Close Ad close
Breaking
Sat. Jan 18th, 2025
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৪ অক্টোবর | Today's Famous Day in Historical Events : 14 Octoberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৪ অক্টোবর | Today's Famous Day in Historical Events : 14 October

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৪ অক্টোবর | Today’s Famous Day in Historical Events : 14 October

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৪ অক্টোবর  : Today’s Famous Day in Historical Events : 14 October (Bengali) : আজকের বিখ্যাত দিনে ১৪ অক্টোবর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট TheFamousDay.com এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১৪ অক্টোবর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৪ অক্টোবর | Today’s Important Day or Famous Day in Bengali : 14 October

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৪ অক্টোবর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 14 October. On this day Important Day in Bengali)

14 October : আজ ১৪ অক্টোবর – বিশ্ব মান (পণ্য-সেবা) দিবস। ১৯৪৬ সালের ১৪ অক্টোবর তারিখে লন্ডনে বিশ্বের ২৫টি দেশের প্রতিনিধিরা বিশ্বব্যাপী পণ্য-সেবার মান বজায় রাখার জন্য একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান নির্ধারক সংস্থার বিষয়ে ঐকমত্য পোষন করেন যা পরের বছর থেকে তাদের কার্যক্রম শুরু করে। ঐদিনকে স্মরণীয় করে রাখতেই এ দিবস বৈশ্বিকভাবে পালন করা হয়। ১৯৭০ সাল থেকে আইএসও এই দিনটি পালন করে আসছে। এই দিনটি মূলতঃ পণ্য-সেবা প্রভৃতির মান উন্নয়ন ও বজায় রাখার প্রতি কর্তৃপক্ষ, উদ্যোক্তা এবং ভোক্তাদের সচেতন করার উদ্দেশ্যেই পালন করা হয়।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৪ অক্টোবর | Today’s Famous Day in History (Bengali) : 14 October

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৪ অক্টোবর | Today’s famous day in the history of India (Bengali) : 14 October

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৪ অক্টোবর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 14 October. Today’s Famous day on 14 October in India. On this day Historical Famous Events in India)

14 October 1514 : ১৫১৪ সালে আজকের দিনে পরলোক গমন করেন ফয়েজি, পণ্ডিত কবি এবং সম্রাট আকবরের সভাশিক্ষক।

14 October 1542 : ১৫৪২ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন জালাল উদ্দিন মোহাম্মদ আকবর, তিনি ছিলেন মুঘল সম্রাট  জন্মগ্রহন করেন।

14 October 1643 : ১৬৪৩ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন প্রথম বাহাদুর শাহ, তিনি ছিলেন মোগল সম্রাট।

14 October 1882 : ১৮৮২ সালের আজকের দিনে পাকিস্তানের লাহোরে ভারতীয় উপমহাদেশের চতুর্থ পুরনো সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান (পাকিস্তানে প্রথম) পাঞ্জাব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 

14 October 1956 : ১৯৫৬ সালে আজকের দিনে বাবাসাহেব আম্বেদকর তাঁর ৩,৮৫,০০০ অনুসারীসহ সনাতন ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। 

14 October 1976 : ১৯৭৬ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন তিলকারত্নে দিলশান, তিনি শ্রীলংকান ক্রিকেটার।

14 October 1981 : ১৯৮১ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন গৌতম গম্ভীর, তিনি ভারতীয় ক্রিকেটার।

14 October 1984 : ১৯৮৪ সালে আজকের দিনে পরলোক গমন করেন পুলিনবিহারী সেন, তিনি ছিলেন রবীন্দ্রবিশারদ।

14 October 1989 : ১৯৮৯ সালে আজকের দিনে পরলোক গমন করেন শৈল চক্রবর্তী, তিনি ছিলেন বিশিষ্ট কার্টুনিস্ট ও চিত্রশিল্পী।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৪ অক্টোবর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 14 October

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৪ অক্টোবর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

14 October 1955 : ১৯৫৫ সালের আজকের দিনে পূর্ববাংলার নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান রাখা হয়।

14 October 1977 : ১৯৭৭ সালের আজকের দিনে বাংলাদেশ ডেমোক্রেটিকলীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নিষিদ্ধ ঘোষণা করা হয়। 

14 October 1991 : ১৯৯১ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন জান্নাতুল ফেরদৌস পিয়া, তিনি বাংলাদেশী মডেল, অভিনেত্রী ও মিস বাংলাদেশ শিরোপাধারী।

14 October 1997 : ১৯৯৭ সালের আজকের দিনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও যুক্তরাষ্ট্রের মেসার্স স্মিথ কো-জেনারেল (বাংলাদেশ) লিমিটেডের মধ্যে বেসরকারি খাতে বার্জ মাউন্টেড বিদ্যুৎ প্লান্ট স্থাপনের চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৪ অক্টোবর | Today’s famous day in the history of the world (Bengali) : 14 October

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৪ অক্টোবর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 14 October, Today’s Famous day on 14 October in the World. On this day Historical Famous Events in The World)

14 October 1840 : ১৮৪০ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন দমিত্রি পিসারিয়েভ, তিনি ছিলেন বস্তুবাদী রুশ দার্শনিক ও সাহিত্য সমালোচক।

14 October 1944 : ১৯৪৪ সালের আজকের দিনে জার্মানীর নাৎসি বাহিনীর বিখ্যাত সেনাকমান্ডার এরউইন রোমেল হিটলারের আদেশে আত্মহত্যা করে। মার্শাল রোমেল দ্বিতীয় বিশ্বযুদ্ধে উত্তর আফ্রিকায় জার্মান বাহিনীর কমান্ডার ছিল এবং ব্রিটিশ সেনাদেরকে মিশরের উত্তরাঞ্চল পর্যন্ত বিতাড়িত করতে সক্ষম হয়েছিল। 

14 October 1946 : ১৯৪৬ সালের আজকের দিনে লন্ডনে বিশ্বের ২৫টি দেশের প্রতিনিধিরা বিশ্বব্যাপী পণ্যসেবার মান বজায় রাখতে মান নির্ধারক সংস্থা গঠনের বিষয়ে একমত হন। সংস্থাটি পরের বছর কার্যক্রম শুরু করে এবং সে হিসাবে ১৪ অক্টোবর বিশ্ব মান দিবস পালিত হয়।

14 October 1947 : ১৯৪৭সালের আজকের দিনে ক্যালিফোর্নিয়ার প্রথম সুপারসনিক বিমানের উড়ান হয়। 

14 October 1949 : ১৯৪৯ সালের আজকের দিনে ভুখা মিছিলে নেতৃত্ব দেয়ার অপরাধে মওলানা ভাসানী গ্রেফতার হন। 

14 October 1953 : ১৯৫৩ সালে আজকের দিনে জর্দান নদীর পশ্চিম উপকূলীয় কাবিহ গ্রামে সশস্ত্র ইহুদিবাদীরা নির্যাতনের নতুন অধ্যায়ের সূচনা করে। এই গ্রামে ইহুদিবাদীরা টানা দুই দিন আগ্রাসী হামলার মাধ্যমে নিরীহ ফিলিস্তিনীদের ওপর নির্বিচার গণহত্যা চালায় এবং তাদের ঘরবাড়ি ধ্বংস করে।

14 October 1964 : ১৯৬৪ সালের আজকের দিনে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির মহাসচিব নিকিতা ক্রুশচেভ বহিস্কৃত হন। 

14 October 1971 : ১৯৭১ সালের আজকের দিনে মার্কিন নভোযান মেরিনার-৯ প্রথম খুব কাছে থেকে নেওয়া মঙ্গলের ছবি পৃথিবীতে পাঠায়। 

14 October 1977 : ১৯৭৭ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন সাঈদ আজমল, তিনি পাকিস্তানি ক্রিকেটার।

14 October 2012 : ২০১২ সালে আজকের দিনে পরলোক গমন করেন এলিজাবেথ ওয়াটকিনস্, তিনি ছিলেন ইংরেজ লেখক।

14 October 2013 : ২০১৩ সালে আজকের দিনে পরলোক গমন করেন বেনোয়া মান্ডেলব্রট, তিনি ছিলেন ফরাসি ফুটবলার ও ম্যানেজার।

14 October 2014 : ২০১৪ সালে আজকের দিনে পরলোক গমন করেন এলিজাবেথ পেনা, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী ও পরিচালক।

14 October 2015 : ২০১৫ সালে আজকের দিনে পরলোক গমন করেন মাথিয়েউ কেরেকোউ, তিনি ছিলেন লেবানিজ সৈনিক ও রাজনীতিক।

আজকের বিখ্যাত জন্মদিন : ১৪ অক্টোবর | Today Famous Birthdays : 14 October

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 14 October. On this day Famous Birthdays in Bengali)

14 October 1643 : ১৬৪৩ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন সপ্তম মুঘল সম্রাট এবং আওরঙ্গজেবের পুত্র প্রথম বাহাদুর শাহ। তিনি ‘শাহ আলম প্রথম’ নামেও পরিচিত। আওরঙ্গজেবের পর মুঘল সম্রাট হিসাবে তিনি ১৭০৭ খ্রিষ্টাব্দ থেকে ১৭১২ খ্রিষ্টাব্দ পর্যন্ত ভারতবর্ষ শাসন করেছেন। 

14 October 1930 : ১৯৩০ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেন ভারতীয় বাঙালি প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী অশোকতরু বন্দ্যোপাধ্যায়। ১৯৪৮ খ্রিষ্টাব্দ থেকে তিনি বেতারে গান গাইতে আরম্ভ করেন। ছয়ের দশকে তিনিই প্রথম রবীন্দ্রসংগীতের একক অনুষ্ঠান করেন। বিভিন্ন কোম্পানিতে তার তিনশোরও বেশি গান রেকর্ড করা আছে।

14 October 1931 : ১৯৩১ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেন মাইহার ঘরানার ভারতীয় ধ্রুপদী সেতার বাদক নিখিল বন্দ্যোপাধ্যায়। তিনি সর্বোচ্চ ভারতীয় নাগরিক সম্মান পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন।

14 October 1981 : ১৯৮১ সালে আজকের দিনে দিল্লীতে জন্ম গ্রহণ করেন ভারতীয় ক্রিকেটার, আই সি সি বর্ষসেরা ক্রিকেটার শিরোপাধারী গৌতম গম্ভীর।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১৪ অক্টোবর | Today Famous Deaths : 14 October

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 14 October. On this day Famous Deaths in Bengali)

14 October 1984 : ১৯৮৪ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন রবীন্দ্রবিশারদ পুলিনবিহারী সেন। তাঁর সম্পাদিত বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে ‘রবীন্দ্রায়ণ’[১ম ও ২য় খণ্ড], জগদীশচন্দ্র বসুর ‘অব্যক্ত’, প্রমথ চৌধুরীর ‘সনেট পঞ্চাশৎ ও অন্যান্য কবিতা’ প্রভৃতি উল্লেখযোগ্য। 

14 October 1989 : ১৯৮৯ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বিশিষ্ট কার্টুনিস্ট ও চিত্রশিল্পী শৈল চক্রবর্তী।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ১৪ অক্টোবর : The Famous Day 14 October in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ১৪ অক্টোবর : The Famous Day 14 October (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ১৪ অক্টোবর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *