Close Ad close
Breaking
Sun. Nov 17th, 2024
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১২ অক্টোবর | Today's Famous Day in Historical Events : 12 Octoberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১২ অক্টোবর | Today's Famous Day in Historical Events : 12 October

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১২ অক্টোবর | Today’s Famous Day in Historical Events : 12 October

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১২ অক্টোবর  : Today’s Famous Day in Historical Events : 12 October (Bengali) : আজকের বিখ্যাত দিনে ১২ অক্টোবর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১২ অক্টোবর | Today’s Famous Day in Historical Events : 12 October রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট TheFamousDay.com এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১২ অক্টোবর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১২ অক্টোবর | Today’s Important Day or Famous Day in Bengali : 12 October

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১২ অক্টোবর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 12 October. On this day Important Day in Bengali)

12 October : আজ ১২ অক্টোবর – বিশ্ব আর্থ্রাইটিস দিবস।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১২ অক্টোবর | Today’s Famous Day in History (Bengali) : 12 October

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১২ অক্টোবর | Today’s famous day in the history of India (Bengali) : 12 October

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১২ অক্টোবর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 12 October. Today’s Famous day on 12 October in India. On this day Historical Famous Events in India)

12 October 1781 : ১৭৮১ সালের আজকের দিনে ব্রিটিশ সেনাবাহিনী দক্ষিণ ভারতের নাগাপট্টম অধিকার করে।

12 October 1864 : ১৮৬৪ সালে এই দিনে জন্মগ্রহণ করেন কামিনী রায়, তিনি ছিলেন বাঙালি কবি।

12 October 1909 : ১৯০৯ সালের আজকের দিনে কলকাতায় অনুশীলন সমিতি নিষিদ্ধ ঘোষিত হয়।

12 October 1924 : ১৯২৪ সালে এই দিনে জন্মগ্রহণ করেন কণিকা বন্দ্যোপাধ্যায়, তিনি ছিলেন রবীন্দ্রসংগীত শিল্পী।

12 October 1981 : ১৯৮১ সালে এই দিনে জন্মগ্রহণ করেন সুহাসিনী রাজারাম নাইডু (চলচ্চিত্র নাম স্নেহা), তিনি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।

12 October 1981 : ১৯৮১ সালে এই দিনে পরলোক গমন করেন ড. গুরুপ্রসাদ চট্টোপাধ্যায়, তিনি ছিলেন ভারতের পদার্থবিদ ও রসায়নবিদ।

12 October 1991 : ১৯৯১ সালে এই দিনে পরলোক গমন করেন বিশ্বনাথ মুখোপাধ্যায়, তিনি ছিলেন ভারতের কমিউনিস্ট ব্যক্তিত্ব ও স্বাধীনতা সংগ্রামী।

12 October 1992 : ১৯৯২ সালের আজকের দিনে কলকাতায় প্রথম দক্ষিণ এশীয় উৎসব শুরু হয়।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১২ অক্টোবর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 12 October

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১২ অক্টোবর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

12 October 1927 : ১৯২৭ সালে এই দিনে জন্মগ্রহণ করেন এহতেশাম, তিনি ছিলেন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক।

12 October 1999 : ১৯৯৯ সালের আজকের দিনে টাঙ্গাইলে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপন করা হয়।

12 October 2008 : ২০০৮ সালের আজকের দিনে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১২ অক্টোবর | Today’s famous day in the history of the world (Bengali) : 12 October

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১২ অক্টোবর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 12 October, Today’s Famous day on 12 October in the World. On this day Historical Famous Events in The World)

12 October 0622 : ০৬২২ সালের আজকের দিনে ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল (রাঃ) মদিনার মসজিদে সর্বপ্রথম আযান দেন।

12 October 1492 : ১৪৯২ সালের আজকের দিনে কলম্বাস পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে পৌঁছেন এবং আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন।

12 October 1858 : ১৮৫৮ সালে এই দিনে পরলোক গমন করেন হিরোশিগে, তিনি ছিলেন জাপানি চিত্রশিল্পী।

12 October 1865 : ১৮৬৫ সালে এই দিনে পরলোক গমন করেন স্যার আর্থার হার্ডেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ প্রাণরসায়নবিদ।

12 October 1964 : ১৯৬৪ সালে আজকের দিনে তিন রুশ নভোচারী ভ্লাদিমির কোমানভ, কন্সতান্তিন ফিওক্তিস্তভ ও বোসি ইয়োগোরভ নভোযান ভস্তক-২৪ এ মহাশূন্যে পাড়ি দেন। তারা ২৪ ঘণ্টা ১৭ মিনিট মহাশূন্যে ভ্রমণ শেষে ভূপৃষ্ঠে অবতরণ করেন।

12 October 1976 : ১৯৭৬ সালের আজকের দিনে বিশ্বের বৃহত্তম মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হয়। সৌদি আরব এই মসজিদ নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করে ,তাই এই অনুষ্ঠান পরিচালনা করেন সৌদি আরবের বাদশাহ খালেদ।

12 October 1986 : ১৯৮৬ সালে এই দিনে জন্মগ্রহণ করেন ইওয়ানিস মানিয়াটিস, তিনি গ্রিক ফুটবলার।

12 October 1986 : ১৯৮৬ সালের আজকের দিনে এল সালভেদারে ভূমিকম্পে ১৮০০ লোকের প্রাণহানি ঘটে।

12 October 1990 : ১৯৯০ সালে এই দিনে জন্মগ্রহণ করেন হেনরি ল্যান্সবারি, তিনি ইংরেজ ফুটবলার।

12 October 1999 : ১৯৯৯ সালের আজকের দিনে পাকিস্তানের সেনা বাহিনী প্রধান জেনারেল পারভেজ মোশাররফ এক অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অপসারণ করে রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেন।

12 October 1999 : ১৯৯৯ সালের আজকের দিনে হলো জাতিসংঘের ধার্য করা “বিশ্বের ৬০০ কোটি লোকসংখ্যা দিবস” পালিত হয়। চীনের রাজধানী পেইচিংয়ের বিভিন্ন মহলের লোকেরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে এক বিরাট সমাবেশ অনুষ্ঠিত করে লোকসংখ্যা ও উন্নয়নের এই অভিন্ন বিশ্বজনীন সমস্যার ওপর মনোযোগ দেয়

আজকের বিখ্যাত জন্মদিন : ১২ অক্টোবর | Today Famous Birthdays : 12 October

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 12 October. On this day Famous Birthdays in Bengali)

12 October 1864 : ১৮৬৪ সালে আজকের দিনে বৃটিশ ভারতে জন্ম গ্রহণ করেছিলেন প্রথিতযশা বাঙালি কবি, সমাজকর্মী এবং নারীবাদী লেখিকা কামিনী রায়। তিনি তৎকালীন ব্রিটিশ ভারতের প্রথম মহিলা স্নাতক ডিগ্রীধারী ব্যক্তিত্ব। তিনি একসময় “জনৈক বঙ্গমহিলা” ছদ্মনামে লিখতেন। তার লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে – “আলো ও ছায়া(১৮৮৯)”, “নির্মাল্য(১৮৯১)”, “পৌরাণিকী(১৮৯৭)”, “দীপ ও ধূপ(১৯২৯)”, “জীবন পথে(১৯৩০)”।

12 October 1902 : ১৯০২ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেছিলেন পর্বতপ্রেমিক, অক্লান্ত পরিব্রাজক ও অন্যতম শ্রেষ্ঠ ভ্রমণ কাহিনিকার উমাপ্রসাদ মুখোপাধ্যায়। তার উল্লেখযোগ্য রচনাবলি হলো “মণিমহেশ”, “হিমালয়ের পথে পথে”। মণিমহেশ ভ্রমণকাহিনীর জন্যে, ১৯৭১ খ্রিস্টাব্দে, তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।

12 October 1911 : ১৯১১ সালে আজকের দিনে মুম্বাইয়ে জন্ম গ্রহণ করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিজয় মার্চেন্ট/বিজয় মাধবজী থাকেরসে। ১৯২৯ থেকে ১৯৫১ সময়কালে ভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

12 October 1924 : ১৯২৪ সালে আজকের দিনে বাঁকুড়া জেলায় জন্ম গ্রহণ করেছিলেন স্বনামধন্য ভারতীয় বাঙালি রবীন্দ্রসংগীত শিল্পী ও শিক্ষিকা কণিকা বন্দ্যোপাধ্যায়। ১৯৬২ থেকে ১৯৮৯ পর্যন্ত কণিকা বন্দ্যোপাধ্যায়ের ৫৯টি রবীন্দ্রসঙ্গীত রেকর্ড প্রকাশিত হয়। ১৯৮০ পর এইচ এম ভি থেকে তার ৪০টি ক্যাসেটও প্রকাশিত হয়। 

12 October 1935 : ১৯৩৫ সালে আজকের দিনে মহারাষ্ট্রে জন্ম গ্রহণ করেন ভারতীয় রাজনীতিবিদ(ভারতীয় জাতীয় কংগ্রেস) এবং বর্তমানে রাজ্যসভার সদস্য শিবরাজ পার্টিল।

12 October 1963 : ১৯৬৩ সালে আজকের দিনে মুম্বাইয়ে জন্ম গ্রহণ করেন জনপ্রিয় গিটার বাদক এহেসান নুরানির। এহসান নুরানী হল ইহসান নুরানী, শংকর মহাদেবন এবং লয় মেন্দোনসাকে নিয়ে (শংকর-এহসান-লয়) ৩ জনের সমন্বয়ে গঠিত সংগীত-বিষয়ক একটি দল।

12 October 1981 : ১৯৮১ সালে আজকের দিনে মুম্বাইয়ে জন্ম গ্রহণ করেছিলেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী সুহাসিনী রাজারাম নাইডু (চলচ্চিত্র নাম স্নেহা)।

12 October 1985 : ১৯৮৫ সালে আজকের দিনে দিল্লীতে জন্ম গ্রহণ করেন নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার শক্তি মোহন।  তিনি জি টিভির নৃত্যের রিয়েলিটি শো ডান্স ইন্ডিয়া ডান্সের দ্বিতীয় মরশুমের বিজয়ী এবং ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত ডান্স প্লাসে অধিনায়ক ছিলেন। বলিউড চলচ্চিত্রে নৃত্য পরিকল্পনাকার হিসেবে তাঁর প্রথম গান ছিল পদ্মাবত চলচ্চিত্রে ”নয়নোওয়ালে নে”।

12 October 1991 : ১৯৯১ সালে আজকের দিনে চেন্নাইয়ে জন্ম গ্রহণ করেন তামিল অভিনেত্রী আকসারা হাসান। তিনি কামাল হাসান ও সারিকা ঠাকুরের কন্যা এবং শ্রুতি হাসানের ছোটবোন।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : ১২ অক্টোবর | Today Famous Marriage Anniversary and Divorces : 12 October

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 12 October. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

12 October : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১২ অক্টোবর | Today Famous Deaths : 12 October

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 12 October. On this day Famous Deaths in Bengali)

12 October 1981 : ১৯৮১ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতের পদার্থবিদ ও রসায়নবিদ ড. গুরুপ্রসাদ চট্টোপাধ্যায়।

12 October 1991 : ১৯৯১ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতের কমিউনিস্ট ব্যক্তিত্ব ও স্বাধীনতা সংগ্রামী বিশ্বনাথ মুখোপাধ্যায়।

12 October 1997 : ১৯৯৭ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বিশিষ্ট ভারতীয় বাঙালি সাহিত্যিক উমাপ্রসাদ মুখোপাধ্যায়। যার জন্মদিন ও মৃত্যুদিন একই তারিখ

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ১২ অক্টোবর : The Famous Day 12 October in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ১২ অক্টোবর : The Famous Day 12 October (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ১২ অক্টোবর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *