আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৩ নভেম্বর | Today’s Famous Day in Historical Events : 13 November
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৩ নভেম্বর : Today’s Famous Day in Historical Events : 13 November (Bengali) : আজকের বিখ্যাত দিনে ১৩ নভেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১৩ নভেম্বর।
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৩ নভেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 13 November
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৩ নভেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 13 November. On this day Important Day in Bengali)
13 November : ১৩ নভেম্বর – বিশ্ব দয়ালু দিবস (World Kindness Day) 13 নভেম্বর একটি আন্তর্জাতিক পালন করা হয়। এটি ১৯৯৯ সালে ওয়ার্ল্ড কাইন্ডনেস মুভমেন্ট দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, এটি জাতিসমূহের করুণ এনজিওগুলির একটি জোট। বিশ্ব দয়ালু দিবস হচ্ছে সম্প্রদায়ের সদর্থক শক্তি এবং করুণার সাধারণ থ্রেডকে কেন্দ্র করে ভাল কাজের প্রতিফলিত করা যা আমাদের আবদ্ধ করে। উদারতা হ’ল মানব অবস্থার একটি মৌলিক অঙ্গ যা জাতি ধর্ম, রাজনীতি, লিঙ্গ এবং জিপ কোডগুলিকে বিভক্ত করে।
ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৩ নভেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 13 November
ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৩ নভেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 13 November
আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৩ নভেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 13 November. Today’s Famous day on 13 November in India. On this day Historical Famous Events in India)
13 November 1872 : ১৮৭২ সালের আজকের দিনে সাপ্তাহিক ‘সমাজ দর্পণ’ প্রকাশিত হয়।
13 November 1921 : ১৯২১ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন অশোক বড়ুয়া, তিনি ছিলেন বাঙালি লেখক।
13 November 1948 : ১৯৪৮ সালের আজকের দিনে ভাষা আন্দোলনের বিপ্লবী মুখপত্র সাপ্তাহিক সৈনিক প্রকাশ শুরু হয়।
13 November 1967 : ১৯৬৭ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন জুহি চাওলা, তিনি জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী।
13 November 1989 : ১৯৮৯ সালের আজকের দিনে আকস্মিক ধসে পশ্চিমবঙ্গের রানীগঞ্জের কয়লাখনির অভ্যন্তরে একাত্তর জন শ্রমিক আটকা পড়েন। পরে বিশেষজ্ঞদের সহায়তায় ক্যাপসুলের সাহায্যে ৬৫ জনকে জীবিতাবস্থায় উদ্ধার করা হলে এই উদ্ধার পদ্ধতি বিশ্বে বিস্ময়ের সৃষ্টি করে।।
বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৩ নভেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 13 November
আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৩ নভেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ : আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)
13 November 1847 : ১৮৪৭ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন মীর মশাররফ হোসেন, তিনি ছিলেন অন্যতম মুসলিম বাঙালি ঔপন্যাসিক।
13 November 1948 : ১৯৪৮ সালের আজকের দিনে দেশের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ জন্মগ্রহণ করেন।
13 November 1970 : ১৯৭০ সালে আজকের দিনে ভোলা ঘূর্ণিঝড় হয়, শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড় যা ১৯৭০ সালের ১৩ই নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ-এর) দক্ষিণাঞ্চলে আঘাত হানে। এ পর্যন্ত রেকর্ডকৃত ঘূর্নিঝড়সমূহের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ ঘূর্নিঝড় এবং এটি সর্বকালের সবচেয়ে ভঙ্করতম প্রাকৃতিক দুর্যোগের একটি। এ ঝড়ের কারণে প্রায় ৫ লাখ ব্যক্তি প্রাণ হারায়।
13 November 1977 : ১৯৭৭ সালের আজকের দিনে ঢাকায় বিজ্ঞান যাদুঘর উদ্বোধন করা হয়।
বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৩ নভেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 13 November
আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে 6666আজকের বিখ্যাত দিনে : ১৩ নভেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 13 November, Today’s Famous day on 13 November in the World. On this day Historical Famous Events in The World)
13 November 1312 : ১৩১২ সালের আজকের দিনে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় এলওয়ার্ড জন্মগ্রহণ করেন।
13 November 1850 : ১৮৫০ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন রবার্ট লুইস স্টিভেন্সন, তিনি ছিলেন স্কটিশ লেখক ও কবি।
13 November 1873 : ১৮৭৩ সালের আজকের দিনে ইরানের বিখ্যাত আলেম ও শিক্ষক আয়াতুল্লাহ জুন্নুরী উত্তর-পশ্চিম ইরানের তাব্রিজে জন্মগ্রহণ করেন।
13 November 1907 : ১৯০৭ সালের আজকের দিনে পল কমু’র উদ্ভাবিত হেলিকপ্টার প্রথমবারের মত আকাশে ওড়ে।
13 November 1918 : ১৯১৮ সালের আজকের দিনে প্রথম বিশ্বযুদ্ধের শেষ প্রান্তে এসে সম্মিলিত বাহিনী অটোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনপল দখল করে।
13 November 1920 : ১৯২০ সালের আজকের দিনে জেনেভায় লীগ অব নেশন্সের পূর্ণাঙ্গ বৈঠক অনুষ্ঠিত হয়।
13 November 1947 : ১৯৪৭ সালের আজকের দিনে রাশিয়া অ্যাসল্ট রাইফেল একে-৪৭ চূড়ান্তভাবে তৈরি করে।
13 November 1982 : ১৯৮২ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন কুমি কডা, তিনি জাপানি শিল্পী, গীতিকার ও অভিনেত্রী।
13 November 1984 : ১৯৮৪ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন লুকাস ব্যারিওস, তিনি প্যারাগুয়ের ফুটবলার।
13 November 1985 : ১৯৮৫ সালের আজকের দিনে কলম্বিয়ার আরমেরা শহরে চারশত বছর যাবত সুপ্ত নেভাডো ডেল রুইজ আগ্নেয়গিরির অগ্ন্যৎপাতে শহরটির ধ্বংস সাধন ২৫ হাজার লোক নিহত হয়।
আজকের বিখ্যাত জন্মদিন : ১৩ নভেম্বর | Today Famous Birthdays : 13 November
আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 13 November. On this day Famous Birthdays in Bengali)
13 November 1780 : ১৭৮০ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মহারাজ রঞ্জিত সিংয়।
13 November 1921 : ১৯২১ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন বাঙালি লেখক অশোক বড়ুয়া। তিনি মূলত সাময়িকীর জন্য বিভিন্ন কবিতা, গল্প, প্রবন্ধ ও গান রচনা করে জনপ্রিয়তা অর্জন করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো মানস কবি ও চন্দ্রগোমী প্রভৃতি।
13 November 1942 : ১৯৪২ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন রাজনীতিবিদ আম্বিকা সোনি। ইনি ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতমা নেত্রী এবং পাঞ্জাব থেকে নির্বাচিত রাজ্যসভার সদস্যা।
13 November 1945 : ১৯৪৫ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন রাজনীতিবিদ প্রিয়রঞ্জন দাশমুন্সি। ইনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে ২০০৪ সালে পশ্চিমবঙ্গের রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন।
13 November 1967 : ১৯৬৭ সালে আজকের দিনে হরিয়ানায় জন্মগ্রহণ করেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী, মডেল, চলচ্চিত্র প্রযোজক এবং ১৯৮৪ সালের মিস ইন্ডিয়া সৌন্দর্যের বিজয়ী জুহি চাওলা। তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ক্রিকেট দলের কোলকাতা নাইট রাইডার্সের সহ-মালিক।
আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১৩ নভেম্বর | Today Famous Deaths : 13 November
আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 13 November. On this day Famous Deaths in Bengali)
13 November 2001 : ২০০১ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বাঙালি অভিনেত্রী করুণা বন্দ্যোপাধ্যায়(সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ ও ‘অপরাজিতা’ সর্বজয়া খ্যাতা)। She was nominated for Best Actress at the 1959 BAFTA Awards for her performance in Aparajito (1956), the second part of The Apu Trilogy. She appeared in a number of other films after that, including Ray’s Devi(1960) and Kanchenjungha(1962).
আজকের বিখ্যাত দিনে ১৩ নভেম্বর : The Famous Day 13 November in Bengali
আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৩ নভেম্বর | Today’s Famous Day in Historical Events : 13 November (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ১৩ নভেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।