Close Ad close
Breaking
Wed. Jan 15th, 2025
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১ নভেম্বর | Today's Famous Day in Historical Events : 1 Novemberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১ নভেম্বর | Today's Famous Day in Historical Events : 1 November

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১ নভেম্বর | Today’s Famous Day in Historical Events : 1 November

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১ নভেম্বর  : Today’s Famous Day in Historical Events : 1 November (Bengali) : আজকের বিখ্যাত দিনে ১ নভেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১ নভেম্বর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১ নভেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 1 November

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১ নভেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 1 November. On this day Important Day in Bengali)

1 November : আজ ১ নভেম্বর – বিশ্ব ভেগান দিবস/বিশ্ব নিরামিষাশী দিবস। মূলত সারাবিশ্বের সব নিরামিষভোজীদের জন্য এক বার্ষিক উদযাপন। ১৯৯৪ সালে যুক্তরাজ্যে অবস্থিত ‘দ্য ভেগান সোসাইটি’র প্রেসিডেন্ট লুইস ওয়ালিস এই দিবসটির প্রবর্তন করেন। ভেগান সোসাইটির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যেই মূলত দিনটির প্রবর্তন হলেও পরবর্তীতে তা সারাবিশ্বের ভেজিটেরিয়ানদের জন্যই এক তাৎপর্যপূর্ণ দিনে পরিণত হয়। ‘ভেজিটেরিয়ান’ বা ‘নিরামিষ ভোজী’-এ বিষয়টির সঙ্গে আমরা কম বেশি পরিচিত। মূলত, ভেজিটেরিয়ান(vegetarian) শব্দটির প্রথম তিনটি ও শেষ দুটি অক্ষর নিয়ে তৈরি হয়েছে ভেগান(vegan)। সহজভাবে এর অর্থ যদি বলি তা হবে ‘উদ্ভিদভোজী’।

1 November : আজ ১ নভেম্বর – কানাড়া রাজ্যোৎসব দিবস (ভারত)।

1 November : আজ ১ নভেম্বর – কেরালা পিরাভি দিবস তথা কেরালা রাজ্যের জন্ম দিবস (ভারত)।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ নভেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 1 November

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ নভেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 1 November

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ নভেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 1 November. Today’s Famous day on 1 November in India. On this day Historical Famous Events in India)

1 November 1794 : ১৭৯৪ সালে আজকের দিনে ‘ক্যালকাটা মান্থলি জার্নাল’ নামে মাসিক পত্রিকা প্রকাশণা শুরু হয়।

1 November 1858 : ১৮৫৮ সালে আজকের দিনে ব্রিটিশ রাজতন্ত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের শাসন ব্যবস্থা গ্রহণ করে।

1 November 1864 : ১৮৬৪ সালে আজকের দিনে প্রথম পোষ্ট অফিসের মাধ্যমে মানি অর্ডার পদ্ধতি চালু হয়।

1 November 1873 : ১৮৭৩ সালের এই দিনে বিশিষ্ট নাট্যকার দীনবন্ধু মিত্র পরলোক গমন করেন।

1 November 1880 : ১৮৮০ সালে আজকের দিনে কলকাতায় প্রথম ঘোড়ায় টানা ট্রাম চলাচল শুরু হয়।

1 November 1950 : ১৯৫০ সালের এই দিনে ‘চাঁদের পাহাড়’ ও ‘পথের পাঁচালি’-এর স্রষ্টা বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দোপাধ্যায় পরলোক গমন করেন।

1 November 1956 : ১৯৫৬ সালের এই দিনে দিল্লী ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়।

1 November 1956 : ১৯৫৬ সালের এই দিনে মধ্যভারত, বিন্ধপ্রদেশ ও ভোপাল-কে একীভূত করে ‘মধ্যপ্রদেশ’ রাজ্যের প্রতিষ্ঠা করা হয়।

1 November 1966 : ১৯৬৬ সালের এই দিনে ভারতের পাঞ্জাবকে ভাষার ভিত্তিতে ‘পাঞ্জাব’ ও ‘হরিয়ানা’ – এই দুটি রাজ্যে ভাগ করে দেওয়া হয়।

1 November 1973 : ১৯৭৩ সালের এই দিনে বিশিষ্ট ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন জন্মগ্রহণ করেন।

1 November 1974 : ১৯৭৪ সালের এই দিনে বিশিষ্ট ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষণ জন্মগ্রহণ করেন।

1 November 2000 : ২০০০ সালের এই দিনে মধ্যপ্রদেশ রাজ্যের দক্ষিণ ভাগ কে ‘ছত্তিসগড়’ নামে একটি পৃথক রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করা হয়।

1 November 2012 : ২০১২ পাকিস্তানের আজাদ কাশ্মীরের একটি “অনার কিলিং” -র এক যুবকের সাথে কথা বলতে দেখার পরে তার বাবা-মা দ্বারা ১৫ বছরের এক কিশোরীর উপরে অ্যাসিড ফেলে দেন।

1 November 2017 : ২০১৭ সালের আজকের দিনে ভারতের রায়বারেলিতে একটি এনটিপিসি সরকার পরিচালিত কয়লা চালিত বিদ্যুতে কেন্দ্রের বয়লার বিস্ফোরণে 29 জন নিহত হন।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ নভেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 1 November

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ নভেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

1 November 1968 : ১৯৬৮ সালের এই দিনে বাংলাদেশের বিশিষ্ট ক্রিকেটার আকরাম খান জন্মগ্রহণ করেন।

1 November 2007 : ২০০৭ সালের এই দিনে বাংলাদেশের বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করা হয়।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ নভেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 1 November

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ নভেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 1 November, Today’s Famous day on 1 November in the World. On this day Historical Famous Events in The World)

1 November 1604 : ১৬০৪ সালের এই দিনে উইলিয়াম শেক্সপিয়ারের ওথেলো প্রথম বারের মতো লন্ডনের হোয়াইট প্যালেসে মঞ্চায়িত হয়।

1 November 1814 : ১৮১৪ সালের এই দিনে ভিয়েনা কংগ্রেস শুরু হয় নেপোলিয়ানের নেতৃত্বাধীন ফ্রান্সের পরাজয়ের পরে ইউরোপের রাজনৈতিক মানচিত্রকে নতুন করে সাজাতে।

1 November 1821 : ১৮২১ সালে আজকের দিনে পানামার ভূখণ্ড স্পেনের উপনিবেশিক কবল থেকে মুক্ত হয়ে কলোম্বিয়ার সাথে যুক্ত হয়।

1 November 1878 ; ১৮৭৮ সালের এই দিনে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী আর্জেন্টিনার রাজনৈতিক নেতা কার্লোস সাভেদ্রা লামাস জন্মগ্রহণ করেন।

1 November 1897 : ১৮৯৭ সালের এই দিনে ইতালির বিখ্যাত ফুটবল ক্লাব জুভেন্তাস প্রতিষ্ঠিত হয়।

1 November 1903 : ১৯০৩ সালের এই দিনে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী বিশিষ্ট জার্মান লেখক থিওডর মমসেন পরলোক গমন করেন।

1 November 1913 : ১৯১৩ সালে আজকের দিনে সানফ্রান্সিসকোতে হরদালের নেতৃত্বে গদর (বিপ্লবী) আন্দোলনের সূচনা হয়।

1 November 1949 : ১৯৪৯ সালের এই দিনে নাসার প্রধান প্রশাসক মাইকেল ডি. গ্রিফিন জন্মগ্রহণ করেন।

1 November 1950 : ১৯৫০ সালের এই দিনে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী বিশিষ্ট মার্কিন পদার্থবিদ রবার্ট বি. লাফলিন জন্মগ্রহণ করেন।

1 November 1960 : ১৯৬০ সালের এই দিনে অ্যাপেল কোম্পানির সি.ই.ও টিম কুক জন্মগ্রহণ করেন।

1 November 1981 : ১৯৮১ সালের এই দিনে অ্যান্টিগুয়া ও বারবুডা, ব্রিটিশ যুক্তরাজ্যের অধীনতা থেকে মুক্তি লাভ করে।

1 November 1993 : ১৯৯৩ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী স্পেনীয় প্রাণরসায়নবিদ (Biochemist) সেভেরো ওচোয়া পরলোক গমন করেন।

আজকের বিখ্যাত জন্মদিন : ১ নভেম্বর | Today Famous Birthdays : 1 November

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 1 November. On this day Famous Birthdays in Bengali)

1 November 1962 : ১৯৬২ সালে আজকের দিনে গুজরাটে জন্মগ্রহণ করেছিলেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক আনিস বাজমি। ১৯৯৫ সালে ‘হালচাল’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশের পর বাজমি ১৯৯৮ সালে ‘প্যায়ার তো হোনা হি থা’ চলচ্চিত্র দিয়ে প্রথম বাণিজ্যিক সফলতা অর্জন করেন। তিনি পরবর্তী কালে কয়েকটি ব্যবসাসফল হাস্যরসাত্মক চলচ্চিত্র, যেমন – নো এন্ট্রি(২০০৫), ওয়েলকাম(২০০৭), সিং ইজ কিং(২০০৮), রেডি(২০১১) ও ওয়েলকাম ব্যাক(২০১৫) পরিচালনা করেন।

1 November 1973 : ১৯৭৩ সালে আজকের দিনে কর্ণাটকে জন্মগ্রহণ করেছিলেন জাতীয় পুরস্কার বিজয়ী ভারতীয় অভিনেত্রী এবং প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই। অভিনয় জগতে পদার্পণ করার আগে তিনি মডেল হিসেবে কাজ করতেন এবং ১৯৯৪ সালে বিশ্ব সুন্দরী খেতাব অর্জন করার পর ব্যাপক খ্যাতি লাভ করেন। সমগ্র কর্মজীবনে রাই বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্রসহ চল্লিশটিরও অধিক হিন্দী, ইংরেজি, তামিল, এবং বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন।

1 November 1974 : ১৯৭৪ সালে আজকের দিনে হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেছিলেন ডান হাতি মিডল অর্ডার ভারতীয় ব্যাটসম্যান ভিভিএস লক্ষন/ভাঙ্গিপুরাপ্পু বেংকাট সাই লক্ষ্মণ।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : ১ নভেম্বর | Today Famous Marriage Anniversary and Divorces : 1 November

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 1 November. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

1 November : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১ নভেম্বর | Today Famous Deaths : 1 November

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 1 November. On this day Famous Deaths in Bengali)

1 November 1873 : ১৮৭৩ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন উত্তর চব্বিশ পরগনায় জন্ম, ঊনবিংশ শতাব্দীর বাংলা নাটকের অন্যতম শ্রেষ্ঠ রূপকার দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্রের প্রথম প্রকাশিত নাটক “নীলদর্পণ” প্রকাশিত হয় ১৮৬০ খ্রিষ্টাব্দে। এর পরে ১৮৬৩ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয় তার দ্বিতীয় নাটক “নবীন তপস্বিনী”। দীনবন্ধুর দুটি উৎকৃষ্ট প্রহসন হল ”সধবার একাদশী” ও “বিয়ে পাগলা বুড়ো”। ১৮৭২ খ্রিষ্টাব্দে তার অপর এক প্রহসন “জামাই বারিক” প্রকাশিত হয়। ১৮৭৩ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয় তার সর্বশেষ নাটক “কমলে কামিনী”।

1 November 1950 : ১৯৫০ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন উত্তর চব্বিশ পরগনায় জন্ম, জনপ্রিয় ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায। “পথের পাঁচালী” ও “অপরাজিত” তাঁর সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে “আরণ্যক”, “আদর্শ হিন্দু হোটেল”, “চাঁদের পাহাড়”, “ইছামতী” ও “অশনি সংকেত” বিশেষভাবে উল্লেখযোগ্য। 

1 November 1984 : ১৯৮৪ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন অবিভক্ত বাংলার ভাটিয়ালি গান রচয়িতাদের মধ্যে অন্যতম ব্যক্তি নিবারণ পন্ডিত। ১৯৪১ সালে অবিভক্ত বাংলায় হিন্দু মুসলমান দাঙ্গার সময়, ১৯৪৫ সালের কৃষক আন্দোলনের সময় তিনি গণসঙ্গীত রচনা করে প্রতিবাদ করেন। ভারতের উদ্বাস্তুদের নিয়ে তিনি বাস্তুহারাদের মরনকান্না গ্রন্থে দুর্দশার বর্ণনা করেন।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ১ নভেম্বর : The Famous Day 1 November in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ১ নভেম্বর : The Famous Day 1 November (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ১ নভেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *