আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৫ অক্টোবর | Today’s Famous Day in Historical Events : 15 October
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৫ অক্টোবর : Today’s Famous Day in Historical Events : 15 October (Bengali) : আজকের বিখ্যাত দিনে ১৫ অক্টোবর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট TheFamousDay.com এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১৫ অক্টোবর।
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৫ অক্টোবর | Today’s Important Day or Famous Day in Bengali : 15 October
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৫ অক্টোবর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 15 October. On this day Important Day in Bengali)
15 October : আজ ১৫ অক্টোবর – বিশ্ব ছাত্র দিবস। ভারতের ‘মিসাইলম্যান’ খ্যাত সাবেক-এ রাষ্ট্রপতি আবদুল কালামের জন্মদিন উপলক্ষে সদ্য ঘোষিত হয় ‘বিশ্ব ছাত্র দিবস’। তিনি ছাত্রদের উদ্দেশে বলতেন, “স্বপ্ন, স্বপ্ন এবং স্বপ্ন। স্বপ্ন এক সময়ে চিন্তায় রূপান্তরিত হয়। সেই চিন্তাই পরে কার্যক্ষেত্রে বাস্তবায়িত হয়”। তাঁর নিজের জীবন থেকে সঞ্চিত অভিজ্ঞতা এবং বিচক্ষণতা সীমাহীন পরিসরের ফসল হিসাবে তিনি ছাত্রদের এমনটাও বলতেন, “তুমি যদি ব্যর্থ (ফেল) হও, তবে ভেঙে পড়ো না। কারণ, FAIL মানে হল ‘ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং”।
15 October : আজ ১৫ অক্টোবর – বিশ্ব গ্রামীণ নারী দিবস ৷
15 October : আজ ১৫ অক্টোবর – বিশ্ব হাত ধোয়া দিবস। জনসাধারণের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরী করার উদ্দেশ্যে এই দিবসটি পালিত হয়ে থাকে। সাবান দিয়ে হাতধোয়ার বৈশ্বিক এবং স্থানীয় দৃষ্টিভঙ্গি প্রচার করার জন্য বিশ্ব হাতধোয়া অংশীদার(GHP) (পূর্বে নাম ছিল “হাত ধোয়ার জন্য সরকারি-বেসরকারি অংশীদারিত্ব” (PPPHW)) ২০০৮ সালে বিশ্ব হাত ধোয়া দিবস চালু করে।
ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৫ অক্টোবর | Today’s Famous Day in History (Bengali) : 15 October
ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৫ অক্টোবর | Today’s famous day in the history of India (Bengali) : 15 October
আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৫ অক্টোবর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 15 October. Today’s Famous day on 15 October in India. On this day Historical Famous Events in India)
15 October 1676 : ১৬৭৬ সালের আজকের দিনে ব্রিটেনের রাজার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কম্পানি ভারতে টাকা ও পয়সা মুদ্রণের অনুমতি লাভ করে।
15 October 1892 : ১৮৯২ সালের আজকের দিনে সাহিত্য সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহন করেন।
15 October 1931 : ১৯৩১ সালে এই দিনে জন্মগ্রহণ করেন ড. এ পি জে আব্দুল কালাম, তিনি ভারতীয় বিজ্ঞানী ও ১১ দশ রাস্ট্রপতি।
15 October 1957 : ১৯৫৭ সালে এই দিনে জন্মগ্রহণ করেন মীরা নায়ার, তিনি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক।
বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৫ অক্টোবর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 15 October
আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৫ অক্টোবর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ : আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)
15 October 1938 : ১৯৩৮ সালের আজকের দিনে বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রবক্তা আবুল হোসেন মৃত্যুবরণ করেন।
15 October 1976 : ১৯৭৬ সালে এই দিনে জন্মগ্রহণ করেন আঞ্চলিক ক্রিকেটার মহম্মদ তাসিকুল।
15 October 1978 : ১৯৭৮ সালে এই দিনে জন্মগ্রহণ করেন জাতীয় কবাডি খেলোয়াড় মিজানুর রহমান।
15 October 1985 : ১৯৮৫ সালের আজকের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় ৩৯ জন ছাত্র, কর্মচারী ও অতিথি নিহত হয়েছিলো। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রতি বছর এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালন করা হয়।
বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৫ অক্টোবর | Today’s famous day in the history of the world (Bengali) : 15 October
আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৫ অক্টোবর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 15 October, Today’s Famous day on 15 October in the World. On this day Historical Famous Events in The World)
15 October 1815 : ১৮১৫ সালের আজকের দিনে সেন্ট হেলেনা দ্বীপে সম্রাট নেপোলিয়নের নির্বাসনজীবন শুরু হয়।
15 October 1917 : ১৯১৭ সালে এই দিনে পরলোক গমন করেন মাতা হারি, ডাচ নৃত্য শিল্পী, তিনি ছিলেন প্রথম বিশ্ব যুদ্ধে জার্মানীর পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদন্ড কার্যকর করা হয়।
15 October 1946 : ১৯৪৬ সালের আজকের দিনে ফিল্ড মার্শাল হারম্যান গোয়েরিং আত্মহত্যা করেন। দ্বিতীয় যুদ্ধপরাধের দায়ে তার প্রাণদন্ড কার্যকরের কয়েক ঘন্টা আগে তিনি আত্মহত্যা করেন।
15 October 1964 : ১৯৬৪ সালের আজকের দিনে চীন প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করে এবং বিশ্বের পঞ্চম পরমাণু শক্তিধর দেশ হিসেবে গণ্য হয়।
15 October 1964 : ১৯৬৪ সালের আজকের দিনে নিকিতা ক্রুশ্চেভ সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধানের পদ থেকে অপসারিত হয়।
15 October 1969 : ১৯৬৯ সালের আজকের দিনে সোমালিয়ার প্রেসিডেন্ট আবদুর রশিদ আলী শেরমারকি আততায়ীর গুলিতে নিহত হয়।
15 October 1993 : ১৯৯৩ সালের আজকের দিনে নেলসন ম্যান্ডেলা এবং ডি ক্লার্ক উভয়ে নোবেল শান্তি পুরস্কার পান।
15 October 1999 : ১৯৯৯ সালের আজকের দিনে অভ্যুত্থানের দু’দিন পর পাকিস্তানে জরুরি অবস্থা জারি এবং জেনারেল মোশাররফ নিজেকে দেশের প্রধান নির্বাহী ঘোষণা করে।
15 October 2000 : ২০০০ সালে এই দিনে পরলোক গমন করেন কনরাড এমিল ব্লচ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী পোলিশ বংশোদ্ভূত আমেরিকান প্রাণরসায়নী।
15 October 2008 : ২০০৮ সালে আজকের দিনে সুইডেনের স্টকহোমে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মোর্চা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ফর হ্যান্ডওয়াশিং সর্বপ্রথম হাত ধোয়া দিবসটি পালন করে।
আজকের বিখ্যাত জন্মদিন : ১৫ অক্টোবর | Today Famous Birthdays : 15 October
আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 15 October. On this day Famous Birthdays in Bengali)
15 October 1542 : ১৫৪২ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে পরিচিত মোগল সম্রাট জালালুদ্দিন আকবর। পৃথিবীর ইতিহাসে মহান শাসকদের অন্যতম মহামতি আকবর নামেও পরিচিত। তিনি মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট।
15 October 1892 : ১৮৯২ সালে আজকের দিনে বীরভূম জেলায় জন্ম গ্রহণ করেছিলেন বিশিষ্ট অধ্যাপক ও বাংলা ও ইংরেজি সাহিত্য গবেষক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। তার কয়েকটি রচিত গ্রন্থগুলির মধ্যে ‘ইংরেজি সাহিত্যের ইতিহাস’, ‘বঙ্গ সাহিত্যে উপন্যাসের ধারা’, ‘বাঙ্গালা সাহিত্যের কথা’, ‘সাহিত্য ও সংস্কৃতির তীর্থসঙ্গমে’ প্রভৃতি উল্লেখযোগ্য।
15 October 1931 : ১৯৩১ সালে আজকের দিনে বর্তমান ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে জন্ম গ্রহণ করেছিলেন ভারতীয় প্রজাতন্ত্রের একাদশ রাষ্ট্রপতি ও ভারতীয় বিজ্ঞানী আবুল পাকির জয়নুল-আবেদিন আব্দুল কালাম/ড. এ. পি. জে. আব্দুল কালাম। তিনি চল্লিশ বছর ‘রক্ষা অনুসন্ধান ও বিকাশ সংগঠন(ডিআরডিও)’ ও ‘ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায়(ইসরো)’ বিজ্ঞানী ও বিজ্ঞান প্রশাসক হিসেবে কাজ করেন। ভারতের অসামরিক মহাকাশ কর্মসূচি ও সামরিক সুসংহত নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচির সঙ্গে তিনি অঙ্গাঙ্গীভাবে যুক্ত ছিলেন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মহাকাশযানবাহী রকেট উন্নয়নের কাজে তার অবদানের জন্য তাকে ‘ভারতের ক্ষেপণাস্ত্র মানব’ বা ‘মিসাইল ম্যান অফ ইন্ডিয়া’ বলা হয়। ১৯৯৮ সালে পোখরান-২ পরমাণু বোমা পরীক্ষায় তিনি প্রধান সাংগঠনিক, প্রযুক্তিগত ও রাজনৈতিক ভূমিকা পালন করেন। এটি ছিল ১৯৭৪ সালে স্মাইলিং বুদ্ধ নামে পরিচিত প্রথম পরমাণু বোমা পরীক্ষার পর দ্বিতীয় পরমাণু বোমা পরীক্ষা।
15 October 1946 : ১৯৪৬ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেছিলেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। তিনি ইংরেজি ভাষা, হিন্দি ভাষা, বাংলা ভাষা এবং অসমীয়া ভাষায়ও অভিনয় করেছেন। তিনি বিশিষ্ট পরিচালক যেমনঃ রোমান পোলান্স্কি, জেমস আইভরি, স্যার ডেভিড লিন, জেরি লন্ডন, রোনাল্ড নিয়েম , সত্যজিৎ রায়, মৃণাল সেন, শ্যাম বেনেগাল এবং রাম গোপাল বর্মা, এদের সঙ্গে কাজ করেছেন।
15 October 1948 : ১৯৪৮ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেছিলেন বাঙালি কল্পবিজ্ঞান লেখক সিদ্ধার্থ ঘোষ।
15 October 1957 : ১৯৫৭ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক মীরা নায়ার। তার প্রথম চলচ্চিত্র, সালাম বম্বে(১৯৮৮), কান চলচ্চিত্র উৎসবে গোল্ডেন ক্যামেরা পুরস্কার লাভ করে এবং শ্রেষ্ঠ বিদেশী ভাষার চলচ্চিত্রের জন্যে একাডেমি পুরস্কারে মনোনীত হয়।
আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১৫ অক্টোবর | Today Famous Deaths : 15 October
আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 15 October. On this day Famous Deaths in Bengali)
15 October 1918 : ১৯১৮ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতীয় ধর্মগুরু, যোগী ও ফকির শিরডি সাই বাবা। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের ভক্তরাই তাকে ‘সন্ত’ আখ্যা দিয়েছিলেন।
15 October 1962 : ১৯৬২ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতের স্বাধীনতা সংগ্রামী, লোকসেবক সঙ্ঘের প্রতিষ্ঠাতা ও পুরুলিয়া জেলার বঙ্গভূক্তি আন্দোলনের মূখ্যস্থপতি অতুলচন্দ্র ঘোষ।
15 October 1975 : ১৯৭৫ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতীয় বাঙালি ভাস্কর, চিত্রশিল্পী এবং ললিতকলা একাডেমীর প্রতিষ্ঠাতা-সভাপতি দেবীপ্রসাদ রায়চৌধুরী। তিনি ১৯৬২ সালে ললিত কলা একাডেমীর একজন সহযোগী(ফেলো) হিসেবে নির্বাচিত হন। শিল্পক্ষেত্রে অবদানের জন্য ১৯৫৮ সালে ভারত সরকার তাঁকে তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ প্রদান করে।
আজকের বিখ্যাত দিনে ১৫ অক্টোবর : The Famous Day 15 October in Bengali
আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ১৫ অক্টোবর : The Famous Day 15 October (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ১৫ অক্টোবর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।