আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২৮ ডিসেম্বর | Today’s Famous Day in Historical Events : 28 December
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২৮ ডিসেম্বর : Today’s Famous Day in Historical Events : 28 December (Bengali) : আজকের বিখ্যাত দিনে ২৮ ডিসেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২৮ ডিসেম্বর।
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৮ ডিসেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 28 December
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৮ ডিসেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 28 December. On this day Important Day in Bengali)
28 December : আজ ২৮ ডিসেম্বর – No record.
ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৮ ডিসেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 28 December
ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৮ ডিসেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 28 December
আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৮ ডিসেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 28 December. Today’s Famous day on 28 December in India. On this day Historical Famous Events in India)
28 December 1885 : ১৮৮৫ সালের আজকের দিনে বোম্বাইয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন শুরু হয়।
28 December 1889 : ১৮৮৯ সালের আজকের দিনে শিক্ষাবিদ স্যার এ. এফ. রহমান জন্মগ্রহণ করেন।
28 December 1921 : ১৯২১ সালের আজকের দিনে কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল এর উদ্বোধন করা হয়।
28 December 1926 : ১৯২৬ সালের আজকের দিনে ইম্পেরিয়াল এয়ারওয়েজ ইংল্যান্ড-ভারত মেল এবং যাত্রী পরিষেবা শুরু করে।
28 December 1927 : ১৯২৭ সালের আজকের দিনে ইউনানী চিকিৎসক হেকিম আজমল খাঁ পরলোক গমন করেন।
28 December 1937 : ১৯৩৭ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন রতন টাটা, তিনি ভারতীয় শিল্পপতি।
28 December 1966 : ১৯৬৬ সালের আজকের দিনে 55 তম ডেভিস কাপ: অস্ট্রেলিয়া ভারতকে মেলবোর্নে পরাজিত করে (4-1)।
28 December 1984 : ১৯৮৪ সালের আজকের দিনে ত্রিশটি সেঞ্চুরি করে টেস্ট ক্রিকেটে সুনীল গাভাস্কার ব্র্যাডমানের বিশ্বরেকর্ড ভেঙ্গে দেন।
28 December 1984 : ১৯৮৪ সালের আজকের দিনে রাজীব গান্ধীর কংগ্রেস পার্টি ভারতে সাধারণ নির্বাচন জিতেছেন।
বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৮ ডিসেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 28 December
আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৮ ডিসেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ : আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)
28 December 1993 : ১৯৯৩ সালের আজকের দিনে পরলোক গমন করেন আব্দুল জব্বার খান, তিনি ছিলেন বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ-এর পরিচালক, অভিনেতা ও চিত্রনাট্যকার।
28 December 2011 : ২০১১ সালের আজকের দিনে পরলোক গমন করেন রাজিয়া খান, তিনি ছিলেন বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক।
বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৮ ডিসেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 28 December
আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৮ ডিসেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 28 December, Today’s Famous day on 28 December in the World. On this day Historical Famous Events in The World)
28 December 1694 : ১৬৯৪ সালের আজকের দিনে ইংল্যান্ডের রানি দ্বিতীয় মেরি পরলোক গমন করেন।
28 December 1706 : ১৭০৬ সালের আজকের দিনে পরলোক গমন করেন পিয়ের বায়লে, তিনি ছিলেন ফরাসি দার্শনিক ও লেখক।
28 December 1856 : ১৮৫৬ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন উড্রো উইলসন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন ঐতিহাবিদ, রাজনীতিবিদ ও মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮ তম প্রেসিডেন্ট।
28 December 1859 : ১৮৫৯ সালের আজকের দিনে ব্রিটিশ ঐতিহাসিক লর্ড মেকলে পরলোক গমন করেন।
28 December 1895 : ১৮৯৫ সালের আজকের দিনে ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রথম বাণিজ্যিকভাবে চলচ্চিত্র প্রদর্শিত হয়েছিলো।
28 December 1904 : ১৯০৪ সালের আজকের দিনে লন্ডনে প্রথম বেতারে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়।
28 December 1925 : ১৯২৫ সালের আজকের দিনে রুশ কবি সের্গেই ইয়েসেনিন পরলোক গমন করেন।
28 December 1937 : ১৯৩৭ সালের আজকের দিনে পরলোক গমন করেন মরিস রাভেল, তিনি ছিলেন ফরাসি পিয়ানোবাদক ও সুরকার।
28 December 1941 : ১৯৪১ সালের আজকের দিনে পাকিস্তানের ক্রিকেটার ইন্তেখাব আলম জন্মগ্রহণ করেন।
28 December 1944 : ১৯৪৪ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ক্যারি মুলিস, তিনি নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন প্রাণরসায়নী বিজ্ঞানী।
28 December 1955 : ১৯৫৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন লিউ জিয়াওবো, তিনি নোবেল পুরস্কার বিজয়ী চীনা লেখক, অধ্যাপক ও সমাজ কর্মী।
28 December 1969 : ১৯৬৯ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন লিনাস টোরভাল্ডস, তিনি ফিনিশ বংশোদ্ভুত আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার, লিনাক্স কার্নেলের আদি রচয়িতা ও নিয়ন্ত্রণকারী এবং মুক্ত সোর্স আন্দোলনের নেতৃস্থানীয় ব্যক্তি।
28 December 1973 : ১৯৭৩ সালের আজকের দিনে আলেকজান্ডার সোলঝেনিৎসিনের বিখ্যাত ৩ খন্ডের উপন্যাস গুলাগ আর্কিপিলেগোর প্রথম খন্ড প্যারিসে প্রকাশিত হয়েছিলো।
28 December 2004 : ২০০৪ সালের আজকের দিনে পরলোক গমন করেন সুসান সনট্যাগ, তিনি ছিলেন খ্যাতিমান মার্কিন লেখিকা ও সাহিত্য সমালোচক।
আজকের বিখ্যাত জন্মদিন : ২৮ ডিসেম্বর | Today Famous Birthdays : 28 December
আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 28 December. On this day Famous Birthdays in Bengali)
28 December 1905 : ১৯০৫ সালে ভিজিয়ানগ্রাম “ভাইজি” -এর মহারাজকুমার, ভারতীয় ক্রিকেট ব্যাটসম্যান, অধিনায়ক, প্রশাসক, সম্প্রচারক এবং রাজনীতিবিদ (৩ টেস্ট), ভারতের উত্তর প্রদেশের বারাণসীতে আজকের দিনে জন্মগ্রহণ করেছেন (মৃত্যু : 1965)।
28 December 1932 : ১৯৩২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ধীরুভাই আম্বানি, ভারতীয় ব্যবসায়ী (মৃত্যু : 2002)।
28 December 1937 : ১৯৩৭ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন রতন টাটা, ভারতীয় শিল্পপতি।
28 December 1952 : ১৯৫২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন অরুণ জেটলি, ভারতীয় রাজনীতিবিদ।
আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২৮ ডিসেম্বর | Today Famous Deaths : 28 December
আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 28 December. On this day Famous Deaths in Bengali)
28 December : আজ ২৮ ডিসেম্বর – No record.
আজকের বিখ্যাত দিনে ২৮ ডিসেম্বর : The Famous Day 28 December in Bengali
আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২৮ ডিসেম্বর | Today’s Famous Day in Historical Events : 28 December (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ২৮ ডিসেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।