Close Ad close
Breaking
Thu. Jan 16th, 2025
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৯ নভেম্বর | Today's Famous Day in Historical Events : 19 Novemberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৯ নভেম্বর | Today's Famous Day in Historical Events : 19 November

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৯ নভেম্বর | Today’s Famous Day in Historical Events : 19 November

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৯ নভেম্বর  : Today’s Famous Day in Historical Events : 19 November (Bengali) : আজকের বিখ্যাত দিনে ১৯ নভেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১৯ নভেম্বর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৯ নভেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 19 November

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৯ নভেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 19 November. On this day Important Day in Bengali)

19 November : আজ ১৯ নভেম্বর – আন্তর্জাতিক পুরুষ দিবস। সারা বিশ্বব্যাপী পুরুষদের মধ্যে লিঙ্গ ভিত্তিক সমতা, বালক ও পুরুষদের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পুরুষের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার প্রধান উপলক্ষ হিসেবে এই দিবসটি উদযাপন করা হয়।

19 November : আজ ১৯ নভেম্বর – বিশ্ব টয়লেট দিবস। শতভাগ টয়লেট সুবিধা নিশ্চিতকরণের বিষয়টি মাথায় রেখে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালন করে থাকে। ২০০১ সালে বিশ্বে টয়লেট ব্যবহার ও স্যানিটাইজেশন সম্পর্কে ক্যাম্পেইন শুরু করে ওয়ার্ল্ড টয়লেট অর্গানাইজেশন।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৯ নভেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 19 November

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৯ নভেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 19 November

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৯ নভেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 19 November. Today’s Famous day on 19 November in India. On this day Historical Famous Events in India)

19 November 1831 : ১৮৩১ সালের আজকের দিনে ব্রিটিশ বিরোধী বিপ্লবী সৈয়দ মীর নিসার আলী ( তিতুমীর ) পরলোক গমন করেন।

19 November 1835 : ১৮৩৫ সালের আজকের দিনে ঝাঁসির রাণী ও ১৮৫৭ সালের ভারতীয় বিদ্রোহের পথিকৃৎ লক্ষ্মী বাঈ জন্মগ্রহন করেন।

19 November 1838 : ১৮৩৮ সালের আজকের দিনে ব্রাহ্ম সমাজের নেতা ও সমাজ সংস্কারক কেশবচন্দ্র সেন জন্মগ্রহন করেন।

19 November 1877 : ১৮৭৭ সালের আজকের দিনে কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহন করেন।

19 November 1917 : ১৯১৭ সালের আজকের দিনে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও জওহরলাল নেহরুর কন্যা ইন্দিরা গান্ধী জন্মগ্রহণ করেন।

19 November 1918 : ১৯১৮ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, তিনি ছিলেন ভারতের একজন প্রখ্যাত মার্কসবাদী দার্শনিক।

19 November 1923 : ১৯২৩ সালের আজকের দিনে গীতিকার সলিল চৌধুরী জন্মগ্রহণ করেন।

19 November 1951 : ১৯৫১ সালের আজকের দিনে ভারতের প্রখ্যাত অভিনেত্রী জিনাত আমান জন্মগ্রহণ করেন।

19 November 1982 : ১৯৮২ সালে আজকের দিনে দিল্লিতে নবম এশিয়ান গেমস শুরু।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৯ নভেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 19 November

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৯ নভেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

19 November 1988 : ১৯৮৮ সালের আজকের দিনে জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারের রূপকার ও চিত্রশিল্পী হামিদুর রহমান পরলোক গমন করেন।

19 November 1989 : ১৯৮৯ সালের আজকের দিনে বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও সামরিক কর্মকর্তা এম এ জলিল পরলোক গমন করেন।

19 November 2007 : ২০০৭ সালের আজকের দিনে সাংবাদিক, সঙ্গীত শিল্পী, প্রথা বিরোধী মানুষ, দলছুট ব্র্যান্ডের গায়ক সঞ্জীব চৌধুরী পরলোক গমন করেন।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৯ নভেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 19 November

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৯ নভেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 19 November, Today’s Famous day on 19 November in the World. On this day Historical Famous Events in The World)

19 November 1711 : ১৭১১ সালের আজকের দিনে জন্মগ্রহন করেন মিখাইল লোমনোসভ, তিনি ছিলেন রাশিয়ান পদার্থবিদ, রসায়নবিদ, জ্যোতির্বিদ ও ভূগোলবিদ।

19 November 1805 : ১৮০৫ সালের আজকের দিনে সুয়েজ খালের নকশাকার ফরাসি প্রযুক্তিবিদ ভিকঁৎ ফ্যের্দিনা মারি দ্যা ল্যেসেপস জন্মগ্রহণ করেন।

19 November 1816 : ১৮১৬ সালের আজকের দিনে পোল্যান্ডের ওয়ারশ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

19 November 1828 : ১৮২৮ সালের আজকের দিনে অষ্ট্রিয়ার খ্যাতনামা সঙ্গীতজ্ঞ ফ্রান্তেয সোবের্ট পরলোক গমন করেন।

19 November 1843 : ১৮৪৩ সালের আজকের দিনে জন্মগ্রহন করেন রিচার্ড আভেনারিউস, জার্মান বংশোদ্ভূত সুইস দার্শনিক ও অধ্যাপক।

19 November 1863 : ১৮৬৩ সালের আজকের দিনে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন গেটিসবার্গে তার বিখ্যাত স্বাধীনতার ভাষণ দেন।

19 November 1887 : ১৮৮৭ সালের আজকের দিনে জন্মগ্রহন করেন জেমস ব্যাচেলার সামনার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ ও অধ্যাপক।

19 November 1912 : ১৯১২ সালের আজকের দিনে জন্মগ্রহন করেন জর্জ এমিল পালাডে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী রোমানীয় বংশোদ্ভূত আমেরিকান জীববিজ্ঞানী ও চিকিৎসক। 

19 November 1915 : ১৯১৫ সালের আজকের দিনে জন্মগ্রহন করেন আর্ল উইলবার সাদারল্যান্ড জুনিয়র, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ফার্মাকোলজিস্ট ও প্রাণরসায়নবিদ।

19 November 1936 : ১৯৩৬ সালের আজকের দিনে জন্মগ্রহন করেন ইউয়ান টি. লি, তিনি নোবেল পুরস্কার বিজয়ী তাইওয়ান বংশোদ্ভূত আমেরিকান রসায়নবিদ ও অধ্যাপক।

19 November 1999 : ১৯৯৯ সালের আজকের দিনে চীন প্রথমবারের মতো শেন ঝু স্পেসক্রাফট মহাকাশে প্রেরণ করে।

আজকের বিখ্যাত জন্মদিন : ১৯ নভেম্বর | Today Famous Birthdays : 19 November

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 19 November. On this day Famous Birthdays in Bengali)

19 November 1828 : ১৮২৮ সালে আজকের দিনে উত্তরপ্রদেশের বারানসীতে জন্ম গ্রহণ করেছিলেন ভারতবর্ষের ইতিহাসে বিপ্লবী নেতা হিসেবে চিরস্মরণীয় ব্যক্তিত্ব লক্ষ্মী বাঈ। এছাড়াও তিনি ঝাঁসীর রাণী বা ঝাঁসী কি রাণী হিসেবেও সর্বসাধারণের কাছে ব্যাপকভাবে পরিচিত। ব্রিটিশ শাসনামলে ১৮৫৭ সালের ভারতীয় বিদ্রোহের অন্যতম প্রতিমূর্তি ও পথিকৃৎ হয়ে রয়েছেন তিনি। মারাঠা শাসনাধীন ঝাঁসী ভারতের উত্তরাংশে অবস্থিত।

19 November 1838 : ১৮৩৮ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেছিলেন ব্রাহ্ম সমাজের নেতা ও সমাজ সংস্কারক কেশবচন্দ্র সেন। ব্রহ্মানন্দ উপাধিতে ভূষিত কেশবচন্দ্র শুধুমাত্র বাংলার নবজাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্বই ছিলেন না, বরং ভারতের জাতীয় চেতনা ও ঐক্যের অন্যতম উন্মেষক ও মুখপাত্র হিসাবেও তিনি নন্দিত।

19 November 1877 : ১৮৭৭ সালে আজকের দিনে নদীয়া জেলায় জন্ম গ্রহণ করেছিলেন কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায়। তার প্রথম লেখা দেশাত্মবোধক কাব্য বঙ্গমঙ্গল প্রকাশিত হয় ১৯০১ সালে। এটি রাজরোষে পড়ার আশঙ্কায় বিনা নামে বের হয়। অন্যান্য কাবগ্রন্থের মধ্যে প্রসাদী, ঝরাফুল, শান্তিজল, শতনরী, রবীন্দ্র আরতি, গীতায়ন ইত্যাদি উল্লেখযোগ্য।

19 November 1914 : ১৯১৪ সালে আজকের দিনে মহারাষ্ট্রের অমরাবতী জেলায় জন্ম গ্রহণ করেছিলেন “একনাথজী” নামে সুপরিচিত সমাজ সংস্কারক একনাথ রানাডে/একনাথ রামকৃষ্ণ রানাডে। ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের বিশিষ্ট নেতা, সমাজকর্মী ও তামিলনাড়ুর কন্যাকুমারীতে বিবেকানন্দ রক মেমোরিয়াল বা বিবেকানন্দ শিলা স্মৃতিসৌধ স্থাপনের অন্যতম ভূমিকা পালনকারী ব্যক্তিত্ব ।

19 November 1917 : ১৯১৭ সালে আজকের দিনে এলাহাবাদে জন্ম গ্রহণ করেছিলেন ভারতের প্রথম ও আজ পর্যন্ত একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তিনি ‘এশিয়ার সূর্য’ নামেও পরিচিত ছিলেন।

19 November 1918 : ১৯১৮ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেছিলেন ভারতের একজন প্রখ্যাত মার্কসবাদী দার্শনিক দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়। তিনি প্রাচীন ভারতের দর্শনের বস্তুবাদকে উদ্ঘাটন করেছেন। তাঁর সবচেয়ে বড় কাজ হল লোকায়তের প্রাচীন দর্শনকে তিনি বিরুদ্ধপক্ষের বিকৃতি হতে রক্ষা করেন এবং তা সংগ্রহ ও প্রকাশ করেছেন

19 November 1923 : ১৯২৩ সালে আজকের দিনে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর অঞ্চলে জন্ম গ্রহণ করেছিলেন বিখ্যাত ভারতীয় সঙ্গীত পরিচালক সলিল চৌধুরী। আধুনিক বাংলা গানের সুরস্রষ্টা হিসেবে এবং গণসংগীতের প্রণেতা হিসেবে তিনি একজন স্মরণীয় বাঙালি। তার গুণগ্রাহীদের কাছে তিনি সলিলদা বলেই পরিচিত।

19 November 1928 : ১৯২৮ সালে আজকের দিনে অমৃতসরে(পাঞ্জাব) জন্মগ্রহণ করেন কুস্তিগির এবং অভিনেতা দারা সিংয়। ১৯৫২ সাল থেকে অভিনয় শুরু করেন এবং প্রথম ক্রীড়াবিদ যাকে রাজ্যসভায় পাঠানো হয়।

19 November 1951 : ১৯৫১ সালে আজকের দিনে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেছিলেন ভারতের প্রখ্যাত অভিনেত্রী জিনাত আমান। ১৯৭০ ও ৮০-এর দশকে বলিউডের হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৭০ সালে মিস ইন্ডিয়া সুন্দরী প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছিলেন।

19 November 1971 : ১৯৭১ সালে আজকের দিনে অরুনাচলপ্রদেশে জন্মগ্রহণ করেন কেন্দ্রীয়মন্ত্রী কিরণ রিজিজুর। A member of the BJP, Rijiju is the current Minister of State (Independent Charge) of the Ministry of Youth Affairs and Sports and Minister of State in the Ministry of Minority Affairs of India.

19 November 1975 : ১৯৭৫ সালে আজকের দিনে হায়দ্রাবাদে(অন্ধ্রপ্রদেশ) জন্মগ্রহণ করেছিলেন ভারতীয় অভিনেত্রী ও ১৯৯৪-এর মিস ইউনিভার্স(১৯৯৪) সুস্মিতা সেন। তিনি প্রথম ভারতীয় হিসেবে মিস ইউনিভার্সের মুকুট লাভ করেন।

19 November 1985 : ১৯৮৫ সালে আজকের দিনে নিউ দিল্লীতে জন্মগ্রহণ করেন ভারতীয় র‍্যাপ-সঙ্গীত সুরকার র‍্যাপার ও গায়ক, তার হিন্দি, হরিয়ানি ও পাঞ্জাবী গানের জন্য পরিচিত বাদশা/আদিত্য প্রতীক সিং সিসোডিয়া।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১৯ নভেম্বর | Today Famous Deaths : 19 November

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 19 November. On this day Famous Deaths in Bengali)

19 November 1831 : ১৮৩১ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন উত্তর চব্বিশ পরগনা জেলায় জন্মগ্রহণকারি ব্রিটিশ বিরোধী বিপ্লবী তিতুমীর, যাঁর প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী। তিনি ওয়াহাবী আন্দোলন এর সাথে যুক্ত ছিলেন। তিনি জমিদার ও ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম ও তার বিখ্যাত বাঁশের কেল্লার জন্য বিখ্যাত হয়ে আছেন। ব্রিটিশ সেনাদের সাথে যুদ্ধরত অবস্থায় এই বাঁশের কেল্লাতেই তার মৃত্যু হয়।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ১৯ নভেম্বর : The Famous Day 19 November in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৯ নভেম্বর | Today’s Famous Day in Historical Events : 19 November (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ১৯ নভেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *