আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২৫ অক্টোবর | Today’s Famous Day in Historical Events : 25 October
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২৫ অক্টোবর : Today’s Famous Day in Historical Events : 25 October (Bengali) : আজকের বিখ্যাত দিনে ২৫ অক্টোবর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২৫ অক্টোবর।
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৫ অক্টোবর | Today’s Important Day or Famous Day in Bengali : 25 October
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৫ অক্টোবর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 25 October. On this day Important Day in Bengali)
25 October : আন্তর্জাতিক শিল্পী দিবস।
ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৫ অক্টোবর | Today’s Famous Day in History (Bengali) : 25 October
ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৫ অক্টোবর | Today’s famous day in the history of India (Bengali) : 25 October
আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৫ অক্টোবর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 25 October. Today’s Famous day on 25 October in India. On this day Historical Famous Events in India)
25 October 1934 : ১৯৩৪ সালের আজকের দিনে পরলোক গমন করেন ব্রজকিশোর চক্রবর্তী, তিনি ছিলেন বাঙালি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
25 October 1934 : ১৯৩৪ সালের আজকের দিনে পরলোক গমন করেন রামকৃষ্ণ রায়, তিনি ছিলেন বাঙালি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
25 October 1946 : ১৯৪৬ সালের আজকের দিনে স্বাধীনতার প্রাক্কালে ব্রিটিশ ভারতে কংগ্রেস-লীগ অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠিত হয়।
25 October 1951 : ১৯৫১ সালের আজকের দিনে স্বাধীন হওয়ার পর ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
25 October 1964 : ১৯৬৪ সালের আজকের দিনে স্বাধীনতার প্রাক্কালে ভারতে কংগ্রেস-লীগ অন্তবর্তীকালীন মন্ত্রিসভা গঠন করে।
25 October 1975 : ১৯৭৫ সালে আজকের দিনে ভারতীয় বিজ্ঞানীদের তৈরি প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট মহাকাশে উত্তক্ষিপ্ত হয়।
25 October 1975 : ১৯৭৫ সালের আজকের দিনে রবীন্দ্রযুগের বিশিষ্ট রবীন্দ্রানুসারী কবি, প্রাবন্ধিক ও পাঠ্যপুস্তক রচয়িতা কালিদাস রায় পরলোক গমন করেন।
25 October 1986 : ১৯৮৬ সালের আজকের দিনে ভারতে এশিয়ার বৃহত্তম নৌঘাঁটি স্থাপন হয়।
25 October 2009 : ২০০৯ সালে আজকের দিনে বাগদাদে বোমা হামলায় ১৫৫ জন নিহত এবং ৭২১ জন আহত হয়।
বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৫ অক্টোবর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 25 October
আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৫ অক্টোবর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ : আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)
25 October 1459 : ১৪৫৯ সালের আজকের দিনে পরলোক গমন করেন খান জাহান আলী, তিনি ছিলেন একজন মুসলিম ধর্ম প্রচারক এবং বাগেরহাটের স্থানীয় শাসক।
25 October 1906 : ১৯০৬ সালের আজকের দিনে বাংলাদেশের জাতীয় অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফ সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন।
25 October 1947 : ১৯৪৭ সালের আজকের দিনে কবি মাহাবুব সাদিক জন্মগ্রহন করেন।
25 October 1971 : ১৯৭১ সালের আজকের দিনে ইংল্যান্ডের কভোন্ট্রি শহরের প্রবাসী বাঙালিদের ঐতিহাসিক সমাবেশ ও বাংলাদেশ অ্যাকশন কমিটি গঠন।
25 October 1984 : ১৯৮৪ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন আহমেদ বিন মুসা, তিনি বাংলাদেশ কম্পিউটার প্রকৌশলী।
25 October 1993 : ১৯৯৩ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন আনিকা কবির শখ, তিনি বাংলাদেশ মডেল।
25 October 1993 : ১৯৯৩ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন সাবিনা খাতুন, তিনি বাংলাদেশের জাতীয় মহিলা ফুটবল দলের সহঅধিনায়ক।
বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৫ অক্টোবর | Today’s famous day in the history of the world (Bengali) : 25 October
আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৫ অক্টোবর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 25 October, Today’s Famous day on 25 October in the World. On this day Historical Famous Events in The World)
25 October 1833 : ১৮৩৩ সালের আজকের দিনে পরলোক গমন করেন আব্বাস মির্জা, তিনি ছিলেন ফার্সি রাজকুমার।
25 October 1881 : ১৮৮১ সালের আজকের দিনে বিশ্বখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো স্পেনে জন্মগ্রহণ করেন।
25 October 1882 : ১৮৮২ সালের আজকের দিনে আমেরিকান সাংবাদিক ও লেখক জন টি ফ্লিন জন্মগ্রহন করেন।
25 October 1882 : ১৮৮২ সালের আজকের দিনে আমেরিকান গায়ক, গীতিকার এবং পিয়ানোবাদক টনি জ্যাকসন জন্মগ্রহন করেন।
25 October 1902 : ১৯০২ সালের আজকের দিনে পরলোক গমন করেন ফ্রাঙ্ক নরিস, তিনি ছিলেন আমেরিকান লেখক।
25 October 1917: ১৯১৭ সালের আজকের দিনে জারদের পতন ঘটিয়ে কমিউনিস্টরা রাশিয়ার ক্ষমতায় আরোহন করে।
25 October 1937 : ১৯৩৭ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন উইলফ ম্যাকগিনেস, তিনি একজন ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
25 October 1983 : ১৯৮৩ সালে আজকের দিনে বৈরুতে সংঘটিত একটি ভয়ংকর বিস্ফোরণে ২১৬জন মার্কিন সৈন্যের মৃত্যু হয়।
25 October 1985 : ১৯৮৫ সালের আজকের দিনে পরলোক গমন করেন গ্যারি হল্টন, তিনি ছিলেন ইংরেজ গায়ক, গীতিকার ও অভিনেতা।
25 October 2013 : ২০১৩ সালের আজকের দিনে পরলোক গমন করেন মারচিয়া ওয়ালেস, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
আজকের বিখ্যাত জন্মদিন : ২৫ অক্টোবর | Today Famous Birthdays : 25 October
আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 25 October. On this day Famous Birthdays in Bengali)
25 October 1881 : ১৮৮১ সালে আজকের দিনে স্পেনে জন্ম গ্রহণ করেন চিত্রশিল্পী, ভাস্কর, প্রিন্টমেকার, মৃৎশিল্পী, মঞ্চ নকশাকারী, কবি এবং নাট্যকার পাবলো পিকাসো/পাবলো রুইজ ই পিকাসো। বিংশ শতাব্দীর একজন বিখ্যাত এবং অত্যন্ত প্রভাবশালী শিল্পী হিসেবে তিনি কিউবিস্ট আন্দোলনের সহ-প্রতিষ্ঠাতা, গঠনকৃত ভাস্কর্যের উদ্ভাবন, কোলাজের সহ-উদ্ভাবন, এবং চিত্রশৈলীর বিস্তৃত ভিন্নতার কারণে অধিক পরিচিতি লাভ করেন। তার বিখ্যাত কাজের মধ্যে রয়েছে প্রোটো-কিউবিস্ট লেই দেমোয়াজেল দে’ভিনিয়োঁ(১৯০৭) এবং স্পেনের গৃহ যুদ্ধের বিরুদ্ধে আঁকা গের্নিকা(১৯৩৭)।
আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২৫ অক্টোবর | Today Famous Deaths : 25 October
আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 25 October. On this day Famous Deaths in Bengali)
25 October 1934 : ১৯৩৪ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন মেদিনীপুরের বল্লভপুরের বাসিন্দা ব্রজকিশোর চক্রবর্তী। তিনি ছিলেন, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম সংগ্রামী ও শহীদ। তিনি গোপন বিপ্লবী দল বেঙ্গল ভলান্টিয়ার্সের কার্যকলাপে অংশগ্রহণ করে মেদিনীপুরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বার্জ হত্যা ষড়যন্ত্রে অভিযুক্ত হন। মেদিনীপুর সেন্ট্রাল জেলে তিনি ফাঁসিতে শহীদ হন।
25 October 1934 : ১৯৩৪ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন মেদিনীপুরের চিরিমাতসাইর বাসিন্দা রামকৃষ্ণ রায়। তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব। তিনি ও গোপন বিপ্লবী দলের সদস্য ছিলেন। ২ সেপ্টেম্বর, ১৯৩৩ তারিখে মেদিনীপুরের জেলাশাসক বার্জকে হত্যা করার ব্যাপারে অংশগ্রহণ করেন। ধরা পড়ে হত্যার অভিযোগে প্রাণদণ্ডে দণ্ডিত হন। মেদিনীপুর জেলে তার ফাঁসি হয়।
25 October 1975 : ১৯৭৫ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বর্ধমানের, রবীন্দ্রযুগের বিশিষ্ট রবীন্দ্রানুসারী কবি, প্রাবন্ধিক ও পাঠ্যপুস্তক রচয়িতা কালিদাস রায়। তার রচিত কাব্যগুলির মধ্যে তার প্রথম কাব্য কুন্দ(১৯০৮), কিশলয়(১৯১১), পর্ণপুট(১৯১৪), ক্ষুদকুঁড়া(১৯২২) ও পূর্ণাহুতি(১৯৬৮) বিশেষ প্রশংসা লাভ করে। গ্রামবাংলার রূপকল্প অঙ্কনের প্রতি আগ্রহ, বৈষ্ণবপ্রাণতা ও সামান্য তত্ত্বপ্রিয়তা ছিল তার কবিতাগুলির বৈশিষ্ট্য। তিনি আনন্দ পুরস্কার লাভ করেছেন।
আজকের বিখ্যাত দিনে ২৫ অক্টোবর : The Famous Day 25 October in Bengali
আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ২৫ অক্টোবর : The Famous Day 25 October (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ২৫ অক্টোবর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।