Close Ad close
Breaking
Sun. Jan 12th, 2025
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১০ ডিসেম্বর | Today's Famous Day in Historical Events : 10 Decemberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১০ ডিসেম্বর | Today's Famous Day in Historical Events : 10 December

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১০ ডিসেম্বর | Today’s Famous Day in Historical Events : 10 December

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১০ ডিসেম্বর  : Today’s Famous Day in Historical Events : 10 December (Bengali) : আজকের বিখ্যাত দিনে ১০ ডিসেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১০ ডিসেম্বর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১০ ডিসেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 10 December

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১০ ডিসেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 10 December. On this day Important Day in Bengali)

10 December : আজ ১০ ডিসেম্বর – বিশ্ব মানবাধিকার দিবস।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ ডিসেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 10 December

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ ডিসেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 10 December

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ ডিসেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 10 December. Today’s Famous day on 10 December in India. On this day Historical Famous Events in India)

10 December 1510 : ১৫১০ সালের আজকের দিনে গোয়া মুসলিম শাসক, ইউসুফ আদিল শাহ এবং তার অটোম্যান মিত্র আফোন্সো দে আলবুকারকের নেতৃত্বে পর্তুগিজ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন, যিনি মুসলিম জনগণকে তরোয়াল ধরিয়ে দিয়েছিলেন।

10 December 1870 : ১৮৭০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন স্যার যদুনাথ সরকার, তিনি ছিলেন স্বনামধন্য বাঙালি ইতিহাসবিদ।

10 December 1888 : ১৮৮৮ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন প্রফুল্ল চাকী, তিনি ছিলেন ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা।

10 December 1903 : ১৯০৩ সালের আজকের দিনে ব্রিগেডিয়ার থাংনার নেতৃত্বে ইংগো-ভারতীয় যুক্ত বাহিনীর দু হাজারেরও বেশী সৈন্য জারিলা অতিক্রম করে তিববতের বিরুদ্ধে আগ্রাসী দ্বিতীয় যুদ্ধের ডাক দেয় ।

10 December 1913 : ১৯১৩ সালে আজকের দিনে বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুর “গীতাঞ্জলি” কাব্যগ্রন্থটির জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন।

10 December 1930 : ১৯৩০ সালের আজকের দিনে ভারতীয় চন্দ্রশেখরা ভেঙ্কট রমনকে আলোক বিস্তারে কাজ করার জন্য পদার্থবিজ্ঞানের নোবেল পুরষ্কার দেওয়া হয় – বিজ্ঞানের নোবেল অর্জনকারী এশিয়ার মধ্যে তিনি প্রথম ছিলেন।

10 December 1953 : ১৯৫৩ সালের আজকের দিনে পরলোক গমন করেন আবদুল্লাহ ইউসুফ আলী, তিনি ছিলেন ভারতীয় বংশোদ্ভূত ইংরেজ পণ্ডিত ও অনুবাদক। আল কুরআনের ইংরেজী অনুবাদক হিসেবে সমগ্র বিশ্বে খ্যাতি লাভকারী একজন মুসলিম ব্যাক্তিত্ব ছিলেন।

10 December 1990 : ১৯৯০ সালের আজকের দিনে হায়দরাবাদ-আলীগড় ভারতে হিন্দু-মুসলিম বিদ্রোহের ঘটনা ঘটে, ১৪০ জন মারা যান।

10 December 1998 : ১৯৯৮ সালে আজকের দিনে ভারতীয় অধ্যাপক অমর্ত্য সেন অর্থনৈতিক বিজ্ঞানে ব্যাংক অফ সুইডেন পুরস্কার (যা অর্থনীতির নোবেল পুরস্কার হিসেবে পরিচিত) লাভ করেন।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ ডিসেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 10 December

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ ডিসেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

10 December 1929 : ১৯২৯ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন সমর দাস, তিনি ছিলেন একজন বিখ্যাত বাংলাদেশী সুরকার ও সঙ্গীত পরিচালক।

10 December 1971 : ১৯৭১ সালের আজকের দিনে ভোলা, মাদারীপুর ও নড়াইল জেলা পাক হানাদার মুক্ত হয়।

10 December 1971 : ১৯৭১ সালের আজকের দিনে সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন নিখোঁজ হন।

10 December 1971 : ১৯৭১ সালের আজকের দিনে বীরশ্রেষ্ঠ মোঃ রুহুল আমিন শহীদ হন।

10 December 1995 : ১৯৯৫ সালের আজকের দিনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম কণ্ঠদাতা আবুল কাসেম সন্দ্বীপের মৃত্যু।

10 December 2012 : ২০১২ সালের আজকের দিনে পরলোক গমন করেন ইয়াজউদ্দিন আহম্মেদ, তিনি ছিলেন বাংলাদেশের ১৩ তম রাষ্ট্রপতি।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ ডিসেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 10 December

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ ডিসেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 10 December, Today’s Famous day on 10 December in the World. On this day Historical Famous Events in The World)

10 December 1817 : ১৮১৭ সালের আজকের দিনে মিসিসিপি ২০ তম অঙ্গরাজ্য হিসেবে আমেরিকার যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয়।

10 December 1868 : ১৮৬৮ সালের আজকের দিনে বিশ্বের প্রথম ট্রাফিক বাতি বসানো হয় লন্ডনের প্যালেস অব ওয়েস্টমিনিস্টারের সামনে। লাল ও সবুজ গ্যাস বাতি ছিল সেগুলো।

10 December 1884 : ১৮৮৪ সালের আজকের দিনে মার্ক টোয়েনের বর্ণবাদ বিরোধী উপন্যাস ‘এ্যাডভেঞ্চার অব হাকলবেরী ফিন’ প্রথম প্রকাশিত হয়।

10 December 1898 : ১৮৯৮ সালের আজকের দিনে স্পেনের কবল থেকে কিউবা স্বাধীনতা লাভ করে।

10 December 1901 : ১৯০১ সালের আজকের দিনে আলফ্রেড নোবেলের অন্তিম ইচ্ছা অনুযায়ী নোবেল পুরস্কার প্রদান শুরু হয়।

10 December 1906 : ১৯০৬ সালের আজকের দিনে আমেরিকার প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট প্রথম আমেরিকান হিসেবে নোবেল পুরুস্কার পান।

10 December 1948 : ১৯৪৮ সালের আজকের দিনে জাতিসংঘের সাধারণ পরিষদ বিশ্ব মানবাধিকার ঘোষণা দেয় এবং মানুষের ব্যক্তিগত ও সামাজিক অধিকারের বিষয়টি অনুমোদন করে। এই দিন থেকেই বিশ্ব মানবাধিকার দিবস পালন করা শুরু হয় ।

10 December 2001 : ২০০১ সালের আজকের দিনে সুইডেন ও নরওয়ের রাজধানীতে আলাদা আলাদাভাবে ২০০১ সালের নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

10 December 2007 : ২০০৭ সালের আজকের দিনে ক্রিস্টিনা ফর্নান্দেজ আর্জেন্টিনার প্রথম নির্বাচিত মহিলা প্রেসিডেন্ট হন।

10 December 1982 : ১৯৮২ সালের আজকের দিনে ১১৯ টি দেশের সমুদ্র আইন সংক্রান্ত জাতিসংষ কনভেনশনে স্বাক্ষরিত হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : ১০ ডিসেম্বর | Today Famous Birthdays : 10 December

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 10 December. On this day Famous Birthdays in Bengali)

10 December 1878 : ১৮৭৮ সালের আজকের দিনে সি. রাজগোপালাচারী, ভারতীয় মুক্তিযোদ্ধা এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সি, থোড়াপল্লিতে জন্মগ্রহণ করেন (মৃত্যু: 1972)।

10 December 1942 : ১৯৪২ সালের আজকের দিনে পিটার সার্সটেড, ব্রিটিশ সংগীতশিল্পী (Where do you go to my lovely), ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করেন (মৃত্যু : 2017)।

10 December 1982 : ১৯৮২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন শিল্পা আনন্দ, তিনি ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১০ ডিসেম্বর | Today Famous Deaths : 10 December

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 10 December. On this day Famous Deaths in Bengali)

10 December 1616 : ১৬১৬ সালের আজকের দিনে ডায়োগো ডু কৌটো, পর্তুগিজ ইতিহাসবিদ / গোয়ার আর্কাইভিস্ট, 74 বছর বয়সে মারা যান। 

10 December 1953 : ১৯৫৩ সালের আজকের দিনে আবদুল্লাহ ইউসুফ আলী, ব্রিটিশ-ভারতীয় ইসলামী শিক্ষক এবং অনুবাদক (ইংরেজিতে কুরআন অনুবাদ করেছেন), ৮১ বছর বয়সে মারা যান।

10 December 2001 : ২০০১ সালের আজকের দিনে অশোক কুমার [দাদামনি, কুমুদ লাল কঞ্জিলাল গাঙ্গুলি], ভারতীয় অভিনেতা (মহল, আফসানা), দীর্ঘস্থায়ী হাঁপানি আক্রান্ত হয়ে 90 বছর বয়সে মারা যান।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ১০ ডিসেম্বর : The Famous Day 10 December in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১০ ডিসেম্বর | Today’s Famous Day in Historical Events : 10 December (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ১০ ডিসেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *