলা । শােবার ঘরের দরজা জানালা বন্ধ করা । খড়খড়ির ফাক দিয়ে আলাে এসে পড়েছে বিপরীত দিকের দেওয়ালে । সেখানে ফুটে উঠেছে রাস্তার উলটো ছবি । রিক্সা , সাইকেল ও পথচারীর চলমান ছবি দেওয়ালের গায় । ছেলেটির বয়স ছয় । সে ঘরের মধ্যে শুয়ে শুয়ে দুপুরবেলা এসব নিয়মিত দেখে উল্লাসিত হয়ে ওঠে । এ যেন বিনে পয়সায় বায়স্কোপ দেখা । 

সত্যজিৎ রায় জীবনী (সংক্ষিপ্ত) | Satyajit Ray Biography in Bengali (Short)

নাম (Name) সত্যজিৎ রায় (Satyajit Ray)
জন্মগ্রহণ (Birthday) ২ মে ১৯২১

কলকাতা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (বর্তমানে ভারত)

পিতা ও মাতা সুকুমার রায় (পিতা)

সুপ্রভা রায় (মাতা)

পেশা চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র প্রযোজক, চিত্রনাট্যকার গীতিকার, সঙ্গীত পরিচালক, লিপিকলাবিদ অঙ্কনশিল্পী, লেখক
উল্লেখযোগ্য কর্ম ভারতীয় চলচ্চিত্রে তার অবদানও বিশেষভাবে উল্লেখযোগ্য। ওয়েস আন্ডারসন, মার্টিন স্কোরসেজি জেমস আইভরি, ফ্রঁসোয়া ত্রুফো ও কার্লোস সরার মতো একাধিক বিশ্ববিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় কর্তৃক অনুপ্রাণিত হয়েছিলেন।
জাতীয়তা ভারতবর্ষ
মৃত্যু ২৩ এপ্রিল ১৯৯২ (বয়স ৭০)

কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত

Birthday and Family of Satyajit Ray :

সত্যজিৎ রায় জন্মগ্রহণ করেন ২ মে ১৯২১ খ্রিস্টাব্দে কলকাতায় ১০০ নম্বর গড়পার রােডে ।সত্যজিৎ রায়ের পিতার নাম সুকুমার রায় ও মাতার নাম সুপ্রভা রায় । তিনি পিতা – মাতার একমাত্র সন্তান । তার ডাক নাম মানিক ।

Early Life of Satyajit Ray :

 তাদের সদর দরজায় একটা ছােট্ট ফুটো ছিল । বন্ধ দরজার সেই ফুটোর সামনে ঘষা কাচের একটি টুকরাে ধরত ছেলেটি । কাচের ওপর খুদে খুদে আকারের উল্টো ছবি ভেসে উঠত । ছেলেটি তা দেখে মজা পেত । ফুটো দিয়ে বেরিয়ে আসা এই উল্টো ছবি তাে ফটোগ্রাফির গােড়ার কথা । ঘটনাচক্রে এই ছেলেটির এটি একটি আশ্চর্য পাওনা । ছেলেটি সাড়ে আট বছর বয়সে ভর্তি হয়ে গেল স্কুলে । সঙ্গে করে নিয়ে গেলেন তাকে তার লেবুমামা । লেবুমামা তার মা – র মাসতুতাে ভাই । স্কুলের নাম বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুল । ক্লাসের মাস্টার কয়েকটি প্রশ্ন ও কয়েকটি অঙ্ক দিলেন করতে । কিছু পরে ছেলেটি সেগুলি করে নিয়ে গেল তার কাছে । মাস্টারমশায় তখন ইংরেজির ক্লাস নিচ্ছিলেন । খাতাটি দেখে মাথা নাড়লেন । অর্থাৎ ঠিক আছে । ক্লাসে ভর্তি হতে পারবে সে । মাস্টারের কাছ থেকে যখন ছেলেটি খাতা ফেরত নিচ্ছে , সে সময় ক্লাসের একটা ছেলে তার নাম জানতে চাইল । সে উত্তর দিতেই আবার প্রশ্ন , ‘ না , না , ডাকনাম । ছেলেটি তার ডাকনাম সরল মনে জানাল । ভর্তি হয়ে গেল ছেলেটি ক্লাস সিক্সে । ভর্তির দিন থেকে স্কুলের সব ছেলেই তাকে ডাকনামে ডাকত মানিক ।

 ছেলেটি একদিন সবাক ছবি দেখতে গেল এই লেবুমামার সঙ্গে গ্লোব সিনেমা হলে । তখন সবে সবাক ছবি এসেছে কলকাতায় । যে ছবিটি গ্লোরে দেখান হচ্ছে তার নাম ‘ টার্জান দি এ ম্যান ’ । কিন্তু টিকিন না পেতেই রিগ্যাল সিনেমা হলের টিকিট কাটল । সেটি বাংলা ছবি , তাও আবার সবাক নয় । তাই সই । বইটির নাম ‘ কাল পরিণয় । বইটি ছােটোদের উপযােগী ছিল না আদৌ । ছেলেটির তা ভাল লাগছিল না । মামা তা বুঝতে পেরে মাঝ পথে জিজ্ঞেস করলেন , কিরে বাড়ি যাবি ? ছেলেটি সে কথায় কান দিল না । একবার ঢুকেছে যখন , শেষ না করে বেরুবে কেন ? বাংলা সিনেমার ওপর একটা বিরূপ ধারণা মনে রাখল অনেক দিন ছেলেটি ।

Education Life of Satyajit Ray :

 এই ছেলেটির বয়স যখন দশ বছর , শান্তিনিকেতনে পৌষমেলায় বেড়াতে গিয়েছে । মায়ের সঙ্গে । সঙ্গে একটা নতুন অটোগ্রাফের খাতা । ছেলেটির খুবই ইচ্ছা হলাে । রবীন্দ্রনাথকে দিয়ে কবিতা লিখিয়ে নেবে তার প্রথম পাতায় । ভারি মজা । যথারীতি মাকে নিয়ে ছেলেটি গেল উত্তরায়ণে রবীন্দ্রনাথের কাছে । জানালাে তার ইচ্ছার কথা । রবীন্দ্রনাথ অরাজি নন । পরের দিন নিয়ে যেতে বলে , খাতা রেখে যেতে বললেন । পরের দিন যেতেই ছেলেটি পেয়ে গেল তার অটোগ্রাফের খাতা । প্রথম পাতাটি সমৃদ্ধ হয়ে গেছে রবীন্দ্রনাথের একটি কবিতায় । সে কবিতাটি আমরা জানি । কিন্তু সেটি যে সেই ছেলেটির খাতায় লিখে দিয়েছিলেন , তা আমরা অনেকে জানিনা । কবিতাটি হলাে —

‘বহু দিন ধরে বহু ক্রোশ দূরে 

বহু ব্যয় করি বহু দেশ ঘুরে 

দেখিতে গিয়েছি পর্বতমালা 

দেখিতে গিয়েছি সিন্ধু । 

দেখা হয় নাই চক্ষু মেলিয়া 

ঘর হতে শুধু দুই পা ফেলিয়া 

একটি ধানের শিষের উপরে 

একটি শিশির বিন্দু ।’ 

কে এই ছেলেটি ? ছেলেটির নাম সত্যজিৎ রায় । সত্যজিৎ আড়াই বছর বয়সে তার বাবাকে হারান । ছয়ের কাছাকাছি বয়সে গড়পার বাড়ি ছেড়ে তার মায়ের সঙ্গে ভবানীপুরে বকুলবাগানে মামার বাড়িতে চলে আসেন । আট বছর বয়স অবধি মায়ের কাছে বাড়িতে পড়ে তারপর ভর্তি হন বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে ক্লাস সিক্সে । ওখান থেকেই ১৯৩৬ সালে ম্যাট্রিক পাশ । প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে অনার্স নিয়ে বি . এ . পাশ করে শান্তিনিকেতনে আড়াই বছর ছবি আঁকার শিক্ষা নেন ।

Carrier of Satyajit Ray :

১৯৪৩ সালে সত্যজিৎ সিগনেট প্লেসে বইয়ের প্রচ্ছদ ও অলঙ্করণের কাজে নেমে পড়েন । এরপর তিনি এক বিজ্ঞাপন সংস্থায় কাজ করে এক সময় চিত্রনাট্য রচনায় উৎ সুক হয়ে পড়েন । তার চিত্রনাট্যের উল্লেখযােগ্য ফসল — ‘ ঘরে বাইরে ’ , ‘ পথের পাঁচালী । তার অসাধারণ কাজ পথের পাঁচালীর চিত্রায়ণ । এই ছবি মুক্তি পায় ১৯৫৫ সালে এবং সঙ্গে সঙে খ্যাতি ছড়িয়ে পড়ে দেশে ও বিদেশে । এরপর তিনি তার বিশেষ দৃষ্টিভঙ্গি নিয়ে একের পর এক বাংলা চলচ্চিত্রের কাজে নেমে পড়েন । অপুর সংসার , পরশপাথর , অপরাজিত , মহানগর , জলসাঘর , কাঞ্চনজঙ্ঘা , চারুলতা , দেবী প্রভৃতি মুক্তি পেতে থাকে । 

১৯৪৯ সালে সত্যজিৎ বিজয়া দাশকে বিবাহ করেন । পিতামহ উপেন্দ্রকিশাের ও পিতা সুকুমার রায়ের সন্দেশ ’ পত্রিকার সম্পাদনার কাজে নেমে পড়ে তিনি আরও আকর্ষণীয় করার লক্ষ্যে এগিয়ে যান । তার লেখা গল্প উপন্যাস শিশু – কিশােরদের কাছে । এক অমূল্য ভাণ্ডার : বাদশাহী আংটি , গ্যাংটকে গণ্ডগােল , সােনার কেল্লা , বাক্স রহস্য , কৈলাসে কেলেঙ্কারি , রয়েল বেঙ্গল রহস্য , জয়বাবা ফেলুনাথ , গােরস্থানে সাবধান , ছিন্নমস্তার অভিশাপ , প্রফেসর শঙ্কুর কাণ্ডকারখানা , মহাসংকটে শঙ্কু , এক ডজন গপপাে , ফটিকচাঁদ প্রভৃতি । তাঁর প্রবন্ধের বই — বিষয় চলচ্চিত্র । চলচ্চিত্রের জন্য ‘ দাদাসাহেব ফালকে ’ পুরস্কারেও সম্মানিত । সম্মানিত ‘ অস্কার পুরস্কারেও । ভারত সরকার তাকে ১৯৯২ সালে ভারতরত্ন ’ সম্মান প্রদান করেছেন । 

Dath of Satyajit Ray :

১৯৯২ সালের ২৩ এপ্রিল প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জীবনাবসান ঘটে ।

Satyajit Ray Quotes in Bengali :

 ‘ বাক্সের ভিতর জুলে কেরােসিনের বাতি , তার ধোঁয়া বেরিয়ে যায় চিমনি দিয়ে , আর তার আলাে ঘুরন্ত ফিল্মের চলন্ত ছবি ফেলে দেওয়ালের উপর । কে জানে , আমার ফিল্মের নেশা হয়ত এই ম্যাজিক ল্যানটার্নেই শুরু । 

                     — সত্যজিৎ রায় 

 ‘ সাহিত্যের গল্পও যেমন বাক্যের পর বাক্য সাজিয়ে রাখতে হয় , তেমনি সিনেমার গল্পকে খন্ড খন্ড দৃশ্যে ও খন্ড খন্ড শট – এ ভাগ করে সাজিয়ে বলতে হয় । 

                      — সত্যজিৎ রায়

সত্যজিৎ রায় জীবনী | Satyajit Ray Biography in Bengali 

সত্যজিৎ রায় জীবনী | Satyajit Ray Biography in Bengali পড়ে কেমন লাগলো। সত্যজিৎ রায় জীবনী | Satyajit Ray Biography in Bengali ভালো লাগলে আমাদের কমেন্ট করে জানান। সত্যজিৎ রায় জীবনী | Satyajit Ray Biography in Bengali এরম আরও অনেক বাণী আমাদের ওয়েবসাইটে প্রকাশিত করা হয়েছে। আপনার যদি এটা সত্যজিৎ রায় জীবনী | Satyajit Ray Biography in Bengali ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করুন। আপনার সব বন্ধুদের জানান সত্যজিৎ রায় জীবনী | Satyajit Ray Biography in Bengali তাহলে আপনিও সত্যজিৎ রায় জীবনী | Satyajit Ray Biography in Bengali থেকে উপকৃত হবেন।

Satyajit Ray Biography in Bengali | সত্যজিৎ রায় জীবনী 

Satyajit Ray Biography in Bengali | সত্যজিৎ রায় জীবনী পড়ে কেমন লাগলো। Satyajit Ray Biography in Bengali | সত্যজিৎ রায় জীবনী ভালো লাগলে আমাদের কমেন্ট করে জানান। Satyajit Ray Biography in Bengali | সত্যজিৎ রায় জীবনী এরম আরও অনেক বাণী আমাদের ওয়েবসাইটে প্রকাশিত করা হয়েছে। আপনার যদি এটা Satyajit Ray Biography in Bengali | সত্যজিৎ রায় জীবনী ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করুন। আপনার সব বন্ধুদের জানান Satyajit Ray Biography in Bengali | সত্যজিৎ রায় জীবনী তাহলে আপনিও Satyajit Ray Biography in Bengali | সত্যজিৎ রায় জীবনী থেকে উপকৃত হবেন।

সত্যজিৎ রায় জীবনী | Satyajit Ray Biography in Bengali

আশা করি এই পোস্টটি বা সত্যজিৎ রায় জীবনী | Satyajit Ray Biography in Bengali থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য বিভিন্ন বই, ওয়েবসাইট, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম তথ্য (সত্যজিৎ রায় জীবনী | Satyajit Ray Biography in Bengali) সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *