Close Ad close
Breaking
Sat. Jan 18th, 2025
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১ অক্টোবর | Today's Famous Day in Historical Events : 1 Octoberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১ অক্টোবর | Today's Famous Day in Historical Events : 1 October

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১ অক্টোবর | Today’s Famous Day in Historical Events : 1 October

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১ অক্টোবর  : Today’s Famous Day in Historical Events : 1 October (Bengali) : আজকের বিখ্যাত দিনে ১ অক্টোবর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু কিন্তু আমাদের ওয়েবসাইট TheFamousDay.com এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১ অক্টোবর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১ অক্টোবর | Today’s Important Day or Famous Day in Bengali : 1 October

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১ অক্টোবর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 1 October. On this day Important Day in Bengali)

1 October : আজ ১ অক্টোবর – আন্তর্জাতিক প্রবীণ দিবস(International Day for Older Persons)।* জাতিসংঘ আন্তর্জাতিকভাবে দিবসটি প্রতিবছর ১ অক্টোবর পালনের সিদ্ধান্ত নেয় ১৯৯০ সালে। প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৯১ সাল থেকে এ দিবসটি পালন করা শুরু হয়।

1 October : আজ ১ অক্টোবর – স্বাধীনতা দিবস (সাইপ্রাস)।

1 October : আজ ১ অক্টোবর – স্বাধীনতা দিবস (নাইজেরিয়া)।

1 October : আজ ১ অক্টোবর – জাতীয় দিবস (চীন)।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ অক্টোবর | Today’s Famous Day in History (Bengali) : 1 October

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ অক্টোবর | Today’s famous day in the history of India (Bengali) : 1 October

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ অক্টোবর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 1 October. Today’s Famous day on 1 October in India. On this day Historical Famous Events in India)

1 October 1838 : ১৮৩৮ সালের এই দিনে ভারতের তৎকালীন ব্রিটিশ গভর্নর লর্ড অকল্যান্ড ‘সিমলা ম্যানিফেস্টো’ জারি করেন।

1 October 1854 : ১৮৫৪ সালে আজকের দিনে  চালু হয়েছিল সর্বভারতীয় পোস্টাল স্ট্যাম্প।

1 October 1906 : ১৯০৬ সালের এই দিনে বিখ্যাত সঙ্গীতকার শচীন দেব বর্মন জন্মগ্রহণ করেন।

1 October 1935 : ১৯৩৫ সালের এই দিনে ‘ফেডেরাল কোর্ট অফ ইন্ডিয়া’ (বর্তমানের ‘সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া’) প্রতিষ্ঠিত হয়।

1 October 1942 : ১৯৪২ সালের এই দিনে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম শহীদ বিপ্লবী ব্রজমোহন জানা পরলোক গমন করেন।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ অক্টোবর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 1 October

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ অক্টোবর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

1 October 1924 : ১৯২৪ সালের এই দিনে বাংলাদেশের বিশিষ্ট রাজনিতিবিদ ও আইনজীবী আবদুল মালেক উকিল জন্মগ্রহণ করেন।

1 October 1985 : ১৯৮৫ সালের এই দিনে বাংলাদেশের বিশিষ্ট ক্রিকেট খেলোয়াড় শাহরিয়ার নাফিজ জন্মগ্রহণ করেন।

1 October 2001 : ২০০১ সালের এই দিনে বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ  নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ অক্টোবর | Today’s famous day in the history of the world (Bengali) : 1 October

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ অক্টোবর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 1 October, Today’s Famous day on 1 October in the World. On this day Historical Famous Events in The World)

1 October 1791 : ১৭৯১ সালের এই দিনে ফ্রান্সের আইনসভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

1 October 1867 : ১৮৬৭ সালের এই দিনে কার্ল মার্ক্সের বিখ্যাত ‘দাস ক্যাপিটাল’ প্রকাশিত হয়।

1 October 1888 : ১৮৮৮ সালের এই দিনে ‘ন্যাশানাল জিওগ্রাফিক ম্যাগাজিন’-এর প্রথম সংস্করণ প্রকাশিত হয়।

1 October 1918 : ১৯১৮ সালের এই দিনে আরব ও ব্রিটিশ সেনাবাহিনী একত্রিতভাবে যুদ্ধ করে তুর্কিদের কাছ থেকে দামাস্কাস ছিনিয়ে নেয়।

1 October 1924 : ১৯২৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৯তম রাষ্ট্রপতি জিমি কার্টার জন্মগ্রহণ করেন।

1 October 1936 : ১৯৩৬ সালের এই দিনে জেনারেল ফ্রানচিস্কো ফ্র্যাঙ্কো স্পেনের নব্য প্রতিষ্ঠিত বিপ্লবী জাতীয়তাবাদী সরকারের প্রধানের পদ অলংকৃত করেন।

1 October 1936 : ১৯৩৬ সালের এই দিনে বিশিষ্ট ইংরেজ ফুটবল খেলোয়াড় ডানকান এডওারডস জন্মগ্রহণ করেন।

1 October 1960 : ১৯৬০ সালের এই দিনে নাইজেরিয়া, ব্রিটেনের অধীনতা থেকে মুক্তি লাভ করে।

1 October 1972 : ১৯৭২ সালের এই দিনে বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ ও পুরানৃতত্ত্ববিদ লুইস লিকি পরলোক গমন করে। আফ্রিকায় মানবজাতির বিবর্তন নিয়ে গবেষণা করার জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। তানজানিয়ার ‘ওলডুভাই গরগ’-এ তাঁর কাজ বিশেষ উল্লেখের দাবি রাখে।

1 October 1988 : ১৯৮৮ সালের ই দিনে মিখাইল গরবাচেভ নিজেকে সোভিয়েত সরকারের প্রধান হিসেবে ঘোষণা করেন।

1 October 1990 : ১৯৯০ সালের এই দিনে আয়ারল্যান্ডের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী জন সটুয়ারট বেল পরলোক গমন করেন।

1 October 2013 : ২০১৩ সালের এই দিনে বিশিষ্ট মার্কিন লেখক টম ক্ল্যান্সি পরলোক গমন করেন।

আজকের বিখ্যাত জন্মদিন : ১ অক্টোবর | Today Famous Birthdays : 1 October

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 1 October. On this day Famous Birthdays in Bengali)

1 October 1847 : ১৮৪৭ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যানি বেসান্ত(Annie Besant), তিনি একজন প্রাক্তন ব্রিটিশ সমাজতান্ত্রিক, ব্রহ্মজ্ঞানী, নারী অধিকার আন্দোলনকারী, লেখক, বাগ্মী, এবং আইরিশ ও ভারতীয় স্বায়ত্ব শাসনের সমর্থক।

1 October 1861 : ১৮৬১ সালে আজকের দিনে দক্ষিণ চব্বিশ পরগনা(বর্তমান নাম) জেলায় জন্ম গ্রহণ করেছিলেন বিখ্যাত চিকিৎসক ও শিক্ষাবিদ নীলরতন সরকার(Sir Nilratan Sarkar)। কলকাতা মেডিক্যাল কলেজে থেকে এমবি হয়ে তিনি মেয়ো নেটিভ হাসপাতালে হাউস সার্জেনের পদে যোগ দেন। নীলরতন সরকার অল্প সময়ের মধ্যেই চিকিৎসক হিসাবে বিখ্যাত হন। তার পারিশ্রমিক দুই টাকায় আরম্ভ হয়ে আস্তে আস্তে ৬৪ টাকা অবধি হয়। তিনি দরিদ্র রোগীদের বিনা পয়সায় চিকিৎসা করতেন এবং তাদের বিনামূল্যে ওষুধ ও খাবার দিতেন। ১৮৯৫ সালে তিনি একটি বেসরকারী মেডিক্যাল কলেজ স্থাপন করেন। ১৯১৬ সালে কলেজের নাম হয় কারমাইকেল মেডিকেল কলেজ যা পরবর্তীতে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল নামাঙ্কিত হয়। ক্যাম্বেল মেডিকেল স্কুল কলেজে রূপান্তরিত হয়ে তার নামে নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতাল নামাঙ্কিত হয়।

1 October 1906 : ১৯০৬ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেছিলেন বিংশ শতাব্দীর ভারতীয় বাংলা ও হিন্দী গানের কিংবদন্তীতুল্য ও জনপ্রিয় সঙ্গীত পরিচালক , সুরকার , গায়ক ও লোকসঙ্গীত শিল্পী শচীন দেববর্মণ(Sachin Dev Burman)। প্রায়শ তাকে এস ডি বর্মণ হিসেবেই উল্লেখ করা হয়। কিছুটা অনুনাসিক কণ্ঠস্বরের জন্য তিনি তার শ্রোতাদের কাছে বিশেষভাবে পরিচিত। প্রায় একশো বছর পার করেও বাংলা গানের শ্রোতাদের কাছে তার কালোত্তীর্ণ গানের আবেদন কিছুমাত্র লঘু হয়নি। কেবল সঙ্গীতশিল্পী হিসাবে নয়, গীতিকার হিসাবেও তিনি সার্থক।

1 October 1906 : ১৯০৬ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী, রাইটার্স বিল্ডিংস অভিযানের রূপকার নিকুঞ্জ সেন(Nikunja Sen)।

1 October 1919 : ১৯১৯ সালে আজকের দিনে উত্তর প্রদেশে জন্ম গ্রহণ করেছিলেন গীতিকার মজরুহ সুলতানপুরি(Majrooh Sultanpuri)। He wrote Hindustani lyrics for numerous Hindi film soundtracks.

1 October 1935 : ১৯৩৫ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেছিলেন বিশিষ্ট ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী তথা বাংলা কাব্যগীতির জগতে এক প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব কৃষ্ণা চট্টোপাধ্যায়(Krishna Chattopadhyay)। অতুলপ্রসাদ এবং দ্বিজেন্দ্রলালের গানে বিশেষ খ্যাতি ও জনপ্রিয়তা অর্জন করা এই শিল্পী রজনীকান্ত সেন, দিলীপকুমার রায়, হিমাংশু দত্তের গান তথা রবীন্দ্রসংগীত ও বাংলা আধুনিক গানেও সমান পারদর্শী ছিলেন।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : ১ অক্টোবর | Today Famous Marriage Anniversary and Divorces : 1 October

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 1 October. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

1 October : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১ অক্টোবর | Today Famous Deaths : 1 October

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 1 October. On this day Famous Deaths in Bengali)

1 October 1942 : ১৯৪২ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন পশ্চিম মেদিনীপুর জেলার বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী ব্রজমোহন জানা(Brajamohan Jana)। তিনি ১৯৩০ খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন এবং ভারত ছাড় আন্দোলনে অংশগ্রহণ করেন। লাঠির আঘাতে পুলিস তাকে হত্যা করে।

1 October 1990 : ১৯৯০ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন আয়ারল্যান্ডীয় পদার্থবিজ্ঞানী জন স্টুয়ার্ট বেল(John Stewart Bell)। তিনি বেল এর উপপাদ্য এর প্রণেতা। কোয়ান্টাম পদার্থবিজ্ঞান শাখায় এই উপপাদ্যটিকে বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে গণ্য করা হয়।

1 October 1995 : ১৯৯৫ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন কলকাতার শিল্পপতি আদিত্য বিড়লা(Aditya Vikram Birla)। He was one of the first Indian industrialists to expand abroad, setting up plants in South east Asia, the Philippines and Egypt. His net worth was estimated at £250 million by 1995.

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ১ অক্টোবর : The Famous Day 1 October in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ১ অক্টোবর : The Famous Day 1 October (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ১ অক্টোবর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *