Close Ad close
Breaking
Tue. Nov 19th, 2024
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১০ নভেম্বর | Today's Famous Day in Historical Events : 10 Novemberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১০ নভেম্বর | Today's Famous Day in Historical Events : 10 November

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১০ নভেম্বর | Today’s Famous Day in Historical Events : 10 November

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১০ নভেম্বর  : Today’s Famous Day in Historical Events : 10 November (Bengali) : আজকের বিখ্যাত দিনে ১০ নভেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১০ নভেম্বর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১০ নভেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 10 November

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১০ নভেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 10 November. On this day Important Day in Bengali)

10 November : ১০ নভেম্বর – শান্তি ও উন্নয়নমুখী বিশ্ব বিজ্ঞান দিবস (World Science Day for Peace and Development)

10 November : ১০ নভেম্বর – নূর হোসেন দিবস (বাংলাদেশ)।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ নভেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 10 November

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ নভেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 10 November

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ নভেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 10 November. Today’s Famous day on 10 November in India. On this day Historical Famous Events in India)

10 November 1698 : ১৬৯৮ সালের আজকের দিনে কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুরের মালিকানা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে চলে যায়।

10 November 1848 : ১৮৪৮ সালের আজকের দিনে ভারতের জাতীয়তাবাদী নেতা ও রাজনীতিবিদ স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন।

10 November 1893 : ১৮৯৩ সালের আজকের দিনে বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক অমল হোম জন্মগ্রহণ করেন।

10 November 1908 : ১৯০৮ সালের আজকের দিনে বিশিষ্ট বিপ্লবী কানাইলাল দত্ত-কে ফাঁসি দেওয়া হয়।

10 November 1954 : ১৯৫৪ সালের আজকের দিনে বিখ্যাত বাঙালি কবি ও সাহিত্যিক জয় গোস্বামী জন্মগ্রহণ করেন।

10 November 1990 : ১৯৯০ সালের আজকের দিনে ‘তরুন তুর্কি’ হিসেবে পরিচিত চন্দ্র শেখর ভারতীয় প্রজাতন্ত্রের অষ্টম প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করেন।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ নভেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 10 November

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ নভেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

10 November 1985 : ১৯৮৫ সালের আজকের দিনে বিশিষ্ট ক্রিকেট খেলোয়াড়, ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান ও ডানহাতি স্লো মিডিয়াম পেস বোলার আফতাব আহমেদ জন্মগ্রহণ করেন।

10 November 1986 : ১৯৮৬ সালের আজকের দিনে বাংলাদেশের সংবিধানের সপ্তম সংশোধনী গৃহীত হয় এবং এর মধ্য দিয়ে সামরিক আইন প্রত্যাহার করে নেওয়া হয়।

10 November 1987 : ১৯৮৭ সালের আজকের দিনে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন তথা স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিশেষ অবদান প্রদানকারী নুর হোসেন পরলোক গমন করেন।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ নভেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 10 November

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে 6666আজকের বিখ্যাত দিনে : ১০ নভেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 10 November, Today’s Famous day on 10 November in the World. On this day Historical Famous Events in The World)

10 November 1483 : ১৪৮৩ সালের আজকের দিনে বিশিষ্ট জার্মান সন্ন্যাসী, পুরোহিত ও প্রোটেস্ট্যান্ট আন্দোলনের অন্যতম নেতা মার্টিন লুথার জন্মগ্রহণ করেন।

10 November 1493 : ১৪৯৩ সালের আজকের দিনে ক্রিস্টোফার কলম্বাস তাঁর দ্বিতীয় সমুদ্রাভিযান চলাকালীন অ্যান্টিগুয়া-র ভূখণ্ডটি আবিষ্কার করেন।

10 November 1799 : ১৭৯৯ সালের আজকের দিনে ফ্রান্সে ব্রুমার অভ্যুত্থান সংঘটিত হয়।

10 November 1859 : ১৮৫৯ সালের আজকের দিনে অষ্ট্রিয়া ও সার্ডিনিয়ার মধ্যে জুরিখ শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

10 November 1868 : ১৮৬৮ সালের আজকের দিনে আধুনিক ক্যারাটে-এর জনক গিচিন ফুনাকোশি জন্মগ্রহণ করেন।।

10 November 1909 : ১৯০৯ সালের আজকের দিনে বিশিষ্ট অস্ট্রেলিয়ান কবি ও শিক্ষাবিদ জর্জ এসেক্স ইভান্স পরলোক গমন করেন।

10 November 1938 : ১৯৩৮ সালের আজকের দিনে আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্ক ওরফে মোস্তফা কামাল পাশা পরলোক গমন করেন।

10 November 1982 : ১৯৮২ সালে আজকের দিনে পৃথিবীতে ১৯১০ সালের পর আবার হ্যালির ধূমকেতু দেখা গেল।

10 November 1989 : ১৯৮৯ সালে আজকের দিনে পূর্ব ও পশ্চিম জার্মানির বিভাজনের প্রতীক বার্লিন দেয়াল বহু জায়গায় ভেঙে দেওয়া হয়।

10 November 1990 : ১৯৯০ সালে আজকের দিনে ‘তরুন তুর্কি’ হিসেবে পরিচিত চন্দ্র শেখর ভারতীয় প্রজাতন্ত্রের অষ্টম প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করেন।

10 November 1991 : ১৯৯১ সালে আজকের দিনে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে একুশে বছর নির্বাসন শেষে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল আবার প্রথম আন্তর্জাতিক খেলায় অংশ নেয় কলকাতার ইডেনে ভারতের বিরুদ্ধে।

10 November 2008 : ২০০৮ সালের আজকের দিনে দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট গায়ক, গীতিকার, অভিনেত্রী ও সমাজ কর্মী মিরিয়াম মাকেবা পরলোক গমন করেন।

আজকের বিখ্যাত জন্মদিন : ১০ নভেম্বর | Today Famous Birthdays : 10 November

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 10 November. On this day Famous Birthdays in Bengali)

10 November 1848 : ১৮৪৮ সালে আজকের দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন ব্রিটিশ ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম যুগের বিশিষ্ট নেতা স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তিনি ইংরেজির প্রফেসর হিসেবে প্রথমে মেট্রোপলিটন ইনস্টিটিউশন এবং পরে ফ্রী চার্চ কলেজে নিয়োজিত ছিলেন। সর্বশেষে রিপন কলেজে যোগ দেন। পরবর্তীকালে এই রিপন কলেজই তার নামে নামকরণ করা হয় সুরেন্দ্রনাথ কলেজ হিসেবে।

10 November 1893 : ১৮৯৩ সালে আজকের দিনে দক্ষিণ ২৪ পরগণা জেলায় জন্মগ্রহণ করেন বাঙালি সাংবাদিক এবং সাহিত্যিক অমল হোম। তিনি প্রবাসী এবং মডার্ন রিভিউ পত্রিকায় শিক্ষানবিশ ছিলেন ।সাংবাদিকতা জীবনের বিভিন্ন সময় তিনি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বেঙ্গলী, লালা লাজপত রায় প্রতিষ্ঠিত ইংরেজি দৈনিক দি পাঞ্জাবী, কালীনাথ রায় সম্পাদিত লাহোরের দি ট্রিবিউন, বিপিনচন্দ্র পালের সহকারী হিসেবে মতিলাল নেহেরুর দি ইন্ডিপেন্ডেন্ট, কলকাতায় ইন্ডিয়ান ডেইলী নিউজ, হিন্দুস্তান স্ট্যান্ডার্ড পত্রিকায় কর্মরত ছিলেন। ১৯২৪ সালে তিনি এবং সুভাষচন্দ্র বসু দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের পরিকল্পিত ক্যালকাটা মিউনিসিপ্যাল নামক পত্রিকার দায়িত্ব গ্রহণ করেন। তিনিই ১৯৩১ সালে কলকাতায় প্রথম রবীন্দ্রজয়ন্তী পালন করেন। 

10 November 1954 : ১৯৫৪ সালে আজকের দিনে নদীয়া জেলায় জন্মগ্রহণ করেন প্রখ্যাত বাঙালি কবি এবং সাহিত্যিক জয় গোস্বামী। তিনি দুবার আনন্দ পুরস্কার লাভ করেছেন। বজ্রবিদ্যুৎ-ভর্তি খাতা কাব্যগ্রন্থের জন্য তিনি পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি পুরস্কার অর্জন করেন। তার কবিতার একটি বিখ্যাত পংক্তি ‘‘অতল তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে / হৃদি ভেসে গেল অলকানন্দা জলে’’’।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১০ নভেম্বর | Today Famous Deaths : 10 November

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 10 November. On this day Famous Deaths in Bengali)

10 November 1908 : ১৯০৮ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন হুগলী জেলার ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী কানাইলাল দত্ত। আলিপুর সেন্ট্রাল জেলের মধ্যে বিপ্লবীদের বিরুদ্ধে রাজসাক্ষী হওয়া নরেন্দ্রনাথ গোস্বামীকে হত্যা করার জন্য তার ফাঁসি হয়।

10 November 1932 : ১৯৩২ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ব্রিটিশ ভারতীয় দেশীয় রাজ্য কোচবিহারের মহারাণী সুনীতি দেবী। তার নিজের শহরের কোচবিহারের একটি রাস্তা তার নাম অনুসারে সুনি রোড রয়েছে।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ১০ নভেম্বর : The Famous Day 10 November in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১০ নভেম্বর | Today’s Famous Day in Historical Events : 10 November (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ১০ নভেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *