Close Ad close
Breaking
Wed. Jan 15th, 2025
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২৪ অক্টোবর | Today's Famous Day in Historical Events : 24 Octoberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২৪ অক্টোবর | Today's Famous Day in Historical Events : 24 October

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২৪ অক্টোবর | Today’s Famous Day in Historical Events : 24 October

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২৪ অক্টোবর  : Today’s Famous Day in Historical Events : 24 October (Bengali) : আজকের বিখ্যাত দিনে ২৪ অক্টোবর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২৪ অক্টোবর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৪ অক্টোবর | Today’s Important Day or Famous Day in Bengali : 24 October

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৪ অক্টোবর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 24 October. On this day Important Day in Bengali)

24 October : জাতিসংঘ দিবস। বিশ্বের সকল স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে উদযাপিত হয়। সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুসারে জাতিসংঘ সনদ অনুমোদনের দিনে ১৯৪৮ সালে এ দিবস পালনের জন্য নির্দিষ্ট করা হয়েছিল। মূলতঃ দিবসটিতে জাতিসংঘের বৈশ্বিক অর্জন ও উদ্দেশ্যকে জনসমক্ষে তুলে ধরা হয়। জাতিসংঘ দিবসের পাশাপাশি একই দিনে বিশ্ব উন্নয়ন তথ্য দিবস পালন করা হয়। জাতিসংঘের উদ্যোগে ১৯৭২ সাল থেকে প্রতি বছরের ২৪শে অক্টোবর এ দিনটি বৈশ্বিকভাবে পালিত হয়।

24 October : আন্তর্জাতিক পোলিও দিবস। ১২৫টি দেশে যখন তিন লাখ ৫০ হাজার শিশু মারণব্যাধি পোলিও ভাইরাসে আক্রান্ত, ঠিক তখন ১৯৮৮ সালের ২৪ অক্টোবর আতঙ্কের সাথে দুনিয়াব্যাপী পালন হয় ‘বিশ্ব পোলিও দিবস’।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৪ অক্টোবর | Today’s Famous Day in History (Bengali) : 24 October

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৪ অক্টোবর | Today’s famous day in the history of India (Bengali) : 24 October

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৪ অক্টোবর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 24 October. Today’s Famous day on 24 October in India. On this day Historical Famous Events in India)

24 October 1577 : ১৫৭৭ সালের আজকের দিনে তৃতীয় শিখগুরু রামদাস কর্তৃক ভারতের অমৃতসর শহরের পত্তন ঘটে।

24 October 1605 : ১৬০৫ সালের আজকের দিনে মোগল সম্রাট জাহাঙ্গীর আগ্রার সিংহাসনে আরোহণ করেন।

24 October 1775 : ১৭৭৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বাহাদুর শাহ জাফর, তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট।

24 October 1851 : ১৮৫১ সালের আজকের দিনে কলকাতা ও ডায়মন্ড হারবারের মধ্যে সংযোগের মাধ্যমে ভারতে প্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ লাইন চালু হয়।

24 October 1950 : ১৯৫০ সালের আজকের দিনে চিকিৎসাবিজ্ঞানী কুমুদরঞ্জন রায় পরলোক গমন করেন।

24 October 1971 : ১৯৭১ সালে আজকের দিনে ভারতের শরণার্থী সমস্যা ও বাংলাদেশ সংকটে ভারতের ভূমিকা ব্যাখ্যাকল্পে উনিশ দিনের জন্য পশ্চিম ইউরোপ ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ইন্দিরা গান্ধী দিল্লি ত্যাগ করেন।

24 October 1984 : ১৯৮৪ সালে আজকের দিনে ভারতে প্রথম চালু হল কলকাতা মেট্রো [এসপ্লানেড থেকে ভবানীপুর (নেতাজী ভবন)]

24 October 2013 : ২০১৩ সালের আজকের দিনে ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা সঙ্গীত শিল্পী মান্না দে পরলোক গমন করেন।

24 October 2019 : ২০১৯ সালে আজকের দিনে আলোচিত ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা ঘটনার ২০০শত দিনের মাথায় ৬১ কার্যদিবস শুনানির পর প্রধান আসামী অধ্যক্ষ সিরাজ-উদ দৌলাসহ ১৬ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত (৬এপ্রিল, ২০১৯)।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৪ অক্টোবর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 24 October

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৪ অক্টোবর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

24 October 1929 : ১৯২৯ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন শামসুর রাহমান, তিনি ছিলেন প্রখ্যাত বাংলাদেশী কবি।

24 October 1939 : ১৯৩৯ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন রশীদ তালুকদার, তিনি ছিলেন বাংলাদেশী প্রখ্যাত আলোকচিত্র শিল্পী।

24 October 1950 : ১৯৫০ সালের আজকের দিনে রাজনীতিবিদ, সাংবাদিক ও লেখক মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী পরলোক গমন করেন।

24 October 1968 : ১৯৬৮ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন তুহিন রহমান, তিনি বাংলাদেশী প্রখ্যাত লেখক ও ঔপন্যাসিক।

24 October 1998 : ১৯৯৮ সালের আজকের দিনে ঢাকায় মিনি বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৪ অক্টোবর | Today’s famous day in the history of the world (Bengali) : 24 October

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৪ অক্টোবর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 24 October, Today’s Famous day on 24 October in the World. On this day Historical Famous Events in The World)

24 October 1854 : ১৮৫৪ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন হেন্ড্রিক উইলিয়াম, তিনি ছিলেন জার্মান রসায়নবিদ।

24 October 1857 : ১৮৫৭ সালে আজকের দিনে ইংল্যান্ডের শিফিল্ড শহরে পৃথিবীর সর্বপ্রথম ফুটবল ক্লাব,শিফিল্ড এফ. সি প্রতিষ্ঠিত হয়।

24 October 1861 : ১৮৬১ সালের আজকের দিনে বিশ্বের প্রথম এ্যাসোসিয়েশন ফুটবল স্টেডিয়াম গুডিসন পার্ক উন্মুক্ত করা হয়।

24 October 1899 : ১৮৯৯ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ফেরহাত আব্বাস, তিনি ছিলেন আলজেরীয় রাজনৈতিক নেতা ও প্রথম রাষ্ট্রপতি।

24 October 1901 : ১৯০১ সালের আজকের দিনে এ্যানি এডিসন টেইলর একটি পিপার ভিতরে সর্বপ্রথম নায়াগ্রা জলপ্রপাত পার হন।

24 October 1906 : ১৯০৬ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন আলেকজান্ডার জেলফন্ড, তিনি ছিলেন রাশিয়ান গণিতবীদ।

24 October 1911 : ১৯১১ সালের আজকের দিনে অরভিল রাইট্ তাঁর আবিষ্কৃত উড়োজাহাজে করে নর্থ ক্যারোলিনার আকাশে নয় মিনিট পাঁচল্লিশ সেকেন্ড ভেসে বেড়ান।

24 October 1930 : ১৯৩০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন সুলতান আহমাদ শাহ, তিনি ছিলেন মালায়শিয়ার বাদশাহ।

24 October 1932 : ১৯৩২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন পিয়ের-জিল দ্য জেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিজ্ঞানী ও অধ্যাপক।

24 October 1945 : ১৯৪৫ সালের আজকের দিনে বিশ্বের সর্ববৃহৎ সংস্থা হিসাবে প্রথম জাতিসংঘর কার্যক্রম শুরু হয়।

24 October 1946 : ১৯৪৬ সালে আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ভি-২ নং ১৩ নামক নভোযান বহিঃমন্ডল থেকে পৃথিবীর ছবি তুলতে সমর্থ হয়।

24 October 2005 : ২০০৫ সালে আজকের দিনে ওইয়িলমা নামক হারিকেনটি ফ্লোরিডায় ভূমিধসের সৃষ্টি করে যার ফলে প্রায় ২০.৬ বিলিয়ন ডলারের ক্ষতি হয়।

24 October 2008 : ২০০৮ সালে আজকের দিনে “ব্লাডি ফ্রাইডে”, এইদিন বিশ্ব অর্থনীতিতে ইতিহাসের সবচেয়ে বড় ধ্স নামে। শেয়ারবাজারের সূচক প্রায় ১০% পর্যন্ত নেমে যায়।

আজকের বিখ্যাত জন্মদিন : ২৪ অক্টোবর | Today Famous Birthdays : 24 October

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 24 October. On this day Famous Birthdays in Bengali)

24 October 1632 : ১৬৩২ সালে আজকের দিনে নেদারল্যান্ডসে জন্ম গ্রহণ করেন অণুজীব বিজ্ঞানী অ্যান্থনি ভন লিউয়েনহুক। তিনি প্রথম অণুবীক্ষণযন্ত্র তৈরি করেন এবং ব্যাক্টেরিয়া, স্নায়ুকোষ, হাইড্রা, ভলভক্স ইত্যাদির অত্যন্ত সঠিক বর্ণনা দেন। 

24 October 1775 : ১৭৭৫ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন মুঘল সাম্রাজ্যের ১৯তম এবং শেষ সম্রাট বাহাদুর শাহ জাফর। তিনি পূর্বসূরি ও তার বাবা মুঘল সম্রাট দ্বিতীয় আকবরের ২য় সন্তান। সিপাহী বিপ্লবের শেষে ১৮৫৮ খ্রিষ্টাব্দে ব্রিটিশ শাসকেরা তাকে ক্ষমতাচ্যুত করে ও রেঙ্গুনে নির্বাসনে পাঠায়, এবং সেখানেই তার মৃত্যু হয়।

24 October 1894 : ১৮৯৪ সালে আজকের দিনে বিহারের দ্বারভাঙ্গা জেলার পান্ডুল গ্রামে জন্ম গ্রহণ করেন বাঙ্গালী প্রখ্যাত লেখক বিভূতিভূষণ মুখোপাধ্যায়। ১৯১৬ থেকে ১৯৪২ পর্যন্ত কর্মজীবনে বিভূতিভূষণ মুখোপাধ্যায় বিভিন্ন স্কুলে শিক্ষকতা, ধনী পরিবারে গৃহ-শিক্ষকতা করেছিলেন। সাহিত্যের বিভিন্ন ধারার উপন্যাস ও গল্পগ্রন্থের তিনি রচয়িতা। তার জনপ্রিয়তম উপন্যাসটি হলো নীলাঙ্গুরিয়। বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের কৌতুক গল্পের বই বরযাত্রী’র ছয় বন্ধু গণশা, ঘোঁতনা, ত্রিলোচন, গোরাচাঁদ, রাজেন আর কে. গুপ্ত বাংলা রসসাহিত্যের পরিচিত চরিত্র।

24 October 1976 : ১৯৭৬ সালে আজকের দিনে হরিয়াণায় জন্ম গ্রহণ করেন ভারতীয় অভিনেত্রী ও সাবেক মডেল মল্লিকা শারাওয়াত। খোয়াইশ (২০০৩) এবং মার্ডার (২০০৪) চলচ্চিত্রে সাহসীভাবে পর্দায় উপস্থিতির জন্য তিনি বিশেষভাবে পরিচিত।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২৪ অক্টোবর | Today Famous Deaths : 24 October

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 24 October. On this day Famous Deaths in Bengali)

24 October 1950 : ১৯৫০ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বিশিষ্ট অগ্রণী বাঙালি চিকিৎসক কুমুদশঙ্কর রায়। বৃটিশ ভারতে চিকিৎসাশাস্ত্রে যক্ষ্মা গবেষণায় ও নিরাময়ে অসামান্য অবদানের এক সুপরিচিত নাম।

24 October 2013 : ২০১৩ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা সংগীত শিল্পী এবং সুরকার মান্না দে। হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটিসহ প্রায় ২৪টি ভাষায় তিনি ষাট বছরেরও অধিক সময় সংগীত চর্চা করেছিলেন। সংগীত জীবনে তিনি সাড়ে তিন হাজারেরও বেশি গান রেকর্ড করেন। 

24 October 2017 : ২০১৭ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন সেনিয়া ও বারাণসী ঘরানার একজন ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী গিরিজা দেবী। তিনি শাস্ত্রীয় সংগীত ও রাগাশ্রয়ী গান পরিবেশনা করতেন এবং ঠুংরি শৈলীটিকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাকে ‘আপ্পাজি’ নামে সম্বোধন করা হত।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ২৪ অক্টোবর : The Famous Day 24 October in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ২৪ অক্টোবর : The Famous Day 24 October (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ২৪ অক্টোবর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *