Close Ad close
Breaking
Sun. Jan 12th, 2025
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২০ সেপ্টেম্বর | Today's Famous Day in Historical Events : 20 Septemberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২০ সেপ্টেম্বর | Today's Famous Day in Historical Events : 20 September

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২০ সেপ্টেম্বর | Today’s Famous Day in Historical Events : 20 September

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২০ সেপ্টেম্বর  : Today’s Famous Day in Historical Events : 20 September (Bengali) : আজকের বিখ্যাত দিনে ২০ সেপ্টেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২০ সেপ্টেম্বর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২০ সেপ্টেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 20 September

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২০ সেপ্টেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 20 September. On this day Important Day in Bengali)

20 September : আজ ২০ সেপ্টেম্বর – আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ক্রীড়া দিবস।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২০ সেপ্টেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 20 September

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২০ সেপ্টেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 20 September

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২০ সেপ্টেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 20 September. Today’s Famous day on 20 September in India. On this day Historical Famous Events in India)

20 September 1854 : ১৮৫৪ সালের আজকের দিনে অবিভক্ত বাংলায় প্রথম ডাকটিকেট বিক্রি শুরু হয়। ডাকটিকেটের চিত্রশিল্পী ছিলেন নুমারউদ্দীন। 

20 September 1857 : ১৮৫৭ সালের আজকের দিনে বিদ্রোহী সিপাহিদের হাত থেকে ব্রিটিশ সেনারা দিল্লি পুনর্দখল করে নেয়।

20 September 1932 : ১৯৩২ সালের আজকের দিনে মহাত্মা গান্ধী অস্পৃশ্যদের চিকিৎসার বিরুদ্ধে অনশন শুরু করেছেন।

20 September 1946 : ১৯৪৬ সালে আজকের দিনে প্রথম কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছিল।

20 September 1986 : ১৯৮৬ সালের আজকের দিনে পরলোক গমন করেন প্রবোধচন্দ্র সেন।তিনি ছিলেন ছন্দবিশারদ, ঐতিহাসিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২০ সেপ্টেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 20 September

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২০ সেপ্টেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

20 September 2001 : ২০০১ সালের আজকের দিনে রাজধানী ঢাকায় রিকশার বিকল্প হিসেবে পরীক্ষামূলকভাবে ‘সিটি সার্কুলার সার্ভিস’ চাল হয়।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২০ সেপ্টেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 20 September

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২০ সেপ্টেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 20 September, Today’s Famous day on 20 September in the World. On this day Historical Famous Events in The World)

20 September 1187 : ১১৮৭ সালের আজকের দিনে মুসলমান সেনারা খ্রিস্টানদের বিরুদ্ধে ক্রুসেডের অংশ হিসেবে সেনাপতি সালাদিনের নেতৃত্বে জেরুজালেম অবরোধ শুরু করেন, যা ২ অক্টোবর তাদের দখলে আসে।

20 September 1620 : ১৬২০ সালের আজকের দিনে তুরস্কের কাছে যুদ্ধে পরাজিত হয় পোল্যান্ড।

20 September 1778 : ১৭৭৮ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ফাবিয়ান গটলিয়েড বেলিংশাউসেন, তিনি ছিলেন রাশিয়ান এডমিরাল মানচিত্রাঙ্কনবিদ ও এক্সপ্লোরার।

20 September 1831 : ১৮৩১ সালের আজকের দিনে ব্রিটেনে প্রথম বাষ্পচালিত  বাস চালানো হয়।

20 September 1833 : ১৮৩৩ সালের আজকের দিনে চার্লস ডারউইন ঘোড়ায় চড়ে বুয়েনস আইরেস যাত্রা করেন।

20 September 1839 : ১৮৩৯ সালের আজকের দিনে নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে হার্লেম পর্যন্ত রেলপথ খুলে দেওয়া হয়।

20 September 1867 : ১৮৬৭ সালের আজকের দিনে হাঙ্গেরীকে অষ্ট্রিয়ার সাথে একিভূত করে বৃহৎ অষ্ট্রিয়ান সাম্রাজ্য গঠন করা হয়

20 September 1870 : ১৮৭০ সালের আজকের দিনে ইতালির সেনাবাহিনী ফ্রান্সের কাছ থেকে রোম শহর দখল করে।

20 September 1964 : ১৯৬৪ সালের আজকের দিনে আফগানিস্তানের জাতীয় সংসদ নতুন সংবিধান অনুমোদন করে।

20 September 1969 : ১৯৬৯ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ডাচ ফুটবলার রিচার্ড ওয়িটসচগে।

20 September 1970 : ১৯৭০ সালের আজকের দিনে সোভিয়েত রকেট লুনা-১৬ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে।

20 September 1973 : ১৯৭৩ সালে আজকের দিনে নারী টেনিস খেলোয়ার বিলি জিন কিং লন টেনিস খেলার লিঙ্গের যুদ্ধ নামক মুখোমুখি ম্যাচে পুরুষ টেনিস খেলোয়ার ববি রিগস্‌কে পরাজিত করেন।

20 September 1977 : ১৯৭৭ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন জাপানি গায়ক, ড্যান্সার ও অভিনেত্রী নামিয়ে আমুরো।

20 September 1980 : ১৯৮০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন আমেরিকান অভিনেতা ও প্রযোজক রায়ান ডনোহু ।

20 September 1983 : ১৯৮৩ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন আমেরিকান বংশোদ্ভূত জাপানি শিল্পী, গীতিকার ও অভিনেত্রী ইয়ুনা ইটো ।

20 September 1996 : ১৯৯৬ সালের আজকের দিনে পরলোক গমন করেন পল এর্ডশ। তিনি ছিলেন একজন  হাঙ্গেরীয় গণিতবিদ।

আজকের বিখ্যাত জন্মদিন : ২০ সেপ্টেম্বর | Today Famous Birthdays : 20 September

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 20 September. On this day Famous Birthdays in Bengali)

20 September 1911 : ১৯১১ সালের আজকের দিনে শ্রীরাম শর্মা, ভারতীয় আধ্যাত্মিক নেতা এবং “সমস্ত বিশ্ব গায়ত্রী পরিবার” এর প্রতিষ্ঠাতা, ভারতের আগ্রায় জন্মগ্রহণ করেছিলেন (মৃত্যু: 1990)।

20 September 1948 : ১৯৪৮ সালে আজকের দিনে মুম্বাইয়ে জন্ম গ্রহণ করেছিলেন ভারতের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার মহেশ ভাট(Mahesh Bhatt)।  তার কর্মজীবনের শুরুর দিকের দুটি সমাদৃত চলচ্চিত্র হল “অর্থ(১৯৮২)” ও “সারাংশ(১৯৮৪)”। এই দুটি কাজের জন্য তিনি যথাক্রমে শ্রেষ্ঠ সংলাপ বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার ও শ্রেষ্ঠ কাহিনি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। সারাংশ চলচ্চিত্রটি ১৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল। এটি ভারতের প্রথম চলচ্চিত্র হিসেবে শ্রেষ্ঠ বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কারের জন্য নিবেদন করা হয়েছিল।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : ২০ সেপ্টেম্বর | Today Famous Marriage Anniversary and Divorces : 20 September

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 20 September. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

20 September : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২০ সেপ্টেম্বর | Today Famous Deaths : 20 September

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 20 September. On this day Famous Deaths in Bengali)

20 September 1933 : ১৯৩৩ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ব্রিটিশ সমাজতান্ত্রিক, ব্রহ্মজ্ঞানী, নারী অধিকার আন্দোলনকারী, লেখক, বাগ্মী, এবং আইরিশ ও ভারতীয় স্বায়ত্ব শাসনের সমর্থক অ্যানি বেসান্ত(Annie Besant)। 

20 September 1942 : ১৯৪২ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন কংগ্রেসের বিশিষ্ট নেতা এবং ‘চাঁদপুরের গান্ধী’ নামে পরিচিত হরদয়াল নাগ(Hardyal Nag)।

20 September 1986 : ১৯৮৬ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বাঙালি ঐতিহাসিক, ছদ্মবিশারদ ও রবীন্দ্রবিশেষজ্ঞ প্রবোধচন্দ্র সেন(Prabodh Chandra Sen)।

20 September 2004 : ২০০৪ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন কলকাতার বিখ্যাত চিত্রপরিচালক সলিল দত্ত(Salil Dutta)। The first film directed by him is Surya Sikha(1963) starred by Uttam Kumar and Supriya Choudhury. He also acted number of films like Atithi(1965), Khelaghar, Dhanyee Meye etc. Dutta directed 22 Bengali films in his career.

20 September 2015 : ২০১৫ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন কলকাতার বিশিষ্ট ভারতীয় ক্রিকেট প্রশাসক জগমোহন ডালমিয়া(Jagmohan Dalmiya)। তিনি মিডিয়া জগতে “ভারতীয় ক্রিকেটের ম্যাকিওভেলী”, “বাস্তববাদী রাজনীতির গুরু”, “প্রত্যাবর্তনের গুরু” প্রভৃতি সম্মানসূচক বিশেষণে ভূষিত ছিলেন। তিনি দীর্ঘকাল ধরে ভারত ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থা ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড ও বঙ্গীয় ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ২০ সেপ্টেম্বর : The Famous Day 20 September in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ২০ সেপ্টেম্বর : The Famous Day 20 September (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ২০ সেপ্টেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *