Close Ad close
Breaking
Sat. Jan 18th, 2025
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২ নভেম্বর | Today's Famous Day in Historical Events : 2 Novemberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২ নভেম্বর | Today's Famous Day in Historical Events : 2 November

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২ নভেম্বর | Today’s Famous Day in Historical Events : 2 November

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২ নভেম্বর  : Today’s Famous Day in Historical Events : 2 November (Bengali) : আজকের বিখ্যাত দিনে ২ নভেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২ নভেম্বর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২ নভেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 2 November

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২ নভেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 2 November. On this day Important Day in Bengali)

2 November : ২ নভেম্বর – ইন্টার ন্যাশনাল ডে টু এন্ড ইমপিউনিটি ফর ক্রাইম এগেইন্সট জার্নালিস্টস (International Day to End Impunity for Crimes against Journalists)।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ নভেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 2 November

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ নভেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 2 November

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ নভেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 2 November. Today’s Famous day on 2 November in India. On this day Historical Famous Events in India)

2 November 1833 : ১৮৩৩ সালের এই দিনে বিশিষ্ট ভারতীয় চিকিৎসক ও অধ্যাপক মহেন্দ্রলাল সরকার জন্মগ্রহণ করেন।

2 November 1876 : ১৮৭৬ সালে আজকের দিনে কেশবচন্দ্র সেনের উদ্যোগে ‘ইন্ডিয়ান রিফর্মার অ্যাসোসিয়েশন’ বা ‘ভারত সংস্কার সভা’ স্থাপিত হয়।

2 November 1877 : ১৮৭৭ সালের এই দিনে সর্বভারতীয় মুসলিম লীগ-এর সভাপতি তৃতীয় আগা খান জন্মগ্রহণ করেন।

2 November 1886 : ১৮৮৬ সালের এই দিনে বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন।

2 November 1941 : ১৯৪১ সালের এই দিনে ভারতের বিশিষ্ট লেখক, সাংবাদিক, রাজনীতিবিদ ও কেন্দ্রীয় মন্ত্রী অরুণ শৌরি জন্মগ্রহণ করেন।

2 November 1965 : ১৯৬৫ সালের এই দিনে ভারতের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক শাহরুখ খান জন্মগ্রহণ করেন।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ নভেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 2 November

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ নভেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

2 November 1974 : ১৯৭৪ সালের এই দিনে বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক ও লেখক মহম্মদ বরকতউল্লাহ পরলোক গমন করেন।

2 November 1986 : ১৯৮৬ সালের এই দিনে বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ ও বুদ্ধিজীবি দেবেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ নভেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 2 November

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ নভেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 2 November, Today’s Famous day on 2 November in the World. On this day Historical Famous Events in The World)

2 November 971 : ৯৭১ সালের এই দিনে গজনভি সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসক মাহমুদ গজনভি জন্মগ্রহণ করেন।

2 November 1772 : ১৭৭২ সালের এই দিনে ইংল্যান্ডের রক্ষণশীল সংবাদপত্র ‘মর্নিং পোস্ট’ প্রথম প্রকাশিত হয়।

2 November 1815 : ১৮১৫ সালের এই দিনে বিশিষ্ট ইংরেজ গণিতবিদ ও দার্শনিক জর্জ বুল জন্মগ্রহণ করেন।

2 November 1889 : ১৮৮৯ সালে আজকের দিনে উত্তর ডাকোটা ও দক্ষিণ ডাকোটা যুক্তরাষ্ট্রের যথাক্রমে ৩৯ ও ৪০তম রাজ্য হিসেবে যুক্ত হয়।

2 November 1898 : ১৮৯৮ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে একটি ফুটবল ম্যাচ চলাকালীন প্রথম ‘চিয়ারলিডিং’-এর সুত্রপাত ঘটে।

2 November 1914 : ১৯১৪ সালের এই দিনে রাশিয়া ওসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

2 November 1916 : ১৯১৬ সালের এই দিনে ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জেমস আর্থার বেলফোর প্যালেস্টাইনে ইহুদিদের জন্য আবাসভূমি তথা রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে ব্রিটেনের সম্মতির কথা ঘোষণা করেন।

2 November 1920 : ১৯২০ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বের প্রথম নিয়মিত বেতার সম্প্রচার শুরু হয়।

2 November 1930 : ১৯৩০ সালের এই দিনে হাইলে সোলাসি ইথিওপিয়ার সম্রাট হন।

2 November 1949 : ১৯৪৯ সালের এই দিনে নেদারল্যান্ড, ইন্দোনেশিয়ার সার্বভৌমত্বকে স্বীকৃতি প্রদান করে।

2 November 1949 : ১৯৪৯ সালে আজকের দিনে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে। এর আগে দেশটি সাড়ে তিনশ বছর ধরে হল্যান্ডের উপনিবেশ ছিল।

2 November 1950 : ১৯৫০ সালের এই দিনে নোবেলজয়ী বিখ্যাত আইরিশ নাট্যকার জর্জ বার্নাড শ পরলোক গমন করেন।

2 November 1957 : ১৯৫৭ সালে আজকের দিনে সোভিয়েট ইউনিয়ন স্পুটনিক-২ নামে ২য় বারের মত কৃএিম উপগ্রহ মহাকাশে প্রেরণ করে।

2 November 1963 : ১৯৬৩ সালের এই দিনে দক্ষিণ ভিয়েতনামের রাজনীতিবিদ ও রাষ্ট্রপতি এনজিও ডিনহ ডিয়েম পরলোক গমন করেন।

2 November 1963 : ১৯৬৩ সালের এই দিনে সৌদি আরবের রাজা সাউদকে সরিয়ে তার সৎভাই ফয়সাল রাজার স্থলে অধিষ্ঠিত হন।

2 November 1877 : ১৮৭৭ সালের এই দিনে অস্ট্রেলীয়ার কিংবদন্তী ক্রিকেট খেলোয়াড় ভিক্টর ট্রম্পার জন্মগ্রহণ করেন।

আজকের বিখ্যাত জন্মদিন : ২ নভেম্বর | Today Famous Birthdays : 2 November

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 2 November. On this day Famous Birthdays in Bengali)

2 November 1833 : ১৮৩৩ সালে আজকের দিনে হাওড়ায় জন্মগ্রহণ করেন ভারতীয় চিকিৎসক ও অধ্যাপক মহেন্দ্রলাল সরকার। তিনি ১৮৭৬ সালে ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সাইন্স’ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে ভারতে বিজ্ঞান প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার পরামর্শে সরকারি বিবাহবিধি প্রণয়নে মেয়েদের বিবাহের বয়স ন্যূনপক্ষে ১৬ বছর নির্ধারণ করেছিলেন। ১৮৮৮ সালে বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনে তিনি সভাপতিত্ব করেন। এই সম্মেলনে অসমের চা শ্রমিকদের দুরবস্থা সম্বন্ধে প্রস্তাব নেয়া হয়। মহেন্দ্রলাল শ্রমিকদের অপমানসূচক ‘কুলি’ শব্দ ব্যবহারে আপত্তি করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো, অনারারি ম্যাজিস্ট্রেট, কলকাতার শেরিফ (১৮৮৭) এবং বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য ছিলেন।

2 November 1877 : ১৮৭৭ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন সর্বভারতীয় মুসলিম লীগ-এর সভাপতি তৃতীয় আগা খান/সুলতান মুহাম্মদ শাহ আগা খান। তিনি নিখিল ভারত মুসলিমের একজন প্রতিষ্ঠাতা এবং প্রথম সভাপতি। ১৯৩৪-৩৮ কাল পরিধিতে তিনি লিগ অব নেশন্সের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছেন।

2 November 1886 : ১৮৮৬ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন বাংলাভাষার প্রথম প্রাণপুরুষ আইনজীবী ও রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্ত। তার পরিচিতি মূলত একজন রাজনীতিবিদ হিসেবে। দেশ বিভাগের আগে ভারতীয় উপমহাদেশের ভারত অংশে এবং পরে পূর্ব পাকিস্তানে তিনি রাজনীতিবিদ হিসেবে সক্রিয় ছিলেন।

2 November 1935 : ১৯৩৫ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন  লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তার প্রথম গল্প ‘জলতরঙ্গ শিরোনামে’ ১৯৫৯ খ্রিষ্টাব্দে দেশ পত্রিকায় প্রকাশিত হয়। সাত বছর পরে ঐ একই পত্রিকার পূজাবার্ষিকীতে ‘ঘুণ পোকা’ নামক তার প্রথম উপন্যাস প্রকাশিত হয়। ছোটদের জন্য লেখা তার প্রথম উপন্যাস ‘মনোজদের অদ্ভুত বাড়ি’। শবর দাশগুপ্ত তার সৃষ্ট অন্যতম জনপ্রিয় চরিত্র।

2 November 1955 : ১৯৫৫ সালে আজকের দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী(দীপক চক্রবর্তী)। তিনি পশ্চিম বাংলা সরকারের এক উল্লেখযোগ্য রাজনীতিবিদ।

2 November 1960 : ১৯৬০ সালে আজকের দিনে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন ভারতীয় বিখ্যাত সঙ্গীত পরিচালক, সুরকার ও সঙ্গীতশিল্পী অনু মালিক। তিনি ফিল্মফেয়ার বিশেষ পুরস্কার বিজয়ী বলিউডের একমাত্র সঙ্গীত পরিচালক। 

2 November 1965 : ১৯৬৫ সালে আজকের দিনে নিউদিল্লীতে জন্মগ্রহণ করেন ভারতীয় অভিনেতা, প্রযোজক, টেলিভিশন উপস্থাপক এবং মানবসেবী শাহরুখ খান। অনানুষ্ঠানিকভাবে তার নামের আদ্যক্ষর দিয়ে গঠিত এসআরকে নামে ডাকা হয়। গণমাধ্যমে “বলিউডের বাদশাহ”, “বলিউডের কিং” ও “কিং খান” হিসেবে পরিচিত শাহরুখ খান ৮০টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

2 November 1981 : ১৯৮১ সালে আজকের দিনে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এষা দেওল। তিনি ২০০২ সালের ‘কোই মেরে দিল সে পুছে’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে আত্মপ্রকাশ করেন।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : ২ নভেম্বর | Today Famous Marriage Anniversary and Divorces : 2 November

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 2 November. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

2 November : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২ নভেম্বর | Today Famous Deaths : 2 November

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 2 November. On this day Famous Deaths in Bengali)

2 November 1950 : ১৯৫০ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন আইরিশ নাট্যকার এবং লন্ডন স্কুল অফ ইকোনোমিক্সের সহ-প্রতিষ্ঠাতা জর্জ বার্নার্ড শ। তিনি ৬০-এর অধিক নাটক রচনা করেছেন। জর্জ বার্নার্ড শ’র একটি মহৎ গুণ ছিল, আর তা হলো সামাজিক বিভিন্ন ধরনের সমস্যাগুলো হাস্যরসের ছদ্মাবরণে তিনি অত্যন্ত দক্ষ শিল্পীর হাতে ফুটিয়ে তুলতে পারতেন। তিনি ১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ২ নভেম্বর : The Famous Day 2 November in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ২ নভেম্বর : The Famous Day 2 November (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ২ নভেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *