Close Ad close
Breaking
Tue. Oct 1st, 2024
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২ অক্টোবর | Today's Famous Day in Historical Events : 2 Octoberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২ অক্টোবর | Today's Famous Day in Historical Events : 2 October

9আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২ অক্টোবর | Today’s Famous Day in Historical Events : 2 October

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২ অক্টোবর  : Today’s Famous Day in Historical Events : 2 October (Bengali) : আজকের বিখ্যাত দিনে ২ অক্টোবর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট TheFamousDay.com এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২ অক্টোবর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২ অক্টোবর | Today’s Important Day or Famous Day in Bengali : 2 October

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২ অক্টোবর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 2 October. On this day Important Day in Bengali)

2 October : আজ ২ অক্টোবর – গান্ধী জয়ন্তী(ভারত – Gandhi Jayanti)/আন্তর্জাতিক অহিংস দিবস(International Day of Non-Violence)। ১৮৬৯ সালের ২রা অক্টোবর জন্মগ্রহণকারী মোহনদাস গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে ভারতে উদযাপিত একটি অনুষ্ঠান। এটি প্রতিবছর ২রা অক্টোবর পালিত হয়, এবং এটি ভারতের তিনটি জাতীয় ছুটির মধ্যে একটি। এই দিনটি সারা দেশে সমান মর্যাদার সঙ্গে পালিত হয়। ২০০৭ সালের ১৫ ই জুন ইউএন সাধারণ পরিষদ ঘোষণা করেছিল যে, এদের গৃহীত একটি সিদ্ধান্ত অনুযায়ী ২রা অক্টোবর দিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে উদযাপিত করা হবে। নতুন দিল্লির রাজ ঘাটে, গান্ধীর স্মৃতিস্তম্ভে, যেখানে তাঁকে দাহ করা হয়েছিল, সেখানে সকলে শ্রদ্ধা অর্পণ করে থাকেন।

2 October : আজ ২ অক্টোবর – আন্তর্জাতিক অহিংস দিবস।

2 October : আজ ২ অক্টোবর – গান্ধীজয়ন্তি (ভারত)।

2 October : আজ ২ অক্টোবর – জাতীয় উৎপাদনশীলতা দিবস (বাংলাদেশ)।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ অক্টোবর | Today’s Famous Day in History (Bengali) : 2 October

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ অক্টোবর | Today’s famous day in the history of India (Bengali) : 2 October

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ অক্টোবর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 2 October. Today’s Famous day on 2 October in India. On this day Historical Famous Events in India)

2 October 1868 : ১৮৬৮ সালের এই দিনে কোলকাতায় জেনারেল পোস্ট অফিসের উদ্বোধন হয়।

2 October 1869 : ১৮৬৯ সালের এই দিনে ভারতের স্বাধীনতা আন্দোলনের বিশিষ্ট নেতা মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেন।

2 October 1906 : ১৯০৬ সালের এই দিনে বিখ্যাত চিত্রশিল্পী রাজা রবি বর্মা পরলোক গমন করেন।

2 October 1912 : 1912 ১৯১২ সলের আজকের দিনে গোপাল কৃষ্ণ গোখলে, গান্ধীর আমন্ত্রণে 26 দিনের সফরে দক্ষিণ আফ্রিকা পৌঁছেছেন;  তিনি টলস্টয় ফার্মেও যান।

2 October 1917 : ১৯১৭ সালের এই দিনে বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি ও সাহিত্য সমালোচক অক্ষয়চন্দ্র সরকার পরলোক গমন করেন।

2 October 1950 : ১৯৫০ আলের এই দিনে বিখ্যাত ভারতীয় মডেল ও অভিনেত্রী পারসিস খাম্বাটটা জন্মগ্রহণ করেন।

2 October 1954 : ১৯৫৪ সালের আজকের দিনে চন্দ্রনাগোরের পূর্ববর্তী ফরাসী দখল ভারতের পশ্চিমবঙ্গের অংশে পরিণত হয়েছিল।

2 October 1972 : ১৯৭২ সালের এই দিনে বোম্বাই-এ (বর্তমানের ‘মুম্বাই’) ভারতের প্রথম টেলিভিশন কেন্দ্র চালু করা হয়।

2 October 1986 : ১৯৮৬ সালের আজকের দিনে শিখ ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যার চেষ্টা করেছিল

2 October 1996 : ১৯৯৬ সালে আজকের দিনে প্রশান্ত মহাসাগরে পেরুর যাত্রবিাহী বিমান বিধ্বস্ত হয়। এতে ক্রসহ ৭০ জন নিহত হয়।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ অক্টোবর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 2 October

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ অক্টোবর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

2 October 1900 : ১৯০০ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী লীলা নাগ জন্মগ্রহণ করেন।

2 October 1964 : ১৯৬৪ সালের এই দিনে বাংলাদেশের বিখ্যাত সঙ্গীতশিল্পী ফারুক মাহফুজ আনাম ওরফে জেমস জন্মগ্রহণ করেন।

2 October 1983 : ১৯৮৩ সালের এই দিনে বাংলদেশ গ্রামীণ ব্যাঙ্কের আত্মপ্রকাশ ঘটে।

2 October 1995 : ১৯৯৫ সালের এই দিনে বাংলাদেশ সরকার ‘সাপটা’ (সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট) অনুমোদন করে।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ অক্টোবর | Today’s famous day in the history of the world (Bengali) : 2 October

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ অক্টোবর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 2 October, Today’s Famous day on 2 October in the World. On this day Historical Famous Events in The World)

2 October 1847 : ১৮৪৭ সালের এই দিনে বিখ্যাত জার্মান রাষ্ট্রপতি পল ভন হিন্ডেনবারগ জন্মগ্রহণ করেন।

2 October 1852 : ১৮৫২ সালের এই দিনে নোবেল বিজয়ী বিখ্যাত স্কটিশ রসায়নবিদ উইলিয়াম রামসায় জন্মগ্রহণ করেন।

2 October 1896 : ১৮৯৬ সালের এই দিনে পাকিস্তানের ভূতপূর্ব প্রধানমন্ত্রী লিয়াকত আলি খান জন্মগ্রহণ করেন।

2 October 1904 : ১৯০৪ সালের এই দিনে বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক ও গল্পকার গ্রাহাম গ্রীন জন্মগ্রহণ করেন।

2 October 1922 : ১৯২২ সালের এই দিনে চীনে এক বিধ্বংসী টাইফুনের আঘাতে প্রায় ষাট হাজার মানুষ মৃত্যুমুখে পতিত হয়।

2 October 1927 : ১৯২৭ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী বিখ্যাত সুইডিশ পদার্থবিদ ও রসায়নবিদ সভনটে অগস্ত আরেনিউস পরলোক গমন করেন।

2 October 1935 : ১৯৩৫ সালের এই দিনে মুসলিনির নেতৃত্বে ইতালির সেনাবাহিনী আবিসিনিয়া আক্রমণ করে।

2 October 1934 : ১৯৩৪ সালে আজকের দিনে জার্মানির স্বৈরশাসক রূপে এডলফ হিটলারের আত্মপ্রকাশ ঘটে।

2 October 1958 : ১৯৫৮ সালের এই দিনে ঘানা, ফ্রান্সের অধীনতা থেকে মুক্তি লাভ করে।

2 October 1974 : ১৯৭৪ সালের এই দিনে পাকিস্তানের প্রধানমন্ত্রী নুরুল আমিন পরলোক গমন করেন।

2 October 1996 : ১৯৯৬ সালের এই দিনে মাদার টেরেসা মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্মানিক নাগরিকত্ব অর্জন করেন।

আজকের বিখ্যাত জন্মদিন : ২ অক্টোবর | Today Famous Birthdays : 2 October

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 2 October. On this day Famous Birthdays in Bengali)

2 October 1869 : ১৮৬৯ সালে আজকের দিনে পোরবন্দর, গুজরাটে জন্ম গ্রহণ করেছিলেন ভারতীয় রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিদের একজন এবং প্রভাবশালী আধ্যাত্মিক নেতা মোহনদাস করমচাঁদ গান্ধী/মহাত্মা গান্ধী(Mahatma Gandhi)। তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা। এর মাধ্যমে স্বৈরশাসনের বিরুদ্ধে জনসাধারণ তাদের অভিমত প্রকাশ করে । এ আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল অহিংস মতবাদ বা দর্শনের উপর ভিত্তি করে এবং এটি ছিল ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম চালিকা শক্তি, সারা বিশ্বে মানুষের স্বাধীনতা এবং অধিকার পাওয়ার আন্দোলনের অন্যতম অনুপ্রেরণা।

2 October 1889 : ১৮৮৯ সালে আজকের দিনে হাওড়া জেলায় জন্মগ্রহন করেছিলেন খ্যাতনামা অভিনেতা, নাট্য পরিচালক ও নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ী(Shishir Kumar Bhaduri)। নাট্যমঞ্চে একাধিক নাটকে অভিনয় করে শিশিরকুমার যশস্বী হন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চরিত্রগুলি হলো: রঘুপতি ও জয়সিংহ (বিসর্জন, ১৯২৬), যোগেশ (প্রফুল্ল, ১৯২৭), জীবানন্দ (ষোড়শী, ১৯২৭), নাদির শাহ (দিগ্বিজয়ী, ১৯২৮), নিমচাঁদ (সধবার একাদশী, ১৯২৮) এবং চন্দ্রবাবু (চিরকুমার সভা, ১৯২৯)। ১৯৩০ সালে তিনি তপতী নাটকে বিশেষ অভিনয় পারঙ্গমতা প্রদর্শন করেন। আর্থিক অনটনের দরুণ এ বছরই তিনি স্বীয় মঞ্চ নাট্যমন্দির ছেড়ে স্টার থিয়েটারে যোগ দেন। তিনি অনেক সবাক ও নির্বাক চলচ্চিত্রে সফল অভিনয় করেন।

2 October 1904 : ১৯০৪ সালে আজকের দিনে উত্তর প্রদেশ রাজ্যে জন্মগ্রহন করেছিলেন ভারতের প্রাক্তন (তৃতীয়)প্রধানমন্ত্রী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের দলনেতা লাল বাহাদুর শাস্ত্রী(Lal Bahadur Shastri)। ১৯৬৫ সালের ইন্দো-পাক যুদ্ধে নায়ক ছিলেন ইনিই। তার বিখ্যাত স্লোগান “জয় জওয়ান, জয় কিষান” এই যুদ্ধের সময় খুবই জনপ্রিয় ছিল। এমনকি এখনও এই স্লোগান মানুষে মনে রেখেছে।

2 October 1924 : ১৯২৪ সালে আজকের দিনে কলকাতায় জন্মগ্রহন করেছিলেন প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক তপন সিংহ(Tapan Sinha)। শিক্ষা ভাগলপুর ও কলকাতায়, ফিজিক্সে এমএসসি। কর্মজীবনের শুরু নিউ থিয়েটার্স ও ক্যালকাটা মুভিটোন স্টুডিয়োয় শব্দযন্ত্রী হিসাবে; পরে লন্ডনের পাইনউড স্টুডিয়োয়। ‘অঙ্কুশ'(১৯৫৪) ছবি দিয়ে কাজ শুরু। চতুর্থ ছবি ‘কাবুলিওয়ালা’ থেকে সর্বভারতীয় খ্যাতি। ক্রমশ বিশ্বপরিচিতি, দেশে ও বিদেশে বহু সম্মান ও পুরস্কার লাভ। শ্রেষ্ঠ ভারতীয় ছবির জন্য রাষ্ট্রপতির স্বর্ণপদক পেয়েছেন একাধিক বার, পেয়েছেন শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার। পেয়েছেন দাদাসাহেব ফালকে পুরস্কারও। 

2 October 1930 : ১৯৩০ সালের আজকের দিনে জয়সরাও ঘোড়পাদে, ভারতের ক্রিকেট ব্যাটসম্যান (15 টেস্ট 2 October 15.26), মহারাষ্ট্রের পাঁচগনিতে জন্মগ্রহণ করেছেন (মৃত্যু: 1978)।

2 October 1934 : ১৯৩৪ সালের আজকের দিনে রিচার্ড স্কট, ভারতের দেরাদুনে জন্মগ্রহণকারী ব্রিটিশ হাইকোর্টের বিচারক ফস্কোটের ব্যারন স্কট।

2 October 1939 : ১৯৩৯ সালের আজকের দিনে বুধী কুণ্ডেরান, ভারতীয় ক্রিকেট উইকেটরক্ষক এবং ব্যাটসম্যান (১৮ টেস্ট), কর্ণাটকের মুল্কিতে জন্মগ্রহণ করেন (মৃত্যু 2006)।

2 October 1942 : ১৯৪২ সালে আজকের দিনে মুম্বাইয়ে জন্ম গ্রহণ করেন বলিউডের সাবেক জনপ্রিয় অভিনেত্রী, পরিচালক ও বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা আশা পারেখ(Asha Parekh)। ১৯৫৯ থেকে ১৯৭৩ সময়কালে হিন্দি চলচ্চিত্র অঙ্গনে অন্যতম শীর্ষস্থানীয় অভিনেত্রী ছিলেন তিনি। ১৯৭২ সালে ভারত সরকার কর্তৃক তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। পারেখকে অন্যতম সফলতম ও হিন্দি চলচ্চিত্রে সর্বকালের অন্যতম প্রভাববিস্তারকারী নায়িকারূপে বিবেচনা করা হয়ে থাকে।

2 October 1946 : ১৯৪৬ সালের আজকের দিনে এরিক পিটারসন, কানাডিয়ান অভিনেতা (স্ট্রিট আইনী), কানাডার স্যাসকাচোয়ান ইন্ডিয়ান হেডে জন্মগ্রহণ করেছিলেন।

2 October 1948 : ১৯৪৮ সালের আজকের দিনে পারসিস খাম্বট্টা, ভারতীয় অভিনেত্রী (স্টার ট্রেক, মেগাফোর্স), ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন (মৃত্যু 1998)।

2 October 1966 : ১৯৬৬ সালে আজকের দিনে কেরালায় জন্ম গ্রহণ করেন কে কে মেনন(Kay Kay Menon), তিনি হলেন একজন ভারতীয় চলচ্চিত্র, মঞ্চ এবং টেলিভিশন অভিনেতা যিনি মূলত হিন্দি সিনেমা এবং গুজরাটি, তামিল, মারাঠি এবং তেলেগু সিনেমায় কাজ করেন।

2 October 1968 : ১৯৬৮ সালে আজকের মহারাষ্ট্রের নাগপুরে দিনে জন্ম গ্রহণ করেন ভারতীয় হিন্দি চলচ্চিত্র জগতের অভিনেতা রোহিত রায়(Rohit Roy)।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : ২ অক্টোবর | Today Famous Marriage Anniversary and Divorces : 2 October

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 2 October. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

2 October : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২ অক্টোবর | Today Famous Deaths : 2 October

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 2 October. On this day Famous Deaths in Bengali)

2 October 1906 : ১৯০৬ সালে আজকের দিনে মুত্যুবরণ করেন  ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী রাজা রবি বর্মা(Raja Ravi Varma)। ভারতীয় ইতিহাসের নানাক্ষেত্রে বিচরণের জন্য তাকে ভারতের অন্যতম শ্রেষ্ঠ চিত্রশিল্পী হিসেবে গণ্য করা হয়। ভারতীয় ইতিহাস ধরে রেখে তিনি ইউরোপীয় ধাঁচে চিত্র এঁকে ভারতীয় চিত্রশিল্প জগতে এক অভূতপূর্ব পরিবর্তন এনেছিলেন।

2 October 1917 : ১৯১৭ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট বাঙালি কবি, প্রাবন্ধিক ও সাহিত্য সমালোচক অক্ষয়চন্দ্র সরকার(Akshay Chandra Sarkar)। ব্রিটিশ-বিরোধী আন্দোলনের প্রবল সমর্থক অক্ষয়চন্দ্র দেশীয় শিল্পের পুনরুজ্জীবন ও স্বায়ত্তশাসনের উপযোগী শিক্ষাব্যবস্থা প্রবর্তনের পক্ষপাতী ছিলেন।

2 October 1975 : ১৯৭৫ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন কুমার স্বামী কামরাজ নাদার(Kumaraswami Kamaraj), তিনি ছিলেন ভারতরত্ন পদকপ্রাপ্ত রাজনীতিবিদ, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ২ অক্টোবর : The Famous Day 2 October in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ২ অক্টোবর : The Famous Day 2 October (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ২ অক্টোবর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *