Close Ad close
Breaking
Tue. Nov 19th, 2024
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১০ সেপ্টেম্বর | Today's Famous Day in Historical Events : 10 Septemberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১০ সেপ্টেম্বর | Today's Famous Day in Historical Events : 10 September

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১০ সেপ্টেম্বর | Today’s Famous Day in Historical Events : 10 September

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১০ সেপ্টেম্বর  : Today’s Famous Day in Historical Events : 10 September (Bengali) : আজকের বিখ্যাত দিনে ১০ সেপ্টেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১০ সেপ্টেম্বর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১০ সেপ্টেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 10 September

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১০ সেপ্টেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 10 September. On this day Important Day in Bengali)

10 September : আজ ১০ সেপ্টেম্বর আজ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস, একটি সচেতনতামূলক দিন যেটি বিশ্বব্যাপী প্রতি বছর ১০ই সেপ্টেম্বর আত্মহত্যা প্রতিরোধের উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্বের অনেক দেশে ২০০৩ সাল থেকে পালন করা হয়। এই দিবসটি পালন করতে আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ সংস্থার সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বৈশ্বিক মানসিক স্বাস্থ্য ফেডারেশন একসাথে কাজ করে।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ সেপ্টেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 10 September

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ সেপ্টেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 10 September

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ সেপ্টেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 10 September. Today’s Famous day on 10 September in India. On this day Historical Famous Events in India)

10 September 1794 : ১৭৯৪ সালে আজকের দিনে কলকাতায় বিলাতের অনুরূপ মিউনিসিপ্যাল স্বাস্থ্যবিধি চালু হয়।

10 September 1912 : ১৯১২ সালে আজকের দিনে ভারতীয় আইনজীবী, রাজনীতিবিদ ও পঞ্চম ভাইস প্রেসিডেন্ট বসপ্পা ধনপ্পা জত্তীর জন্ম হয়।

10 September 1915 : ১৯১৫ সালের আজকের দিনে একজন বাঙালি বিপ্লবী বাঘা যতীনের মৃত্যু হয়৷

10 September 1923 : ১৯২৩ সালের আজকের দিনে বিখ্যাত বাঙালি লেখক ও কবি সুকুমার রায়ের মৃত্যু হয়৷

10 September 1966 : ১৯৬৬ সালের আজকের দিনে ভারতীয় সংসদ পাঞ্জাব ও হরিয়ানার প্রতিষ্ঠাকে স্বীকৃতি প্রদান করে।

10 September 1972 : ১৯৭২ সালের আজকের দিনে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপের জন্ম হয়।

10 September 2001 : ২০০১ সালে আজকের দিনে আলেকজান্দ্রিয়া ফিল্ম ফেস্টিভ্যালে অমিতাভ বচ্চনকে শতাব্দীর সেরা অভিনেতার খেতাব প্রদান করা হয়।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ সেপ্টেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 10 September

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ সেপ্টেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

10 September 1979 : ১৯৭৯ সালে বাংলাদেশী অভিনেত্রী সাদিকা পারফিন পপির জন্ম হয়৷

10 September 1986 : ১৯৮৬ সালের আজকের দিনে বাংলাদেশী ক্রিকেটার মহম্মদ শাহজাদার জন্ম হয়৷

10 September 1998 : ১৯৯৮ সালে আজকের দিনে ক্রিকেটার হোসেন আলীর জন্ম হয়৷

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ সেপ্টেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 10 September

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ সেপ্টেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 10 September, Today’s Famous day on 10 September in the World. On this day Historical Famous Events in The World)

10 September 1604 : ১৬০৪ সালের আজকের দিনে বাইবেলের ওয়েলস ভাষায় ভাষান্তরনের মুখ্য কারিগর উইলিয়াম মরগান পরলোক গমন করেন।

10 September 1638 : ১৬৩৮ সালের আজকের দিনে চতুর্দশ লুই-এর পত্নী মারিয়া থেরেসার জন্ম হয়।

10 September 1776 : ১৭৭৬ সালের আজকের দিনে নাথান হেল, জর্জ ওয়াশিংটনের গুপ্তচর হিসেবে নিযুক্ত হন।

10 September 1785 : ১৭৮৫ সালের আজকের দিনে প্রাশিয়া, আমেরিকার সাথে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করে।

10 September 1846 : ১৮৪৬ সালের আজকের দিনে এলায়ত হোবে সেলাই মেশিনের পেটেন্ট নেন।

10 September 1890 : ১৮৯০ সালের আজকের দিনে বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ স্যার মর্টিমার হুইলারের জন্ম হয়।

10 September 1898 : ১৮৯৮ সালে আজকের দিনে অষ্ট্রিয়ার সম্রাজ্ঞী এলিজাবেথকে হত্যা করা হয়।

10 September 1941 : ১৯৪১ সালের আজকের দিনে ‘Punctuated Equilibrium’ তত্বের অন্যতম প্রবক্তা স্টিফেন জে গোল্ডের জন্ম হয়।

10 September 1947 : ১৯৪৭ সালের আজকের দিনে বিশিষ্ট গল্ফ খেলোয়াড় ল্যারি নেলসনের জন্ম হয়।

10 September 1951 : ১৯৫১ সালের আজকের দিনে গ্রেট ব্রিটেন, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ গড়ে তোলে।

10 September 2001 : ২০০১ সালের আজকের দিনে আলেকজান্দ্রিয়া ফিল্ম ফেস্টিভ্যালে অমিতাভ বচ্চনকে শতাব্দীর সেরা অভিনেতার খেতাব প্রদান করা হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : ১০ সেপ্টেম্বর | Today Famous Birthdays : 10 September

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 10 September. On this day Famous Birthdays in Bengali)

10 September 1872 : ১৮৭২ সালে আজকের দিনে গুজরাট রাজ্যে(বর্তমান) জন্ম গ্রহণ করেছিলেন কুমার শ্রী রঞ্জিতসিংজী (Ranjitsinhji), তিনি ছিলেন কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার ও রাজা।

10 September 1889 : ১৮৮৯ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন বাঙালি শিশুসাহিত্যিক পুণ্যলতা চক্রবর্তী(Puṇyalata Cakrabarti)। তাঁর পিতা বিখ্যাত শিশুসাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পী ও যন্ত্রকুশলী উপেন্দ্রকিশোর রায়চৌধুরী । তাঁর মা বিধুমুখী দেবী ছিলেন বিশিষ্ট সমাজ সংস্কারক ব্রাহ্ম সমাজের দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের মেয়ে। তাঁর বড় ভাই (বড়দা) ছিলেন প্রখ্যাত শিশুসাহিত্যিক বাংলা সাহিত্যে ননসেন্সের প্রবর্তক সুকুমার রায়। তাঁর আরও ছোট দুই ভাই ছিলেন সুবিনয় রায় এবং সুবিমল রায় । এছাড়াও তাঁর আরও দুই বোন ছিল সুখলতা রাও এবং শান্তিলতা।

10 September 1912 : ১৯১২ সালে আজকের দিনে কর্ণাটক(বর্তমানে) রাজ্যে জন্ম গ্রহণ করেছিলেন ভারতের পঞ্চম উপরাষ্ট্রপতি বসপ্পা ধনপ্পা জত্তী (Basappa Danappa Jatti)। তার মেয়াদকাল ছিল ১৯৭৪ থেকে ১৯৭৯ সাল। তিনি ১১ ফেব্রুয়ারি ১৯৭৭ সাল থেকে ২৫ জুলাই ১৯৭৭ পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন।

10 September 1922 : ১৯২২ সালে আজকের দিনে হাওড়ায় জন্ম গ্রহণ করেন বাঙালি গায়ক ধনঞ্জয় ভট্টাচার্য(Dhananjay Bhattacharya)। His first song was “Jodi bhule jao more/janabo na abhiman…” in 1940, recorded with Pioneer Company. His first playback was in 1943. He was best known for singing Shyama Sangeet. Out of the 24 songs in the movie Sadhak Ramprasad(1956), Dhananjay sang 23.

10 September 1972 : ১৯৭২ সালে আজকের দিনে উত্তর প্রদেশে জন্ম গ্রহণ করেছিলেন ভারতীয় সিনেমার প্রযোজক, পরিচালক, লেখক অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap)। ২০১৩ সালে ফ্রান্স সরকার তাকে অর্দ্রে দেস আর্টস এট দেস লেটট্রেস” বা “নাইট অব আর্ট এন্ড লেটার্স ” পুরস্কারে ভূষিত করে ৷

10 September 1986 : ১৯৮৬ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেছিলেন আয়ারল্যান্ডে জন্মগ্রহণকারী ইংল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড় ইয়ন মর্গ্যান(Eoin Morgan)।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : ১০ সেপ্টেম্বর | Today Famous Marriage Anniversary and Divorces : 10 September

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 10 September. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

10 September : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১০ সেপ্টেম্বর | Today Famous Deaths : 10 September

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 10 September. On this day Famous Deaths in Bengali)

10 September 1815 : ১৮১৫ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন প্রথম ইংরেজী-বাংলা অভিধান প্রণেতা হেনরি পিটস ফস্টার (Henry Pitts Forster)। He entered the Bengal service of the East India Company 7 August 1783, became collector of Tipperah in 1793, and registrar of Diwani Adalat of the 24 Parganas in 1794 .

10 September 1915 : ১৯১৫ সালে আজকের দিনে বুড়ি বালামের উপকণ্ঠে(উড়িষ্যা) মৃত্যুবরণ করেন বাঙালি ব্রিটিশ-বিরোধী বিপ্লবী বীরশ্রেষ্ঠনেতা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় (Jatindranath Mukherjee) , যিনি বাঘা যতীন নামেই সকলের কাছে সমধিক পরিচিত। 

10 September 1923 : ১৯২৩ সালে আজকের দিনে কলকাতায় মৃত্যুবরণ করেন বাঙালি শিশুসাহিত্যিক ও ভারতীয় সাহিত্যে “ননসেন্স ছড়া”র প্রবর্তক সুকুমার রায় (Sukumar Ray)। তিনি ছিলেন জনপ্রিয় শিশুসাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সন্তান এবং তার পুত্র খ্যাতিমান ভারতীয় চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। তার লেখা কবিতার বই “আবোল তাবোল”, গল্প “হ-য-ব-র-ল”, গল্প সংকলন “পাগলা দাশু”, এবং নাটক চলচ্চিত্তচঞ্চরী বিশ্বসাহিত্যে সর্বযুগের সেরা “ননসেন্স” ধরনের ব্যঙ্গাত্মক শিশুসাহিত্যের অন্যতম বলে মনে করা হয়, কেবল “অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড” ইত্যাদি কয়েকটি মুষ্টিমেয় ধ্রুপদী সাহিত্যই যাদের সমকক্ষ।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ১০ সেপ্টেম্বর : The Famous Day 10 September in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ১০ সেপ্টেম্বর : The Famous Day 10 September (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ১০ সেপ্টেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *