আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১ ডিসেম্বর | Today’s Famous Day in Historical Events : 1 December
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১ ডিসেম্বর : Today’s Famous Day in Historical Events : 1 December (Bengali) : আজকের বিখ্যাত দিনে ১ ডিসেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১ ডিসেম্বর।
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১ ডিসেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 1 December
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১ ডিসেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 1 December. On this day Important Day in Bengali)
1 December : আজ ১ ডিসেম্বর – বিশ্ব এইডস দিবস।
ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ ডিসেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 1 December
ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ ডিসেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 1 December
আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ ডিসেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 1 December. Today’s Famous day on 1 December in India. On this day Historical Famous Events in India)
1 December 1963 : ১৯৬৩ সালের আজকের দিনে নাগাল্যান্ডকে ভারতের ১৬তম রাজ্য হিসাবে ঘোষণা করা হয়।
1 December 1971 : ১৯৭১ সালের আজকের দিনে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের কাছ থেকে কাশ্মীর দখল করে।
1 December 1980 : ১৯৮০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন মোহাম্মদ কাইফ, তিনি সাবেক ভারতীয় ক্রিকেটার।
বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ ডিসেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 1 December
আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ ডিসেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ : আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)
1 December 1903 : ১৯০৩ সালের আজকের দিনে চট্টগ্রামে যুব বিদ্রোহের অন্যতম নায়ক অনন্ত সিং জন্মগ্রহণ করেন।
1 December 1920 : ১৯২০ সালের আজকের দিনে পি. জে. হার্টগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করেন।
1 December 1980 : ১৯৮০ সালের আজকের দিনে বাংলাদেশে প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচার শুরু হয়।
1 December 1997 : ১৯৯৭ সালের আজকের দিনে পরলোক গমন করেন খান আতাউর রহমান, তিনি ছিলেন বাংলাদেশী চলচ্চিত্রাভিনেতা, সুরকার, গায়ক ও চলচ্চিত্র নির্মাতা।
1 December 2002 : ২০০২ সালের আজকের দিনে বাংলাদেশের গাইবান্ধায় যাকাতের কাপড়ের জন্যে হুড়োহুড়ি করে পদদলিত হয়ে ৫০ জন পরলোক গমন করেন।
1 December 2004 : ২০০৪ সালের আজকের দিনে বাংলাদেশী চলচ্চিত্রাভিনেতা, সুরকার, গায়ক, চলচ্চিত্র নির্মাতা খান আতাউর রহমান পরলোক গমন করেন।
বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ ডিসেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 1 December
আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ ডিসেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 1 December, Today’s Famous day on 1 December in the World. On this day Historical Famous Events in The World)
1 December 0631 : ০৬৩১ সালের আজকের দিনে হযরত মোহম্মদ(সা:)-এর তাবুক অভিযান শুরু হয়।
1 December 1626 : ১৬২৬ সালের আজকের দিনে জেরুজালেমের শাসক পাশা মোহাম্মদ ইবনে ফারুক ক্ষমতাচ্যুত হন।
1 December 1640 : ১৬৪০ সালের আজকের দিনে স্পেনের দখল থেকে পর্তুগাল স্বাধীনতা পায়।
1 December 1761 : ১৭৬১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ম্যারি তুসো, তিনি ছিলেন মাদাম তুসো জাদুঘরের প্রতিষ্ঠাতা।
1 December 1834 : ১৮৩৪ সালের আজকের দিনে কেপ উপনিবেশ থেকে দাসত্ব রদ অ্যাক্ট ১৮৩৩ অনুযায়ী দাসত্ব বিলুপ্ত করা হয়।
1 December 1835 : ১৮৩৫ সালের আজকের দিনে হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের প্রথম বই প্রকাশিত হয়।
1 December 1847 : ১৮৪৭ সালের আজকের দিনে আমেরিকান কবি জুলিয়ান মুর জন্মগ্রহন করেন।
1 December 1852 : ১৮৫২ সালের আজকের দিনে নেদারল্যান্ডসে টেলিগ্রাফ কম্পানি চালু হয়।
1 December 1928 : ১৯২৮ সালের আজকের দিনে কলম্বীয় কবি ও ঔপন্যাসিক হোসো রিভেরার পরলোক গমন করেন।
1 December 1947 : ১৯৪৭ সালের আজকের দিনে পরলোক গমন করেন আলেইস্টের ক্রাউলি, তিনি ছিলেন ইংরেজ যাদুকর, কবি ও পর্বতারোহী।
1 December 1948 : ১৯৪৮ সালের আজকের দিনে ইউনিয়ন অব বার্মা গঠিত হয়।
1 December 1958 : ১৯৫৮ সালের আজকের দিনে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
1 December 1958 : ১৯৫৮ সালের আজকের দিনে আমেরিকার শিকাগোর লেডি অব দ্য লস এঞ্জেলস স্কুলে আগুন লেগে ৯২ শিশু নিহত হয়।
1 December 1959 : ১৯৫৯ সালের আজকের দিনে অ্যান্টার্কটিকা মহাদেশ শুধু বৈজ্ঞানিক গবেষণার কাজে ব্যবহৃত হবে – এ মর্মে ১২টি দেশের মধ্যে অ্যান্টার্কটিকা চুক্তি স্বাক্ষরিত হয়।
1 December 1959 : ১৯৫৯ সালের আজকের দিনে একটি মার্কিন ক্ষেপণাস্ত্রে বসানো ক্যামেরা দিয়ে মহাশুন্য থেকে প্রথম পৃথিবীর রঙ্গিন ছবি তোলা হয়েছিলো।
1 December 1961 : ১৯৬১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন অর্জুনা রানাতুঙ্গা, তিনি শ্রীলংকান সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ।
1 December 1967 : ১৯৬৭ সালের আজকের দিনে রাজকীয় গ্রিনউইচ মানমন্দিরে পশ্চিম ইউরোপের সবচেয়ে বড় টেলিস্কোপ ‘আইজাক নিউটন’ চালু করা হয়।
1 December 1977 : ১৯৭৭ সালের আজকের দিনে খেলাফত ও অসহযোগ আন্দোলনের নেতা আবদুল জাব্বার খদ্দরের পরলোক গমন করেন।
1 December 1981 : ১৯৮১ সালের আজকের দিনে এইচআইভি ভাইরাসের অস্তিত্বের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।
1 December 1988 : ১৯৮৮ সালের আজকের দিনে বেনজির ভুট্টো পাকিস্তানের প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
1 December 1990 : ১৯৯০ সালের আজকের দিনে ইংলিশ চ্যানেলের ১৩২ ফুট নিচে কর্মীরা পাথর কেটে একটি গাড়ি চলাচলের মতো সুড়ঙ্গ করতে সক্ষম হয়। বৃটেন ও ফ্রান্সের মধ্যে প্রাথমিকভাবে সংযোগ স্থাপনে সক্ষম হলেও টানেলের চুড়ান্তকাজ শেষ হতে আরো চার বছর সময়ের প্রয়োজন ছিলো।
আজকের বিখ্যাত জন্মদিন : ১ ডিসেম্বর | Today Famous Birthdays : 1 December
আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 1 December. On this day Famous Birth11days in Bengali)
1 December : আজ ১ ডিসেম্বর – No Record.
আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১ ডিসেম্বর | Today Famous Deaths : 1 December
আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 1 December. On this day Famous Deaths in Bengali)
1 December : আজ ১ ডিসেম্বর – No Record.
আজকের বিখ্যাত দিনে ১ ডিসেম্বর : The Famous Day 1 December in Bengali
আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১ ডিসেম্বর | Today’s Famous Day in Historical Events : 1 December (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ১ ডিসেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।