আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২১ সেপ্টেম্বর | Today’s Famous Day in Historical Events : 21 September
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২১ সেপ্টেম্বর : Today’s Famous Day in Historical Events : 21 September (Bengali) : আজকের বিখ্যাত দিনে ২১ সেপ্টেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২১ সেপ্টেম্বর।
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২১ সেপ্টেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 21 September
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২১ সেপ্টেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 21 September. On this day Important Day in Bengali)
21 September : আজ ২১ সেপ্টেম্বর – আন্তর্জাতিক শান্তি দিবস(International Day of Peace)। বিশ্বের শান্তিকামী মানুষের দাবির প্রেক্ষিতে জাতিসংঘ এই দিনটিকে আন্তর্জাতিক শান্তি দিবস হিসেবে ঘোষণা করে। একটি যুদ্ধবিহীন বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮১ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত নম্বর ৩৬/৬৭ প্রস্তাব অনুসারে প্রতি বছরের সেপ্টেম্বর মাসের “তৃতীয় মঙ্গলবার” জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরু হওয়ার দিনটিকে “আন্তর্জাতিক শান্তি দিবস” হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে, ২০০১ সালের ৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত ৫৫/২৮২ নম্বর প্রস্তাব অনুসারে ২০০২ সাল থেকে প্রতি বছরের ২১ সেপ্টেম্বর “আন্তর্জাতিক শান্তি দিবস” হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়। এরপর থেকে জাতিসংঘের সদস্য হিসেবে অন্তর্ভূক্ত বিশ্বের সকল দেশ ও সংগঠন কর্তৃক যথাযোগ্য মর্যাদার সাথে দিবসটি পালিত হয়ে আসছে।
ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২১ সেপ্টেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 21 September
ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২১ সেপ্টেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 21 September
আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২১ সেপ্টেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 21 September. Today’s Famous day on 21 September in India. On this day Historical Famous Events in India)
21 September 1857 : ১৮৫৭ সালের আজকের দিনে দিল্লীর সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ব্রিটিশ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।
21 September 1887 : ১৮৮৭ সালের আজকের দিনে পরলোক গমন করেন অযোধ্যার শেষ নবাব ওয়াজেদ আলী শাহ ।
21 September 1944 : ১৯৪৪ সালের আজকের দিনে পরলোক গমন করেন বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী গোপাল সেন।
বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২১ সেপ্টেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 21 September
আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২১ সেপ্টেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ : আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)
21 September 2001 : ২০০১ সালের আজকের দিনে রাজধানী ঢাকায় রিকশার বিকল্প হিসেবে পরীক্ষামূলকভাবে ‘সিটি সার্কুলার সার্ভিস’ চাল হয়।
বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২১ সেপ্টেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 21 September
আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২১ সেপ্টেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 21 September, Today’s Famous day on 21 September in the World. On this day Historical Famous Events in The World)
21 September 1019 : ১০১৯ খ্রিস্টপূর্বাব্দের এই দিনে পরলোক গমন করেন পুবলিয়ুস ভেরগিলিয়ুস মারো।তিনি ছিলেন একজন প্রাচীন রোমান কবি।
21 September 1853 : ১৮৫৩ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন হেইকে কামারলিং ওনেস।তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডাচ পদার্থবিদ।
21 September 1866 : ১৮৬৬ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন এইচ জি ওয়েল্স। তিনি ছিলেন ইংরেজ ঔপন্যাসিক।
21 September 1866 : ১৮৬৬ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি বংশোদ্ভূত জীবাণুবিদ চার্লস নিকলে।
21 September 1919 : ১৯১৯ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ফজলুর রহমান মালিক।তিনি ছিলেন পাকিস্তানী দার্শনিক, পণ্ডিত ও বিংশ শতকের দ্বিতীয়ভাগের মুসলিম চিন্তাবিদ।
21 September 1926 : ১৯২৬ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী ডোনাল্ড আর্থার গ্লেজার।
21 September 1926 : ১৯২৬ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী নূরজাহান।
21 September 1947 : ১৯৪৭ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন মার্কিন লেখক স্টিফেন কিং।
21 September 1967 : ১৯৬৭ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন সুমন পোখরেল।তিনি হলেন নেপালি কবি ও গীতিকার।
21 September 1971 : ১৯৭১ সালের আজকের দিনে পরলোক গমন করেন নোবেল পুরস্কারজয়ী আর্জেন্টিনার শারীরবিজ্ঞানী বের্নার্ডো হউসসায় ।
21 September 1974 : ১৯৭৪ সালে আজকের দিনে হন্ডুরাসে জলোচ্ছ্বাসজনিত বন্যায় ৮ হাজারেরও বেশি লোকের মৃত্যু।
21 September 1981 : ১৯৮১ সালের আজকের দিনে যুক্তরাজ্যের কাছ থেকে বেলিজ স্বাধীনতা লাভ করে।
21 September 1984 : ১৯৮৪ সালের আজকের দিনে ব্রুনেই জাতিসংঘে যোগদান করে।
21 September 1989 : ১৯৮৯ সালের আজকের দিনে সেনেগাল ও জাম্বিয়ার কনফেডারেশন সেনেগাম্বিয়া ভেঙ্গে যায়।
21 September 1991 : ১৯৯১ সালের আজকের দিনে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে আর্মেনিয়া স্বাধীনতা লাভ করে।
21 September 2012 : ২০১২ সালের আজকের দিনে পরলোক গমন করেন সেভেন হাসেল। তিনি ছিলেন ডেনিশ বংশোদ্ভূত জার্মান সৈনিক ও লেখক।
21 September 2013 : ২০১৩ সালের আজকের দিনে আল শাবাব জঙ্গিরা নাইরোবির ওয়েসগেট শপিং মলে হামলা করে। এতে ৬২ জন সাধারণ মানুষ নিহত হয় এবং ১৭০ জনেরও বেশি আহত হয়।
আজকের বিখ্যাত জন্মদিন : ২১ সেপ্টেম্বর | Today Famous Birthdays : 21 September
আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 21 September. On this day Famous Birthdays in Bengali)
21 September 1955 : ১৯৫৫ সালে আজকের দিনে নিউ দিল্লীতে জন্ম গ্রহণ করেছিলেন ভারতের জনপ্রিয় অভিনেতা গুলশন গ্রোভার(Gulshan Grover), যিনি ৪০০ এরো বেশি সিনেমায় অভিনয় করেছেন। তিনিই ভারতীয় প্রথম অভিনেতাদের একজন যারা বলিউড থেকে হলিউড এবং আন্তর্জাতিক চলচ্চিত্রে সফলতা লাভ করেছে। এছাড়া তিনি বলিউডে “খারাপ মানব” (“Bad Man”) নামে পরিচিত।
21 September 1979 : ১৯৭৯ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যামাইকান বংশোদ্ভূত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য ও মারকুটে ব্যাটসম্যান ক্রিস্টোফার হেনরি “ক্রিস” গেইল(Chris Gayle)।
21 September 1980 : ১৯৮০ সালে আজকের দিনে মুম্বাইয়ে জন্ম গ্রহণ করেছিলেন ভারতের বিখ্যাত বলিউড অভিনেত্রী করিনা কাপুর(Kareena Kapoor)। তাকে ঘরোয়াভাবে বেবো বলা হয়, অভিনয় জীবনে তিনি ছয়টি ফিল্মফেয়ার পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। ২০০০ সালে “রিফিউজি” চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। ঐতিহাসিক নাট্যধর্মী “অশোক” এবং মেলোড্রামাধর্মী ব্লকব্লাস্টার “কভি খুশি কভি গম…” চলচ্চিত্র দিয়ে তিনি হিন্দি চলচ্চিত্রে শক্ত অবস্থান তৈরি করেন।
21 September 1981 : ১৯৮১ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেছিলেন বলিউডের চলচ্চিত্রে অভিনেত্রী রিমি সেন(Rimi Sen)। তিনি ২০০২ সালের তেলেগু চলচ্চিত্র নি থডু কাভালী-তে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করলেও নায়িকা হিসেবে ২০০৩ সালের জনপ্রিয় ব্যাবসাফল চলচ্চিত্র হাঙ্গামাতে অভিনয় করেন। এছাড়াও রিমির বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ধুম সিরিজ এর প্রথম ২টি চলচ্চিত্রে অভিনয় করেন।
21 September 1991 : ১৯৯১ সালে আজকের দিনে চেন্নাইতে জন্ম গ্রহণ করেছিলেন ভারতীয় পেশাদার স্কোয়াশ তারকা দীপিকা রেবেকা পল্লীকাল কার্তিক(Dipika Pallikal Karthik)। দীপিকা ২০১১ সালে পরিচিত পান, যখন তিনি ১৩ তম ক্যারিয়ারের সেরা রেঙ্কিং অর্জনের জন্য তিনটি ডাব্লিউআইএসপিএ ট্যুর শিরোপা জিতেছিলেন। ২০১২ সালের ডিসেম্বরে তিনি প্রথম দশের তালিকায় স্থান পান। তিনি পিএসএ উইমেন’স রেঙ্কিংয়ে প্রথম দশের মধ্যে স্থান পাওয়া প্রথম ভারতীয়।
আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : ২১ সেপ্টেম্বর | Today Famous Marriage Anniversary and Divorces : 21 September
আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 21 September. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)
21 September : Click here
আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২১ সেপ্টেম্বর | Today Famous Deaths : 21 September
আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 21 September. On this day Famous Deaths in Bengali)
21 September 1944 : ১৯৪৪ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী গোপাল সেন(Gopal Sen)। তিনি ১৯৩৭ সালে বেঙ্গল ভলান্টিয়ার্স দলে যোগ দেন। নেতাজি সুভাষ চন্দ্র বসুর নির্দেশমতো আই.এন.এ.’র সহযোগিতার জন্য বাঙলায় যে গোপন সংগঠন তৈরি হয় তিনি তার সদস্য ছিলেন। পুলিস সংগঠনের কেন্দ্রীয় অফিসে হানা দিলে তিনি গোপনীয় কাগজপত্রে আগুন ধরিয়ে দেন। রুদ্ধ আক্রোশে পুলিস তাকে চারতলার বারান্দা থেকে নিচে ফেলে দেয়। হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
আজকের বিখ্যাত দিনে ২১ সেপ্টেম্বর : The Famous Day 21 September in Bengali
আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ২১ সেপ্টেম্বর : The Famous Day 21 September (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ২১ সেপ্টেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।