Close Ad close
Breaking
Fri. Nov 22nd, 2024
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১১ নভেম্বর | Today's Famous Day in Historical Events : 11 Novemberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১১ নভেম্বর | Today's Famous Day in Historical Events : 11 November

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১১ নভেম্বর | Today’s Famous Day in Historical Events : 11 November

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১১ নভেম্বর  : Today’s Famous Day in Historical Events : 11 November (Bengali) : আজকের বিখ্যাত দিনে ১১ নভেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১১ নভেম্বর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১১ নভেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 11 November

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১১ নভেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 11 November. On this day Important Day in Bengali)

11 November : ১১ নভেম্বর – “জাতীয় শিক্ষা দিবস”। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদের জন্মবার্ষিকী স্মরণে ভারতে জাতীয় শিক্ষা দিবস পালন করা হয়। আবুল কালাম আজাদ ১৫ই আগস্ট ১৯৪৭ থেকে ১৯৫৮ সালের ২রা ফেব্রুয়ারি অবধি দায়িত্ব পালন করেছিলেন। ভারতের জাতীয় শিক্ষা দিবস প্রতি বছর ১১ই নভেম্বর পালিত হয়।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ নভেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 11 November

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ নভেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 11 November

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ নভেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 11 November. Today’s Famous day on 11 November in India. On this day Historical Famous Events in India)

11 November 1793 : ১৭৯৩ সালের আজকের দিনে শিক্ষাব্রতী ধর্মযাজক উইলয়াম কেরি ইংল্যান্ড থেকে কলকাতায় এসে পৌঁছান।

11 November 1866 : ১৮৬৬ সালের আজকের দিনে কেশব চন্দ্র সেনের নেতৃত্বে কলকাতায় ভারতবর্ষীয় আদি ব্রহ্মসমাজ প্রতিষ্ঠিত হয়।

11 November 1872 : ১৮৭২ সালের আজকের দিনে সঙ্গীতজ্ঞ আবুল করিম খান সাহেব সঙ্গীতরত্ন জন্মগ্রহণ করেন।

11 November 1888 : ১৮৮৮ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন মৌলানা আবুল কালাম আজাদ, তিনি ছিলেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতা ও ভারতের প্রথম শিক্ষামন্ত্রী।

11 November 1908 : ১৯০৮ সালের আজকের দিনে কথাসাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্র জন্মগ্রহণ করেন।

11 November 1987 : ১৯৮৭ সালের আজকের দিনে প্রগতিবাদী রাজনৈতিক নেত্রী মণিকুন্তলা সেন পরলোক গমন করেন।

11 November 2013 : ২০১৩ ভারতের মুম্বাইয়ে একটি ভবনে আগুন লাগার পরে ৪ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ নভেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 11 November

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ নভেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

11 November 1907 : ১৯০৭ সালের আজকের দিনে কবি সুফী মোতাহার হোসেন জন্মগ্রহণ করেন।

11 November 1928 : ১৯২৮ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন হুমায়ূন রশীদ চৌধুরী, তিনি ছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পীকার ও কূটনীতিবিদ।

11 November 1972 : ১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা করা হয়।

11 November 1996 : ১৯৯৬ সালের আজকের দিনে বাংলাদেশ ভারত সীমান্ত বণিজ্য চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

11 November 1999 : ১৯৯৯ সালে আজকের দিনে পরলোক গমন করেন মোহাম্মদউল্লাহ, তিনি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ নভেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 11 November

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে 6666আজকের বিখ্যাত দিনে : ১১ নভেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 11 November, Today’s Famous day on 11 November in the World. On this day Historical Famous Events in The World)

11 November 1498 : ১৪৯৮ সালের আজকের দিনে পর্তুগালের বিখ্যাত নাবিক ভাস্কো দা গামার সমূদ্র অভিযান শুরু হয়।

11 November 1771 : ১৭৭১ সালের আজকের দিনে আধুনিক কোষতত্ত্বের জনক মারি ফ্রাঁসোয়া বিশা জন্মগ্রহণ করেন।

11 November 1793 : ১৭৯৩ সালে আজকের দিনে শিক্ষাব্রতী ধর্মযাজক উইলয়াম কেরি ইংল্যান্ড থেকে কলকাতায় এসে পৌঁছান।

11 November 1821 : ১৮২১ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন ফিওদোর দস্তয়েভ্‌স্কি, তিনি ছিলেন বিখ্যাত রুশ সাহিত্যিক।

11 November 1864 : ১৮৬৪ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন আলফ্রেড হারমান ফ্রিয়েড, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান সাংবাদিক ও সমাজ কর্মী।

11 November 1885 : ১৮৮৫ সালের আজকের দিনে ইংরেজ সাহিত্যিক ডি.এইচ লরেন্স জন্মগ্রহণ করেন।

11 November 1918 : ১৯১৮ সালের আজকের দিনে মিত্রশক্তি ও জার্মানির মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।

11 November 1948 : ১৯৪৮ সালের আজকের দিনে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ পরলোক গমন করেন।

11 November 1952 : ১৯৫২ সালের আজকের দিনে ক্যালিফোর্নিয়ায় প্রথম ভিডিও রেকর্ডারের কার্যক্রম প্রদর্শিতি হয়।

11 November 1953 : ১৯৫৩ সালের আজকের দিনে পোলিও রোগের ভাইরাস আবিস্কৃত হয়।

11 November 1966 : ১৯৬৬ সালের আজকের দিনে এডুইন ইউগেন অলড্রিন এবং জেমস এ লোভেল নভোযান জিনিনি-১২ তে চড়ে চারদিনের সফরে মহাশূন্যে যাত্রা করেন।

11 November 1971 : ১৯৭১ সালের আজকের দিনে সোভিয়েত রাষ্ট্রনায়ক নিকিতা ক্রুশ্চেভ পরলোক গমন করেন।

11 November 1974 : ১৯৭৪ সালে আজকের দিনেজন্মগ্রহণ করেন লিওনার্ডো ডিক্যাপ্রিও, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও প্রযোজক।

11 November 1989 : ১৯৮৯ সালে আজকের দিনে বার্লিন প্রাচীর ভেঙ্গে ফেলার কাজ শুরু হয়।

11 November 1995 : ১৯৯৫ সালে আজকের দিনে মানবাধিকার লংঘনের অভিযোগে কমনওয়েলথ থেকে নাইজেরিয়ার সদস্যবাতিল করা হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : ১১ নভেম্বর | Today Famous Birthdays : 11 November

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 11 November. On this day Famous Birthdays in Bengali)

11 November 1888 : ১৮৮৮ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন বিশিষ্ট ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ। মৌলানা আজাদই হলেন ভারতের উচ্চ শিক্ষার অন্যতম শ্রেষ্ঠ দুটি প্রতিষ্ঠান আই আই টি(IIT) ও ইউ জি সি(UGC) এর প্রতিষ্ঠাতা। গান্ধীজি ওনাকে পাণ্ডিত্যে পিথাগােরাস, এরিস্টটল ও প্লেটোর সমতুল্য বলে মনে করতেন। ওনার সম্পাদিত বিখ্যাত পত্রিকা হল “আলহিলাল” ও ওনার লেখা একটি বিখ্যাত বই হল “ইন্ডিয়া উইনস ফ্রিডম(India wins Freedom)”। ১৯৯২ সালে তাকে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্নে (মরণোত্তর) ভূষিত করা হয়।

11 November 1908 : ১৯০৮ সালে আজকের দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক, প্রকাশক ও অনুবাদক গজেন্দ্রকুমার মিত্র। রবীন্দ্র-শরৎ উত্তর বাংলা সাহিত্যে বিভূতিভূষণ-তারাশঙ্করের পর বাঙালী মধ্যবিত্ত সমাজকে উপজীব্য করে যে সকল কথাসাহিত্যিক সার্থক সাহিত্য সৃষ্টি করেছেন তাঁদের মধ্যে গজেন্দ্রকুমার মিত্র অন্যতম।

11 November 1932 : ১৯৩২ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন অনিতা বসু, তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের নারী বিপ্লবী।

11 November 1935 : ১৯৩৫ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন প্রখ্যাত ভারতীয় বাঙালি রবীন্দ্র সংগীত শিল্পী অর্ঘ্য সেন। তিনি ১৯৯৭ খ্রিস্টাব্দে ভারত সরকারের সংগীত নাটক অকাদেমি পুরস্কার লাভ করেন।

11 November 1936 : ১৯৩৬ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন নেপালী-ভারতীয় অভিনেত্রী মালা সিনহা। ১৯৫০-এর দশকের শুরু থেকে ১৯৭০-এর দশকের শেষভাগ পর্যন্ত হিন্দি চলচ্চিত্রে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন ও শীর্ষস্থানীয় অভিনেত্রীর মর্যাদা লাভ করেন।

11 November 1955 : ১৯৫৫ সালে আজকের দিনে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন চিত্র প্রযোজক বনি কাপুর। He has produced numerous Bollywood films like Mr. India, No Entry, Judaai and Wanted to his credit.

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১১ নভেম্বর | Today Famous Deaths : 11 November

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 11 November. On this day Famous Deaths in Bengali)

11 November 1987 : ১৯৮৭ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন প্রগতিবাদী রাজনৈতিক নেত্রী মণিকুন্তলা সেন। তিনি ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম কয়েকজন সক্রীয় মহিলা সদস্যাদের মধ্যে অন্যতম। উনি ওনার স্মৃতিকথা ‘সেদিনের কথা'(ইংরেজিতে ‘ইন সার্চ অফ ফ্রিডমঃ অ্যান আনফিনিশড জার্নি’) – এর জন্য বিখ্যাত।

11 November 2009 : ২০০৯ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন ধনপত রাই নাহার, ভারতীয় শ্রমিক নেতা (জন্ম : ১৯১৯) ।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ১১ নভেম্বর : The Famous Day 11 November in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১১ নভেম্বর | Today’s Famous Day in Historical Events : 11 November (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ১১ নভেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *