আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১১ ডিসেম্বর | Today’s Famous Day in Historical Events : 11 December
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১১ ডিসেম্বর : Today’s Famous Day in Historical Events : 11 December (Bengali) : আজকের বিখ্যাত দিনে ১১ ডিসেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১১ ডিসেম্বর।
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১১ ডিসেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 11 December
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১১ ডিসেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 11 December. On this day Important Day in Bengali)
11 December : আজ ১১ ডিসেম্বর – আন্তর্জাতিক পর্বত দিবস।
ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ ডিসেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 11 December
ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ ডিসেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 11 December
আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ ডিসেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 11 December. Today’s Famous day on 11 December in India. On this day Historical Famous Events in India)
11 December 1687 : ১৬৮৭ সালের আজকের দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম মাদ্রাজে পৌরসভা প্রতিষ্ঠার সনদ তৈরির অনুমোদন দেয়।
11 December 1823 : ১৮২৩ সালের আজকের দিনে ইংরেজী শিক্ষা প্রসারের উদ্দেশ্যে রাজা রামমোহন রায় নিজ ব্যয়ে অ্যাংলো হিন্দু স্কুল স্থাপন করেন।
11 December 1851 : ১৮৫১ সালের আজকের দিনে স্ত্রী শিক্ষার প্রসার ও সমাজকল্যাণমূলক কাজের জন্য বেথুন সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
11 December 1922 : ১৯২২ সালের আজকের দিনে পাকিস্তানী বংশোদ্ভুত অভিনেতা দিলীপ কুমার ওরফে ইউসুফ জন্মগ্রহণ করেন।
11 December 1924 : ১৯২৪ সালের আজকের দিনে কথাসাহিত্যিক সমরেশ বসু (কালকূট) জন্মগ্রহণ করেন।
11 December 1935 : ১৯৩৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন প্রণব মুখোপাধ্যায়, তিনি ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি।
11 December 1967 : ১৯৬৭ সালের আজকের দিনে পশ্চিম ভারতে 6.5 ভূমিকম্পে, 170 জন নিহত হন।
11 December 1969 : ১৯৬৯ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বিশ্বনাথন আনন্দ, তিনি ভারতীয় দাবা গ্র্যান্ডমাস্টার।
11 December 1982 : ১৯৮২ সালের আজকের দিনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রসায়নবিদ ড. প্রিয়দারঞ্জন রায় পরলোক গমন করেন।
11 December 1984 : ১৯৮৪ সালের আজকের দিনে ওস্তাদ মীর কাশেম খান পরলোক গমন করেন।
11 December 2012 : ২০১২ খ্রিস্টাব্দের এই দিনে সেতার যন্ত্রবাদক পণ্ডিত রবিশঙ্কর পরলোক গমন করেন।
11 December 2017 : ২০১৭ সালের আজকের দিনে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর পুত্র রাহুল গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা নির্বাচিত হয়েছেন।
11 December 2019 : ২০১৯ সালের আজকের দিনে ভারতে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আগত অভিবাসীদের নাগরিকত্বের জন্য বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল সংশোধন করার উপায় পাস করেছে তবে তারা যদি মুসলমান না হয়।
বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ ডিসেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 11 December
আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ ডিসেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ : আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)
11 December 1928 : ১৯২৮ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন খান আতাউর রহমান, তিনি ছিলেন বাংলাদেশী চলচ্চিত্রাভিনেতা, সুরকার, গায়ক ও চলচ্চিত্র নির্মাতা।
11 December 1971 : ১৯৭১ সালের আজকের দিনে পরলোক গমন করেন আ. ন. ম. গোলাম মোস্তফা, তিনি ছিলেন বাংলাদেশী সাংবাদিক।
11 December 1980 : ১৯৮০ সালের আজকের দিনে সাংবাদিক জহুর হোসেন চৌধুরী পরলোক গমন করেন।
11 December 1983 : ১৯৮৩ সালের আজকের দিনে লে.জে. এরশাদ বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন।
11 December 2012 : ২০১২ সালের আজকের দিনে মৃত্যুবরণ মুফতি ফজলুল হক আমিনী, তিনি ছিলেন বাংলাদেশের একজন ইসলামী চিন্তাবিদ ও রাজনীতিবিদ।
বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ ডিসেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 11 December
আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ ডিসেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 11 December, Today’s Famous day on 11 December in the World. On this day Historical Famous Events in The World)
11 December 0361 : ০৩৬১ সালের আজকের দিনে জুলিয়ান এপোসাইট বিভক্ত রোম সাম্রাজ্যের সম্রাট হন, তিনি কন্সন্টান্টিনোপল থেকে তার সাম্রাজ্য পরিচালনা করেন এবং প্যাগান ধর্ম আবার চালু করতে চেষ্টা করেন।
11 December 0969 : ০৯৬৯ সালের আজকের দিনে বাইজেনটাইন সম্রাট দ্বিতীয় নিকেফোরস তার স্ত্রী ও তার প্রেমিকের হাতে খুন হন।
11 December 1792 : ১৭৯২ সালের আজকের দিনে ফ্রান্সের রাজা ষোড়শ লুইয়ের বিচার শুরু হয়।
11 December 1810 : ১৮১০ সালের আজকের দিনে উনবিংশ শতাব্দির বিখ্যাত কবি ও লেখক আলফ্রেড দুমুসে প্যারিসে জন্মগ্রহণ করেন।
11 December 1816 : ১৮১৬ সালের আজকের দিনে ইন্ডিয়ানা ১৯তম রাজ্য হিসেবে আমেরিকার যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয়।
11 December 1843 : ১৮৪৩ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন রবার্ট কখ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান জীব বিজ্ঞানী।
11 December 1862 : ১৮৬২ সালের আজকের দিনে কানাডায় সর্বশেষ ফাঁসি কার্যকর করা হয় আসামি আর্থার লুকাসকে। তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ ছিল।
11 December 1882 : ১৮৮২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ম্যাক্স বর্ন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ ও গণিতবিদ।
11 December 1894 : ১৮৯৪ সালের আজকের দিনে সারে পারিতে প্রথম মোটর গাড়ি প্রদর্শনী শুরু হয়।
11 December 1907 : ১৯০৭ সালের আজকের দিনে নিউজিল্যান্ডের সংসদ ভবন আগুনে ধ্বংস হয়ে যায়।
11 December 1911 : ১৯১১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন নাগিব মাহফুজ, তিনি ছিলেন নোবেল বিজয়ী মিশরীয় সাহিত্যিক।
11 December 1917 : ১৯১৭ সালের আজকের দিনে ব্রিটিশ জেনারেল অ্যাডমন্ড অ্যালানবি জেরুজালেমে প্রবেশ করেন এবং জেরুজালেমে মার্শাল ল’ ঘোষণা করেন।
11 December 1918 : ১৯১৮ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন আলেক্সান্দ্র্ সলজেনিৎসিন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান সৈন্য ও লেখক।
11 December 1925 : ১৯২৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন পল গ্রীনগারড, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান স্নায়ুবিজ্ঞানী ও একাডেমিক।
11 December 1927 : ১৯২৭ সালের আজকের দিনে সোভিয়েত সেনাবাহিনী চীনের গুয়ানজুতে প্রবেশ করে এবং শহরের বেশিরভাগ অংশ দখল করে সোভিয়েত ইউনিয়নের অংশ হিসাবে ঘোষণা দেয়।
11 December 1954 : ১৯৫৪ সালের আজকের দিনে জ্যাকসন ৫-এর সদস্য ও মাইকেল জ্যাকসনের ভাই জার্মেইন জ্যাকসন জন্মগ্রহণ করেন।
11 December 1964 : ১৯৬৪ সালের আজকের দিনে চে গুয়েভারা জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতা দেন।
11 December 1971 : ১৯৭১ সালের আজকের দিনে মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও জামালপুর জেলা পাক হানাদার মুক্ত হয়।
11 December 1978 : ১৯৭৮ সালের আজকের দিনে পরলোক গমন করেন ভিঞ্চেন্ত দু ভিগ্নেয়াউদ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান প্রাণরসায়নী ও একাডেমিক।
11 December 1981 : ১৯৮১ সালের আজকের দিনে সালভাদর গৃহ যুদ্ধের সময় এল সালভাদরের সেনাবাহিনী গেরিলা বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় গেরিলা সন্দেহে প্রায় ৯০০ সাধারণ নাগরিককে হত্যা করে।
11 December 2001 : ২০০১ সালের আজকের দিনে চীন আনুষ্ঠানিকভাবে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে। ১৫ বছর ব্যাপী আলোচনা প্রক্রিয়ার পর চীনকে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য করা হয়।
আজকের বিখ্যাত জন্মদিন : ১১ ডিসেম্বর | Today Famous Birthdays : 11 December
আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 11 December. On this day Famous Birthdays in Bengali)
11 December 1882 : ১৮৮২ সালের আজকের দিনে সুব্রমানিয়া ভারতী, ভারতীয় কবি ও স্বাধীনতা কর্মী, ব্রিটিশ ভারতের তিরুনেলভেলি জেলা এটায়াপুরমে জন্মগ্রহণ করেছিলেন (মৃত্যু : ১৯১২)।
11 December 1922 : ১৯২২ দিলীপ কুমার [মুহাম্মদ ইউসুফ খান], “ট্র্যাজেডি কিং” হিসাবে পরিচিত ভারতীয় বলিউড অভিনেতা এবং ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেতা (জাওয়ার ভাটা), তিনি ভারতের পেশোয়ারে জন্মগ্রহণ করেছিলেন।
11 December 1931 : ১৯৩১ সালের আজকের দিনে ভগবান শ্রী রজনীশ, রজনী আন্দোলনের ভারতীয় নেতা, তিনি ভারত, ভোপাল রাজ্য, রায়সেন জেলা, কুছওয়াদা গ্রামে জন্মগ্রহণ করেন (মৃত্যু: 1990)।
11 December 1935 : ১৯৩৫ সালের আজকের দিনে প্রণব মুখার্জি, ভারতীয় রাজনীতিবিদ, ভারতের ১৩ তম রাষ্ট্রপতি (২০১২-১৭), মিরাটি গ্রাম, বীরভূম জেলা, বাংলা প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেন (মৃত্যু : ২০২০)।
11 December 1969 : ১৯৬৯ সালের আজকের দিনে বিশ্বনাথন আনন্দ, ভারতীয় দাবা গ্র্যান্ডমাস্টার, ভারতের মায়িলাধূথুরাইয়ে জন্মগ্রহণ করেছিলেন।
11 December 1980 : ১৯৮০ সালের আজকের দিনে আর্য [জামশাদ চেথিরাকথ], ভারতীয় অভিনেতা, কেরালার ত্রিকারিপুরে জন্মগ্রহণ করেছিলেন।
আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১১ ডিসেম্বর | Today Famous Deaths : 11 December
আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 11 December. On this day Famous Deaths in Bengali)
11 December 1987 : ১৯৮৭ সালের আজকের দিনে মারা যান। জি.এ কুলকর্ণি, ভারতীয় (মারাঠি) লেখক (রামালখুনা)।
11 December 2004 : ২০০৪ সালের আজকের দিনে এম.এস. [মাদুরাই শানমুখাবাদিভু] ভারতীয় গায়ক (ভারত রত্ন পুরষ্কার প্রাপ্ত প্রথম সংগীতশিল্পী) সুবুলক্ষ্মী ৮৮ বছর বয়সে মারা গেলেন।
11 December 2012 : ২০১২ সালের আজকের দিনে রবি শঙ্কর [চৌধুরী], বাঙালি ব্রাহ্মণ সেতার মাস্টার এবং ভারতীয় ধ্রুপদী সংগীত রচয়িতা (ওয়েস্ট মিটস ইস্ট; বাংলাদেশের কনসার্ট), ৯২ বছর বয়সে মারা গেলেন।
আজকের বিখ্যাত দিনে ১১ ডিসেম্বর : The Famous Day 11 December in Bengali
আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১১ ডিসেম্বর | Today’s Famous Day in Historical Events : 11 December (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ১১ ডিসেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।