Close Ad close
Breaking
Mon. Sep 30th, 2024
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৯ সেপ্টেম্বর | Today's Famous Day in Historical Events : 19 Septemberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৯ সেপ্টেম্বর | Today's Famous Day in Historical Events : 19 September

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৯ সেপ্টেম্বর | Today’s Famous Day in Historical Events : 19 September

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ১৯ সেপ্টেম্বর  : Today’s Famous Day in Historical Events : 19 September (Bengali) : আজকের বিখ্যাত দিনে ১৯ সেপ্টেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১৯ সেপ্টেম্বর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৯ সেপ্টেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 19 September

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৯ সেপ্টেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 19 September. On this day Important Day in Bengali)

19 September : আজ ১৯ সেপ্টেম্বর – জিমন্যাস্টিকস ডে (Gymnastics Day)।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৯ সেপ্টেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 19 September

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৯ সেপ্টেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 19 September

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৯ সেপ্টেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 19 September. Today’s Famous day on 19 September in India. On this day Historical Famous Events in India)

19 September 1903 : ১৯০৩ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন অচিন্ত্যকুমার সেনগুপ্ত, তিনি ছিলেন একজন বাঙালি কবি, ঔপন্যাসিক ও সম্পাদক।

19 September 1924 : ১৯২৪ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন সুচিত্রা মিত্র, তিনি ছিলেন একজন প্রথিতযশা ও স্বনামধন্য ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী। 

19 September 1936 : ১৯৩৬ সালের আজকের দিনে পরলোক গমন করেন পন্ডিত বিষ্ণুনারায়ণ ভাতখন্ডে, তিনি ছিলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একজন প্রথিতযশা পন্ডিতজন।

19 September 1960 : ১৯৬০ সালে আজকের দিনে পাকিস্তান ও ভারতের মধ্যে সিন্ধু জলচুক্তি স্বাক্ষরিত হয়।

19 September 1962 : ১৯৬২ সালের আজকের দিনে ভারত-চীন সীমান্ত সংঘর্ষ শুরু হয়।

19 September 2007 : ২০০৭ এম.এস. ধোনি আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টির জন্য প্রথমবারের মতো ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৯ সেপ্টেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 19 September

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৯ সেপ্টেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

19 September 1971 : ১৯৭১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশের প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহ।

19 September 1981 : ১৯৮১ সালের আজকের দিনে বাংলাদেশে আটটি ব্যাংকে কর্মচারী ইউনিয়ন বাতিল করা হয়।

19 September 1987 : ১৯৮৭ সালের আজকের দিনে পরলোক গমন করেন মুহম্মদ মনসুরউদ্দীন। তিনি ছিলেন শিক্ষাবিদ, সম্পাদক ও লোকসংস্কৃতি বিশেষজ্ঞ।

19 September 2006 : ২০০৬ সালে আজকের দিনে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ঙ্করী সামুদ্রিক ঝড়ে বাংলাদেশের কয়েক’শ জেলে প্রাণ হারায়।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৯ সেপ্টেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 19 September

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৯ সেপ্টেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 19 September, Today’s Famous day on 19 September in the World. On this day Historical Famous Events in The World)

19 September 1796 : ১৭৯৬ সালের আজকের দিনে জর্জ ওয়াশিংটন প্রেসিডেন্ট হিসেবে বিদায়ী ভাষণ দেন।

19 September 1849 : ১৮৪৯ সালের আজকের দিনে ক্যালিফোর্নিয়ার ওয়াকলানে প্রথম বাণিজ্যিক লন্ড্রি চালু হয়।

19 September 1865 : ১৮৬৫ সালের আজকের দিনে আটলান্টা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

19 September 1870 : ১৮৭০ সালের আজকের দিনে জার্মানী প্যারিস অবরোধ করে।

19 September 1907 : ১৯০৭ সালের আজকের দিনে প্রথম তাপ ও জ্বালানী উৎপাদনকারী উপাদান আবিষ্কার হয়।

19 September 1960 : ১৯৬০ সালের আজকের দিনে পাকিস্তান ও ভারতের মধ্যে জলচুক্তি স্বাক্ষরিত হয়।

19 September 1983 : ১৯৮৩ সালের আজকের দিনে সোভিয়েত আকাশসীমা লঙ্ঘনের কারণে দক্ষিণ কোরিয়ার বোয়িং ৭৪৭ বিমানে গুলি করা হলে ২৬৯ জন যাত্রীসহ তা জাপান সাগরে ভেঙে পড়ে।

19 September 1985 : ১৯৮৫ সালে আজকের দিনে মেক্সিকোয় ভূমিকম্পে ২০ হাজার লোক নিহত হয়।

19 September 1992 : ১৯৯২ সালের আজকের দিনে যুগোশ্লাভিয়া জাতিসংঘ থেকে বহিষ্কৃত হয়।

19 September 1965 : ১৯৬৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন সুনিতা উইলিয়ামস, আমেরিকান ক্যাপ্টেন, পাইলট ও মহাকাশচারী।

19 September 1994 : ১৯৯৪ সালের আজকের দিনে পরলোক গমন করেন উইল কুপপ্য, তিনি ছিলেন আমেরিকান লেখক এবং সমালোচক।

19 September 2000 : ২০০০ সালের আজকের দিনে পরলোক গমন করেন এন্থনি রবার্ট ক্লিটয, তিনি ছিলেন ইংরেজ চিত্রশিল্পী।

19 September 2003 : ২০০৩ সালের আজকের দিনে পরলোক গমন করেন স্লিম ডুস্ট্য, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান গায়ক, গীতিকার, গিটারবাদক ও প্রযোজক।

19 September 2012 : ২০১২ সালের আজকের দিনে পরলোক গমন করেন রিনো ফেররারিও, তিনি ছিলেন ইতালীয় ফুটবল খেলোয়াড়।

আজকের বিখ্যাত জন্মদিন : ১৯ সেপ্টেম্বর | Today Famous Birthdays : 19 September

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 19 September. On this day Famous Birthdays in Bengali)

19 September 1903 : ১৯০৩ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেছিলেন বাঙালি কবি, ঔপন্যাসিক ও সম্পাদক অচিন্ত্যকুমার সেনগুপ্ত(Achintya Kumar Sengupta)। ১৯২১ সালে প্রবাসী পত্রিকায় “নীহারিকা দেবী” ছদ্মনামে অচিন্ত্যকুমারের প্রথম কবিতা প্রকাশিত হয়। টুটাফাটা(১৯২৮) তার প্রথম ছোট গল্পের বই। তার স্মৃতিচারণমূলক গ্রন্থ কল্লোল যুগ(১৯৫০) পাঠক-মহলে বেশ সাড়া জাগায়।

19 September 1919 : ১৯১৯ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের খ্যাতনামা কৌতুক অভিনেতা জহর রায়(Jahor Roy)। ভানু বন্দ্যোপাধ্যায় সাথে তার কৌতুক চলচ্চিত্রের জন্য তিনি পরিচিত ছিলেন। তার অগণিত পারফরম্যান্সের মধ্যে ধোনি মিয়ে, ছাদম্বেষী এবং ভানু গোয়েদা জাহোর সহকারী সত্যজিৎ রায়ের পরিচালনায় বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

19 September 1921 : ১৯২১ সালে আজকের দিনে উত্তর চব্বিশ পরগনায় জন্ম গ্রহণ করেছিলেন ভারতীয় বাঙালি লেখক ও ঔপন্যাসিক বিমল কর(Bimal Kar)। তার রচিত বেশ কয়েকটি কাহিনীতে চলচ্চিত্র নির্মিত হয়েছে , যেমন – “বসন্ত বিলাপ”, “বালিকা বধূ(যেটি হিন্দিতেও নির্মিত হয়েছিল)”, “যদুবংশ”, “ছুটি(এটি তৈরি হয়েছিল তার খড়কুটো উপন্যাসের উপর ভিত্তি করে)”।

19 September 1924 : ১৯২৪ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রথিতযশা ও স্বনামধন্য ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী রবীন্দ্রসংগীতের একজন অগ্রগণ্য গায়িকা ও বিশেষজ্ঞ সুচিত্রা মিত্র(Suchitra Mitra)। ১৯৭১-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে তার দৃপ্ত কণ্ঠে গাওয়া রবীন্দ্র নাথ ঠাকুরের “আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি” গানটি বিশেষ অনুপ্রেরণা জুগিয়েছিল।

19 September 1965 : ১৯৬৫ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেছিলেন আমেরিকান নৌবাহিনীর কর্মকর্তা এবং নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস(Sunita Williams)। তিনি এক্সপিডিশন ১৪ এর সদস্য হিসাবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে নিযুক্ত হন এবং তারপর এক্সপিডিশন ১৫তে যোগদান করেন। নারী মহাকাশচারীদের মধ্যে তিনি দীর্ঘতম মহাকাশ ভ্রমনের(১৯৫ দিন) রেকর্ডধারী।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : ১৯ সেপ্টেম্বর | Today Famous Marriage Anniversary and Divorces : 19 September

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 19 September. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

19 September : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১৯ সেপ্টেম্বর | Today Famous Deaths : 19 September

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 19 September. On this day Famous Deaths in Bengali)

19 September 1936 : ১৯৩৬ সালে আজকের দিনে মুম্বাইতে মৃত্যুবরণ করেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রথিতযশা পন্ডিতজন পন্ডিত বিষ্ণুনারায়ণ ভাতখন্ডে(Vishnu Narayan Bhatkhande)। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তিনি একটি রেনেসাঁ নিয়ে এসেছিলেন। শাস্ত্রীয় সঙ্গীতের রাগসমূহকে তিনি বর্তমানের প্রচলিত ঠাট কাঠামোর অন্তর্ভুক্ত করেছিলেন। এর আগে শাস্ত্রীয় সঙ্গীতের রাগসমূহের ছিল রাগ(পুরুষ), রাগিণী(মহিলা) ও পুত্রা(সন্তান) ভাগে বিভক্ত।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ১৯ সেপ্টেম্বর : The Famous Day 19 September in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ১৯ সেপ্টেম্বর : The Famous Day 19 September (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ১৯ সেপ্টেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *