Close Ad close
Breaking
Sun. Jan 12th, 2025
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৬ নভেম্বর | Today's Famous Day in Historical Events : 16 Novemberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৬ নভেম্বর | Today's Famous Day in Historical Events : 16 November

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৬ নভেম্বর | Today’s Famous Day in Historical Events : 16 November

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৬ নভেম্বর  : Today’s Famous Day in Historical Events : 16 November (Bengali) : আজকের বিখ্যাত দিনে ১৬ নভেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১৬ নভেম্বর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৬ নভেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 16 November

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৬ নভেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 16 November. On this day Important Day in Bengali)

16 November : আজ ১৬ নভেম্বর – আন্তর্জাতিক সহনশীলতা দিবস। বিংশ শতাব্দীর ৯০ দশকের প্রথম দিকে স্নায়ু যুদ্ধ শেষ পর্যায়ে,বিশ্বব্যাপী অসহিষ্ণু বাতাবরণে মানুষের সহনশীলতা বাড়িয়ে তুলতে সংস্কৃতি ও মানুষের মধ্যে পারস্পরিক সমঝোতা তৈরির বিষয়ে বদ্ধপরিকর হয় জাতি সংঘ৷ ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে গৃহীত সহনশীলতা নীতি৷ ১৯৯৬ সালের ১৬ নভেম্বর ইউনেস্কোর ২৮তম অধিবেশনে ‘সহনশীলতার’ মৌলিক নীতি ঘোষিত এবং গৃহীত হয়৷ প্রতি বছরের ১৬ নভেম্বর দিনটিকে “আন্তর্জাতিক সহনশীলতা দিবস(International Day Tolerance)” হিসেবে ঘোষণা করা হয়৷

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৬ নভেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 16 November

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৬ নভেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 16 November

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৬ নভেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 16 November. Today’s Famous day on 16 November in India. On this day Historical Famous Events in India)

16 November 1860 : ১৮৬০ সালের আজকের দিনে ভারতের প্রথম ঠিকা শ্রমিক দল দক্ষিণ আফ্রিকা গমন করে।

16 November 1905 : ১৯০৫ সালের আজকের দিনে স্বদেশি আন্দোলনের অনুপ্রেরণায় সরকারি বিদ্যাচর্চা বর্জন আন্দোলনের প্রেক্ষাপটে আশতোষ চৌধুরীর সভাপতিত্বে ‘ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন’ স্থাপিত হয়।

16 November 1993 : ১৯৯৩ সালের আজকের দিনে জঙ্গিদের আত্মসমর্পণের মধ্য দিয়ে কাশ্মীরে বত্রিশ দিনের অচলাবস্থার অবসান ঘটে।

16 November 1890 : ১৮৯০ সালের আজকের দিনে অবিভক্ত ভারতে প্রথম সিরাম ভ্যাকসিন ও পেনিসিলিন প্রস্তুতকারক বিশিষ্ট ভেষজ বিজ্ঞানী ও চিকিৎসক হেমেন্দ্রনাথ ঘোষ জন্মগ্রহণ করেন। 

16 November 1945 : ১৯৪৫ সালের আজকের দিনে গবেষক ও লেখক নরেন বিশ্বাস জন্মগ্রহণ করেন ।

16 November 1986 : ১৯৮৬ সালের আজকের দিনে নাট্যকার বিধায়ক ভট্টাচার্য পরলোক গমন করেন।

16 November 1993 : ১৯৯৩ সালে আজকের দিনে জঙ্গিদের আত্মসমর্পণের মধ্য দিয়ে কাশ্মীরে ৩২ দিনের অচলাবস্থার অবসান ঘটে।

16 November 2012 : ২০১২ সালের আজকের দিনে পরলোক গমন করেন সুভাষ দত্ত, তিনি ছিলেন বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৬ নভেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 16 November

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৬ নভেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

16 November 1896 : ১৮৯৬ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন রণদাপ্রসাদ সাহা, তিনি ছিলেন বাংলাদেশের বিখ্যাত সমাজসেবক ও দানবীর।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৬ নভেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 16 November

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে 6666আজকের বিখ্যাত দিনে : ১৬ নভেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 16 November, Today’s Famous day on 16 November in the World. On this day Historical Famous Events in The World)

16 November 1750 : ১৭৫০ সালের আজকের দিনে বিখ্যাত ওযে়স্ট মিনিস্টার সেতু আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়।

16 November 1801 : ১৮০১ সালের আজকের দিনে নিউ ইয়র্ক ইভনিং পোস্টের প্রথম সংস্করণ প্রকাশিত হয়।

16 November 1812 : ১৮১২ সালের আজকের দিনে ‘দ্য টাইমস’ পত্রিকার প্রতিষ্ঠাতা জন ওয়ালটার পরলোক গমন করেন ।

16 November 1824 : ১৮২৪ সালের আজকের দিনে নিউ ইয়র্ক নগরীর ফিফথ এভিনিউ খুলে দেওয়া হয়।

16 November 1824 : ১৮২৪ সালের আজকের দিনে পরিব্রাজক হ্যামিল্টন হিউসের মারে নদী আবিস্কার করেন।

16 November 1869 : ১৮৬৯ সালের আজকের দিনে পোর্ট সৈয়দে সুয়েজ খাল আনুষ্ঠানিকভাবে নৌ চলাচলের জন্য উন্মুক্ত হয়।

16 November 1934 : ১৯৩৪ সালের আজকের দিনে বিশিষ্ট মুসলিম চিন্তাবিদ ও ফকীহ আয়াতুল্লাহিল উজমা আব্দুল করিম হায়েরি ইয়াযদি ইরানের কোম নগরীতে পরলোক গমন করেন।

16 November 1946 : ১৯৪৬ সালের আজকের দিনে বিশ্বে প্রথমবারের মত কৃত্রিমভাবে বৃষ্টিপাত সৃষ্টি করা হয়।

16 November 1961 : ১৯৬১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ফ্রাঙ্ক ব্রুনো, তিনি ইংরেজ মুষ্টিযোদ্ধা।

16 November 1974 : ১৯৭৪ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ব্রুক ইলিয়ট, তিনি আমেরিকান অভিনেত্রী ও গায়ক।

16 November 1988 : ১৯৮৮ সালে আজকের দিনে এক দশকেরও বেশি সময় পর পাকিস্তানে অনুষ্ঠিত হয় অবাধ নির্বাচন। সেই নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন বেনজির ভুট্টো।

16 November 1999 : ১৯৯৯ সালের আজকের দিনে পরলোক গমন করেন ড্যানিয়েল নাথন্স, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান মাইক্রোবায়োলোজিস্ট ও একাডেমিক।

16 November 2006 : ২০০৬ সালের আজকের দিনে পরলোক গমন করেন মিল্টন ফ্রিডম্যান, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ ও একাডেমিক।

আজকের বিখ্যাত জন্মদিন : ১৬ নভেম্বর | Today Famous Birthdays : 16 November

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 16 November. On this day Famous Birthdays in Bengali)

16 November 1890 : ১৮৯০ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন হেমেন্দ্রনাথ ঘোষ, তিনি ছিলেন একজন বাঙালি চিকিৎসক, ভারতে প্রথম সিরাম ভ্যাকসিন ও পেনিসিলিন প্রস্তকারক বিশিষ্ট ভেষজ বিজ্ঞানী।

16 November 1930 : ১৯৩০ সালে আজকের দিনে পুরুলিয়া জেলায় জন্মগ্রহণ করেন ভারতীয় সাঁতারু মিহির সেন। তিনি প্রথম ভারতীয় হিসেবে ১৯৫৮ সালে ইংলিশ চ্যানেল অতিক্রম করার কৃতিত্ব অর্জন করেন। গিনেস বিশ্ব রেকর্ড বইতে ১৯৬৯ সালে তাকে পৃথিবীর শ্রেষ্ঠ দূরগামী সাঁতারু হিসেবে আখ্যায়িত করা হয়েছিল।

16 November 1963 : ১৯৬৩ সালে আজকের দিনে ঝাড়খণ্ডে জন্মগ্রহণ করেন ৯০’র দশকে খ্যাতনামা অভিনেত্রী মীনাক্ষি শেষাদ্রি। তিনি ১৯৮১ সালে মাত্র ১৭ বছর বয়সে ইভ’স উইকলি মিস ইন্ডিয়া প্রতিযোগিতা জয়লাভ করেছিলেন। ১৯৮৩ সালে “হিরো” নামক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন। 

16 November 1971 : ১৯৭১ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন ক্রিকেটার পাকিস্তানী ফাস্ট বোলার ওয়াকার ইউনিস। তাকে বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা ফাস্ট বোলারদের  একজনরূপে গণ্য করা হয়।

16 November 1973 : ১৯৭৩ সালে আজকের দিনে অন্ধ্রপ্রদেশে জন্মগ্রহণ করেন ব্যাডমিন্টনে বিশ্ব চ্যাম্পিয়ন পুল্লেলা গােপীচাঁদ।

16 November 1985 : ১৯৮৫ সালে আজকের দিনে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন হিন্দি অভিনেতা আদিত্য রায় কাপুর। তিনি “আশিকি ২” সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন এবং এই রোম্যান্টিক সিনেমাটি সাফল্য লাভ করে। তারপর আদিত্য রায় কাপুর অভিনীত রোম্যান্টিক – কমেডি সিনেমা “ইয়ে জওয়ানী হ্যায় দিওয়ানী” বাণিজ্যিকভাবে প্রচুর সাফল্য লাভ করে।

16 November 1990 : ১৯৯০ সালে আজকের দিনে কর্ণাটকে জন্মগ্রহণ করেন বিজেপির সর্বভারতীয় যুব সভাপতি ও সাংসদ তেজস্বী সূর্য। তিনি ব্যাঙ্গালোর দক্ষিণ কেন্দ্র থেকে ভোটে লড়েন এবং জয়ী হন , ২৯ বছর বয়সে সাংসদ হন, তিনি লোকসভা ভোটে জিতে আসা সর্বকনিষ্ঠ প্রার্থী।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১৬ নভেম্বর | Today Famous Deaths : 16 November

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 16 November. On this day Famous Deaths in Bengali)

16 November 1986 : ১৯৮৬ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতের প্রখ্যাত নাট্যকার, সাহিত্যিক ও সাংবাদিক বিধায়ক ভট্টাচার্য। তিনি ভারতীয় উপমহাদেশের প্রথম দিককার মঞ্চ অভিনেতা ও নাট্যকারদের অন্যতম। তিনি শান্তিনিকেতনে শিক্ষকতা করেছেন এবং রবীন্দ্রনাথের স্নেহধন্য ছিলেন।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ১৬ নভেম্বর : The Famous Day 16 November in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৬ নভেম্বর | Today’s Famous Day in Historical Events : 16 November (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ১৬ নভেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *