Close Ad close
Breaking
Sat. Nov 16th, 2024
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২৯ অক্টোবর | Today's Famous Day in Historical Events : 29 Octoberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২৯ অক্টোবর | Today's Famous Day in Historical Events : 29 October

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২৯ অক্টোবর | Today’s Famous Day in Historical Events : 29 October

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ২৯ অক্টোবর  : Today’s Famous Day in Historical Events : 29 October (Bengali) : আজকের বিখ্যাত দিনে ২৯ অক্টোবর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২৯ অক্টোবর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৯ অক্টোবর | Today’s Important Day or Famous Day in Bengali : 29 October

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৯ অক্টোবর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 29 October. On this day Important Day in Bengali)

29 October : বিশ্ব স্ট্রোক দিবস। মস্তিষ্কে রক্ত সরবরাহ কোনো কারণে বিঘ্নিত হলে স্ট্রোক সংঘটিত হয়। বিশেষ করে রক্তনালী বন্ধ হয়ে কিংবা রক্তনালী ছিড়ে মস্তিষ্কে এই রক্ত সরবরাহ বিঘ্নিত হয়। রক্তে থাকে অক্সিজেন আর পুষ্টিগুণ। ফলে অক্সিজেনর অভাবে মস্তিষ্কের টিস্যুগুলো মারা যায়। স্ট্রোকের সবচেয়ে বড় কারণ হলো উচ্চরক্তচাপ। সারাবিশ্বে মৃত্যুর তৃতীয় প্রধান কারণ স্ট্রোক।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৯ অক্টোবর | Today’s Famous Day in History (Bengali) : 29 October

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৯ অক্টোবর | Today’s famous day in the history of India (Bengali) : 29 October

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৯ অক্টোবর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 29 October. Today’s Famous day on 29 October in India. On this day Historical Famous Events in India)

29 October 1851 : ১৮৫১ সালের আজকের দিনে ‘ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব বেঙ্গল’ প্রতিষ্ঠিত হয়।

29 October 1911 : ১৯১১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন অনাথবন্ধু পাঁজা, তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী ।

29 October 1964 : ১৯৬৪ সালে আজকের দিনে টাঙ্গানিকা ও জাঞ্জিবারের একত্রীভূত নাম ঘোষিত হয় তাঞ্জানিয়া।

29 October 1974 : ১৯৭৪ সালের আজকের দিনে জর্জ ফোরম্যানকে পরাজিত করে মোহাম্মাদ আলী শ্রেষ্ঠ বিশ্ব মুষ্টিযোদ্ধা খেতাব অর্জন করেন।

29 October 1999 : ১৯৯৯ সালে আজকের দিনে ওড়িশায় ঘূর্ণিঝড়ে কমপক্ষে ১০ হাজার মানুষের মৃত্যু ঘটে।

29 October 2005 : ২০০৫ সালে আজকের দিনে দিল্লিতে পরপর তিনটি বিস্ফোরণে অন্তত ৬২জনের মৃত্যু ঘটে।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৯ অক্টোবর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 29 October

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৯ অক্টোবর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

29 October 1941 : ১৯৪১ সালের আজকের দিনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান জন্মগ্রহণ করেন। 

29 October 2006 : ২০০৬ সালের আজকের দিনে তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ বাংলাদেশের তত্ত্বাবধ্যায়ক সরকারের প্রধান হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করেন।

29 October 2013 : ২০১৩ সালের আজকের দিনে পরলোক গমন করেন শেখ সালাহউদ্দিন আহমেদ, তিনি ছিলেন বাংলাদেশী ক্রিকেটার।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৯ অক্টোবর | Today’s famous day in the history of the world (Bengali) : 29 October

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৯ অক্টোবর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 29 October, Today’s Famous day on 29 October in the World. On this day Historical Famous Events in The World)

29 October 1877 : ১৮৭৭ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন উইলফ্রেড রোডস, তিনি ছিলেন ইংরেজ ক্রিকেটার ও কোচ।

29 October 1888 : ১৮৮৮ কনস্টানটিনোপল চুক্তি অনুযায়ী সুয়েজ খাল অবরোধ মুক্ত হয়।

29 October 1889 : ১৮৮৯ সালে আজকের দিনে ব্রিটিশ দক্ষিণ আফ্রিকা কম্পানি কার্যক্রমের সনদপত্র পায়।

29 October 1905 : ১৯০৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন হেনরি গ্রীন, তিনি ছিলেন ইংরেজ লেখক।

29 October 1923 : ১৯২৩ সালের আজকের দিনে কামাল পাশার নেতৃত্বে তুরস্ক স্বাধীনতা লাভ করে। 

29 October 1923 : ১৯২৩ সালে আজকের দিনে ঐতিহাসিক ওসমানী সাম্রাজ্যের (১২৯৯ – ১৯২৩) বিলুপ্তি ঘটিয়ে মুস্তাফা কামাল আতাতুর্ক ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র হিসেবে “তুরস্ক” রাষ্ট্রের পত্তন ঘটান।

29 October 1925 : ১৯২৫ সালে আজকের দিনে সুইজারল্যছঅন্ডের লোকোর্নোয় ১২ দিন ব্যাপী বৈঠকে লোর্কোন চুক্তি স্বাক্ষরিত হয়।

29 October 1947 : ১৯৪৭ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন রবার্ট সার্ভিস, তিনি ইংরেজ ঐতিহাসিক।

29 October 1949 : ১৯৪৯ সালের আজকের দিনে পরলোক গমন করেন জর্জ গার্দিজিয়েফ, তিনি ছিলেন আর্মেনিয় ফরাসি সন্ন্যাসী, মনোবৈজ্ঞানিক ও দার্শনিক। 

29 October 1971 : ১৯৭১ সালের আজকের দিনে পরলোক গমন করেন আর্নে ভিলহেল্ম কাউরিন টিসেলিয়ুস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ প্রাণরসায়নী।

29 October 1971 : ১৯৭১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ম্যাথু হেডেন, তিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

29 October 1986 : ১৯৮৬ সালের আজকের দিনে পরলোক গমন করেন মিমিস ফোটোপুলোস, তিনি ছিলেন গ্রিক অভিনেতা, গায়ক ও একাডেমিক। 

29 October 1998 : ১৯৯৮ সালের আজকের দিনে ব্রিটিশ কবি টেড হিউজ পরলোক গমন করেন। 

29 October 1999 : ১৯৯৯ সালের আজকের দিনে পরলোক গমন করেন গ্রেগ, তিনি ছিলেন বেলজিয়ান লেখক ও চিত্রকর।

29 October 2013 : ২০১৩ সালের আজকের দিনে পরলোক গমন করেন গ্রাহাম স্টার্ক, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

আজকের বিখ্যাত জন্মদিন : ২৯ অক্টোবর | Today Famous Birthdays : 29 October

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 29 October. On this day Famous Birthdays in Bengali)

29 October 1911 : ১৯১১ সালে আজকের দিনে পশ্চিম মেদিনীপুরে জন্মগ্রহণ করেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব অনাথবন্ধু পাঁজা। তিনি গোপন বেঙ্গল ভলান্টিয়ার্স দলের সদস্য ছিলেন। পেডি ও ডগলাস নিহত হবার পর বার্জ নামে এক ইংরেজ মেদিনীপুরের ম্যাজিস্ট্রেট হয়ে আসেন। ১৯৩৩ সালে ২ সেপ্টেম্বর অনাথবন্ধু পাঁজা এবং তার সঙ্গী মৃগেন্দ্রনাথ দত্ত কর্তৃক বার্জ নিহত হয়। কিন্তু পুলিসের গুলিতে তিনি ঘটনাস্থলেই এবং মৃগেন্দ্রনাথ পরদিন মারা যান।

29 October 1971 : ১৯৭১ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন বিখ্যাত অস্ট্রেলিয়ান ক্রিকেটার ম্যাথু হেইডেন/ম্যাথু লরেন্স হেইডেন। তার শক্তিশালী ও আক্রমণধর্মী ব্যাটিং সকলের মনোযোগ আকর্ষণ করেছিল। বামহাতি উদ্বোধনী ব্যাটসম্যান ম্যাথু হেইডেন টেস্ট ও একদিনের আন্তর্জাতিকে অস্ট্রেলিয়া ক্রিকেট দলে খুব দ্রুত রান সংগ্রহকারী হিসেবে পরিচিত ছিলেন। 

29 October 1981 : ১৯৮১ সালে আজকের দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন ভারতীয় অভিনেত্রী এবং মডেল রীমা সেন।

29 October 1985 : ১৯৮৫ সালে আজকের দিনে হরিয়ানায় জন্মগ্রহণ করেন বক্সার বিজেন্দর সিং/বিজেন্দর বেনিওয়াল।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : ২৯ অক্টোবর | Today Famous Marriage Anniversary and Divorces : 29 October

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 29 October. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

29 October : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২৯ অক্টোবর | Today Famous Deaths : 29 October

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 29 October. On this day Famous Deaths in Bengali)

29 October 1988 : ১৯৮৮ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও সমাজ সংস্কারক কমলাদেবী চট্টোপাধ্যায়। স্বাধীনতার পর ভারতীয় হস্তশিল্প, নাট্যকলাকে পুনরুজ্জীবিত করতে তাঁর নিরলস প্রয়াস অবিস্মরণীয়।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ২৯ অক্টোবর : The Famous Day 29 October in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ২৯ অক্টোবর : The Famous Day 29 October (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ২৯ অক্টোবর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *