Close Ad close
Breaking
Sat. Nov 16th, 2024
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২২ অক্টোবর | Today's Famous Day in Historical Events : 22 Octoberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২২ অক্টোবর | Today's Famous Day in Historical Events : 22 October

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২২ অক্টোবর | Today’s Famous Day in Historical Events : 22 October

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২২ অক্টোবর  : Today’s Famous Day in Historical Events : 22 October (Bengali) : আজকের বিখ্যাত দিনে ২২ অক্টোবর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২২ অক্টোবর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২২ অক্টোবর | Today’s Important Day or Famous Day in Bengali : 22 October

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২২ অক্টোবর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 22 October. On this day Important Day in Bengali)

22 October : আজ ২২ অক্টোবর – আন্তর্জাতিক তোতলামি সচেতনতা দিবস। কথা বলতে পারাটাই বোধহয় মানুষকে অন্য প্রাণীদের থেকে আলাদা করে তোলে। কিন্তু কিছু মানুষ সেই কথাটা ঠিকভাবে বলতে পারে না। তাদের জিভে আড়ষ্টতা থাকে।

না, আমরা তাদের প্রতি খুব কম সময়ই সহমর্মী হই। বরং, একা কিংবা সবার সামনে সুযোগ পেলেই আমরা তাদের নিয়ে হাসাহাসি করি। তাদেরকে অসম্মান করি। এটাই কি আমাদের আচরণ হওয়া উচিত ? বোধহয় না। সেইজন্যই আজকের দিন অর্থাত্‍ ২২শে অক্টোবর নিয়ম করে তোতলামির সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বোঝানোর চেষ্টা করা হয়, এটা একটা সাময়িক রোগ শুধু। ঠিকমতো চিকিত্‍সা করলেই এই রোগ সেরে যায়। তাই আজ মহাষষ্ঠীতে একটা অঙ্গীকার করুন না, আর কখনও কারও তোতলামিতে হাসাহাসি করবেন না।

22 October : আজ ২২ অক্টোবর – ক্যাপস্‌ লক ডে। বিভিন্ন রকমের অসুবিধার কারণে নতুন কম্পিউটারের কী-বোর্ড থেকে বাদ দেওয়া হচ্ছে ‘ক্যাপস্‌ লক’ বাটনটি। তাই ধীরে ধীরে ক্যাপস্‌ লক বাটনটির ব্যবহার কমে যাওয়ায়— টাইপ রাইটার ও কম্পিউটারে এর গুরুত্ব বুঝাতে এবং এর প্রতি ভালবাসায় সিক্ত হয়ে কিছু মানুষ বেশ ক’বছর ধরে ২২শে অক্টোবর(প্রতি বছর) ‘ক্যাপস্‌ লক ডে’ পালন করে আসছে।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২২ অক্টোবর | Today’s Famous Day in History (Bengali) : 22 October

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২২ অক্টোবর | Today’s famous day in the history of India (Bengali) : 22 October

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২২ অক্টোবর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 22 October. Today’s Famous day on 22 October in India. On this day Historical Famous Events in India)

22 October 1599 : ১৫৯৯ সালের আজকের দিনে লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে তোলার পরিকল্পনা শুরু হয়।

22 October 1760 : ১৭৬০ সালের আজকের দিনে নবাব মীর জাফর আলী খান পদচ্যুত হয়।

22 October 1764 : ১৭৬৪ সালের আজকের দিনে বাংলা ও বিহারে নবাবী আমলের অবসান হয় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হয়।

22 October 1901 : ১৯০১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন সিরাজউদ্দীন কাসিমপুরী, তিনি ছিলেন বাংলা লোকসাহিত্যের কিংবদন্তী পুরুষ।

22 October 1947 : ১৯৪৭ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন দীপক চোপড়া, তিনি ছিলেন ভারতীয়-আমেরিকান লেখক, পাবলিক স্পিকার ও চিকিৎসক।

22 October 1950 : ১৯৫০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ময়ুখ চৌধুরী, তিনি বাংলাদেশী কবি, সমালোচক ও গবেষক।

22 October 1954 : ১৯৫৪ সালের আজকের দিনে পরলোক গমন করেন জীবনানন্দ দাশ, তিনি ছিলেন বিখ্যাত বাঙালি কবি।

22 October 1988 : ১৯৮৮ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন পরিনীতি চোপড়া, তিনি ভারতীয় অভিনেত্রী।

22 October 1995 : ১৯৯৫ সালে আজকের দিনে জাতিসংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনেতাদের সর্ববৃহৎ সম্মেলন শুরু হয়।

22 October 2008 : ২০০৮ সালে আজকের দিনে ভারতীয় সময় অনুযায়ী সকাল ০৬:২২ মিনিটে চেন্নাইয়ের ৮০ কিলোমিটার উত্তরে অন্ধ্রপ্রদেশ রাজ্যের নেলোর জেলার শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান-১ উৎক্ষিপ্ত হয়।

22 October 2010 : ২০১০ সালের আজকের দিনে ৫৭ তম জাতীয় চলচ্চিত্র পুরষ্কার (ভারত): “কুট্টি ট্র্যাঙ্ক” গোল্ডেন লোটাস জিতেছে।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২২ অক্টোবর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 22 October

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২২ অক্টোবর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

22 October 1955 : ১৯৫৫ সালের আজকের দিনে কাউন্সিল সভায় আওয়ামী মুসলীম লীগ থেকে ‘মুসলিম’ শব্দ বাদ দিযে় আওয়ামী লীগ নামকরণ করা হয়।

22 October 1964 : ১৯৬৪ সালের আজকের দিনে পরলোক গমন করেন খাজা নাজিম উদ্দিন, তিনি ছিলেন মুসলিম লীগের রাজনীতিবিদ।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২২ অক্টোবর | Today’s famous day in the history of the world (Bengali) : 22 October

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২২ অক্টোবর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 22 October, Today’s Famous day on 22 October in the World. On this day Historical Famous Events in The World)

22 October 1494 : ১৪৯৪ সালের আজকের দিনে ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস তাঁর দ্বিতীয় আবিষ্কার অভিযান শুরু করেন।

22 October 1833 : ১৮৩৩ সালে আজকের দিনে নিউইয়র্কে বিখ্যাত মেট্রোপলিটন অপেরা হাউস উদ্ধোধন করা হয়।

22 October 1862 : ১৮৬২ সালের আজকের দিনে আব্রাহাম লিংকন ক্রীতদাস মুক্তির ঘোষণায় স্বাক্ষর করেন।

22 October 1870 : ১৮৭০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ইভান বুনিন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান লেখক ও কবি।

22 October 1881 : ১৮৮১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ক্লিনটন জোসেফ ডেভিসন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী।

22 October 1918 : ১৯১৮ সালের আজকের দিনে উত্তর-পশ্চিম ইউরোপে জার্মান বাহিনীর ওপর মিত্র বাহিনীর হামলা শুরু হয়।

22 October 1919 : ১৯১৯ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ডোরিস লেসিং, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইরানী বংশোদ্ভূত ইংরেজ লেখক, কবি ও নাট্যকার।

22 October 1934 : ১৯৩৪ সালের আজকের দিনে প্রথম বারের মতো ফটোগ্রাফ রেকর্ডিং চালু হয়।

22 October 1935 : ১৯৩৫ সালের আজকের দিনে হাইতিতে ঘূর্ণিঝড়ে দুই হাজারেরও বেশি লোক মৃত্যুবরণ করে।

22 October 1952 : ১৯৫২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন জুলি ড্যাশ। তিনি হলেন আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

22 October 1966 : ১৯৬৬ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ভ্যালেরিয়া গলিনো। তিনি হলেন ইতালিয়ান অভিনেত্রী, গায়ক ও প্রযোজক।

22 October 1985 : ১৯৮৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন হাদিসে।তিনি হলেন তুর্কি গায়ক, ড্যান্সার ও গীতিকার।

22 October 1992 : ১৯৯২ সালের আজকের দিনে পরলোক গমন করেন ক্লেয়াভন লিটল, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও গায়ক।

22 October 1993 : ১৯৯৩ সালে আজকের দিনে রাশিয়ায় সাংবিধানিক সংকট শুরু হয়।

22 October 2007 : ২০০৭ সালের আজকের দিনে পরলোক গমন করেন ইভ কুরি, তিনি ছিলেন ফরাসি পিয়ানোবাদক ও সাংবাদিক।

22 October 2012 : ২০১২ সালের আজকের দিনে পরলোক গমন করেন মাইক মরিস, তিনি ছিলেন ইংরেজ সাংবাদিক।

22 October 2013 : ২০১৩ সালের আজকের দিনে পরলোক গমন করেন ইয়ান্বারি কাযামা, তিনি ছিলেন জাপানি চিত্রকর।

আজকের বিখ্যাত জন্মদিন : ২২ অক্টোবর | Today Famous Birthdays : 22 October

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 22 October. On this day Famous Birthdays in Bengali)

22 October 1900 : ১৯০০ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন আসফাকউল্লা খান, তিনি ছিলেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একজন বীর যোদ্ধা যিনি রামপ্রসাদ বিসমিলের সাথে শহীদ হয়েছিলেন। তাদের উভয়কে একই দিনে আলাদা জেলে ফাঁসি দেয়া হয়। আসফাকউল্লা খান ছিলেন বিংশ শতাব্দীর প্রথম ভারতীয় মুসলিম যাকে ব্রিটিশ রাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ফাঁসি দেয়া হয়।

22 October 1937 : ১৯৩৭ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, কমেডিয়ান, চিত্রনাট্য এবং সংলাপ লেখক এবং পরিচালক কাদের খান।

22 October 1946 : ১৯৪৬ সালে আজকের দিনে দিল্লীতে জন্ম গ্রহণ করেন ভারতীয়-আমেরিকান লেখক, পাবলিক স্পিকার ও চিকিৎসক দীপক চোপড়া। A prominent figure in the New Age movement, his books and videos have made him one of the best-known and wealthiest figures in alternative medicine.

22 October 1964 : ১৯৬৪ সালে আজকের দিনে মুম্বাইয়ে জন্ম গ্রহণ করেন ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ/অমিত অনিলচন্দ্র শাহ।

22 October 1988 : ১৯৮৮ সালে আজকের দিনে হরিয়ানায় জন্ম গ্রহণ করেন ভারতীয় অভিনেত্রী পরিনীতি চোপড়া। ২০১১ সালে “লেডিস ভার্সেস রিকি বেহেল” চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : ২২ অক্টোবর | Today Famous Marriage Anniversary and Divorces : 22 October

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 22 October. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

22 October : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২২ অক্টোবর | Today Famous Deaths : 22 October

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 22 October. On this day Famous Deaths in Bengali)

22 October 1954 : ১৯৫৪ সালে আজকের দিনে কলকাতায় মৃত্যুবরণ করেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক জীবনানন্দ দাশ। গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন। বুদ্ধদেব বসু তাঁকে ‘নির্জনতম কবি’ বলে আখ্যায়িত করেছেন। অন্যদিকে, অন্নদাশঙ্কর রায় তাঁকে ‘শুদ্ধতম কবি’ অভিধায় আখ্যায়িত করেছেন। সমালোচকদের অনেকে তাঁকে রবীন্দ্রনাথ ও নজরুল-পরবর্তী বাংলা সাহিত্যের প্রধান কবি বলে মনে করেন। জীবনানন্দের বনলতা সেন কাব্যগ্রন্থ নিখিলবঙ্গ রবীন্দ্রসাহিত্য সম্মেলনে পুরস্কৃত(১৯৫৩) হয়। ১৯৫৫ সালে শ্রেষ্ঠ কবিতা গ্রন্থটি ভারত সরকারের সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করে। জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মাঝে রয়েছে রূপসী বাংলা, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা, শ্রেষ্ঠ কবিতা ইত্যাদি।

22 October 2002 : ২০০২ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বিশিষ্ট সাহিত্যিক, গীতিকার এবং সাংবাদিক বিনয় মুখোপাধ্যায়। বাংলা সাহিত্যে সম্ভবত সর্বপ্রথম ক্রিকেট নিয়ে গ্রন্থ রচনা করেন বিনয় কুমার মুখোপাধ্যায়। বাংলার পাঠকসমাজে তিনি “যাযাবর” নামে তিনি অধিক পরিচিত। “যাযাবর” হল বিনয় কুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম।

22 October 2008 : ২০০৮ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন প্রখ্যাত ভারতীয় চিত্রশিল্পী পরিতোষ সেন। চল্লিশের দশকে তিনি এবং আরও কয়েকজন মিলে তৈরি করেন ক্যালকাটা গ্রুপ – যা পরবর্তীতে ভারত ও বাংলার শিল্পের বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ২২ অক্টোবর : The Famous Day 22 October in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ২২ অক্টোবর : The Famous Day 22 October (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ২২ অক্টোবর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *