Close Ad close
Breaking
Tue. Oct 1st, 2024
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৩ অক্টোবর | Today's Famous Day in Historical Events : 3 Octoberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৩ অক্টোবর | Today's Famous Day in Historical Events : 3 October

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৩ অক্টোবর | Today’s Famous Day in Historical Events : 3 October

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৩ অক্টোবর  : Today’s Famous Day in Historical Events : 3 October (Bengali) : আজকের বিখ্যাত দিনে ৩ অক্টোবর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট TheFamousDay.com এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ৩ অক্টোবর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৩ অক্টোবর | Today’s Important Day or Famous Day in Bengali : 3 October

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৩ অক্টোবর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 3 October. On this day Important Day in Bengali)

3 October : আজ ৩ অক্টোবর – প্রযুক্তি দিবস।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ অক্টোবর | Today’s Famous Day in History (Bengali) : 3 October

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ অক্টোবর | Today’s famous day in the history of India (Bengali) : 3 October

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ অক্টোবর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 3 October. Today’s Famous day on 3 October in India. On this day Historical Famous Events in India)

3 October 1670 : ১৬৭০ সালে আজকের দিনে শিবাজির সুরাট অভিযান শুরু হয়।

3 October 1791 : ১৭৯১ সালে আজকের দিনে ভারতীয় উপমহাদেশের প্রথম মাসিক পত্রিকা ‘ক্যালকাটা ম্যাগাজিন অ্যান্ড ওরিয়েন্টাল মিউজিয়াম’ প্রকাশিত হতে শুরু করে।

3 October 1831 : ১৮৩১ সালে আজকের দিনে ব্রিটিশ সেনাবাহিনীর মহীশুর দখল হয়।

3 October 1923 : ১৯২৩ সালের এই দিনে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ভারতীয় মহিলা কাদম্বিনী গঙ্গোপাধ্যায় পরলোক গমন করেন।

3 October 1977 : ১৯৭৭ সালের আজকের দিনে ইন্দিরা গান্ধী গ্রেপ্তার হয়।

3 October 1978 : ১৯৭৮ সালের এই দিনে ভারতের প্রথম এবং বিশ্বের দ্বিতীয় টেস্ট টিউব শিশু ‘কানুপ্রিয়া আগরওয়াল’-এর জন্ম হয়।

3 October 1992 : ১৯৯২ সালের এই দিনে গীত শ্রীরাম শেঠী ‘বিশ্ব পেশাদার বিলিয়ার্ডস চ্যাম্পিয়ানশিপ’-এর খেতাব অর্জন করেন।

3 October 2010 : ২০১০ সালের আজকের দিনে ১৯ তম কমনওয়েলথ গেমস ভারতের দিল্লিতে খোলা শুরু হয়।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ অক্টোবর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 3 October

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ অক্টোবর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

3 October 1980 : ১৯৮০ সালের এই দিনে বাংলাদেশের স্বাধীনতা দিবসকে ‘জাতীয় দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।

3 October 1989 : ১৯৮৯ সালের এই দিনে বাংলেদেশের বিখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সুরকার ও সরোদ বাদক ওস্তাদ বাহাদুর হোসেন খান পরলোক গমন করেন।

3 October 2001 : ২০০১ সালের এই দিনে বিখ্যাত সঙ্গীতসাধক বারীণ মজুমদার পরলোক গমন করেন।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ অক্টোবর | Today’s famous day in the history of the world (Bengali) : 3 October

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ অক্টোবর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 3 October, Today’s Famous day on 3 October in the World. On this day Historical Famous Events in The World)

3 October 1800 : ১৮০০ সালের এই দিনে “মার্কিন ইতিহাসের জনক” হিসেবে বিখ্যাত জর্জ ব্যানক্রোফট জন্মগ্রহণ করেন।

3 October 1895 : ১৮৯৫ সালের এই দিনে বিশিষ্ট রুশ কবি সেরগেই ইয়েসেনিন জন্মগ্রহণ করেন।

3 October 1896 : ১৮৯৬ সালের এই দিনে বিশিষ্ট ব্রিটিশ ঔপন্যাসিক ও কবি উইলিয়াম মরিস পরলোক গমন করেন।

3 October 1897 : ১৮৯৭ সালের এই দিনে বিশিষ্ট ফরাসি কবি লুই আরাগ জন্মগ্রহন করেন।

3 October 1899 : ১৮৯৯ সালের এই দিনে বিশিষ্ট ডেনিশ ভাষাবিজ্ঞানী লুই ইয়েল্মস্লেভ জন্মগ্রহণ করেন।

3 October 1900 : ১৯০০ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট ঔপন্যাসিক থমাস উলফ জন্মগ্রহণ করেন।

3 October 1904 : ১৯০৪ সালের এই দিনে নোবেল বিজয়ী মার্কিন রসায়নবিদ চার্লস ডন পেডারসেন জন্মগ্রহণ করেন।

3 October 1932 : ১৯৩২ সালের এই দিনে ইরাক, ব্রিটেনের অধীনতা থেকে মুক্তি লাভ করে।

3 October 1941 : ১৯৪১ সালের এই দিনে অ্যাডলফ হিটলার জার্মানবাসীদের প্রতি এই বার্তা সম্প্রচার করেন, “রাশিয়া ইজ অলরেডি ব্রোকেন অ্যানড উইল নেভার রাইজ এগেন’।

3 October 1945 : ১৯৪৫ সালের এই দিনে বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশান প্রতিষ্ঠিত হয়।

3 October 1958 : ১৯৫৮ সালের এই দিনে ইংল্যান্ড প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়।

3 October 1988 : ১৯৮৮ সালে আজকের দিনে সিউল অলিম্পিক শুরু হয়।

3 October 1990 : ১৯৯০ সালে আজকের দিনে অক্টোবরে দুই জার্মানী অর্থাৎ পূর্ব জার্মানী এবং পশ্চিম জার্মানী আনুষ্ঠানিকভাবে একত্রিত হবার ঘোষণা দেয়।

আজকের বিখ্যাত জন্মদিন : ৩ অক্টোবর | Today Famous Birthdays : 3 October

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 3 October. On this day Famous Birthdays in Bengali)

3 October 1877 : ১৮৭৭ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন খ্যাতনামা বাঙালি শিক্ষাবিদ ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল হরেন্দ্রকুমার মুখোপাধ্যায়(Harendra Coomar Mookerjee)। ভারত ভাগ হওয়ার পূর্বে ভারতীয় সংবিধান-এর খসড়া রচনার জন্যে ভারতীয় সংবিধান রচনা পর্ষদ-এর তিনি ছিলেন সহ-সভাপতি; এবং ভারত ও পাকিস্তান ভাগ হয়ে ভারত প্রজাতন্ত্র হওয়ার পর পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল।

3 October 1949 : ১৯৪৯ সালে আজকের দিনে মুম্বাইয়ে জন্ম গ্রহণ করেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক জেপি দত্ত(Jyoti Prakash Dutta)। In 1998, he was awarded the ‘National Award for Best Feature Film on National Integration’ from President of India for his super hit film “Border”. Some of the Bollywood Hindi films that he has written, produced and directed are “Refugee”, “LOC Kargil” and “Umrao Jaan”.

3 October 1953 : ১৯৫৩ সালে আজকের দিনে উড়িষ্যার কটকে জন্ম গ্রহণ করেন প্রাক্তন চিফ জাস্টিস দীপক মিশ্র(Dipak Misra)। He is an Indian jurist who served as the 45th Chief Justice of India from 28 August 2017 till 3 October 2018. He is also a former Chief Justice of the Patna and Delhi High Courts. 

3 October 1955 : ১৯৫৫ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত(Swapan Dasgupta)

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : ৩ অক্টোবর | Today Famous Marriage Anniversary and Divorces : 3 October

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 3 October. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

3 October : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৩ অক্টোবর | Today Famous Deaths : 3 October

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 3 October. On this day Famous Deaths in Bengali)

3 October 1923 : ১৯২৩ সালে আজকের দিনে কলকাতায় মৃত্যুবরণ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ভারতীয় মহিলা কাদম্বিনী গঙ্গোপাধ্যায়(Kadambini Ganguly)।

3 October 1952 : ১৯৫২ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বাঙালি পণ্ডিত,গবেষক ও সম্পাদক ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়(Brajendra Nath Banerjee)। তার তিনটি গ্রন্থ – Rajah Rammohun Roy’s Mission to England(১৮২৬), Dawn of New India(১৯২৭) ও বিদ্যাসাগর প্রসঙ্গ(১৩৩৮) বাঙালি বিদ্বৎসমাজকে নাড়া দেয়। বিশেষত, রামমোহন ও বিদ্যাসাগর সম্পর্কে তিনি অনেক নতুন তথ্য পরিবেশন করেন। 

3 October 1993 : ১৯৯৩ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন সাহিত্যিক,সাহিত্যতাত্ত্বিক ও স্বাধীনতা সংগ্রামী গোপাল হালদার(Gopal Halder)।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ৩ অক্টোবর : The Famous Day 3 October in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ৩ অক্টোবর : The Famous Day 3 October (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ৩ অক্টোবর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *