Close Ad close
Breaking
Mon. Nov 18th, 2024
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১২ নভেম্বর | Today's Famous Day in Historical Events : 12 Novemberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১২ নভেম্বর | Today's Famous Day in Historical Events : 12 November

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১২ নভেম্বর | Today’s Famous Day in Historical Events : 12 November

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১২ নভেম্বর  : Today’s Famous Day in Historical Events : 12 November (Bengali) : আজকের বিখ্যাত দিনে ১২ নভেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১২ নভেম্বর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১২ নভেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 12 November

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১২ নভেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 12 November. On this day Important Day in Bengali)

12 November : ১২ নভেম্বর – বিশ্ব নিউমোনিয়া দিবস। প্রতিবছর ১২ নভেম্বর সারা বিশ্বে শিশুমৃত্যুর সবচেয়ে বড় কারণ এই রোগটির বিষয়ে সচেতনতা তৈরিতে ‘বিশ্ব নিউমোনিয়া দিবস’ হিসেবে পালন করা হয়।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১২ নভেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 12 November

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১২ নভেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 12 November

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১২ নভেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 12 November. Today’s Famous day on 12 November in India. On this day Historical Famous Events in India)

12 November 1781 : ১৭৮১ সালের আজকের দিনে ব্রিটিশ বহিনী দক্ষিণ ভারতের নাগাপাট্টম দখল করে। 

12 November 1837 : ১৮৩৭ সালের আজকের দিনে দেশীয় ও ইউরোপীয় ভূ-স্বামীদেরদ স্বর্থরক্ষা ভারতে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়।

12 November 1913 : ১৯১৩ সালের আজকের দিনে রবীন্দ্রনাথকে নোবেল পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্ত ঘোষিত হয়।

12 November 1930 : ১৯৩০ সালের আজকের দিনে ভারতে ব্রিটিশবিরোধী আইন অমান্য আন্দোলনের প্রেক্ষাপটে লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠক হয়।

12 November 1946 : ১৯৪৬ সালে আজকের দিনে পরলোক গমন করেন মদনমোহন মালব্য, ভারতীয় রাজনীতিবিদ ও জাতীয় কংগ্রেসের সভাপতি।

12 November 1969 : ১৯৬৯ সালে আজকের দিনে পরলোক গমন করেন অজিতকুমার গুহ, তিনি ছিলেন বাঙালি শিক্ষাবিদ ও লেখক।

12 November 1996 : ১৯৯৬ সালের আজকের দিনে ভারতের হরিয়ানার আকাশে উড্ডয়নরত দুটি বিমানের সংঘর্ষে ৩৫০ ব্যক্তি নিহত হয়।

12 November 2019 : ২০১৯ সালের আজকের দিনে গুরু এবং নানকের জন্মের 550 তম বার্ষিকী – ভারত ও পাকিস্তানে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা উদযাপিত হয়।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১২ নভেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 12 November

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১২ নভেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

12 November 1817 : ১৮১৭ সালের আজকের দিনে বাহাউল্লা নামে পরিচিত আধ্যাত্মিক নেতা মির্জা হুসায়েইন আলী নুরি জন্মগ্রহণ করেন। তিনি বাহাই ধর্মের জনক।

12 November 1983 : ১৯৮৩ সালের আজকের দিনে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম সীমান্ত বরাবর ভারতের পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ শুরু হয়।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১২ নভেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 12 November

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে 6666আজকের বিখ্যাত দিনে : ১২ নভেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 12 November, Today’s Famous day on 12 November in the World. On this day Historical Famous Events in The World)

12 November 1648 : ১৬৪৮ সালের আজকের দিনে মেক্সিকান কবি হুয়ানা ইনেস দে লা ক্রসের জন্ম।

12 November 1840 : ১৮৪০ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন অগুস্ত রদ্যাঁ, তিনি ছিলেন আধুনিক যুগের একজন বিখ্যাত ফরাসি ভাস্কর।

12 November 1866 : ১৮৬৬ সালের আজকের দিনে চীনের বিপ্লবী নেতা সান ইয়াৎ সেন জন্মগ্রহণ করেন।

12 November 1893 : ১৮৯৩ সালে আজকের দিনে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তরেখা ডুরান্ড লাইন চুক্তি স্বাক্ষরিত হয়।

12 November 1915 : ১৯১৫ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন রোল্যান্ড বার্থেজ, তিনি ছিলেন ফরাসি দার্শনিক, তাত্তিক ও সমালোচক।

12 November 1916 : ১৯১৬ সালে আজকের দিনে পরলোক গমন করেন পারসিভালমাস্টার লোয়েল, তিনি ছিলেন আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী, গণিতবিদ ও লেখক।

12 November 1973 : ১৯৭৩ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন রাধা মিচেল, তিনি অস্ট্রেলিয়ান অভিনেত্রী ও প্রযোজক।

12 November 1976 : ১৯৭৬ সালে আজকের দিনে পরলোক গমন করেন মিখাইল গুরেভিচ, তিনি ছিলেন রাশিয়ান বিমান ডিজাইনার, বোখারা সমবায়ের প্রতিষ্ঠিত।

12 November 1978 : ১৯৭৮ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন আলেকজান্দ্রা লারা, তিনি রোমানিয়ান বংশোদ্ভূত জার্মান অভিনেত্রী।

12 November 1989 : ১৯৮৯ সালের আজকের দিনে বিশ্বনন্দিত কমিউনিস্ট নেত্রী, স্পেনের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও স্পেনের গৃহযুদ্ধের নায়িকা ডলোরেস ইরারুর বিরে পরলোক গমন করেন।

12 November 1990 : ১৯৯০ সালের আজকের দিনে পৃথিবীর প্রাচীনতম ও ২৬০০ বছরের ঐতিহ্যবাহী বংশপরম্পরাগত রাজতন্ত্রের সিংহাসনে জাপানের সম্রাট আকাহিতো অভিষিক্ত হন।

12 November 2013 : ২০১৩ সালে আজকের দিনে পরলোক গমন করেন আলেকজান্ডার সেরেবরভ, তিনি ছিলেন রাশিয়ান প্রকৌশলী ও মহাকাশচারী।

আজকের বিখ্যাত জন্মদিন : ১২ নভেম্বর | Today Famous Birthdays : 12 November

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 12 November. On this day Famous Birthdays in Bengali)

12 November 1927 : ১৯২৭ সালে আজকের দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন গায়ক ও সংগীত পরিচালক দ্বিজেন মুখােপাধ্যায়। তিনি ১৫০০ এরও বেশি গান রেকর্ড করেছেন, যার মধ্যে প্রায় ৮০০টি রবি ঠাকুরের গান। ২০১০ খ্রিস্টাব্দে রবীন্দ্র সংগীতের জন্য ভারত সরকারের সংগীত নাটক অকাদেমি পুরস্কার লাভ করেন।

12 November 1940 : ১৯৪০ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্র অভিনেতা এবং পরিচালক আমজাদ খান। তিনি বিশেষভাবে পরিচিত শোলে’র গব্বর সিং চরিত্রের জন্য। তিনি ২০ বছরের কর্মজীবনে ১৩০-টির বেশি চলচ্চিত্রে কাজ করেছেন। হিন্দি ভাষার চলচ্চিত্রে তিনি মূলত খলনায়ক চরিত্রে অভিনয় করতেন।

12 November 1946 : ১৯৪৬ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন হিন্দি অভিনেতা রঞ্জিত/গোপাল বেদী। He has played mostly character roles, with roles as the villain dominating his over 200 Hindi films.

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১২ নভেম্বর | Today Famous Deaths : 12 November

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 12 November. On this day Famous Deaths in Bengali)

12 November 1946 : ১৯৪৬ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতীয় শিক্ষাবিদ ও রাজনীতিবিদ মদনমোহন মালব্য। ১৯১৬ সালে মদনমোহন মালব্য বারাণসীতে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় বা বেনারস হিন্দু ইউনিভার্সিটি(বি.এইচ.ইউ) প্রতিষ্ঠা করেন। এটি এশিয়ার বৃহত্তম আবাসিক বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয়। মদনমোহন মালব্য চার বার (১৯০৯, ১৯১৩, ১৯১৯ ও ১৯৩২ সাল) ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। মদনমোহন মালব্য ছিলেন দ্য ভারত স্কাউট অ্যান্ড গাইডসের অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি বিশেষ প্রভাবশালী ইংরেজি সংবাদপত্র দ্য লিডারের প্রতিষ্ঠাতা। ১৯২৪ থেকে ১৯৪৬ সাল পর্যন্ত তিনি হিন্দুস্তান টাইমস পত্রিকার চেয়ারম্যানও ছিলেন। তারই উদ্যোগে ১৯৩৬ সালে এই পত্রিকার হিন্দি সংস্করণ হিন্দুস্তান দৈনিক প্রকাশিত হয়।

12 November 1969 : ১৯৬৯ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বাঙালি শিক্ষাবিদ এবং লেখক অজিতকুমার গুহ। 

12 November 2019 : ২০১৯ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতীয় বিজ্ঞাপন জগতের উজ্জ্বল ব্যক্তিত্ব রাম রে। তিনি বিজ্ঞাপন জগতে ৫০ বছরেরও অধিক সময় কাজ করেছেন। তাঁকে বিজ্ঞাপন দুনিয়ায় সত্যজিৎ রায়ের সাথে তুলনা টানা হয়।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ১২ নভেম্বর : The Famous Day 12 November in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১২ নভেম্বর | Today’s Famous Day in Historical Events : 12 November (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ১২ নভেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *