Close Ad close
Breaking
Sun. Nov 17th, 2024
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৫ নভেম্বর | Today's Famous Day in Historical Events : 15 Novemberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৫ নভেম্বর | Today's Famous Day in Historical Events : 15 November

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৫ নভেম্বর | Today’s Famous Day in Historical Events : 15 November

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৫ নভেম্বর  : Today’s Famous Day in Historical Events : 15 November (Bengali) : আজকের বিখ্যাত দিনে ১৫ নভেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১৫ নভেম্বর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৫ নভেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 15 November

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৫ নভেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 15 November. On this day Important Day in Bengali)

15 November : ১৫ নভেম্বর – বিশ্ব কারারুদ্ধ লেখক দিবস।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৫ নভেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 15 November

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৫ নভেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 15 November

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৫ নভেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 15 November. Today’s Famous day on 15 November in India. On this day Historical Famous Events in India)

15 November 1621 : ১৬২১ সালের আজকের দিনে উত্তর ভারতের কাংড়া দুর্গ মোগল সম্রাট জাহাঙ্গীরের দখলে আসে।

15 November 1795 : ১৭৯৫ সালের আজকের দিনে লিয়েবে দিযেফের উদ্যোগে বাংলার প্রথম মঞ্চনাটক ‘ছদ্মবেশী’ মঞ্চস্থ হয়।

15 November 1830 : ১৮৩০ সালের আজকের দিনে প্রথম ভারতীয় হিসেবে রাজা রামমোহন রায় ইংল্যান্ড যাত্রা করেন।

15 November 1856 : ১৮৫৬ সালের আজকের দিনে পরলোক গমন করেন মধুসূদন গুপ্ত, তিনি ছিলেন প্রথম শবব্যবচ্ছেদকারী বাঙালী চিকিৎসক।

15 November 1913 : ১৯১৩ সালের আজকের দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার লাভ করেন।

15 November 1923 : ১৯২৩ সালের আজকের দিনে সাংবাদিক-সম্পাদক পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় পরলোক গমন করেন।

15 November 1924 : ১৯২৪ সালের আজকের দিনে কলকাতা কর্পোরেশনের মুখপত্র মিউনিসিপ্যাল গেজেটের প্রথম সংখ্যা প্রকাশিত হয়।

15 November 1949 : ১৯৪৯ সালে আজকের দিনে মহাত্মা গান্ধীকে হত্যার দায়ে ফাঁসি হল নাথুরাম গডসে এবং নারায়ণ আপ্তের।

15 November 1986 : ১৯৮৬ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন সানিয়া মির্জা, তিনি ভারতের মহিলা টেনিস খেলোয়াড়।

15 November 2000 : ২০০০ সালে আজকের দিনে পৃথক রাজ্য হিসাবে স্বীকৃতি পেল ঝাড়খণ্ড।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৫ নভেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 15 November

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৫ নভেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

15 November 1945 : ১৯৪৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন মুফতি ফজলুল হক আমিনী, তিনি ছিলেন বাংলাদেশের একজন ইসলামী চিন্তাবিদ রাজনীতিবিদ ও আইন বিশেষজ্ঞ।

15 November 1981 : ১৯৮১ সালের আজকের দিনে বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিচারপতি আবদুস সাত্তার বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন।

15 November 2007 : ২০০৭ সালে আজকের দিনে ঘূর্ণিঝড় সিডরের আঘাতে বিধ্বস্ত বাংলাদেশ, মৃত ৫ হাজার। ধ্বংস হয় সুন্দরবনের একাংশ।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৫ নভেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 15 November

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে 6666আজকের বিখ্যাত দিনে : ১৫ নভেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 15 November, Today’s Famous day on 15 November in the World. On this day Historical Famous Events in The World)

15 November 1630 : ১৬৩০ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন জোহান্নেস কেপলার, তিনি ছিলেন জার্মানীর বিশিষ্ট নক্ষত্রবিদ।

15 November 1791 : ১৭৯১ সালের আজকের দিনে আমেরিকায় প্রথম ক্যাথলিক কলেজ প্রতিষ্ঠিত হয়।

15 November 1806 : ১৮০৬ সালের আজকের দিনে আমেরিকায় প্রথম কলেজ ম্যাগাজিন প্রকাশিত হয়।

15 November 1837 : ১৮৩৭ সালের আজকের দিনে আইজাক পিটম্যানের শর্টহ্যান্ড পদ্ধতি প্রথম প্রকাশিত হয়।

15 November 1859 : ১৮৫৯ সালের আজকের দিনে প্রথম আধুনিক অলিম্পিক খেলা হয় গ্রিসের এথেন্সে।

15 November 1862 : ১৮৬২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন গেরহার্ট হাউপ্টমান, জার্মান লেখক, কবি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী নাট্যকার।

15 November 1874 : ১৮৭৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আগস্ট ক্রোঘ, ডেনিশ প্রাণিবিজ্ঞানী ও শারীরবিজ্ঞানী, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী।

15 November 1926 : ১৯২৬ সালের আজকের দিনে রেডিও এনবিসি’র সম্প্রচার শুরু ২৪টি কেন্দ্র থেকে।

15 November 1932 : ১৯৩২ সালের আজকের দিনে ওয়াল্ট ডিজনি আর্ট স্কুল প্রতিষ্ঠিত হয়।

15 November 1959 : ১৯৫৯ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন টিবর ফিসার, তিনি ইংরেজ লেখক।

আজকের বিখ্যাত জন্মদিন : ১৫ নভেম্বর | Today Famous Birthdays : 15 November

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 15 November. On this day Famous Birthdays in Bengali)

15 November 1874 : ১৮৭৫ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতের রাঁচি অঞ্চলের মুন্ডা আদিবাসী ও সমাজ সংস্কারক বিরসা মুন্ডা। তৎকালীন ব্রিটিশ শাসকদের অত্যাচার-অবিচারের ক্ষুব্ধ হয়ে তিনি আদিবাসী মুন্ডাদের সংগঠিত করে মুন্ডা বিদ্রোহের সূচনা করেন। বিদ্রোহের পরে বিরসাসহ তার শতাধিক সঙ্গী গ্রেপ্তার হন। বিচারে তার ফাঁসির হুকুম হয়। ফাঁসির আগের দিন রাঁচি জেলের অভ্যন্তরে খাদ্যে বিষ প্রয়োগের ফলে বিরসার মৃত্যু ঘটে। ধৃত অন্যান্য দুজনের ফাঁসি, ১২ জনের দ্বীপান্তর এবং ৭৩ জনের দীর্ঘ কারাবাস হয়। মহাশ্বেতা দেবীর জনপ্রিয় উপন্যাস ‘অরন্যের অধিকার’ শহীদ বীরসা মুন্ডার জীবন নির্ভর।

15 November 1986 : ১৯৮৬ সালে আজকের দিনে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন পেশাদার ভারতীয় টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা। তিনি ২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত এক দশক উপরে ধরে ভারতীয় টেনিস অঙ্গনে এক নম্বর অবস্থান করা সর্বোচ্চ রেকর্ডধারী ভারতীয় খেলোয়াড়।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১৫ নভেম্বর | Today Famous Deaths : 15 November

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 15 November. On this day Famous Deaths in Bengali)

15 November 1856 : ১৮৫৬ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন প্রথম শবব্যবচ্ছেদকারী বাঙালী চিকিৎসক মধুসূদন গুপ্ত। তিনি ১৮৩৬ খ্রিস্টাব্দে সুশ্রুতের পর ভারতীয় হিসেবে প্রথম পাশ্চাত্যরীতিতে শব ব্যবচ্ছেদ করেন।

15 November 1923 : ১৯২৩ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন সাংবাদিক-সম্পাদক পাঁচ কড়ি বন্দ্যোপাধ্যায়।

15 November 1982 : ১৯৮২ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন মহাত্মা গান্ধীর অন্যতম অনুগামী তথা ভারতের জাতীয় শিক্ষক বিনায়ক নরহরি ভাব। তাঁকে ভারতের জাতীয় শিক্ষক বলে মানা হয় এবং তাঁকে গান্ধীজীর অধ্যাত্মিক উত্তরাধিকারীও বলা হয়। তিনি মারাঠী ভাষাতে শ্রীমদ ভগবদ্গীতা অনুবাদ করেছেন যার নাম “গীতাঈ” অর্থাৎ মা গীতা।

15 November 2020 : ২০২০ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি কবি এবং অনুবাদকও। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ৩৪টি সিনেমার ভিতর ১৪টিতে অভিনয় করেছেন। ১৯৫৯ খ্রিষ্টাব্দে তিনি প্রথম সত্যজিৎ রায়ের পরিচালনায় অপুর সংসার ছবিতে অভিনয় করেন।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ১৫ নভেম্বর : The Famous Day 15 November in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৫ নভেম্বর | Today’s Famous Day in Historical Events : 15 November (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ১৫ নভেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *