Close Ad close
Breaking
Mon. Nov 18th, 2024
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১১ সেপ্টেম্বর | Today's Famous Day in Historical Events : 11 Septemberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১১ সেপ্টেম্বর | Today's Famous Day in Historical Events : 11 September

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১১ সেপ্টেম্বর | Today’s Famous Day in Historical Events : 11 September

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১১ সেপ্টেম্বর  : Today’s Famous Day in Historical Events : 11 September (Bengali) : আজকের বিখ্যাত দিনে ১১ সেপ্টেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১১ সেপ্টেম্বর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১১ সেপ্টেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 11 September

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১১ সেপ্টেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 11 September. On this day Important Day in Bengali)

11 September : Click here

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ সেপ্টেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 11 September

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ সেপ্টেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 11 September

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ সেপ্টেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 11 September. Today’s Famous day on 11 September in India. On this day Historical Famous Events in India)

11 September 1893 : ১৮৯৩ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের  শিকাগো শহরে প্রথম বিশ্ব মহা ধর্ম সম্মেলনে ভারতবর্ষের প্রতিনিধি হয়ে স্বামী বিবেকানন্দ তাঁর ঐতিহাসিক বক্তৃতাটি দিয়েছিলেন।

11 September 1906 : ১৯০৬ সালের আজকের দিনে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকার অহিংস আন্দোলনকে চিহ্নিত করার জন্য “সত্যগ্রহ” শব্দটি ব্যবহার করেছিলেন।

11 September 1908 : ১৯০৮ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বিনয় বসু, তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী।

11 September 1911 : ১৯১১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয়  ক্রিকেটার নানিক অমরনাথ ভরদ্বাজ।

11 September 1948 : ১৯৪৮ সালের আজকের দিনে নিজামের হায়দ্রাবাদ রাজ্যের দখল নেয় ভারত সরকার।

11 September 1948 : ১৯৪৮ সালের আজকের দিনে পরলোক গমন করেন মুহাম্মদ আলী জিন্নাহ, তিনি ছিলেন পাকিস্তানের প্রতিষ্ঠাতা ও ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রধান মুসলিম নেতা।

11 September 1967 : ১৯৬৭ সালের আজকের দিনে ভারতীয় / চীনা সীমান্ত লড়াই শুরু হয়।

11 September 1987 : ১৯৮৭ সালের আজকের দিনে পরলোক গমন করেন হিন্দি ভাষার প্রখ্যাত কবি মহাদেবী বর্মা।

11 September 2018 : ২০১৮ সালের আজকের দিনে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানা রাজ্যে বাস দুর্ঘটনায় 53 জন নিহত হয়েছেন।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ সেপ্টেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 11 September

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ সেপ্টেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

11 September 1907 : ১৯০৭ সালের আজকের দিনে বাংলাদেশী কবি সুফী মোতাহার হোসেন জন্মগ্রহণ করেন ।

11 September 1950 : ১৯৫০ সালের আজকের দিনে বাংলাদেশী  চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ জন্মগ্রহণ করেন ।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ সেপ্টেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 11 September

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ সেপ্টেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 11 September, Today’s Famous day on 11 September in the World. On this day Historical Famous Events in The World)

11 September 1853 : ১৮৫৩ সালের আজকের দিনে প্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ চালু হয়।

11 September 1862 : ১৮৬২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন প্রখ্যাত মার্কিন ছোট গল্পকার উইলিয়াম সিডনী পোর্টার যিনি  ‘ও হেনরি’ বেশী বিখ্যাত ।

11 September 1875 : ১৮৭৫ সালের আজকের দিনে সংবাদপত্রে প্রথম কার্টুন স্ট্রিপ প্রকাশিত হয়।

11 September 1877 : ১৮৭৭ সালের আজকের দিনে ইংরেজ প্রাবন্ধিক ও বৈজ্ঞানিক কল্পকাহিনীকার  জেমস জিনস জন্মগ্রহণ করেন ।

11 September 1885 : ১৮৮৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ইংরেজ সাহিত্যিক ডি. এইচ লরেন্স  ।

11 September 1895 : ১৮৯৫ সালে আজকের দিনে বার্মিংহাম থেকে এফএ কাপ চুরি হয়ে যায়।

11 September 1909 : ১৯০৯ সালের আজকের দিনে ম্যাক্স উলফ হ্যালির ধূমকেতু নতুন করে আবিষ্কার করেন।

11 September 1958 : ১৯৫৮ সালের আজকের দিনে বিখ্যাত কানাডীয় কবি  রবার্ট সার্ভিস পরলোক গমন করেন।

11 September 1971 : ১৯৭১ সালের আজকের দিনে সোভিয়েত রাষ্ট্রনায়ক নিকিতা ক্রুশ্চেভ পরলোক গমন করেন ।

11 September 1979 : ১৯৭৯ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ফরাসি ফুটবলার এরিক আবিদাল।

11 September 1981 : ১৯৮১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ইতালিয়ান ফুটবলার আন্দ্রেয়া ডোসেনা ।

11 September 1985 : ১৯৮৫ সালের আজকের দিনে পরলোক গমন করেন অস্ট্রেলিয়ান লেখক এলানোর ডার্ক।

11 September 1991 : ১৯৯১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ঘানার ফুটবলার জর্ডন আয়েও ।

11 September 2001 : ২০০১ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এ দুইটি ও পেন্টাগনে ১টি যাত্রীবাহী বিমান আঘাত হানে, এবং ৩০০০ এর অধিক ব্যক্তির প্রাণহানী ঘটে। এছাড়া আর একটি বিমান ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট ৯৩ পেনসিল্ভানিয়াতে ভূপতিত হয়।

11 September 2007 : ২০০৭ সালের আজকের দিনে প্রথম টোয়েন্টি ২০ বিশ্বকাপ ক্রিকেট দক্ষিণ আফ্রিকায় শুরু হয়।

11 September 2015 : ২০১৫ সালে আজকের দিনে ‎মক্কাঙঙ ক্রেন দুর্ঘটনায় নির্মাণ কাজে ব্যবহৃত একটি ভ্রাম্যমাণ ক্রেন ভেঙে পড়ে যার ফলে ১০৭ জন মারা যান এবং ২৩৮ জন আহত হন।

আজকের বিখ্যাত জন্মদিন : ১১ সেপ্টেম্বর | Today Famous Birthdays : 11 September

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 11 September. On this day Famous Birthdays in Bengali)

11 September 1908 : ১৯০৮ সালে আজকের দিনে বৃটিশ ভারতে জন্ম গ্রহণ করেছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম বাঙালি ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী বিনয় বসু(Benoy Basu)। বিনয় ও তার সহযোদ্ধারা নেতাজী সুভাষ চন্দ্র বসুর বেঙ্গল ভলান্টিয়ার্স দলে যোগ দেন ১৯২৮ সালে। ১৯৩০ সালে বিপ্লবীরা পুলিশের ইন্সপেক্টর জেনারেল লোম্যানকে হত্যা করার সিদ্ধান্ত নেন। ১৯৩০ সালের ২৯শে আগস্ট বিনয় সাধারণ বেশভুষায় নিরাপত্তা গণ্ডিকে ফাঁকি দিয়ে লোম্যানের খুব কাছে চলে এসে তাকে গুলি করেন এবং ঘটনাস্থলেই লোম্যানের মৃত্যু হয়। তাদের পরবর্তী লক্ষ্য ছিল কারা কর্তৃপক্ষের অত্যাচারী ইন্সপেক্টর জেনারেল কর্নেল এন এস সিম্পসন এবং কলকাতা শহরের রাইটার্স বিল্ডিংয়ে (বর্তমানে বিবাদি বাগে অবস্থিত মহাকরণ) হামলা চালানোর সিদ্ধান্ত নেন। ১৯৩০ সালের ৮ ডিসেম্বর তারিখে বিনয়, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত একত্রে মিলে ইউরোপীয় বেশভুষায় সজ্জিত হয়ে রাইটার্স ভবনে প্রবেশ করেন ও সিম্পসনকে গুলি করে হত্যা করেন। টেগার্টের নেতৃত্বে ব্রিটিশ পুলিশ বাহিনী সঙ্গে সঙ্গে গুলিবর্ষণ শুরু করে। গুলি বিনিময়ে টেয়ানাম, প্রেন্টিস, নেলসনসহ আরো কিছু পুলিশ অফিসার গুলিবিদ্ধ হন। তবে অচিরেই তিন বিপ্লবী পরাভূত হন। পুলিশের কাছে ধরা না দেয়ার অভিলাসে বাদল গুপ্ত পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। বিনয় ও দীনেশ পিস্তলের গুলিতে আত্মহত্যার চেষ্টা করেন। হাসপাতালে ১৯৩০ সালের ১৩ ডিসেম্বর বিনয় বসুর মৃত্যু হয়। বিনয়-বাদল-দীনেশের এই আত্মত্যাগের স্মরণে কলকাতার ডালহৌসি চত্বরের নামকরণ করা হয় বিবাদি বাগ।

11 September 1911 : ১৯১১ সালে আজকের দিনে তৎকালীন ব্রিটিশ ভারতের পাঞ্জাবের কাপুরথালা এলাকায় জন্ম গ্রহণ করেছিলেন ভারতের আন্তর্জাতিক ক্রিকেটার ও প্রাক্তন অধিনায়ক নানিক অমরনাথ ভরদ্বাজ/লালা অমরনাথ (Lala Amarnath Bharadwaj)।

11 September 1928 : ১৯২৮ সালের আজকের দিনে আর্ল হোলিম্যান, আমেরিকান অভিনেতা (দ্য রেইন মেকার, পুলিশ মহিলা, উপজাতি, ক্রাই প্যানিক), লুইসিয়ানা দিল্লিতে জন্মগ্রহণ করেছিলেন।

11 September 1970 : ১৯৭০ সালে আজকের দিনে শিলচরে(আসাম) জন্ম গ্রহণ করেন বাঙালি লোকসঙ্গীত শিল্পী ও লোকসঙ্গীত গবেষক কালিকাপ্রসাদ ভট্টাচার্য(Kalika Prasad Bhattacharya)। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যে অধ্যয়ন করেন। ১৯৯৯ সালে, তিনি উত্তরবঙ্গ এবং পূর্ববঙ্গের পল্লীগান ও লোকায়ত গানের ঐতিহ্যকে পুনর্জাগরণের উদ্দেশ্যে লোকগানের ব্যান্ড দোহার সহপ্রতিষ্ঠা করেন।

11 September 1982 : ১৯৮২ সালের আজকের দিনে শ্রিয়া সরান, দক্ষিণ ভারতীয় অভিনেত্রী (সন্তোষাম), ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনে জন্মগ্রহণ করেন।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : ১১ সেপ্টেম্বর | Today Famous Marriage Anniversary and Divorces : 11 September

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 11 September. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

11 September : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১১ সেপ্টেম্বর | Today Famous Deaths : 11 September

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 11 September. On this day Famous Deaths in Bengali)

11 September 1921 : ১৯২১ সালের আজকের দিনে সুব্রমানিয়া ভারতী, ভারতীয় কবি এবং স্বাধীনতা কর্মী 38 বছর বয়সে মারা যান।

11 September 1948 : ১৯৪৮ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন গুজরাটি বংশদ্ভুত আইনজীবী, রাজনীতিবিদ ও পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ(Muhammad Ali Jinnah)। ১৯১৩ সাল থেকে শুরু করে ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা পর্যন্ত জিন্নাহ নিখিল ভারত মুসলিম লীগের নেতা ছিলেন। স্বাধীনতার পর তিনি পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হন এবং আমৃত্যু এই পদে বহাল থাকেন। 

11 September 1973 : ১৯৭৩ সালের আজকের দিনে মারা যান নিম গুরু করলি বাবা, ভারতীয় গুরু।

11 September 1987 : ১৯৮৭ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন উত্তর প্রদেশের(বর্তমানে) প্রখ্যাত হিন্দি ভাষার কবি মহাদেবী বর্মা(Mahadevi Verma)। তাকে “আধুনিক কালের মীরা” হিসাবে অভিহিত করা হয়।আধুনিক হিন্দি কাব্যধারার “ছায়াবাদ” ঘরানার(১৯১৪-১৯৩৪) একজন উল্লেখযোগ্য কবি মহাদেবী বর্মা ।এলাহাবাদে “প্রয়াগ মহিলা বিদ্যাপীঠ” এ তিনি বহুবছর অধ্যক্ষা এবং উপাচার্য ছিলেন। তিনি ১৯৭৯ সালে সাহিত্যে আজীবন অবদানের জন্য “সাহিত্যএকাদেমী পুরস্কার” পান।এছাড়াও ১৯৫৬ সালে “পদ্মভূষণ” সম্মানে ভূষিত হন এবং ১৯৮৮ সালে “পদ্মবিভূষণ” সম্মানলাভ করেন।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ১১ সেপ্টেম্বর : The Famous Day 11 September in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ১১ সেপ্টেম্বর : The Famous Day 11 September (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ১১ সেপ্টেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *