Close Ad close
Breaking
Wed. Jan 15th, 2025
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২৬ অক্টোবর | Today's Famous Day in Historical Events : 26 Octoberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২৬ অক্টোবর | Today's Famous Day in Historical Events : 26 October

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২৬ অক্টোবর | Today’s Famous Day in Historical Events : 26 October

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২৬ অক্টোবর  : Today’s Famous Day in Historical Events : 26 October (Bengali) : আজকের বিখ্যাত দিনে ২৬ অক্টোবর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২৬ অক্টোবর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৬ অক্টোবর | Today’s Important Day or Famous Day in Bengali : 26 October

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৬ অক্টোবর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 26 October. On this day Important Day in Bengali)

26 October : কুমড়ো দিবস।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৬ অক্টোবর | Today’s Famous Day in History (Bengali) : 26 October

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৬ অক্টোবর | Today’s famous day in the history of India (Bengali) : 26 October

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৬ অক্টোবর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 26 October. Today’s Famous day on 26 October in India. On this day Historical Famous Events in India)

26 October 1888 : ১৮৮৮ সালের আজকের দিনে বিংশ শতাব্দীর বিখ্যাত বাঙালি কবি এবং সাহিত্য সমালোচক মোহিতলাল মজুমদার জন্মগ্রহন করেন। 

26 October 1890 : ১৮৯০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়, তিনি ছিলেন বাংলা ভাষার অন্যতম প্রধান ভাষাবিজ্ঞানী।

26 October1890 : ১৮৯০ সালের আজকের দিনে ভারতীয় সাংবাদিক ও রাজনীতিবিদ গণেশ শংকর ভর জন্মগ্রহন করেন।

26 October 1934 : ১৯৩৪ সালের আজকের দিনে মহাত্মা গান্ধীর উদ্যোগে গ্রামীণ শিল্প সমিতি প্রতিষ্ঠিত হয়। 

26 October 1947 : ১৯৪৭ সালের আজকের দিনে ব্রিটেন থেকে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা অর্জনের পরেপরেই কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল জম্মু ও কাশ্মীরের রাজা এই অঞ্চলকে ভারতের অংশ বলে ঘোষণা করেন। এ অঞ্চলের অধিকাংশ জনগণ মুসলমান হওয়ায় জম্মু ও কাশ্মীর পাকিস্তানের অন্তর্ভুক্ত হবার কথা ছিল। জম্মু ও কাশ্মীরের তৎকালীন অমুসলিম রাজা জনগণের ইচ্ছার বিরুদ্ধে এই অঞ্চলকে ভারতের অংশে পরিণত করার সিদ্ধান্ত নেন। এই ঘোষণার পর পাকিস্তান কাশ্মীরে হামলা চালিয়ে অঞ্চলটির কিছু অংশ দখল কর। এরপর থেকে ভারত ও পাকিস্তান কাশ্মীরের মালিকানা নিয়ে তিনবার যুদ্ধ করেছে এবং এ নিয়ে এখনও বিরোধ অব্যহত। 

26 October 1950 : ১৯৫০ সালে আজকের দিনে মাদার তেরেসা ভারতের কলকাতা শহরে সেবা প্রতিষ্ঠান মিশনারিজ অব চ্যারিটি প্রতিষ্ঠা করেন।

26 October 1962 : ১৯৬২ সালে আজকের দিনে ভারত-চীন যুদ্ধের সময় সারা ভারতে প্রথম জরুরি অবস্থা জারি করা হয়(২৬/১০/১৯৬২ থেকে ১০/০১/১৯৬৮)।

26 October 1974 : ১৯৭৪ সালের আজকের দিনে ভারতীয় অভিনেত্রী, প্রযোজক এবং সাবেক মডেল রবিনা ট্যান্ডন জন্মগ্রহন করেন।

26 October 1985 : ১৯৮৫ সালের আজকের দিনে ভারতীয় অভিনেত্রী অসিন জন্মগ্রহন করেন।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৬ অক্টোবর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 26 October

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৬ অক্টোবর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

26 October 1952 : ১৯৫২ সালের আজকের দিনে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন গঠিত হয়।

26 October 1972 : ১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক ( রিয়াজ ) জন্মগ্রহন করেন।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৬ অক্টোবর | Today’s famous day in the history of the world (Bengali) : 26 October

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৬ অক্টোবর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 26 October, Today’s Famous day on 26 October in the World. On this day Historical Famous Events in The World)

26 October 1863 : ১৮৬৩ সালের আজকের দিনে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন গঠিত হয়। ব্রিটেনের ফুটবল সমিতি লণ্ডনে প্রতিষ্ঠিত হয় এবং ফুটবল খেলার প্রথম নিয়মাবলী প্রণয়ন করা হয়, তাতে আধুনিক ফুটবলের জন্ম ঘোষিত হয়। পরে এই দিনকেই আধুনিক ফুটবলের জন্মদিবস হিসেবে নির্ধারণ করা হয়।

26 October 1900 : ১৯০০ সালের আজকের দিনে নিউ ইয়ার্ক সাবওয়ের প্রথমভাগ খুলে দেওয়া হয়।

26 October 1912 : ১৯১২ সালের আজকের দিনে টেমসের নিচে উলউইচ টানেল খুলে দেওয়া হয়।

26 October 1936 : ১৯৩৬ সালের আজকের দিনে মাও জে দংয়ের নেতৃত্বে চীনে লংমার্চ শুরু হয়।

26 October 1947 : ১৯৪৭ সালের আজকের দিনে ইরাক ব্রিটিশ সেনাদের দখল থেকে মুক্ত হয়।

26 October 1947 : ১৯৪৭ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন হিলারি ক্লিনটন, তিনি আমেরিকান আইনজীবী, রাজনীতিবিদ ও ৪৪ তম ফার্স্ট লেডি।

26 October 1949 : ১৯৪৯ সালের আজকের দিনে প্রেসিডেন্ট হ্যারি ট্রম্যান ন্যূনতম মজুরি ৪০ সেন্ট থেকে বাড়িয়ে ৭৫ সেন্ট করেন।

26 October 1955 : ১৯৫৫ সালের আজকের দিনে অস্ট্রিয়ার স্বাধীনতা লাভ করে।

26 October 1956 : ১৯৫৬ সালে আজকের দিনে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা গঠিত হয়।

26 October 1962 : ১৯৬২ সালের আজকের দিনে বিটলস ‘প্লিজ প্লিজ মি’ ও ‘আস্ক মি হোয়াই’ গান দুটি রেকর্ড করে।

26 October 1971 : ১৯৭১ সালের আজকের দিনে চীন জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

26 October 1988 : ১৯৮৮ সালের আজকের দিনে ব্রিটেনের ‘বুকার প্রাইজ’ পান অস্ট্রেলীয় কথা শিল্পী পিটার কেরি।

আজকের বিখ্যাত জন্মদিন : ২৬ অক্টোবর | Today Famous Birthdays : 26 October

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 26 October. On this day Famous Birthdays in Bengali)

26 October 1881 : ১৮৮১ সালে আজকের দিনে কাঁথিতে(পূর্ব মেদিনীপুর) জন্ম গ্রহণ করেছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ও রাজনৈতিক নেতা বীরেন্দ্রনাথ শাসমল।  বীরেন্দ্রনাথ শাসমল তাঁর দেশপ্রেমের জন্য “দেশপ্রাণ” নামে খ্যাত ছিলেন। 

26 October 1888 : ১৮৮৮ সালে আজকের দিনে উত্তর চব্বিশ পরগনা জেলায় জন্ম গ্রহণ করেছিলেন বিংশ শতাব্দীর বিখ্যাত বাঙালি ও সাহিত্য সমালোচক মোহিতলাল মজুমদার। এছাড়াও তিনি বাংলা সাহিত্যের অন্যতম প্রবন্ধকার ছিলেন। গভীর অন্তর্দৃষ্টি, নিপুণ বিশ্লেষণ ও ভাব-গম্ভীর ভাষার মহিমায় মোহিতলালের সমালোচনাধর্মী গ্রন্থগুলো ধ্রুপদী সাহিত্যের পর্যায়ে উন্নীত হয়েছে।

26 October 1974 : ১৯৭৪ সালে আজকের দিনে মুম্বাইয়ে জন্ম গ্রহণ করেছিলেন ভারতীয় অভিনেত্রী রবিনা ট্যান্ডন। রবীনা ট্যান্ডন তার অভিনয় জীবন শুরু করেন “পাত্থর কে ফুল(১৯৯১)” দিয়ে এবং এই অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। ১৯৯০-এর দশকে তিনি বেশ কয়েকটি বাণিজ্যিক ভাবে সফল চলচিত্রে অভিনয় করেন – যার মধ্যে “দিলওয়ালে(১৯৯৪)”, “মোহরা(১৯৯৪)”, “খিলাড়িওঁ কা খিলাড়ি(১৯৯৬)” এবং “জিদ্দী(১৯৯৭)” অন্যতম।

26 October 1985 : ১৯৮৫ সালে আজকের দিনে কেরলে জন্ম গ্রহণ করেছিলেন ভারতীয় অভিনেত্রী এবং ভরতনাট্যম-এ বিশেষভাবে প্রশিক্ষিত নৃত্যশিল্পী অসিন/অসিন থত্তুমকাল। তিনি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পের মাধ্যমে নিজের অভিনয়জীবন শুরু করেন, তবে বর্তমানে বলিউডের চলচ্চিত্রে তার উপস্থিতি বেশি পরিলক্ষিত। এই অভিনেত্রী আটটি ভাষায় কথা বলতে পারেন এবং নিজের চলচ্চিত্রে ডাবিং নিজেই করেন।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২৬ অক্টোবর | Today Famous Deaths : 26 October

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 26 October. On this day Famous Deaths in Bengali)

26 October 1977 : ১৯৭৭ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বৃটিশ ভারতের বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও গায়ক জ্যোতিরিন্দ্র মৈত্র। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ২৬ অক্টোবর : The Famous Day 26 October in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ২৬ অক্টোবর : The Famous Day 26 October (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ২৬ অক্টোবর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *