Close Ad close
Breaking
Sun. Jan 12th, 2025
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২ সেপ্টেম্বর | Today's Famous Day in Historical Events 2 Septemberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২ সেপ্টেম্বর | Today's Famous Day in Historical Events 2 September

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২ সেপ্টেম্বর | Today’s Famous Day in Historical Events 2 September

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২ সেপ্টেম্বর  : Today’s Famous Day in Historical Events 2 September (Bengali) : আজকের বিখ্যাত দিনে ২ সেপ্টেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২ সেপ্টেম্বর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২ সেপ্টেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 2 September

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২ সেপ্টেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 2 September. On this day Important Day in Bengali)

2 September : আজ ২রা সেপ্টেম্বর – জাতীয় দিবস (ভিয়েতনাম)।

2 September : আজ ২রা সেপ্টেম্বর – বিশ্ব নারিকেল দিবস। নারিকেল গুণগত মান, ব্যাবহার, উপকারিতা কে গুরুত্ব দেবার জন্য প্রতি বছর ‘২ রা সেপ্টেম্বর ‘ নারকেল দিবস পালন করা হয়। নারকেল দিবসে, নারকেল থেকে তৈরি বিভিন্ন প্রকার মিষ্টান্ন, নারকেল গাছ থেকে তৈরি বিভিন্ন সামগ্রী এই প্রদর্শনী তে রাখা হয়। সারা বিশ্বে প্রায় অনেকগুলো দেশেই নারকেলের চাষ হয়। তার মধ্যে, মইক্রোনেসিয়া, ফিজি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, ব্রাজিল, শ্রীলঙ্কা, ফিলিপিন্স অন্যতম। এর মধ্যে সর্বাধিক নারকেল উৎপাদন হয়, ইন্দোনেশিয়া, ভারত, ফিলিপিন্স, শ্রীলঙ্কা, ও ব্রিজেলে।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ সেপ্টেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 2 September

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ সেপ্টেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 2 September

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ সেপ্টেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 2 September. Today’s Famous day on 2 September in India. On this day Historical Famous Events in India)

2 September 1573 : ১৫৭৩ সালে আজকের দিনে মুঘল সম্রাট আকবর আহমেদাবাদের যুদ্ধে জয়লাভ করে গুজরাট দখল করেন।

2 September 1792 : ১৭৯২ সালে আজকের দিনে ফরাসি বিপ্লব সময় বিপ্লবীরা তিনজন রোমান ক্যাথলিক বিশপ ও প্রায় দুইশত পুরোহিতদের হত্যা করে। এই ঘটনা সেপ্টেম্বর গনহত্যা নামে পরিচিত।

2 September 1933 : ১৯৩৩ সালের এই দিনে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম শরিক অনাথবন্ধু পাঁজা পরলোক গমন করেন।

2 September 1946 : ১৯৪৬ সালের এই দিনে প্রাক-স্বাধীন ভারতে সংবিধান সভার সুপারিশক্রমে স্বল্প সময়কালের একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।

2 September 1946 : ১৯৪৬ সালের এই দিনে বিশিষ্ট বাঙালি সাহিত্যিক প্রমথ চৌধুরী পরলোক গমন করেন।

2 September 1952 : ১৯৫২ সালের এই দিনে বিশিষ্ট শিক্ষক ও পণ্ডিত বেণীমাধব দাস জন্মগ্রহণ করেন।

2 September 1956 : ১৯৫৬ সালের আজকের দিনে একটি ট্রেনের নীচে একটি রেল ব্রিজের সংঘর্ষে 120 জন নিহত (ভারত)।

2 September 1967 : ১৯৬৭ সালের এই দিনে বিখ্যাত সঙ্গীতশিল্পী উস্তাদ আয়েত আলি খাঁ পরলোক গমন করেন।

2 September 1973 : ১৯৭৩ সালের আজকের দিনে নেদারল্যান্ডস তাদের প্রথম পুরুষদের হকি বিশ্বকাপ জিতেছে, নেদারল্যান্ডসের আমস্টেলভিনে ভারতের হয়ে পেনাল্টিতে 4-2 করে।

2 September 1985 : ১৯৮৫ সালে আজকের দিনে চলচ্চিত্রকার সত্যজিৎ রায় ভারতবর্ষের অনন্য চলচ্চিত্র কেন্দ্র নন্দন উদ্বোধন করেন।

2 September 2008 : ২০০৮ ৫৪ তম জাতীয় চলচ্চিত্র পুরষ্কার (ভারত): “পুলিজানমাম” গোল্ডেন লোটাস জিতেছে।

2 September 2009 : ২০০৯ সালের এই দিনে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুগুরি সন্দিস্তি রাজশেখর রেডডি পরলোক গমন করেন।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ সেপ্টেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 2 September

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ সেপ্টেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

2 September 1947 : ১৯৪৭ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে ‘তমদ্দুন মজলিশ’ নামক সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ সেপ্টেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 2 September

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ সেপ্টেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 2 September, Today’s Famous day on 2 September in the World. On this day Historical Famous Events in The World)

2 September 1666 : ১৬৬৬ সালে আজকের দিনে লন্ডনে এক ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১০,০০০ বাড়ি পুড়ে যায় (সেন্ট পলের ক্যাথেড্রাল সহ)। এই অগ্নিকান্ড প্রায় তিন দিন যাবৎ চলে।

2 September 1752 : ১৭৫২ সালের এই দিনে ব্রিটিশ যুক্তরাজ্য ‘গ্রেগরিয়ান দিনপঞ্জি’ গ্রহন করে নেয়।

2 September 1853 : ১৮৫৩ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ উইলহেম অসওয়াল্ড জন্মগ্রহণ করেন।

2 September 1865 : ১৮৬৫ সালের এই দিনে বিশিষ্ট আইরিশ গণিতবিদ উইলিয়াম রোয়ান হ্যামিলটন পরলোক গমন করেন।

2 September 1937 : ১৯৩৭ সালের এই দিনে হং কং-এ বিধ্বংসী টাইফুনের প্রভাবে প্রায় পাঁচশত মানুষ মৃত্যুমুখে পতিত হয়।

2 September 1939 : ১৯৩৯ সালে আজকের দিনে ব্রিটেনে ১৯ থেকে ৪১ বছর বয়সী পুরুষদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে নিয়োগ করা হয়।

2 September 1945 : ১৯৪৫ সালের এই দিনে হো চি মিন ভিয়েতনামকে একটি স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করেন।

2 September 1945 : ১৯৪৫ সালের এই দিনে জাপান আনুষ্ঠানিকভাবে মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে।

2 September 1945 : ১৯৪৫ সালে আজকের দিনে পরাজয় মেনে নিয়ে জাপান নিঃশর্ত আত্মসমর্পণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়।

2 September 1952 : ১৯৫২ সালের এই দিনে বিশ্ববিখ্যাত টেনিস খেলোয়াড় জিমি কন্নরস জন্মগ্রহণ করেন।

2 September 1969 : ১৯৬৯ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম এ.টি.এম টি নিউ ইয়র্ক শহরে চালু হয়। এটি ছিল কেমিক্যাল ব্যাঙ্কের এ.টি.এম।

2 September 1991 : ১৯৯১ সালের এই দিনে ব্রিটিশ যুক্তরাজ্য, এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া-কে স্বাধীন দেশের স্বীকৃতি দেয়।

2 September 2003 : ২০০৩ সালের এই দিনে ‘হারলে-ডেভিডশান’-এর একশত বছর জন্মপূর্তি পালন করা হয়।

2 September 2007 : ২০০৭ সালের এই দিনে পোপ বেনেডিক্ট ইতালির লরেটোতে ‘সেভ ক্রিয়েশান ডে'(Save Creation Day) নামে একটি উৎসব পালন করেন। এই উৎসবের মুল লক্ষ্য ছিল পরিবেশ বান্ধবতা ও পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরা।

2 September 2011 : ২০১১ সালের এই দিনে জার্মানিতে স্যামসাং গ্যালাক্সি ট্যাবলেটের বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা চাপানো হয়।

2 September 2013 : ২০১৩ সালের এই দিনে ডায়ানা নিয়াদ প্রথম কোনও সাঁতারু হিসেবে কিউবা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত সাঁতরে পথ অতিক্রম করেন।

আজকের বিখ্যাত জন্মদিন : ২ সেপ্টেম্বর | Today Famous Birthdays : 2 September

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 2 September. On this day Famous Birthdays in Bengali)

2 September 1838 : ১৮৩৮ সালে আজকের দিনে নদীয়া জেলায় জন্ম গ্রহণ করেন ভারতীয় গুরু ও দার্শনিক ভক্তবিনোদ ঠাকুর(Bhaktivinoda Thakur)। He edited and published over 100 books on Vaishnavism, including major theological treatises such as Krishna-samhita (1880), Caitanya-sikshamrita (1886) Jaiva-dharma (1893), Tattva-sutra (1893), Tattva-viveka (1893), and Hari-nama-cintamani (1900).

2 September 1920 : ১৯২০ সালে আজকের দিনে বিক্রমপুর ঢাকাতে(বৃটিশ ভারত) জন্ম গ্রহণ করেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়(Birendra Chattopadhyay)। তাকে ১৯৮২ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হন।

2 September 1965 : ১৯৬৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন পার্থো সেন-গুপ্ত, ভারতীয় চলচ্চিত্র নির্মাতা।

2 September 1971 : ১৯৭১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন পবন কল্যাণ, ভারতীয় অভিনেতা।

2 September 1988 : ১৯৮৮ সালে আজকের দিনে দিল্লীতে জন্ম গ্রহণ করেছিলেন ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলার হিসেবে পরিচিত ভারতীয় ক্রিকেটার ইশান্ত বিজয় শর্মা(Ishant Sharma)। তার টেস্ট অভিষেক হয় ২৫শে মে ২০০৭(বনাম বাংলাদেশ) এবং ওডিআই অভিষেক ২৯শে জুন ২০০৭(বনাম দক্ষিণ আফ্রিকা)।

2 September 1989 : ১৯৮৯ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ইশ্মিত সিং সোধা, ভারতীয় প্লেব্যাক গায়ক (মৃত্যু – ২০০৮)।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : ২ সেপ্টেম্বর | Today Famous Marriage Anniversary and Divorces : 2 September

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 2 September. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

2 September : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২ সেপ্টেম্বর | Today Famous Deaths : 2 September

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 2 September. On this day Famous Deaths in Bengali)

2 September 1933 : ১৯৩৩ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন পশ্চিম মেদিনীপুরের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী অনাথবন্ধু পাঁজা(Anath Bandhu Panja)। তিনি গোপন বেঙ্গল ভলান্টিয়ার্স দলের সদস্য ছিলেন। পেডি ও ডগলাস নিহত হবার পর বার্জ নামে এক ইংরেজ মেদিনীপুরের ম্যাজিস্ট্রেট হয়ে আসেন। ১৯৩৩ সালে ২ সেপ্টেম্বর অনাথবন্ধু পাঁজা এবং তার সঙ্গী মৃগেন্দ্রনাথ দত্ত কর্তৃক বার্জ নিহত হয়। কিন্তু পুলিসের গুলিতে তিনি ঘটনাস্থলেই এবং মৃগেন্দ্রনাথ পরদিন মারা যান।

2 September 1946 : ১৯৪৬ সালে আজকের দিনে কলকাতায় মৃত্যুবরণ করেন বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক, কবি ও লেখক প্রমথ চৌধুরী(Pramatha Chaudhuri)। তার সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। তার সম্পাদিত সবুজ পত্র বাংলা সাহিত্যে চলতি ভাষারীতি প্রবর্তনে আগ্রণী ভূমিকা পালন করে। তার প্রবর্তিত গদ্যরীতিতে “সবুজ পত্র” নামে বিখ্যাত সাহিত্যপত্র ইতিহাসে প্রতিষ্ঠিত হয়েছেন।

2 September 1952 : ১৯৫২ সালে আজকের দিনে কলকাতায় মৃত্যুবরণ করেন প্রাজ্ঞ বাঙালি পন্ডিত, শিক্ষক ও দেশপ্রেমিক বেণী মাধব দাস(Beni Madhab Das)। তিনি শরৎচন্দ্র বসু, সুভাষচন্দ্র সহ আরও অনেক প্রখ্যাত ব্যক্তির শিক্ষাগুরু ছিলেন।

2 September 1972 : ১৯৭২ সালে আজকের দিনে দিল্লীতে মৃত্যুবরণ করেন ভারতের খ্যাতিমান চিত্রশিল্পী অবনী সেন(Abani Sen)। এই কৃতি শিল্পী নিজস্ব রীতিতে বলিষ্ঠ রেখাসর্বস্ব জন্তু-জানোয়ারের নানা চিত্র এঁকে খ্যাতি অর্জন করেন। ১৯৪০-এর দশকে তিনি অন্যান্য শিল্পীদের সংগে ক্যালকাটা গ্রুপের সদস্য হন। তাকে আধুনিক ভারতীয় চিত্রশিল্পের আদি গুরু (Old Masters of modern Indian painting) বলে বিবেচনা করা হয়।

2 September 1996 : ১৯৯৬ সালে আজকের দিনে দক্ষিণ আফ্রিকায় মৃত্যুবরণ করেন ভারতীয় ইসলামি পন্ডিত, হানাফি আলেম এবং দারুল উলুম দেওবন্দ ও মাজাহির উলুম, সাহারানপুরের প্রাক্তন প্রধান মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহী(Mahmood Hasan Gangohi)। তিনি সাহাবী হযরত আবু আইয়ুব আনসারি রাঃ-এর বংশধর।

2 September 2009 : ২০০৯ সালে আজকের দিনে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুগুরি সন্দিন্তি রাজশেখর রেড্ডি(Y. S. Rajasekhara Reddy)। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন। পুলিভেন্দুলা বিধানসভা থেকে অন্ধ্রপ্রদেশ বিধানসভায় ছয় বার নির্বাচিত রাজশেখর রেড্ডি কুদ্দাপা লোকসভা কেন্দ্র থেকে ৯ম, ১০ম, ১১শ ও ১২শ লোকসভায় নির্বাচিত হন।

2 September 2010 : ২০১০ সালে আজকের দিনে কলকাতায় মৃত্যুবরণ করেন বাংলা চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা দিলীপ রায়(Dilip Roy)। তিনি কিছুকাল খড়গপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে চাকরি করার পর উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ডিরেক্টর জ্ঞান ঘোষের উৎসাহে ও প্রেরণায় অভিনয় জগতের সঙ্গে যুক্ত হন।সেই থেকেই তিনি পুরোপুরি মনোনিবেশ করেন চলচ্চিত্র এবং নাট্য শিল্পে।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ২ সেপ্টেম্বর : The Famous Day 2 September in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ২ সেপ্টেম্বর : The Famous Day 2 September (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ২ সেপ্টেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *