Close Ad close
Breaking
Thu. Nov 21st, 2024
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৯ অক্টোবর | Today's Famous Day in Historical Events : 19 Octoberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৯ অক্টোবর | Today's Famous Day in Historical Events : 19 October

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৯ অক্টোবর | Today’s Famous Day in Historical Events : 19 October

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৯ অক্টোবর  : Today’s Famous Day in Historical Events : 19 October (Bengali) : আজকের বিখ্যাত দিনে ১৯ অক্টোবর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১৯ অক্টোবর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৯ অক্টোবর | Today’s Important Day or Famous Day in Bengali : 19 October

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৯ অক্টোবর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 19 October. On this day Important Day in Bengali)

19 October : আজ ১৯ অক্টোবর –  Click here

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৯ অক্টোবর | Today’s Famous Day in History (Bengali) : 19 October

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৯ অক্টোবর | Today’s famous day in the history of India (Bengali) : 19 October

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৯ অক্টোবর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 19 October. Today’s Famous day on 19 October in India. On this day Historical Famous Events in India)

19 October 1888 : ১৮৮৮ সালের আজকের দিনে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন।

19 October 1903 : ১৯০৩ সালের আজকের দিনে কথাসাহিত্যিক অচিন্ত্য কুমার সেনগুপ্ত জন্মগ্রহণ করেন 

19 October 1910 : ১৯১০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর, তিনি ছিলেন ব্রিটিশ ভারতে জন্মগ্রহণকারী মার্কিন জ্যোতিষ ও পদার্থবিজ্ঞানী।

19 October 1913 : ১৯১৩ ডার্বানে নাটাল ইন্ডিয়ান কংগ্রেসের (এনআইসি) বৈঠকে এনআইসির সচিবগণ, এম। সি। অ্যাংলিয়া এবং দাদা ওসমান মহাত্মা গান্ধীর তীব্র সমালোচনা করেছিলেন এবং তাদের পদত্যাগের দরদাম করেছিলেন।

19 October 1924 : ১৯২৪ সালের আজকের দিনে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্র জন্মগ্রহণ করেন ।

19 October 1942 : ১৯৪২ সালের আজকের দিনে চলচ্চিত্রবিষয়ক প্রথম মাসিক পত্রিকা ‘চিত্রপঞ্জি’ প্রকাশিত হয়।

19 October 1962 : ১৯৬২ সালে আজকের দিনে ভারত-চীন সীমান্ত সংঘর্ষ শুরু হয়।

19 October 1988 : ১৯৮৮ সালে আজকের দিনে ভারতে পৃথক বিমান দুর্ঘটনায় ১৬৪ জন নিহত।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৯ অক্টোবর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 19 October

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৯ অক্টোবর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

19 October 1928 : ১৯২৮ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন মিজানুর রহমান চৌধুরী, তিনি ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।

19 October 1972 : ১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে।

19 October 1974 : ১৯৭৪ সালের আজকের দিনে পরলোক গমন করেন ফররুখ আহমদ, তিনি ছিলেন বাঙালি কবি।

19 October 1987 : ১৯৮৭ সালের আজকের দিনে লোকগীতি সংগ্রাহক ও সম্পাদক মুহম্মদ মনসুর উদ্দীন পরলোক গমন করেন।

19 October 1991 : ১৯৯১ সালের আজকের দিনে বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকারের অবসান হয়।

19 October 1995 : ১৯৯৫ সালের আজকের দিনে শিল্পপতি জহুরুল ইসলাম পরলোক গমন করেন ।

19 October 1996 : ১৯৯৬ সালের আজকের দিনে প্রধানমন্ত্রী কর্তৃক সোনারগাঁয়ে শিল্পচার্য জয়নুল জাদুঘর উদ্বোধন হয়।

19 October 2014 : ২০১৪ সালের আজকের দিনে বাংলাদেশের ইতিহাসবিদ ও জাতীয় অধ্যাপক সালাহ্উদ্দীন আহমদ পরলোক গমন করেন ।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৯ অক্টোবর | Today’s famous day in the history of the world (Bengali) : 19 October

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৯ অক্টোবর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 19 October, Today’s Famous day on 19 October in the World. On this day Historical Famous Events in The World)

19 October 1386 : ১৩৮৬ সালের আজকের দিনে জার্মানির সবচেয়ে প্রাচীন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

19 October 1682 : ১৬৮২ সালের আজকের দিনে পরলোক গমন করেন টমাস ব্রাউনি, তিনি ছিলেন ইংরেজ চিকিৎসক ও লেখক।

19 October 1723 : ১৭২৩ সালের আজকের দিনে পরলোক গমন করেন গডফ্রে নেলার, তিনি ছিলেন জার্মান বংশোদ্ভূত ইংরেজ চিত্রশিল্পী।

19 October 1745 : ১৭৪৫ সালের আজকের দিনে ইংরেজ সাহিত্যিক জোনাথন সুইফট পরলোক গমন করেন ।

19 October 1781 : ১৭৮১ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ সেনা প্রধান লর্ড কর্ণওয়ালিস মার্কিন সেনা প্রধান জর্জ ওয়াশিংটনের কাছে আত্মসমর্পন করার মাধ্যমে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের অবসান ঘটে।

19 October 1812 : ১৮১২ সালের আজকের দিনে প্রাকৃতিক প্রতিকূলতার কারণে নেপোলিয়ন মস্কো ত্যাগে বাধ্য হন।

19 October 1923 : ১৯২৩ সালের আজকের দিনে কামাল পাশার নেতৃত্বে আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তুর্কি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

19 October 1936 : ১৯৩৬ সালের আজকের দিনে চীনা সাহিত্যিক লু স্যুন পরলোক গমন করেন ।

19 October 1954 : ১৯৫৪ সালের আজকের দিনে একদল অস্ট্রেলীয় অভিযাত্রী কর্তৃক পৃথিবীর ষষ্ঠ উচ্চতম পর্বত চো ওইয়ু বিজয় হয় ।

19 October 1965 : ১৯৬৫ সালের আজকের দিনে চীন-নেপাল আনুষ্ঠানিক প্রত্যক্ষডাক-ব্যবস্থা চালু হয় ।

19 October 1993 : ১৯৯৩ সালের আজকের দিনে পিপলস পার্টির নেত্রী বেনজীর ভুট্টো দ্বিতীয় বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : ১৯ অক্টোবর | Today Famous Birthdays : 19 October

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 19 October. On this day Famous Birthdays in Bengali)

19 October 1903 : ১৯০৩ সালে আজকের দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন প্রখ্যাত ভারতীয় বাঙালি সুরশিল্পী, সঙ্গীত পরিচালক রাইচাঁদ বড়াল। তিনি ১৯৪০ ও ১৯৫০ এর দশকে অসংখ্য বাংলা ও হিন্দী চলচ্চিত্রের গানে সুরারোপ করেন। ১৯৭৮ সালে তিনি ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে অর্জন করেন।

19 October 1903 : ১৯০৩ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন বিশিষ্ট বাঙালি কবি, ঔপন্যাসিক ও সম্পাদক অচিন্ত্য কুমার সেনগুপ্ত। রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের পরে সাহিত্যজগতে আলোড়ন সৃষ্টিকারী কল্লোল যুগের লেখকদের মধ্যে তিনি ছিলেন অন্যতম।

19 October 1910 : ১৯১০ সালে আজকের দিনে পাঞ্জাব, লাহোর, ব্রিটিশ ভারতে(বর্তমানে পাকিস্তানে) জন্মগ্রহণ করেন মার্কিন জ্যোতিঃপদার্থবিজ্ঞানী সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর। ১৯৮৩ খ্রিস্টাব্দে তারার বিবর্তন এবং জীবন চক্র সম্বন্ধে গুরুত্বপূর্ণ তাত্ত্বিক আবিষ্কারের জন্য তাকে উইলিয়াম আলফ্রেড ফাউলারের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদান করা হয়। তারার বিবর্তন বিষয়ে তার আবিষ্কৃত বিষয়টির নাম চন্দ্রশেখর সীমা। তার সমসাময়িক অবদানগুলো হচ্ছে- নাক্ষত্রিক কাঠামো, শ্বেত বামন, নাক্ষত্রিক গতিবিদ্যা, দৈব প্রক্রিয়া, বিকিরণীয় স্থানান্তর, হাইড্রোজেন অ্যানায়নের কোয়ান্টাম তত্ত্ব , হাইড্রোডাইনামিক এবং হাইড্রোম্যাগনেটিক স্থিতিশীলতা, টার্বুলেন্স, সাম্যাবস্থা এবং সাম্যাবস্থায় উপবৃত্তাকার আকার এর সুস্থিতি, সাধারণ আপেক্ষিকতা, কৃষ্ণ গহ্বরের গাণিতিক তত্ত্ব এবং পরম্পরবিরোধী মহাকর্ষীয় তরঙ্গ তত্ত্ব।

19 October 1924 : ১৯২৪ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে আবির্ভূত আধুনিক বাংলা কবিদের অন্যতম। “উলঙ্গ রাজা” তার অন্যতম বিখ্যাত কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থ লেখার জন্য তিনি ১৯৭৪ খ্রিষ্টাব্দে সাহিত্য একাদেমি পুরস্কার লাভ করেন। কবি পশ্চিমবঙ্গে বাংলা আকাদেমির সাথে দীর্ঘকাল যুক্ত ছিলেন।

19 October 1956 : ১৯৫৬ সালে আজকের দিনে পাঞ্জাবের লুধিয়ানায় জন্মগ্রহণ করেন ভারতীয় অভিনেতা ও প্রযোজক সানি দেওল।

19 October 1987 : ১৯৮৭ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় স্ট্যান্ড আপ কমেডিয়ান জেমি লিভার। তিনি ভারতীয় কৌতুকাভিনেতা জনি লিভারের মেয়ে।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১৯ অক্টোবর | Today Famous Deaths : 19 October

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 19 October. On this day Famous Deaths in Bengali)

19 October 1937 : ১৯৩৭ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন নিউজিল্যান্ডীয় নিউক্লীয় পদার্থবিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড। তিনি নিউক্লীয় পদার্থবিজ্ঞানের “জনক” হিসেবে খ্যাত। তিনি তার বিখ্যাত স্বর্ণপাত পরীক্ষায় প্রমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্রীণ থেকে রাদার্ফোর্ড বিক্ষেপণ আবিষ্কার করেন, যা পরবর্তীতে বোরের পরমাণু মডেল নির্মাণে সহায়ক হয়।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ১৯ অক্টোবর : The Famous Day 19 October in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ১৯ অক্টোবর : The Famous Day 19 October (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ১৯ অক্টোবর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *