Close Ad close
Breaking
Mon. Nov 18th, 2024
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৩ নভেম্বর | Today's Famous Day in Historical Events : 3 Novemberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৩ নভেম্বর | Today's Famous Day in Historical Events : 3 November

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৩ নভেম্বর | Today’s Famous Day in Historical Events : 3 November

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৩ নভেম্বর  : Today’s Famous Day in Historical Events : 3 November (Bengali) : আজকের বিখ্যাত দিনে ৩ নভেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ৩ নভেম্বর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৩ নভেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 3 November

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৩ নভেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 3 November. On this day Important Day in Bengali)

3 November : ৩ নভেম্বর – আজ জেলহত্যা দিবস (বাংলাদেশ)।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ নভেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 3 November

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ নভেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 3 November

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ নভেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 3 November. Today’s Famous day on 3 November in India. On this day Historical Famous Events in India)

3 November 1838 : ১৮৩৮ দ্য টাইমস অফ ইন্ডিয়া, দ্য বোম্বাই টাইমস এবং জার্নাল অফ কমার্স হিসাবে প্রতিষ্ঠিত বিশ্বের বৃহত্তম প্রচারিত ইংরেজি ভাষার দৈনিক ব্রডশিট পত্রিকা।

3 November 1866 : ১৮৬৬ সালের এই দিনে লোকসাহিত্য বিশারদ ও বাংলা সাহিত্যের ইতিহাসকার দীনেশচন্দ্র সেন জন্মগ্রহণ করেন।

3 November 1933 : ১৯৩৩ সালের এই দিনে নোবেল স্মারক পুরস্কার বিজয়ী বিশিষ্ট অর্থনীতিবিদ অমর্ত্য সেন জন্মগ্রহণ করেন।

3 November 1984 : ১৯৮৪ সালের আজকের দিনে ভারতে তিন দিনের শিখবিরোধী দাঙ্গায় ৩,০০০ জন মারা যান।

3 November 1984 : ১৯৮৪ সালের আজকের দিনে খুন হওয়া ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মরদেহ জানাজা করা হয়েছিল।

3 November 2017 : ২০১৭ সালের আজকের দিনে পাকিস্তানী মহিলার বিরুদ্ধে পাঞ্জাব প্রদেশে জোর করে বিবাহ থেকে বাঁচার চেষ্টায় স্বামীর পরিবারের 17 সদস্যকে বিষ প্রয়োগের অভিযোগ আনা হয়েছে।

3 November 2019 : ২০১৯ সালে দিল্লি সবচেয়ে খারাপ দূষণের পর্যায়ে পৌঁছেছে, 900 একিউআই-তে, কর্তৃপক্ষ জনস্বাস্থ্যের জরুরি অবস্থা ঘোষণা করে।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ নভেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 3 November

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ নভেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

3 November 1897 : ১৮৯৭ সালের এই দিনে বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক আবুল কালাম শামসুদ্দীন জন্মগ্রহণ করেন।

3 November 1975 : ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের জাতীয় চার বিশিষ্ট নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ.এইচ.এম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ব্রাশ ফায়ার করে মর্মান্তিকভাবে হত্যা করা হয়।

3 November 1977 : ১৯৭৭ সালের এই দিনে বিশিষ্ট রসায়নবিদ, গ্রন্থকার ও শিক্ষাবিদ মুহম্মদ কুদরাত-এ-খুদা পরলোক গমন করেন।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ নভেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 3 November

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ নভেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 3 November, Today’s Famous day on 3 November in the World. On this day Historical Famous Events in The World)

3 November 644 : ৬৪৪ সালের এই দিনে দ্বিতীয় মুসলমান খলিফা উমর ইবন আল-খাত্তাব-কে হত্যা করা হয়।

3 November 1493 : ১৪৯৩ সালের এই দিনে ইতালির নাবিক ক্রিস্টোফার কলম্বাস তাঁর দ্বিতীয় অভিযাত্রায় ক্যারিবিয়ান সাগরে থাকাকালীন ডোমিনিকা আবিষ্কার করেন।

3 November 1534 : ১৫৩৪ সালের এই দিনে ব্রিটিশ আইনসভার পাস করা একটি আইন অনুযায়ী রাজা অষ্টম হেনরি চার্চের প্রধানের পদে অধিষ্ঠিত হন।

3 November 1903 : ১৯০৩ সালের এই দিনে মধ্য আমেরিকার দেশ পানামা, কলম্বিয়ার অধীনতা থেকে মুক্তিলাভ করে।

3 November 1918 : ১৯১৮ সালের এই দিনে পোল্যান্ড, রাশিয়ার অধীনতা থেকে মুক্তিলাভ করে।

3 November 1928 : ১৯২৮ সালের এই দিনে তুরস্কে আরবি হরফের ব্যবহার নিষিদ্ধ করে তার পরিবর্তে রোমান হরফ চালু করা হয়।

3 November 1954 : ১৯৫৪ সালের এই দিনে ফরাসি চিত্রশিল্পী ও ভাস্কর আরি মাতিস পরলোক গমন করেন।

3 November 1957 : ১৯৫৭ সালের এই দিনে ‘লাইকা’ নামক একটি সারমেয়কে নিয়ে নভোযান ‘স্পুটনিক-২’ মহাশূন্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

3 November 1959 : ১৯৫৯ সালের এই দিনে ডেভিড বেন গুরিয়নের ‘মাপাই’ দল ইজরায়েলের প্রথম সাধারণ নির্বাচনে জয়লাভ করে।

3 November 1970 : ১৯৭০ সালের এই দিনে ডোমিনিকা ব্রিটেনের অধীনতা থেকে মুক্তিলাভ করে।

3 November 1970 : ১৯৭০ সালের এই দিনে মার্কিন রাষ্ট্রপতি রিচারড নিক্সন ভিয়েতনাম থেকে সৈন্য সরিয়ে আনার কথা দেন।

3 November 1986 : ১৯৮৬ সালের এই দিনে জন লেননের ‘মেনলাভ এভিনিউ’ অ্যালবাম প্রকাশিত হয়।

3 November 1996 : ১৯৯৬ সালের এই দিনে দক্ষিণ আফ্রিকার অন্যতম স্বৈরতন্ত্রী জ্যা বেদেল বোকাসা পরলোক গমন করেন।

3 November 2014 : ২০১৪ সালের এই দিনে ৯/১১-এর দুঃসহ স্মৃতিকে কাটিয়ে নিউ ইয়র্কের ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’ পুনরায় উন্মুক্ত করা হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : ৩ নভেম্বর | Today Famous Birthdays : 3 November

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 3 November. On this day Famous Birthdays in Bengali)

3 November 1618 : ১৬১৮ সালের আজকের দিনে ষষ্ঠ মুঘল সম্রাট আওরঙ্গজেব, (1658-1707) মোগল সাম্রাজ্যের দহোদে জন্মগ্রহণ করেন (মৃত্যু – 1707)।

3 November 1866 : ১৮৬৬ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন লোকসাহিত্য বিশারদ ও বাংলা সাহিত্যের ইতিহাসকার দীনেশচন্দ্র সেন। ১৯১১ সালে তার সুবিখ্যাত গ্রন্থ “হিস্ট্রি অব বেঙ্গলি লিটেরেচার” প্রকাশিত হলে তা সর্বমহলের ভূয়সী প্রশংসা অর্জন করে। ১৯১৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে “রামতনু লাহিড়ী রিসার্চ ফেলোসিপ” প্রদান করে এবং এরই পরিপ্রেক্ষিতে তিনি মৈমনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা সম্পাদনা করেন।

3 November 1906 : ১৯০৬ সালে আজকের দিনে পাঞ্জাবে(বৃটিশ ভারত) জন্মগ্রহণ করেন ভারতীয় থিয়েটার এবং হিন্দি সিনেমা শিল্পের অগ্রদূত পৃথ্বীরাজ কাপুর। তিনি হিন্দি চলচ্চিত্রের নির্বাক যুগে অভিনয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেছিলেন। এছাড়াও তিনি ভারতীয় গণনাট্য সংঘের প্রতিষ্ঠাতা সদস্য এবং ১৯৪৪ সালে মুম্বাই অঞ্চলের চলমান থিয়েটার কোম্পানি পৃথ্বী থিয়েটার প্রতিষ্ঠা করেছিলেন।

3 November 1913 : ১৯১৩ সালে আজকের দিনে শিলচরে(অসম) জন্মগ্রহণ করেন নিখিল চক্রবর্তী, তিনি ছিলেন খ্যাতনামা সাংবাদিক ও বিশিষ্ট রাজনৈতিক ভাষ্যকার ও ভারতের প্রসার-ভারতীর বোর্ডের প্রথম চেয়ারম্যান।

3 November 1933 : ১৯৩৩ সালে আজকের দিনে শান্তিপুরে(বীরভূম) জন্মগ্রহণ করেন নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন। দুর্ভিক্ষ, মানব উন্নয়ন তত্ত্ব, জনকল্যাণ অর্থনীতি ও গণদারিদ্রের অন্তর্নিহিত কার্যকারণ বিষয়ে গবেষণা এবং উদারনৈতিক রাজনীতিতে অবদান রাখার জন্য ১৯৯৮ সালে তিনি অর্থনৈতিক বিজ্ঞানে ব্যাংক অফ সুইডেন পুরস্কার (যা অর্থনীতির নোবেল পুরস্কার হিসেবে পরিচিত) লাভ করেন।

3 November 1934 : ১৯৩৪ সালে আজকের দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন অভিনেত্রী তথা সঙ্গীতশিল্পী ও নৃত্যশিল্পী এবং ক্যালকাটা ইয়ুথ কয়্যারের প্রতিষ্ঠাতা রুমা গুহঠাকুরতা। তিনি ১৯৫২ সালে কিশোর কুমারকে বিবাহ করেন ও তাদের পুত্র সুগায়ক অমিত কুমার। ১৯৫৮ সালে তার দাম্পত্য জীবনে বিচ্ছেদ হয় এবং ১৯৬০ সালে অরূপ গুহঠাকুরতা কে বিবাহ করেন । সত্যজিৎ রায় পরিচালিত ‘অভিযান(১৯৬২)’ ও ‘গণশত্রু(১৯৮৮)’তে রুমা দেবী অভিনয় করেছেন।

3 November 1951 : ১৯৫১ সালের আজকের দিনে আজমত রানা, পাকিস্তান ক্রিকেট ব্যাটসম্যান (১ টেস্ট, শীর্ষ স্কোর ৪৯; ২ ওয়ানডে), পাঞ্জাবের লাহোরে জন্মগ্রহণ করেন (মৃত্যু। ২০১৫) ।

3 November 1974 : ১৯৭৪ সালে আজকের দিনে পুনেতে(মহারাষ্ট্র) জন্মগ্রহণ করেন ভারতীয় অভিনেত্রী সোনালী কুলকার্নি। তিনি “মে মাদাম(১৯৯৪, তামিল)”, “দিল চাহতা হে(২০০১, হিন্দি)” এবং “ট্যাক্সি নম্বর ৯২১১(২০০৬, হিন্দি)” এ অভিনয় করে প্রশংসা কুড়ান।

3 November 1980 : ১৯৮০ সালে আজকের দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন জনপ্রিয় ভারতীয় সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী মোনালি ঠাকুর। 

3 November 1990 : ১৯৯০ সালে আজকের দিনে বর্ধমানে জন্মগ্রহণ করেন টলিউডের অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : ৩ নভেম্বর | Today Famous Marriage Anniversary and Divorces : 3 November

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 3 November. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

3 November : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৩ নভেম্বর | Today Famous Deaths : 3 November

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 3 November. On this day Famous Deaths in Bengali)

3 November 1991 : ১৯৯১ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন কলকাতার বাসিন্দা বিশিষ্ট ভারতীয় বাঙালি বেতার সম্প্রচারক, নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। পঙ্কজকুমার মল্লিক ও কাজী নজরুল ইসলামের সমসাময়িক বীরেন্দ্রকৃষ্ণ ১৯৩০-এর দশক থেকে সুদীর্ঘকাল অল ইন্ডিয়া রেডিওয় বেতার সম্প্রচারকের কাজ করেছেন। বীরেন্দ্রকৃষ্ণের সর্বাধিক পরিচিতি তার মহিষাসুরমর্দিনী নামক বেতার সঙ্গীতালেখ্যটির জন্য। ১৯৩১ সাল থেকে অদ্যাবধি মহালয়ার দিন ভোর চারটের সময় কলকাতার আকাশবাণী থেকে এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়। বীরেন্দ্রকৃষ্ণ এই অনুষ্ঠানের ভাষ্য ও শ্লোকপাঠ করেছেন।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ৩ নভেম্বর : The Famous Day 3 November in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ৩ নভেম্বর : The Famous Day 3 November (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ৩ নভেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *