Close Ad close
Breaking
Tue. Nov 19th, 2024
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২১ অক্টোবর | Today's Famous Day in Historical Events : 21 Octoberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২১ অক্টোবর | Today's Famous Day in Historical Events : 21 October

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২১ অক্টোবর | Today’s Famous Day in Historical Events : 21 October

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২১ অক্টোবর  : Today’s Famous Day in Historical Events : 21 October (Bengali) : আজকের বিখ্যাত দিনে ২১ অক্টোবর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২১ অক্টোবর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২১ অক্টোবর | Today’s Important Day or Famous Day in Bengali : 21 October

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২১ অক্টোবর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 21 October. On this day Important Day in Bengali)

21 October : আজ ২১ অক্টোবর – আপেল দিবস।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২১ অক্টোবর | Today’s Famous Day in History (Bengali) : 21 October

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২১ অক্টোবর | Today’s famous day in the history of India (Bengali) : 21 October

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২১ অক্টোবর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 21 October. Today’s Famous day on 21 October in India. On this day Historical Famous Events in India)

21 October 1296 : ১২৯৬ সালের আজকের দিনে আলাউদ্দিন খিলজি দিল্লির সিংহাসনে আরোহণ করেন।

21 October 1857 : ১৮৫৭ সালে আজকের দিনে ব্রিটিশ সরকার কলকাতায় প্রেসিডেন্সি কলেজ স্থাপনের প্রস্তাব গ্রহণ করে।

21 October 1931 : ১৯৩১ সালের আজকের দিনে ভারতীয় চলচ্চিত্র শিল্প জগতের একসময়কার জনপ্রিয় নায়ক এবং চলচ্চিত্র পরিচালক শাম্মী কাপুর জন্মগ্রহন করেন।

21 October 1943 : ১৯৪৩ সালের আজকের দিনে সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন।

21 October 1966 : ১৯৬৬ সালের আজকের দিনে পরলোক গমন করেন সুধীশ ঘটক, তিনি ছিলেন বাঙালি চিত্র পরিচালক ও ক্যামেরাম্যান।

21 October 1990 : ১৯৯০ সালের আজকের দিনে আনন্দমার্গী সংগঠনের প্রতিষ্ঠাতা আনন্দমূর্তি প্রভারঞ্জন সরকার পরলোক গমন করেন।

21 October 1991 : ১৯৯১ সালের আজকের দিনে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে দু’শ উইকেট পেযে় কপিল দেব বিশ্ব রেকর্ড সৃষ্টি করেন। 

21 October 2012 : ২০১২ সালের আজকের দিনে পরলোক গমন করেন যশ চোপড়া, তিনি ছিলেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২১ অক্টোবর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 21 October

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২১ অক্টোবর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

21 October 1900 : ১৯০০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন লীলা নাগ, তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী।

21 October 1976 : ১৯৭৬ সালের আজকের দিনে পরলোক গমন করেন ফজিলতুন্নেসা, তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান ছাত্রী ও ঢাকা ইডেন কলেজের সাবেক অধ্যক্ষা।

21 October 1980 : ১৯৮০ সালে আজকের দিনে খুলনা কারাগারে পুলিশি অভিযান : ৩৫ জন বন্দি নিহত, ২৪ জন জিম্মি উদ্ধার করা হয়।

21 October 1984 : ১৯৮৪ সালের আজকের দিনে বাংলাদেশে অ্যাসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ করা হয়।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২১ অক্টোবর | Today’s famous day in the history of the world (Bengali) : 21 October

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২১ অক্টোবর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 21 October, Today’s Famous day on 21 October in the World. On this day Historical Famous Events in The World)

21 October 1805 : ১৮০৫ সালে আজকের দিনে ট্রাফলগারের যুদ্ধ শুরু হয়েছিলো। জিব্রাল্টার প্রণালীর কাছে এই যু্দ্ধে ব্রিটেনের নৌ সেনারা লড়েছিলো ফ্রান্স এবং স্পেনের যৌথ নৌ বাহিনীর বিরুদ্ধে । এই যুদ্ধে এডমিরাল লর্ড হোরেশিও নেলসনের নেতৃত্বাধীন ব্রিটিশ বাহিনী জয়লাভ করে এবং এই বিজয়কে উনিশ শতকে ব্রিটেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজয় বলে মনে করা হয়।

21 October 1833 : ১৮৩৩ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন আলফ্রেড নোবেল, তিনি ছিলেন একজন আবিষ্কারক ও দাতা, নোবেল পুরস্কারের প্রবর্তক।  

21 October 1868 : ১৮৬৮ সালের আজকের দিনে সামরিক ট্যাংকের উদ্ভাবক আর্নেস্ট ডানলপ সুইনটন জন্মগ্রহন করেন।    

21 October 1931 : ১৯৩১ সালের আজকের দিনে অস্ট্রেলীয় নাট্যকার ও ঔপন্যাসিক আর্টুর শনিটসল পরলোক গমন করেন।

21 October 1940 : ১৯৪০ সালের আজকের দিনে ইংল্যান্ডের ক্রিকেটার জিওফ বয়কট জন্মগ্রহন করেন।

21 October 1950 : ১৯৫০ সালের আজকের দিনে চীনা সেনারা তিব্বত দখল করে। 

21 October 1958 : ১৯৫৮ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন আন্দ্রেঁ গেইম, তিনি নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান বংশোদ্ভূত ইংরেজ পদার্থবিদ। 

21 October 1960 : ১৯৬০ সালের আজকের দিনে ব্রিটিশ নৌবাহিনীর প্রথম আণবিক শক্তি চালিত ডুবোজাহাজ চালু হয়।

21 October 1967 : ১৯৬৭ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন পল ইন্স, তিনি একজন ইংলিশ ফুটবলার।

21 October 1969 : ১৯৬৯ সালের আজকের দিনে পরলোক গমন করেন জ্যাক কেরউয়াক, তিনি ছিলেন আমেরিকান লেখক ও কবি।

21 October 1975 : ১৯৭৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন হেনরিক হিলারিও, তিনি পর্তুগিজ ফুটবলার।

21 October 1980 : ১৯৮০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন কিম কারডাশিয়ান, তিনি আমেরিকান মডেল, অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার।

21 October 1984 : ১৯৮৪ সালের আজকের দিনে ফরাসি চলচ্চিত্র পরিচালক ফ্রাঁসোয়া ক্রুফো পরলোক গমন করেন।

21 October 2001 : ২০০১ সালে আজকের দিনে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা সংস্থার(এপেকের) নেতাদের নবম অনানুষ্ঠানিক সম্মেলন চীনের শাংহাইয়ের বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী ভবনে অনুষ্ঠিত হয়, চীনের প্রেসিডেন্ট চিয়াং চেমিন সম্মেলন পরিচালনা করেন।

21 October 2007 : ২০০৭ সালের আজকের দিনে পরলোক গমন করেন পল ফক্স, তিনি ছিলেন ইংরেজ গায়ক, গীতিকার ও গিটার।

আজকের বিখ্যাত জন্মদিন : ২১ অক্টোবর | Today Famous Birthdays : 21 October

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 21 October. On this day Famous Birthdays in Bengali)

21 October 1833 : ১৮৩৩ সালে আজকের দিনে সুইডেনের রাজধানী স্টকহোমে জন্ম গ্রহণ করেন বিখ্যাত রসায়নবিদ, প্রকৌশলী, উদ্ভাবক এবং ডায়নামাইট আবিষ্কারক আলফ্রেদ নোবেল। বিখ্যাত ইস্পাত নির্মাতা প্রতিষ্ঠান বোফোর্স এর মালিক ছিলেন অনেকদিন, প্রতিষ্ঠানটিকে এক সময় অন্যতম বৃহৎ অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানে পরিণত করেন। তার নামে ৩৫০টি ভিন্ন ভিন্ন পেটেন্ট ছিল যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে “ডায়নামাইট”। মৃত্যুর আগে উইল করে তিনি তার সুবিশাল অর্থ সম্পত্তি নোবেল ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য রেখে যান। উইলে আরও বলে যান, নোবেল ইনস্টিটিউটের কাজ হবে প্রতি বছর নোবেল পুরস্কার এর অর্থ প্রদান করা।

21 October 1849 : ১৮৪৯ সালে আজকের দিনে রামচন্দ্রপুর , পূর্ব বর্ধমানে জন্ম গ্রহণ করেন বিশিষ্ট নাট্যকার ও ঔপন্যাসিক রাজকৃষ্ণ রায়। সম্ভবত, রাজকৃষ্ণ রায়ই প্রথম বাঙালি যিনি সাহিত্যকে পেশা হিসাবে গ্রহণ করেছিলেন। ১৮৮১ খ্রিস্টাব্দে ‘হরধনুভঙ্গ’ নাটকে তিনি সর্বপ্রথম অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার করেন।

21 October 1928 : ১৯২৮ সালে আজকের দিনে হাওড়ায় জন্ম গ্রহণ করেন খ্যাতকীর্তি গবেষক ও ছাত্রপ্রিয় অধ্যাপক শঙ্করীপ্রসাদ বসু। ষাটের দশকে বাংলা খবরের কাগজে ক্রিকেটের টেস্ট ম্যাচ নিয়ে প্রতিবেদন লেখার অন্যতম পথিকৃৎ তিনি। ক্রিকেট নিয়ে তাঁর বইও আছে ‘লাল বল লারউড’, ‘বল পড়ে ব্যাট নড়ে’, ‘ক্রিকেট সুন্দর ক্রিকেট’, ‘ইডেন শীতের দুপুর’, ‘রমনীয় ক্রিকেট’ প্রভৃতি। ৫০টির বেশি বই, অসংখ্য প্রবন্ধ লিখেছেন শঙ্করীবাবু। পেয়েছেন আনন্দ, সাহিত্য অকাদেমি-সহ অজস্র পুরস্কার।

21 October 1931 : ১৯৩১ সালে আজকের দিনে মুম্বাইয়ে জন্ম গ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র শিল্প জগতের নায়ক এবং চলচ্চিত্র পরিচালক শাম্মী কাপুর। ১৯৫০ ও ১৯৬০-এর দশকে হিন্দি সিনেমা অঙ্গনে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়, চিত্রতারকা শিল্পী ও প্রভাবশালী ব্যক্তিত্ব।

21 October 1944 : ১৯৪৪ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্রের অভিনেতা কুলভূষণ খারবান্দার। He is best known for his role as the antagonist Shakaal in “Shaan(1980)”.

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : ২১ অক্টোবর | Today Famous Marriage Anniversary and Divorces : 21 October

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 21 October. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

21 October : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২১ অক্টোবর | Today Famous Deaths : 21 October

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 21 October. On this day Famous Deaths in Bengali)

21 October 1966 : ১৯৬৬ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বাঙালি চিত্র পরিচালক ও ক্যামেরাম্যান সুধীশ ঘটক। বিখ্যাত পরিচালক ঋত্বিক ঘটক এবং সাহিত্যিক মণীশ ঘটক তার দুই সহোদর। তিনি লন্ডনে সিনেমাটোগ্রাফিতে ২ বছরের ডিপ্লোমা কোর্স করেন।

21 October 1990 : ১৯৯০ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ধর্মগুরু, ভারতীয় দার্শনিক, যোগী, গ্রন্থকার, সামাজিক বিপ্লবী, কবি, সঙ্গীতকার, ভাষাবিদ, প্রত্নতত্ত্ববিদ, ঐতিহাসিক এবং বিজ্ঞানী প্রভারঞ্জন সরকার। এছাড়া তিনি তার আধ্যাত্মিক নাম শ্রী শ্রী আনন্দমূর্ত্তি এবং বাবা নামে তার অনুসারীগণের কাছে পরিচিত। ১৯৫৫ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারী, সরকার আনন্দমার্গ নামে একটি আধ্যাত্মিক তথা সামাজিক সংগঠনের প্রতিষ্ঠা করেন; যেখানে ধ্যান এবং যোগব্যায়াম সম্পর্কিত নির্দেশনা প্রদান করা হয়। ভারতের সপ্তম রাষ্ট্রপতি জ্ঞানী জৈল সিং, সরকার সম্পর্কে বলেন যে “প্রভাতরঞ্জন সরকার ভারতের সর্বশ্রেষ্ঠ আধুনিক দার্শনিক ছিলেন।”

21 October 2012 : ২০১২ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক যশ চোপড়া। তিনি চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা কোম্পানি যশ রাজ ফিল্মসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি তার কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন, তন্মধ্যে উল্লেখযোগ্য হল ছয়টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং এগারোটি ফিল্মফেয়ার পুরস্কার। তাকে ভারতের অন্যতম সেরা চলচ্চিত্র নির্মাতা হিসেবে গণ্য করা হয়।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ২১ অক্টোবর : The Famous Day 21 October in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ২১ অক্টোবর : The Famous Day 21 October (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ২১ অক্টোবর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *