আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১১ অক্টোবর | Today’s Famous Day in Historical Events : 11 October
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১১ অক্টোবর : Today’s Famous Day in Historical Events : 11 October (Bengali) : আজকের বিখ্যাত দিনে ১১ অক্টোবর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু TheFamousDay.com এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১১ অক্টোবর।
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১১ অক্টোবর | Today’s Important Day or Famous Day in Bengali : 11 October
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১১ অক্টোবর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 11 October. On this day Important Day in Bengali)
11 October : আজ ১১ অক্টোবর – আন্তর্জাতিক বালিকা দিবস।
11 October : আজ ১১ অক্টোবর – আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। এই দিবসকে মেয়েদের দিনও বলা হয়। ২০১২ সালের ১১ই অক্টোবর তারিখে প্রথম এই দিবস পালন করা হয়েছিল। লিংগ বৈষম্য দূর করা এই দিবসের অন্যতম প্রধান উদ্দেশ্য। অন্যান্য উল্লেখযোগ্য ক্ষেত্র সমূহ হল শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা, ও বৈষম্য থেকে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক তথা বাল্যবিবাহ।
ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ অক্টোবর | Today’s Famous Day in History (Bengali) : 11 October
ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ অক্টোবর | Today’s famous day in the history of India (Bengali) : 11 October
আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ অক্টোবর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 11 October. Today’s Famous day on 11 October in India. On this day Historical Famous Events in India)
11 October 1503 : ১৫০৩ সালে আজকের দিনে দ্বিতীয়বার ভারত ভ্রমণ শেষে পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা মোজাম্বিকের তাগুসে উপস্থিত হন।
11 October 1737 : ১৭৩৭ সালের আজকের দিনে কলকাতায় ভূমিকম্প ও ঘূর্ণিঝড়ে তিন লাখ লোকের মৃত্যু ঘটে।
11 October 1877 : ১৮৭৭ সালের আজকের দিনে চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়।
11 October 1938 : ১৯৩৮ সালের আজকের দিনে পরলোক গমন করেন নগেন্দ্রনাথ বসু, তিনি ছিলেন বাংলা বিশ্বকোষের প্রথম প্রণেতা।
11 October 1942 : ১৯৪২ সালের আজকের দিনে অমিতাভ বচ্চনের জন্ম হয়। তিনি একজন জনপ্রিয় ভারতীয় অভিনেতা।
11 October 1962 : ১৯৬২ সালের আজকের দিনে চীন-ভারত যুদ্ধ শুরু হয়।
11 October 1965 : ১৯৬৫ সালের আজকের দিনে রনিত রায়ের জন্ম হয়। তিনি ভারতীয় জনপ্রিয় ধারাবাহিক আদালতের অভিনেতা।
বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ অক্টোবর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 11 October
আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ অক্টোবর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ : আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)
11 October 1871 : ১৮৭১ সালের আজকের দিনে আব্দুল করিমের জন্ম হয়। তিনি ছিলেন পুঁথি সংগ্রাহক, লেখক ও সাহিত্য বিশারদ।
11 October 1921 : ১৯২১ সালের আজকের দিনে নীলিমা ইব্রাহিমের জন্ম হয়। তিনি ছিলেন বাঙালি শিক্ষাবিদ।
11 October 1956 : ১৯৫৬ সালেরর আজকের দিনে বাংলাদেশী রাজনীতিবিদ আবুস সোভান গোলাপের জন্ম হয়৷
11 October 1957 : ১৯৫৭ সালেরর আজকের দিনে প্রধানমন্ত্রীর পদ থেকে শহীদ সোহরাওয়ার্দী পদত্যাগ করেন।
11 October 1991 : ১৯৯১ সালের আজকের দিনে গোলাম সামদানী কোরায়শীর মৃত্যু হয়। তিনি ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট সহিত্যিক, গবেষক ও অনুবাদক।
11 October 2007 : ২০০৭ সালের আজকের দিনে শ্রী চিন্ময়ের মৃত্যু হয়। তিনি ছিলেন বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান আধ্যাত্মিক নেতা ও কবি।
বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ অক্টোবর | Today’s famous day in the history of the world (Bengali) : 11 October
আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ অক্টোবর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 11 October, Today’s Famous day on 11 October in the World. On this day Historical Famous Events in The World)
11 October 1503 : ১৫০৩ সালেরর আজকের দিনে দ্বিতীয়বার ভারত ভ্রমণ শেষে পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা মোজাম্বিকের তাগুসে উপস্থিত হন।
11 October 1669 : ১৬৬৯ সালেরর আজকের দিনে পিটার দি গ্রেট রাশিয়ার জার হন।
11 October 1871 : ১৮৭১ সালে আজকের দিনে শিকাগোর ভয়াবহ অগ্নিকাণ্ড আয়ত্তে আনা হয়।
11 October 1884 : ১৮৮৪ সালের আজকের দিনে ফ্রেডরিখ কার্ল রুডলফ বার্জিয়াসের জন্ম হয়। তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত আর্জেন্টিনার রসায়নবিদ।
11 October 1884 : ১৮৮৪ সালের আজকের দিনে আন্না এলিয়ানর রুজভেল্টের জন্ম হয়। তিনি ছিলেন আমেরিকান মানবাধিকার কর্মী, রাজনীতিবিদ ও ৩৯ তম ফার্স্ট লেডি।
11 October 1885 : ১৮৮৫ সালের আজকের দিনে ফ্রাসোয়া মাউরিয়াকের জন্ম হয়। তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক, কবি ও নাট্যকার।
11 October 1896 : ১৮৯৬ সালের আজকের দিনে অ্যান্টন ব্রুকনারের মৃত্যু হয়। তিনি ছিলেন অস্ট্রিয়ান অর্গানবাদক, সুরকার ও শিক্ষাবিদ।
11 October 1899 : ১৮৯৯ সালে আজকের দিনে দক্ষিণ আফ্রিকায় হল্যান্ড ও বৃটিশদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়।
11 October 1923 : ১৯২৩ সালে আজকের দিনে জার্মান মুদ্রার বিপজ্জনক মুদ্রাস্ফীতি ঘটে। ১ পাউন্ডের মূল্যমান দাঁড়ায় ১ হাজার কোটি মার্ক।
11 October 1936 : ১৯৩৬ সালের আজকের দিনে সি. গর্ডন ফুলেরটনের জন্ম হয়। তিনি আমেরিকান কর্নেল, প্রকৌশলী ও মহাকাশচারী।
11 October 1937 : ১৯৩৭ সালে আজকের দিনে চীনের সাংহাইএ চীন আর জাপানের সেনাবাহিনীর মধ্যে তীব্র লড়াই হয়। এই লড়াইয়ে দু’পক্ষের বিপুল সংখ্যক সৈন্য হতাহত হয়।
11 October 1978 : ১৯৭৮ সালে আজকের দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে বর্ণবাদবিরোধী বিশেষ অধিবেশন অনষ্ঠিত হয়।
11 October 1988 : ১৯৮৮ সালের আজকের দিনে বনিটা গ্রানভিলের মৃত্যু হয়। তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী, গায়ক ও প্রযোজক।
11 October 1989 : ১৯৮৯ সালেরর আজকের দিনে তিব্বতের রাজধানী লাসায় অবস্থিত পোতালা প্রাসাদের মেরামত প্রকল্পের কাজ শুরু হয়। এই প্রকল্পে চীন সরকার ৩ দশমিক ৫ কোটি ইউয়ান বরাদ্দ করে।
11 October 1996 : ১৯৯৬ সালের আজকের দিনে উইলিয়াম ভিখরের মৃত্যু হয়। তিনি ছিলেন নোবেলজয়ী কানাডীয় অর্থনীতিবিদ।
11 October 2000 : ২০০০ সালেরর আজকের দিনে লন্ডনে প্রথমবারের মত একটি মুসলিম মাধ্যমিক স্কুলকে সরকারী হিসাবে অনুমোদন দেয়া হয়।
আজকের বিখ্যাত জন্মদিন : ১১ অক্টোবর | Today Famous Birthdays : 11 October
আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 11 October. On this day Famous Birthdays in Bengali)
11 October 1877 : ১৮৭৭ সালে আজকের দিনে মালদহে জন্ম গ্রহণ করেছিলেন সাহিত্যিক সমালোচক চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি ‘ভারতী’ পত্রিকার সম্পাদক এবং ‘প্রবাসী’র সহ-সম্পাদক ছিলেন । তার প্রথম ছোট গল্প ‘মরমের কথা’ প্রবাসীতেই প্রকাশিত হয়। ‘স্রোতের ফুল’, ‘পরগাছা’ প্রভৃতি তার রচিত ২৫টি উপন্যাসের অন্যতম।
11 October 1902 : ১৯০২ সালে আজকের দিনে বিহারে জন্ম গ্রহণ করেছিলেন ‘জে পি’ বা ‘লোক নায়ক’ নামে পরিচিত ভারতীয় স্বাধীনতা কর্মী, তাত্ত্বিক, সমাজতান্ত্রিক এবং রাজনৈতিক নেতা জয়প্রকাশ নারায়ণ। তিনি ভারত ছাড়ো আন্দোলনের বীর নামেও পরিচিত। ১৯৯৯ সালে তিনি তার সামাজিক কাজের স্বীকৃতিস্বরূপ মরণোত্তরভাবে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন লাভ করেন।
11 October 1942 : ১৯৪২ সালে আজকের দিনে উত্তর প্রদেশের এলাহাবাদের জন্ম গ্রহণ করেছিলেন জনপ্রিয় ভারতীয় চলচিত্র অভিনেতা, প্রযোজক, টেলিভিশন উপস্থাপক অমিতাভ বচ্চন। বলিউডের শাহেনশাহ ও সহস্রাব্দের সেরা তারকা হিসেবে পরিচিত বচ্চন তার পাঁচ দশকের অধিক সময়ের কর্মজীবনে ১৯০টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। বচ্চনকে ভারতীয় চলচ্চিত্র তথা বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সেরা ও প্রভাবশালী অভিনেতা হিসেবে গণ্য করা হয়। ১৯৭০ ও ১৯৮০-এর দশকে ভারতীয় চলচ্চিত্রে তার একচ্ছত্র আধিপত্যের জন্য ফরাসি চলচ্চিত্র সমালোচক ও পরিচালক ফ্রঁসোয়া ত্রুফো তাকে “একক-ব্যক্তি চলচ্চিত্র শিল্প” বলে অভিহিত করেন।
11 October 1965 : ১৯৬৫ সালে আজকের দিনে মহারাষ্ট্রের নাগপুরে জন্ম গ্রহণ করেছিলেন ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা রনিত রায়। তিনি হিন্দী টিভি সিরিয়াল ‘কচৌতি জিন্দগী কে’, ‘কিউকি সাশ ভী কাবি বহু থি’ এবং ‘আদালতের’ জন্যে সর্বাধিক পরিচিত।
আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : ১১ অক্টোবর | Today Famous Marriage Anniversary and Divorces : 11 October
আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 11 October. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)
11 October : Click here
আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১১ অক্টোবর | Today Famous Deaths : 11 October
আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 11 October. On this day Famous Deaths in Bengali)
11 October 1938 : ১৯৩৮ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বাংলা বিশ্বকোষের প্রথম প্রণেতা,প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদ নগেন্দ্রনাথ বসু। তিনি প্রত্নতাত্ত্বিক অবশিষ্টাংশ পরীক্ষা করার জন্য ব্যাপক ভ্রমণ করেছিলেন। তিনি বাংলা, সংস্কৃত ও উড়িয়াতে প্রাচীন পাণ্ডুলিপি সংগ্রহ করেন এবং পাথর ও তামার প্লেটের উপর অঙ্কন করেছেন। তার পাণ্ডুলিপি সংগ্রহের ফলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বাংলা বিভাগ চালু করার অনুমতি দেওয়া হয়।
11 October 2007 : ২০০৭ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন শ্রী চিন্ময় নামে পরিচিত, বাঙালি মহাত্মা ও হিন্দুধর্মের সংস্কারক, লেখক, শিল্পী, কবি ও সঙ্গীতজ্ঞ চিন্ময় কুমার ঘোষ।
আজকের বিখ্যাত দিনে ১১ অক্টোবর : The Famous Day 11 October in Bengali
আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ১১ অক্টোবর : The Famous Day 11 October (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ১১ অক্টোবর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।