Close Ad close
Breaking
Thu. Nov 21st, 2024
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২৭ অক্টোবর | Today's Famous Day in Historical Events : 27 Octoberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২৭ অক্টোবর | Today's Famous Day in Historical Events : 27 October

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২৭ অক্টোবর | Today’s Famous Day in Historical Events : 27 October

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২৭ অক্টোবর  : Today’s Famous Day in Historical Events : 27 October (Bengali) : আজকের বিখ্যাত দিনে ২৭ অক্টোবর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২৭ অক্টোবর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৭ অক্টোবর | Today’s Important Day or Famous Day in Bengali : 27 October

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৭ অক্টোবর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 27 October. On this day Important Day in Bengali)

27 October : অকুপেশনাল থেরাপি দিবস। ২০১০ সালের আজকের এই দিনটিতে প্রথমবার দিবসটি পালিত হয়। অকুপেশনাল থেরাপি হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে একটি স্বীকৃত বিভাগ এবং একটি আধুনিক স্বাস্থ্য সেবামূলক পেশা। যেখানে শারীরিক বা মানসিকভাবে অসুস্থ বা প্রতিবন্ধী ব্যক্তিদের দৈনন্দিন কাজে যথাসম্ভব সর্বাধিক স্বাবলম্বী বা স্বনির্ভর করার উদ্দেশ্যে চিকিৎসা প্রদান করা হয়।

27 October : অডিওভিস্যুয়াল হেরিটেজ দিবস। ২০০৫ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) এক সাধারণ সম্মেলনে দিবসটির অনুমোদন দেয়। এ দিবসের উদ্দেশ্য হলো বিভিন্ন অডিওভিস্যুয়াল ডকুমেন্ট যেগুলো জাতিগত পরিচয় বহন করে তা সংরক্ষণের জন্য জরুরী ভিত্তিতে সাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৭ অক্টোবর | Today’s Famous Day in History (Bengali) : 27 October

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৭ অক্টোবর | Today’s famous day in the history of India (Bengali) : 27 October

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৭ অক্টোবর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 27 October. Today’s Famous day on 27 October in India. On this day Historical Famous Events in India)

27 October 1526 : ১৫২৬ সালে আজকের দিনে মোগল সম্রাট বাবর দিল্লির সিংহাসনে আরোহণ করেন।

27 October 1605 : ১৬০৫ সালের আজকের দিনে সালে মোগল সম্রাট আকবর পরলোক গমন করেন ।

27 October 1904 : ১৯০৪ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন যতীন্দ্র নাথ দাস, তিনি ছিলেনব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।

27 October 1915 : ১৯১৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন মৃগেন্দ্রনাথ দত্ত, তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী নেতা।

27 October 1919 : ১৯১৯ সালের আজকের দিনে ভারতবর্ষে প্রথম খিলাফত দিবস পালিত হয়।

27 October 1947 : ১৯৪৭ সালের আজকের দিনে কাশ্মিরের সার্বভৌমত্ব অধিকার করার জন্যে ভারত আর পাকিস্তানের মধ্যে সশস্ত্র সংঘর্ষ ঘটে।

27 October 1449 : ১৪৪৯ সালের আজকের দিনে পরলোক গমন করেন উলুগ বেগ মির্জা মোহাম্মদ তারেঘ বিন শাহরুখ, তিনি ছিলেন তিমুরীদ বংশীয় সুলতান এবং একজন প্রখ্যাত জ্যোতির্বিদ ও গণিতবিদ।

27 October 1984 : ১৯৮৪ সালের আজকের দিনে ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান জন্মগ্রহন করেন।

27 October 2001 : ২০০১ সালের আজকের দিনে ভারতীয় বাংলা ও হিন্দী অভিনেতা প্রদীপ কুমার পরলোক গমন করেন ।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৭ অক্টোবর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 27 October

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৭ অক্টোবর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

27 October 1901 : ১৯০১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন আব্বাসউদ্দিন, তিনি ছিলেন প্রখ্যাত বাংলা লোকসঙ্গীত গায়ক।

27 October 1944 : ১৯৪৪ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন সিরাজ সিকদার, তিনি ছিলেন বাংলাদেশের একজন কমিউনিস্ট বিপ্লবী নেতা।

27 October 1947 : ১৯৪৭ সালের আজকের দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সমরনায়ক বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম জন্মগ্রহন করেন।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৭ অক্টোবর | Today’s famous day in the history of the world (Bengali) : 27 October

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৭ অক্টোবর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 27 October, Today’s Famous day on 27 October in the World. On this day Historical Famous Events in The World)

27 October 1275 : ১২৭৫ সালের আজকের দিনে আমস্টারডাম নগরীর প্রতিষ্ঠা হয়।

27 October 1492 : ১৪৯২ সালের আজকের দিনে ক্রিস্টোফার কলম্বাস কিউবা আবিষ্কার করেন।

27 October 1651 : ১৬৫১ সালের আজকের দিনে ইংরেজ সেনাবাহিনী আয়ারল্যান্ডের লিমেরিক দখল করে।

27 October 1728 : ১৭২৮ সালের আজকের দিনে ইংরেজ পর্যটক ক্যাপটেন জেমস কুক জন্মগ্রহন করেন।

27 October 1744 : ১৭৪৪ সালের আজকের দিনে ইংরেজ চিত্রকর মেরি মোজার জন্মগ্রহন করেন।

27 October 1803 : ১৮০৩ সালের আজকের দিনে ফরাসিদের দ্বারা বার্লিন দখল হয়।

27 October 1905 : ১৯০৫ সালের আজকের দিনে অক্টোবর নরওয়ে সুইডেনের কাছ থেকে আলাদা হয়ে স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে।

27 October 1914 : ১৯১৪ সালের আজকের দিনে ব্রিটিশ যুদ্ধ জাহাজ অডাসিয়াস ডুবে যায়।

27 October 1914 : ১৯১৪ সালের আজকের দিনে ইংরেজ কবি ডিলান টমাস জন্মগ্রহন করেন।

27 October 1932 : ১৯৩২ সালের আজকের দিনে কবি সিলভিয়া প্লাথ জন্মগ্রহণ করেন।

27 October 1954 : ১৯৫৪ সালের আজকের দিনে ওয়াল্ট ডিজনির প্রথম টিভি শো ডিজনিল্যান্ডের প্রিমিয়ার হয়।

27 October 1958 : ১৯৫৮ সালের আজকের দিনে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আইয়ুব খান রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে পাকিস্তানের ক্ষমতা গ্রহণ করেন।

27 October 1977 : ১৯৭৭ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন কুমার সাঙ্গাকারা, তিনি শ্রীলংকান ক্রিকেটার।

27 October 1989 : ১৯৮৯ সালে আজকের দিনে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যের কাম্পোশান কারাগারে বারবার দু’টি বিরাট দাঙ্গা ঘটে, ফলে বন্দী ও পুলিশসহ মোট ১২০ জন আহত হয়, গোটা কারাগারের ১৪টি জায়গা ধ্বংস হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : ২৭ অক্টোবর | Today Famous Birthdays : 27 October

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 27 October. On this day Famous Birthdays in Bengali)

27 October 1904 : ১৯০৪ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী যতীন্দ্র নাথ দাস। তিনি একজন ভারতীয় মুক্তিযোদ্ধা এবং বিপ্লবী ভগৎ সিংয়ের সহকর্মী। আত্মত্যাগী, সাহসী মানুষটি লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে ১৯২৯ সালের ১৪ই জুন গ্রেপ্তার হন। জেলবন্দীদের অধিকারের দাবিতে ওই বছরই ১৩ই জুলাই অনশন শুরু করেন তিনি। ৬৩ দিন অনশনের পর ১৩ই সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে জেলেই মৃত্যু হয় তার। স্বাধীনতার পর তার সম্মানে কলকাতা মেট্রোর হাজরা অঞ্চলের মেট্রো স্টেশনটির নামকরণ করা হয় যতীন দাস পার্ক মেট্রো স্টেশন।

27 October 1915 : ১৯১৫ সালে আজকের দিনে পশ্চিম মেদিনীপুরে জন্ম গ্রহণ করেছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী নেতা মৃগেন্দ্রনাথ দত্ত। তিনি গোপন বেঙ্গল ভলান্টিয়ার্স দলের সদস্য ছিলেন। পেডি ও ডগলাস নিহত হবার পর বার্জ নামে এক ইংরেজ মেদিনীপুরের ম্যাজিস্ট্রেট হয়ে আসেন। ১৯৩৩ সালে ২রা সেপ্টেম্বর মৃগেন্দ্রনাথ ও তার সঙ্গী অনাথবন্ধু কর্তৃক বাজ নিহত হয়। কিন্তু পুলিসের গুলিতে অনাথবন্ধু ঘটনাস্থলেই এবং তিনি পরদিন হাসপাতালে মারা যান।

27 October 1920 : ১৯২০ সালে আজকের দিনে কেরলে(বর্তমানে) জন্ম গ্রহণ করেছিলেন ভারতীয় রাজনীতিবিদ, ১০ম রাষ্ট্রপতি কে. আর. নারায়ানান/কোচেরিল রমন নারায়ানান। 

27 October 1977 : ১৯৭৭ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেছিলেন শ্রীলংকার প্রখ্যাত ক্রিকেটার কুমার সাঙ্গাকারা/কুমার চোকশানাদা সাঙ্গাকারা।

27 October 1984 : ১৯৮৪ সালে আজকের দিনে গুজরাটে জন্ম গ্রহণ করেছিলেন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান।

27 October 1986 : ১৯৮৬ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : ২৭ অক্টোবর | Today Famous Marriage Anniversary and Divorces : 27 October

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 27 October. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

27 October : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২৭ অক্টোবর | Today Famous Deaths : 27 October

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 27 October. On this day Famous Deaths in Bengali)

27 October 1605 : ১৬০৫ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ শাসক মোগল সম্রাট আকবর/জালাল উদ্দিন মোহাম্মদ আকবর। পৃথিবীর ইতিহাসে মহান শাসকদের অন্যতম মহামতি আকবর নামেও পরিচিত। তিনি মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট।

27 October 1907 : ১৯০৭ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন হুগলী জেলার ভারতের বাঙালি ব্রহ্মবাদী ব্যক্তিত্ব,সাংবাদিক ও ভারতের স্বাধীনতা সংগ্রামী ব্রহ্মবান্ধব উপাধ্যায়। তিনি বেশ কয়েকটি পত্রিকা প্রকাশ ও পরিচালনা করেছিলেন । তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন ।

27 October 2001 : ২০০১ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন কলকাতারঙ ভারতীয় বাংলা ও হিন্দী অভিনেতা প্রদীপ কুমার। তার বিখ্যাত কিছু হিন্দি ছবির নাম “Jagte Raho(1956)”, “Anjaan(1956)”, “Durgesh Nandini(1956)”, “Nagin(1954)”, “Anarkali(1953)”, “Anand Math(1952)”।

27 October 2003 : ২০০৩ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বিখ্যাত বাঙালি অভিনেতা তরুণকুমার চট্টোপাধ্যায়। ইনি কিংবদন্তি নায়ক উত্তম কুমারের ভাই। বহু সিনেমায় সফল ভাবে ইনি পার্শ্বচরিত্র অভিনয় করেছেন।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ২৭ অক্টোবর : The Famous Day 27 October in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ২৭ অক্টোবর : The Famous Day 27 October (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ২৭ অক্টোবর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *