Close Ad close
Breaking
Wed. Jan 15th, 2025
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২৮ সেপ্টেম্বর | Today's Famous Day in Historical Events : 28 Septemberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২৮ সেপ্টেম্বর | Today's Famous Day in Historical Events : 28 September

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২৮ সেপ্টেম্বর | Today’s Famous Day in Historical Events : 28 September

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২৮ সেপ্টেম্বর  : Today’s Famous Day in Historical Events : 28 September (Bengali) : আজকের বিখ্যাত দিনে ২৮ সেপ্টেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২৮ সেপ্টেম্বর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৮ সেপ্টেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 28 September

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৮ সেপ্টেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 28 September. On this day Important Day in Bengali)

28 September : আজ ২৮ সেপ্টেম্বর – আন্তর্জাতিক জলাতংক দিবস(World Rabies Day)। “রেবিজ” বা “জলাতঙ্ক” হচ্ছে ভাইরাস গঠিত একটি রোগ যা সাধারণত কুকুর, শেয়াল, বাদুর প্রভৃতি উষ্ণ রক্তের প্রাণীদের মধ্যে দেখা যায়। এটি এক প্রাণী থেকে আরেক প্রাণীতে পরিবাহিত হতে পারে তার লালা বা রক্তের দ্বারা। বিশ্বের প্রায় সকল দেশের প্রাণীর মধ্যেই এই রোগের প্রাদুর্ভাব দেখা যায়। প্রতি বছর বিশ্বে যত মানুষ কুকুরের দ্বারা আক্রান্ত হয়ে মারা যায় তার ৯৯ শতাংশই এই রোগের কারণে হয়।

28 September : আজ ২৮ সেপ্টেম্বর – আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস(International Day for Universal Access to Information)। তথ্যের সর্বজনীন অধিকারে আন্তর্জাতিক দিবস সাধারণত আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস হিসেবে পরিচিত। ইউনেস্কোর সাধারণ সম্মেলনে স্বীকৃতি পাওয়ার পর থেকে প্রতিবছর ২৮ শে সেপ্টেম্বর দিবসটি পালিত হয়। এটি একটি আন্তর্জাতিক স্বীকৃতি দিবস । দিনটি ২০১৫ সালের নভেম্বর মাসে উদ্বোধন করা হয়েছিল এবং ২৮ শে সেপ্টেম্বর ২০১৬ এ প্রথম অনুষ্ঠিত হয়েছিল।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৮ সেপ্টেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 28 September

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৮ সেপ্টেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 28 September

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৮ সেপ্টেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 28 September. Today’s Famous day on 28 September in India. On this day Historical Famous Events in India)

28 September 1907 : ১৯০৭ সালের আজকের দিনে  ভগৎ সিং-এর জন্ম হয়। তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী সংগ্রামের প্রসিদ্ধ ভারতীয় বিপ্লবী শহীদ।

28 September 1929 : ১৯২৯ সালের আজকের দিনে লতা মঙ্গেশকরের জন্ম হয়। তিনি ভারতের স্বনামধন্য কন্ঠশিল্পী। তিনি এক হাজারের বেশি ভারতীয় চলচ্চিত্রের গানে কন্ঠ দিয়েছেন।

28 September 1944 : ১৯৪৪ সালের আজকের দিনে বাঙালি অভিনেতা রঞ্জিত মল্লিকের জন্ম হয়।

28 September 1982 : ১৯৮২ সালের আজকের দিনে অভিনভ বিন্দ্রার জন্ম হয়। তিনি ভারতীয় ক্রিড়াবিদ ছিলেন।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৮ সেপ্টেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 28 September

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৮ সেপ্টেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

28 September 1936 : ১৯৩৬ সালের আজকের দিনে  শেখ ফজলল করিমের মৃত্যু হয়। তিনি ছিলেন একজন স্বনামধন্য বাঙালি সাহিত্যিক।

28 September 1947 : ১৯৪৭ সালের আজকের দিনে  শেখ হাসিনার জন্ম হয়।  তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী।

28 September 1981 : ১৯৮১ সালের আজকের দিনে রিয়াজ মুহাম্মদের জন্ম হয়। তিনি বাংলাদেশি চিন্তাবিদ।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৮ সেপ্টেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 28 September

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৮ সেপ্টেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 28 September, Today’s Famous day on 28 September in the World. On this day Historical Famous Events in The World)

28 September 0048 : ০০৪৮ খ্রি: পূ: সালের আজকের দিনে  মহান পম্পেই-এর মৃত্যু হয়। তিনি ছিলেন প্রখ্যাত রোমান সেনাপতি ও রাজনীতিবিদ।

28 September 0551 : ০৫৫১ খ্রি: পূ: এই দিনে কনফুসিয়াসের জন্ম হয়। তিনি ছিলেন মহান চীনা দার্শনিক ও শিক্ষাগুরু।

28 September 1746 : ১৭৪৬ সালের আজকের দিনে উইলিয়াম জোনসের জন্ম হয়। তিনি ছিলেন প্রাচ্য তত্ত্ববিদ ও এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা।

28 September 1852 : ১৮৫২ সালের আজকের দিনে হেনরি মইসানের জন্ম হয়। তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রসায়নবিদ।

28 September 1895 : ১৮৯৫ সালের আজকের দিনে লুই পাস্তুরের মৃত্যু হয়। তিনি ছিলেন ফরাসি রসায়নবিদ ও অণুজীববিজ্ঞানী।

28 September 1906 : ১৯০৬ সালের আজকের দিনে হংকঙে প্রবল ঘূর্ণিঝড়ে দশ হাজার লোক মারা যায়।

28 September 1923 : ১৯২৩ সালের আজকের দিনে বুলগেরিয়ায় ফ্যাসিস্ট বিরোধী এক অভ্যুত্থান ঘটে।

28 September 1928 : ১৯২৮ সালের আজকের দিনে স্যার অ্যালেকজান্ডার ফ্লেমিং প্রথমবারের মতো পেনিসিলিন আবিষ্কারের কথা ঘোষনা করেন।

28 September 1956 : ১৯৫৬ সালের আজকের দিনে উইলিয়াম বোয়িং-এর মৃত্যু হয়। তিনি ছিলেন আমেরিকান ব্যবসায়ী ও বোয়িং কোম্পানি প্রতিষ্ঠা করেন।

28 September 1974 : ১৯৭৪ সালের আজকের দিনে  জন লাইটের জন্ম হয়। তিনি একজন ইংরেজ অভিনেতা।

28 September 1975 : ১৯৭৫ সালের আজকের দিনে স্টুয়ার্ট ক্লার্কের জন্ম হয়। তিনি একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

28 September 1990 : ১৯৯০ সালের আজকের দিনে কার্স্টেন প্রউটের জন্ম হয়। তিনি একজন কানাডিয়ান অভিনেত্রী।

28 September 1996 : ১৯৯৬ সালের আজকের দিনে মোহাম্মদ নাজিবুল্লাহের মৃত্যু হয়। তিনি ছিলেন আফগান সাবেক রাস্ট্রপতি। তালিবানরা তাঁকে নৃশংসভাবে অত্যাচার করে হত্যা করে।

28 September 2014 : ২০১৪ সালের আজকের দিনে দানিয়ে এবসের মৃত্যু হয়। তিনি ছিলেন ওয়েলশ চিকিৎসক, কবি ও লেখক।

28 September 2016 : ২০১৬ সালের আজকের দিনে শিমন পেরেসের মৃত্যু হয়। তিনি ছিলেন  নোবেল শান্তি পুরস্কার জয়ী ইসরায়েলের সাবেক রাষ্ট্রপতি।

আজকের বিখ্যাত জন্মদিন : ২৮ সেপ্টেম্বর | Today Famous Birthdays : 28 September

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 28 September. On this day Famous Birthdays in Bengali)

28 September 1889 : ১৮৮৯ সালে আজকের দিনে পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ জেলায় জন্ম গ্রহণ করেছিলেন বাঙালি সাহিত্যিক, সাংবাদিক, কবি, গায়ক, সাহিত্যবোদ্ধা ও ছন্দশ্রী নলিনীকান্ত সরকার(Nalinikanto Sarker)। তিনি কাজী নজরুল ইসলামের চিরসুহৃদ। নলিনীকান্ত সাংবাদিকতার হাতেখড়ি শরৎচন্দ্র পণ্ডিত বা দাদাঠাকুরের ‘জঙ্গীপুর সংবাদ’ পত্রিকায়। শরৎচন্দ্রের পণ্ডিতের জীবিত থাকার অবস্থাতেই তার লেখা ‘দাদাঠাকুর’বইটি চলচ্চিত্রায়িত হয়েছিল।

28 September 1907 : ১৯০৭ সালে আজকের দিনে লায়ালপুরে(পাঞ্জাব, ব্রিটিশ ভারত) জন্ম গ্রহণ করেছিলেন ব্রিটিশ বিরোধী সংগ্রামের প্রসিদ্ধ ভারতীয় বিপ্লবী শহীদ এবং ভারতমাতার অমর সন্তান ভগৎ সিং (Bhagat Singh)। মাত্র ২৩ বছর বয়সে দেশের জন্য ফাঁসির দড়ি গলায় তুলে নেন এই সমাজতান্ত্রিক বিপ্লবী। অল্প সময়েই দেশবাসীর কাছে এক আদর্শময় ব্যক্তিত্বের ছাপ ছেড়ে যান তিনি। ব্রিটিশদের দেশ থেকে হটাতে বিপ্লবের পথে হেঁটেছিলেন লালা লাজপত রাই। তাঁকে দমন করতে আক্রমণের পথে হাঁটে ব্রিটিশ সরকার। সেই সময় লাজপত রায়ের আন্দোলনকে গুড়িয়ে দিতে নৃশংস হামলা চালানোর নির্দেশ দেয় ব্রিটিশ পুলিশ অফিসার জন পি সনডারস। যার পাল্টা প্রতিশোধের পথে হাঁটেন ভগৎ সিংয়ের মতো বিপ্লবীরা। পরে সনডারকে মারার ষড়য্ন্ত্রী হিসাবে ভগৎ সিং, শিবরাম রাজগুরু ও সুখদেবকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়। আজ তার ১১৩ তম জন্মবার্ষিকী।

28 September 1929 : ১৯২৯ সালে আজকের দিনে ইন্দোরে(মধ্যপ্রদেশ) জন্ম গ্রহণ করেছিলেন ভারতের আজীবন স্বনামধন্য কন্ঠশিল্পী লতা মঙ্গেশকর(Lata Mangeshkar)। তিনি এক হাজারের বেশি ভারতীয় ছবিতে গান করেছেন। এছাড়া ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষাতে ও বিদেশী ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তাঁরই। বাংলাতেও তিনি অনেক গান করেছেন। ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন পাওয়া তিনিই দ্বিতীয় সঙ্গীতশিল্পী। ভারত সরকার ২৮ সেপ্টেম্বর, ২০১৯ তারিখে তাকে “ডট্যার অব দ্য নেশন” খেতাবে ভূষিত করেন।

28 September 1944 : ১৯৪৪ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেছিলেন খ্যাতনামা বাঙালি অভিনেতা রঞ্জিত মল্লিক(Ranjit Mallick)। তিনি বেল্টম্যান নামেও পরিচিত। ১৯৭১ সালে মৃণাল সেনের “ইন্টারভিউ” চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র জীবন শুরু করেন। তিনি আন্তর্জাতিক ক্যালভি পুরস্কারে(Karlovy Vary) ভূষিত হন। ১৯৭০ সাল থেকে তিনি একজন খ্যাতিমান রোমান্টিক অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। বিখ্যাত মৌচাক, দেবী চৌধুরানী, রাগ অনুরাগ, সায়ং সিদ্ধ প্রভৃতি চলচ্চিত্রে সাফল্যের সাথে অভিনয় করেন। 

28 September 1947 : ১৯৪৭ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেছিলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ওয়াজেদ(Sheikh Hasina)। তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী। 

28 September 1982 : ১৯৮২ সালে আজকের দিনে দেরাদুনে(উত্তরাখন্ড) জন্ম গ্রহণ করেছিলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিক গেমসে স্বর্ণ পদক বিজয়ী ভারতীয় শ্যুটার অভিনভ বিন্দ্রা(Abhinav Bindra)। তিনি সাধারণত ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন। বিন্দ্রা ২০০৮ বেইজিং অলিম্পিক গেমসে প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসাবে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ পদক জিতেন। এটি ছিল ১৯৮০ সালের পরে ভারতের প্রথম স্বর্ণ জয়, তখন পুরুষ ফিল্ড হকি দল স্বর্ণ পদক জিতেছিল।

28 September 1982 : ১৯৮২ সালে আজকের দিনে মুম্বাইয়ে জন্ম গ্রহণ করেছিলেন অভিনেতা রণবীর কাপুর(Ranbir Kapoor)। তিনি অভিনেতা ঋষি কাপুর ও নিতু সিংহের পুত্র। ২০০৭ সালে “সাওয়ারিয়া” ছবিতে তার প্রথম আবির্ভাব। এই ছবির জন্য তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ নবাগত পুরস্কার অর্জন করেন। ২০০৯ সালে তিনি “ওয়েক আপ সিড” ও “আজব প্রেম কি গজব কহানি” নামে দুটি বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রেও অভিনয় করেন। এই চলচ্চিত্রদুটি সমালোচকদের দ্বারাও প্রশংসিত হয়।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : ২৮ সেপ্টেম্বর | Today Famous Marriage Anniversary and Divorces : 28 September

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 28 September. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

28 September : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২৮ সেপ্টেম্বর | Today Famous Deaths : 28 September

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 28 September. On this day Famous Deaths in Bengali)

28 September 1895 : ১৮৯৫ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ফ্রান্সের রসায়নবিদ ও অণুজীববিজ্ঞানী লুই পাস্তুর(Louis Pasteur)। তিনিই প্রথম আবিষ্কার করেন যে অণুজীব অ্যালকোহলজাতীয় পানীয়ের পচনের জন্য দায়ী। জীবাণুতত্ত্ব ও বিভিন্ন রোগ নির্মূলে বিভিন্ন ধরনের প্রতিষেধক আবিষ্কার করে স্মরণীয় হয়ে রয়েছেন।

28 September 1926 : ১৯২৬ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন নদীয়া জেলার ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব অনন্তহরি মিত্র(Anantahari Mitra)। ১৯২১ সনে অসহযোগ আন্দোলনে যোগদান করেন। বিপ্লবী দলে যোগ দিয়ে কৃষ্ণনগরে বিপ্লবী ক্রিয়াকলাপ সংগঠনে সক্রিয় ভূমিকা নেন। মামলার সূত্রে দক্ষিণেশ্বরের একটি বাড়ি তল্লাশি চালাবার সময় রিভলভার, বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ ১৯২৫ সালের ১০ নভেম্বর গ্রেপ্তার হন। বিচারে মৃত্যুদণ্ডের আদেশ হয়। ২৮শে সেপ্টেম্বর ১৯২৬ সালে এই মহান বিপ্লবীর ফাঁসি হয়।

28 September 1956 : ১৯৫৬ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন উইলিয়াম বোয়িং(William E. Boeing), তিনি ছিলেন আমেরিকান ব্যবসায়ী ও বোয়িং এরোপ্লেন কোম্পানি প্রতিষ্ঠা করেন।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ২৮ সেপ্টেম্বর : The Famous Day 28 September in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ২৮ সেপ্টেম্বর : The Famous Day 28 September (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ২৮ সেপ্টেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *