Close Ad close
Breaking
Thu. Jan 16th, 2025
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২১ ডিসেম্বর | Today's Famous Day in Historical Events : 21 Decemberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২১ ডিসেম্বর | Today's Famous Day in Historical Events : 21 December

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২১ ডিসেম্বর | Today’s Famous Day in Historical Events : 21 December

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২১ ডিসেম্বর  : Today’s Famous Day in Historical Events : 21 December (Bengali) : আজকের বিখ্যাত দিনে ২১ ডিসেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২১ ডিসেম্বর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২১ ডিসেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 21 December

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২১ ডিসেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 21 December. On this day Important Day in Bengali)

21 December : আজ ২১ ডিসেম্বর – No record.

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২১ ডিসেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 21 December

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২১ ডিসেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 21 December

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২১ ডিসেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 21 December. Today’s Famous day on 21 December in India. On this day Historical Famous Events in India)

21 December 1826 : ১৮২৬ সালের আজকের দিনে রাজা রনজিত সিংয়ের বিরুদ্ধে সৈয়দ আহমদ বেলভী যুদ্ধ ঘোষণা করেন।

21 December 1952 : ১৯৫২  সালের আজকের দিনে উপমহাদেশে সাইফুদ্দিন কিসলু প্রথম লেনিন শান্তি পুরস্কার পান।

21 December 1955 : ১৯৫৫ সালের আজকের দিনে দ্বিতীয় জাতীয় চলচ্চিত্র পুরষ্কার (ভারত): “মির্জা গালিব” গোল্ডেন লোটাস জিতেছে।

21 December 1963 : ১৯৬৩ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন গোবিন্দ, তিনি ভারতীয় অভিনেতা, গায়ক ও রাজনীতিবিদ।

21 December 2011 : ২০১১ সালের আজকের দিনে অন্যতম ভারতীয় বিজ্ঞানী পি.কে.আয়েঙ্গার পরলোক গমন করেন।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২১ ডিসেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 21 December

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২১ ডিসেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

21 December 1854 : ১৮৫৪ সালের আজকের দিনে মরমী কবি হাছন রাজা জন্মগ্রহণ করেন।

21 December 1971 : ১৯৭১ সালের আজকের দিনে পাকহানাদার বাহিনী মুক্ত হয় নাটোর জেলা।

21 December 1982 : ১৯৮২ সালের আজকের দিনে প্রাবন্ধিক, নন্দনতাত্ত্বিক আবু সয়ীদ আইয়ুব পরলোক গমন করেন।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২১ ডিসেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 21 December

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২১ ডিসেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 21 December, Today’s Famous day on 21 December in the World. On this day Historical Famous Events in The World)

21 December 1401 : ১৪০১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন মাসাকিও, তিনি ছিলেন ইতালীয় চিত্রশিল্পী।

21 December 1762 : ১৭৬২ সালের আজকের দিনে জেমস কুক এলিজাবেথ বাটসকে বিয়ে করেন।

21 December 1788 : ১৭৮৮ সালের আজকের দিনে হু তে সং ভিয়েতনামের রাজা হন।

21 December 1849 : ১৮৪৯ সালের আজকের দিনে প্রথম মার্কিন স্কেটিং ক্লাব গঠিত হয়।

21 December 1890 : ১৮৯০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন হারমান জোসেফ মুলার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জেনেটিসিস্ট ও জীববিজ্ঞানী।

21 December 1898 : ১৮৯৮ সালের আজকের দিনে বিজ্ঞানী পিয়েরে কুরি ও মেরি কুরি রেডিয়াম আবিষ্কার করেন।

21 December 1913 : ১৯১৩ সালের আজকের দিনে সংবাদপত্র নিউইয়র্ক ওয়ার্ল্ড সর্ব প্রথম শব্দ ধাঁধা প্রকাশ করে।

21 December 1917 : ১৯১৭ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন হাইনরিশ বোল্, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান সৈনিক ও লেখক।

21 December 1960 : ১৯৬০ সালের আজকের দিনে পরলোক গমন করেন এরিক টেম্পল বেল, তিনি ছিলেন মার্কিন গণিতবিদ ও বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক।

21 December 1963 : ১৯৬৩ সালের আজকের দিনে পরলোক গমন করেন জ্যাক হবস, তিনি ছিলেন ইংরেজ ক্রিকেটার ও সাংবাদিক।

21 December 1966 : ১৯৬৬ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন কিফের সদারল্যান্ড, তিনি ইংরেজ বংশোদ্ভূত কানাডিয়ান অভিনেতা, পরিচালক ও প্রযোজক।

21 December 1969 : ১৯৬৯ সালের আজকের দিনে অ্যাপোলো-৮ উৎক্ষেপণের ফলে মহাশূন্যে প্রথমবারের মতো মানুষের পক্ষে চন্দ্র প্রদক্ষিণ সম্ভব হয়।

21 December 1987 : ১৯৮৭ সালের আজকের দিনে ম্যানলিায় জাহাজ ট্যাংকার দুর্ঘটনায় ২ হাজার লোকের প্রাণহানি ঘটে।

21 December 1988 : ১৯৮৮ সালের আজকের দিনে স্কটল্যান্ডের লকারবির আকাশে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যাত্রীবাহী বিমান বিস্ফোরিত হবার ঘটনায় ২৭০ জন প্রাণ হারায়।

21 December 1988.  ১৯৮৮ সালের আজকের দিনে পরলোক গমন করেন নিকোলাস টিনবারগেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডাচ বংশোদ্ভূত ইংরেজ ইথলজিস্ট ও পক্ষীবিদ।

21 December 1991 : ১৯৯১ সালের আজকের দিনে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ১১টি প্রজাতন্ত্রের ( ৩টি বল্টিক উপকূলীয় প্রজাতন্ত্র এবং জর্জিয়া প্রজাতন্ত্র ছাড়া সোভিয়েত ইউনিয়নের বাকী ১১টি প্রজাতন্ত্রের ) নেতারা কাজাখস্তানের রাজধানী আলমা’ আটা শহরে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে “আলমা’ আটা ঘোষণা” স্বাক্ষর করেন এবং তাতেই সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটে।

21 December 2009 : ২০০৯ সালের আজকের দিনে পরলোক গমন করেন এডুইন গেরহার্ড ক্রেবস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান প্রাণরসায়নী ও অধ্যাপক।

আজকের বিখ্যাত জন্মদিন : ২১ ডিসেম্বর | Today Famous Birthdays : 21 December

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 21 December. On this day Famous Birthdays in Bengali)

21 December : আজ ২১ ডিসেম্বর – No record.

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২১ ডিসেম্বর | Today Famous Deaths : 21 December

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 21 December. On this day Famous Deaths in Bengali)

21 December 2004 : ২০০৪ সালের আজকের দিনে ভারতের চিকিত্সা বিজ্ঞানী ওটার সিং পেইন্টাল 79 বছর বয়সে মারা যান।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ২১ ডিসেম্বর : The Famous Day 21 December in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২১ ডিসেম্বর | Today’s Famous Day in Historical Events : 21 December (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ২১ ডিসেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *