Close Ad close
Breaking
Tue. Jan 14th, 2025
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২৬ ডিসেম্বর | Today's Famous Day in Historical Events : 26 Decemberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২৬ ডিসেম্বর | Today's Famous Day in Historical Events : 26 December

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২৬ ডিসেম্বর | Today’s Famous Day in Historical Events : 26 December

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২৬ ডিসেম্বর  : Today’s Famous Day in Historical Events : 26 December (Bengali) : আজকের বিখ্যাত দিনে ২৬ ডিসেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২৬ ডিসেম্বর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৬ ডিসেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 26 December

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৬ ডিসেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 26 December. On this day Important Day in Bengali)

26 December : আজ ২৬ ডিসেম্বর – No record.

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৬ ডিসেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 26 December

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৬ ডিসেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 26 December

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৬ ডিসেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 26 December. Today’s Famous day on 26 December in India. On this day Historical Famous Events in India)

26 December 1530 : ১৫৩০ সালের আজকের দিনে ভারত উপ-মহাদেশে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দিন মোঃ বাবর পরলোক গমন করেন।

26 December 1801 : ১৮০১ সালের আজকের দিনে বাংলা ও মাদ্রাজের জন্য ব্রিটিশদের প্রথম সুপ্রিম কোর্ট গঠিত হয়।

26 December 1861 : ১৮৬১ সালের আজকের দিনে সাহিত্যিক মুন্সী মেহেরুল্লহাহ জন্মগ্রহণ করেন।

26 December 1887 : ১৮৮৭ সালের আজকের দিনে সমাজতাত্ত্বিক বিনয় কুমার সরকার জন্মগ্রহণ করেন।

26 December 1913 : ১৯১৩ সালের আজকের দিনে কলকাতা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরকে ডি লিট উপাধি দেয়।

26 December 1943 : ১৯৪৩ সালের আজকের দিনে কবি মানকুমারী বসু পরলোক গমন করেন।

26 December 1976 : ১৯৭৬ সালের আজকের দিনে পরলোক গমন করেন ইয়াস পাল, তিনি ছিলেন ভারতীয় লেখক।

26 December 1987 : ১৯৮৭ সালের আজকের দিনে কথাসাহিত্যিক মনোজ বসু পরলোক গমন করেন।

26 December 2004 : ২০০৪ সালের আজকের দিনে ভারত মহাসাগরে প্রায় নয় রিখটার স্কেলের এক ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামী বা সামুদ্রিক জলোচ্ছাস দেখা দেয়। তীব্র গতি-সম্পন্ন ও বিশাল উচ্চতার সামুদ্রিক ঢেউ ভারত মহাসাগর উপকূলে ধেয়ে আসায় শ্রীলংকা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত ও থাইল্যান্ডের দুই লক্ষ ২০ হাজারেরও বেশী মানুষ প্রাণ হারায়।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৬ ডিসেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 26 December

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৬ ডিসেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

26 December 1938 : ১৯৩৮ সালের আজকের দিনে চলচ্চিত্র নির্মাতা আলমগীর কবির জন্মগ্রহণ করেন।

26 December 1962 : ১৯৬২ সালের আজকের দিনে বাংলাদেশের জাতীয় মসজিদ ঢাকার বায়তুল মোকাররম মসজিদে জুমার নামায আদায়ের মাধ্যমে প্রথম নামাজ পড়া শুরু হয়।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৬ ডিসেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 26 December

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৬ ডিসেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 26 December, Today’s Famous day on 26 December in the World. On this day Historical Famous Events in The World)

26 December 1135 : ১১৩৫ সালের আজকের দিনে রাজা স্টিফেনের ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন।

26 December 1791 : ১৭৯১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন চার্লস ব্যাবেজ, ইংরেজ গণিতবিদ। তাকে কম্পিউটারের জনক হিসাবে অভিহিত করা হয়।

26 December 1792 : ১৭৯২ সালের আজকের দিনে রাজদ্রোহ ও বিশ্বাসঘাতকতার অভিযোগে ফ্রান্সের শেষ রাজা ষোড়শ লুইয়ের বিচার নিয়ে নির্বাচন শুরু হয়।

26 December 1893 : ১৮৯৩ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন মাও সে তুং, তিনি ছিলেন চাইনিজ কমুনিস্ট পার্টির নেতা।

26 December 1898 : ১৮৯৮ সালের আজকের দিনে পিয়ের ও মারি কুরি রেডিয়াম আবিষ্কার করেন।

26 December 1906 : ১৯০৬ সালের আজকের দিনে অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি ‘দি স্টোরি অব দ্য কেলি গ্যাং’ প্রথম প্রদর্শিত হয়।

26 December 1949 : ১৯৪৯ সালের আজকের দিনে বিজ্ঞানী আলবার্ট আইস্টাইন মধ্যাকর্ষণের নতুন সাধারণকৃত তত্ত্ব উদ্ভাবন করে।

26 December 1950 : ১৯৫০ সালের আজকের দিনে আইরিশ কবি ও ঔপন্যাসিক জেমস স্টিফেনসন পরলোক গমন করেন।

26 December 1972 : ১৯৭২ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৩তম রাষ্ট্রপতি হ্যারি এস. ট্রুম্যান পরলোক গমন করেন ।

26 December 1972 : ১৯৭২ সালের আজকের দিনে পরলোক গমন করেন হ্যারি এস. ট্রুম্যান, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৩ তম রাষ্ট্রপতি।

26 December 1978 : ১৯৭৮ সালের আজকের দিনে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জেল থেকে মুক্তি পেয়েছেন

26 December 1983 : ১৯৮৩ সালের আজকের দিনে ফ্রান্সের ডুবুরী সাগরের ৪৫০০ মিটার নীচে অবগাহন করে নতুন বিশ্বের রেকর্ড সৃষ্টি করেন।

26 December 2006 : ২০০৬ সালের আজকের দিনে পরলোক গমন করেন মুনির নিয়াজি, তিনি ছিলেন পাকিস্তানী কবি।

আজকের বিখ্যাত জন্মদিন : ২৬ ডিসেম্বর | Today Famous Birthdays : 26 December

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 26 December. On this day Famous Birthdays in Bengali)

26 December : আজ ২৬ ডিসেম্বর – No record.

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২৬ ডিসেম্বর | Today Famous Deaths : 26 December

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 26 December. On this day Famous Deaths in Bengali)

26 December 1530 : ১৫৩০ সালের আজকের দিনে জহির-উদ্দিন মুহাম্মদ বাবুর, তিমুরিদ প্রতিষ্ঠাতা এবং ভারতীয় উপমহাদেশের মুঘল রাজবংশের প্রথম সম্রাট (1526-30), 47 বছর বয়সে মারা যান।

26 December 1981 : ১৯৮১ সালের আজকের দিনে সাবিত্রী, ভারতীয় অভিনেত্রী (জন্ম : 1937)।

26 December 1999 : ১৯৯৯ সালের আজকের দিনে শঙ্কর দয়াল শর্মা, ভারতীয় রাজনীতিবিদ, ভারতের নবম রাষ্ট্রপতি (1992-97), 81 বছর বয়সে মারা যান।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ২৬ ডিসেম্বর : The Famous Day 26 December in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২৬ ডিসেম্বর | Today’s Famous Day in Historical Events : 26 December (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ২৬ ডিসেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *