Close Ad close
Breaking
Sat. Nov 16th, 2024
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৪ নভেম্বর | Today's Famous Day in Historical Events : 14 Novemberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৪ নভেম্বর | Today's Famous Day in Historical Events : 14 November

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৪ নভেম্বর | Today’s Famous Day in Historical Events : 14 November

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৪ নভেম্বর  : Today’s Famous Day in Historical Events : 14 November (Bengali) : আজকের বিখ্যাত দিনে ১৪ নভেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১৪ নভেম্বর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৪ নভেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 14 November

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৪ নভেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 14 November. On this day Important Day in Bengali)

14 November : ১৪ নভেম্বর – বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে, বিশ্বে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা বর্তমানে ৪২৫ মিলিয়ন, অর্থাৎ ৪২ কোটিরও বেশি। বিশ্বজুড়ে ডায়াবেটিস রোগ ব্যাপক হারে বেড়ে যাওয়ায়, বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সালে ১৪ নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে। এদিন বিজ্ঞানী ফ্রেডরিক বেনটিং জন্ম নিয়েছিলেন এবং তিনি বিজ্ঞানী চার্লস বেস্টের সঙ্গে একত্রে ইনসুলিন আবিষ্কার করেছিলেন।

14 November : ১৪ নভেম্বর – শিশু দিবস। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহর লাল নেহরুর জন্মদিনকে শিশু  দিবস(Children’s Day) হিসেবে পালন করা হয়। শিশুদের প্রতি তাঁর স্নেহ ও ভালোবাসার কথা  সর্বজন বিদিত। তাই তাঁকে স্মরণ করেই পালিত হয় শিশু দিবস(Children’s Day)। আজকের দিনে শিশুদের চকোলেট  থেকে  শুরু কর  নানা রকমের উপহার দেওয়া হয়, অনাথ  শিশুদের মুখে হাসি  ফোটানোর চেষ্টাও হয়ে থাকে। তবে 1964 সালের আগে  পর্যন্ত প্রতি বছর নভেম্বর মাসের  20 তারিখ পালিত হত শিশু দিবস(Children’s Day)। শুধু ভারত  নয় বিশ্বের অন্য দেশেও ওই তারিখটি পালনের কথা ঘোষণা করেছিল রাষ্ট্রসঙ্ঘ। কিন্তু ওই বছর নেহরুর মৃত্যুর পর থেকে সর্বসম্মতিতে ভারতে দিন বদল হয়।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৪ নভেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 14 November

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৪ নভেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 14 November

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৪ নভেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 14 November. Today’s Famous day on 14 November in India. On this day Historical Famous Events in India)

14 November 1780 : ১৭৮০ সালের আজকের দিনে ব্রিটিশরাজ ‘বেঙ্গল গেজেট’ প্রকাশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে।

14 November 1831 : ১৮৩১ সালের আজকের দিনে ব্রিটিশের বিরুদ্ধে লড়ে তিতুমীর শহীদ হন।

14 November 1865 : ১৮৬৫ সালের আজকের দিনে মাইকেল মধুসূদন দত্তের ‘পদ্মাবতী’ নাটক প্রথম অভিনীত হয়।

14 November 1889 : ১৮৮৯ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন জহরলাল নেহরু, তিনি ছিলেন ভারতীয় আইনজীবী, রাজনীতিবিদ ও প্রথম প্রধানমন্ত্রী।

14 November 1896 : ১৮৯৬ সালের আজকের দিনে নায়াগ্রাতে বিদ্যুৎকেন্দ্র চালু হয়।

14 November 1916 : ১৯১৬ সালের আজকের দিনে পরলোক গমন করেন সাকি, তিনি ছিলেন ইংরেজ ভাষার অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পকার।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৪ নভেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 14 November

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৪ নভেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

14 November 1938 : ১৯৩৮ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন আবু তাহের, তিনি ছিলেন বীর উত্তম খেতাব প্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।

14 November 1983 : ১৯৮৩ সালের আজকের দিনে বাংলাদেশে প্রকাশ্য রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

14 November 1988 : ১৯৮৮ সালের আজকের দিনে বাংলাদেশে সমবায় সঞ্চয় ও ঋণদান সমিতি (ক্রেডিট ইউনিয়ন) এর প্রবর্তক ফাদার উয়াং ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত হন।

14 November 1996 : ১৯৯৬ সালের আজকের দিনে বঙ্গবন্ধু হত্যাকান্ডের বিচার শুরুর প্রশ্নে সংসদে ইনডেমনিটি (বাতিল) বিল পাস করেন।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৪ নভেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 14 November

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে 6666আজকের বিখ্যাত দিনে : ১৪ নভেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 14 November, Today’s Famous day on 14 November in the World. On this day Historical Famous Events in The World)

14 November 1666 :  ১৬৬৬ সালের আজকের দিনে দুটি কুকুরের দেহে প্রথম রক্ত সঞ্চালন করা হয়।

14 November 1908 : ১৯০৮ সালের আজকের দিনে খ্যাতনামা বিজ্ঞানী আলবার্ট আইনষ্টাইন প্রথম, আলোক-সংক্রান্ত কোয়ান্টাম তত্ত্ব উপস্থাপন করেছিলেন।

14 November 1922 : ১৯২২ সালের আজকের দিনে যুক্তরাজ্য থেকে বিবিসি [ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন] প্রতিষ্ঠিত হয় এবং প্রথম বিবিসি রেডিও প্রচার শুরু হয়।

14 November 1938 : ১৯৩৮ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন কারেন আর্মস্ট্রং, তিনি ছিলেন ইংরেজ লেখক।

14 November 1969 : ১৯৬৯ সালের আজকের দিনে ব্রিটেনে রঙিন টিভি সম্প্রচার শুরু হয়।

14 November 1969 : ১৯৬৯ সালের আজকের দিনে তিন মার্কিন নভোচারী চার্লস কনরাড, গর্ডন কুপার ও অ্যালান বিনা অ্যাপোলো-১২ নভোযানে চড়ে চাঁদে যাত্রা করেন।

14 November 1971 : ১৯৭১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন অ্যাডাম ক্রেইগ গিলক্রিস্ট, তিনি অস্ট্রেলিয়ান ক্রিকেট খেলোয়াড়।

14 November 1994 : ১৯৯৪ সালে আজকের দিনে শ্রীমাভো বন্দরনায়েকে শ্রীলংকার প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

14 November 2008 : ২০০৮ সালের আজকের দিনে পরলোক গমন করেন ক্রিস্টিন হান্টার, তিনি ছিলেন আমেরিকান লেখক।

আজকের বিখ্যাত জন্মদিন : ১৪ নভেম্বর | Today Famous Birthdays : 14 November

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 14 November. On this day Famous Birthdays in Bengali)

14 November 1889 : ১৮৮৯ সালে আজকের দিনে এলাহাবাদে জন্মগ্রহণ করেন ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী(১৫ই আগস্ট ১৯৪৭ – ২৭শে মে ১৯৬৪) জহরলাল নেহরু। তার লেখা ইংরেজিতে তিনটি বিখ্যাত বই- “একটি আত্মজীবনী(An Autobiography)”, “বিশ্ব ইতিহাসের কিছু চিত্র(Glimpses of World History)”, এবং “ভারত আবিষ্কার(The Discovery of India)” চিরায়ত সাহিত্যের মর্যাদা লাভ করেছে।

14 November 1943 : ১৯৪৩ সালে আজকের দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন শিল্পপতি আদিত্য বিক্রম বিড়লা। He was one of the first Indian industrialists to expand abroad, setting up plants in South east Asia, the Philippines and Egypt. 

14 November 1967 : ১৯৬৭ সালে আজকের দিনে বিহারের পাটনায় জন্মগ্রহণ করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও নির্বাচক সাবা করিম। ১৯৯০-এর দশকের শেষদিকে সংক্ষিপ্ত সময়ের জন্যে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

14 November 1971 : ১৯৭১ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন অস্ট্রেলিয়ান ক্রিকেট খেলোয়াড়, আক্রমণাত্মক বাঁহাতি ব্যাটসম্যান এবং কার্যকর উইকেট-রক্ষক অ্যাডাম গিলক্রিস্ট/অ্যাডাম ক্রেইগ গিলক্রিস্ট।

14 November 1974 : ১৯৭৪ সালে আজকের দিনে মহারাষ্ট্রের পুনেতে জন্মগ্রহণ করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হৃশিকেশ কানিতকার। জানুয়ারি, ১৯৯৮ সালে ঢাকায় অনুষ্ঠিত স্বাধীনতার রজক জয়ন্তী কাপের চূড়ান্ত খেলায় স্মরণীয় খেলা উপহার হিসাবে 300 রানের লক্ষ্যমাত্রায় পাকিস্তানের বিপক্ষে ২ বলে জয়ের জন্যে ৩ রানের প্রয়োজন থাকা অবস্থায় সাকলাইন মুশতাকের বল থেকে চার মেরে দলকে বিজয়ী করেন।

14 November 1985 : ১৯৮৫ সালে আজকের দিনে হাওড়ায় জন্মগ্রহণ করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনােজ তিওয়ারি।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১৪ নভেম্বর | Today Famous Deaths : 14 November

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 14 November. On this day Famous Deaths in Bengali)

14 November : No Data.

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ১৪ নভেম্বর : The Famous Day 14 November in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৪ নভেম্বর | Today’s Famous Day in Historical Events : 14 November (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ১৪ নভেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *