Close Ad close
Breaking
Thu. Jan 16th, 2025
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৩ সেপ্টেম্বর | Today's Famous Day in Historical Events - 3 Septemberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৩ সেপ্টেম্বর | Today's Famous Day in Historical Events - 3 September

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৩ সেপ্টেম্বর | Today’s Famous Day in Historical Events 3 September

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৩ সেপ্টেম্বর  : Today’s Famous Day in Historical Events 3 September (Bengali) : আজকের বিখ্যাত দিনে ৩ সেপ্টেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ৩ সেপ্টেম্বর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৩ সেপ্টেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 3 September

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৩ সেপ্টেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 3 September. On this day Important Day in Bengali)

3 September : আজ ৩রা সেপ্টেম্বর – আন্তর্জাতিক নারীর বিরুদ্ধে সব ধরনের বৈষম্য দূরীকরণ সম্মেলন ‘সিডও(CEDAW)’ দিবস৷* জাতিসংঘের উদ্যোগে প্রতিবছর ‘সিডও’ দিবস পালিত হয়। নারীর মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয় Convention on the Elimination of All Forms of Discrimination against Women, সংক্ষেপে যা  CEDAW হিসেবে পরিচিত। বাংলায় এটিকে চিহ্নিত করা হয় ‘নারীর প্রতি সব বৈষম্য বিলোপ সনদ (সিডও)’। ১৯৭৯ সালে জাতিসংঘ কর্তৃক সনদটি গৃহীত হলেও ১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর থেকে তা কার্যকর করা শুরু হয়। সে কারণে ‘৩ সেপ্টেম্বর’ অর্থাৎ যে তারিখ থেকে এটি কার্যকর করা হয় সেই তারিখটিকে ‘সিডও’ দিবস হিসেবে ঘোষণা করা হয়।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ সেপ্টেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 3 September

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ সেপ্টেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 3 September

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ সেপ্টেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 3 September. Today’s Famous day on 3 September in India. On this day Historical Famous Events in India)

3 September 1859 : ১৮৫৯ সালে আজকের দিনে মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক ‘শর্মিষ্ঠা’ প্রথম অভিনীত হয়।

3 September 1926 : ১৯২৬ সালের আজকের দিনে বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা উত্তম কুমারের  জন্ম হয়।

3 September 1933 : ১৯৩৩ সালের আজকের দিনে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম শরিক মৃগেন্দ্রনাথ দত্তের মৃত্যু হয়।

3 September 1971 : ১৯৭১ সালের আজকের দিনে ম্যান বুকার পুরস্কার বিজয়ী ব্যক্তিত্ব কিরণ দেশাইয়ের জন্ম হয়।

3 September 1976 : ১৯৭৬ বিবেক ওবেরয়, ভারতীয় অভিনেতা, ভারতের হায়দরাবাদে জন্মগ্রহণ করেছিলেন।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ সেপ্টেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 3 September

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ সেপ্টেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

3 September 2008 : ২০০৮ সালের আজকের দিনে বাংলাদেশের বিশিষ্ট কবি ও সাহিত্যিক মোহাম্মদ মনিরুজ্জামানের মৃত্যু হয়।

3 September 2018 : ২০১৮ সালের আজকের দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম শরিক রমা চৌধুরীর মৃত্যু হয়।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ সেপ্টেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 3 September

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ সেপ্টেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 3 September, Today’s Famous day on 3 September in the World. On this day Historical Famous Events in The World)

3 September 1783 : ১৭৮৩ সালে আজকের দিনে গ্রেট ব্রিটেন ও আমেরিকার মধ্যে সম্পাদিত ‘পারি-চুক্তি’ অনুযায়ী আমেরিকার স্বাধীনতা স্বীকৃত হয়।

3 September 1866 : ১৮৬৬ সালে আজকের দিনে জেনেভায় কার্ল মার্কসের নেতৃত্বে আন্তর্জাতিক শ্রমজীবী সংঘের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়।

3 September 1971 : ১৯৭১ সালে আজকের দিনে কাতার বৃটিশদের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে এবং এ দিনটিকে তারা জাতীয় দিবস হিসাবে পালন করে।

3 September 1875 : ১৮৭৫ সালের আজকের দিনে ‘ফোক্সভোগেন’ গাড়ির নির্মাতা বিশিষ্ট ইঞ্জিনিয়ার ফারদিনান্দ পোরশের জন্ম হয়।

3 September 1976 : ১৯৭৬ সালে আজকের দিনে আমেরিকার ভাইকিং-২ মহাকাশযান মঙ্গলগ্রহে যায়।

3 September 1899 : ১৮৯৯ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলীয় জীববিজ্ঞানী ফ্র্যাঙ্ক ম্যাকফারলেন বারনেটের জন্ম হয়।

3 September 1905 : ১৯০৫ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী কার্ল ডেভিড অ্যান্ডারসনের জন্ম হয়।

3 September 1930 : ১৯৩০ সালের আজকের দিনে ডমিনিকান রিপাবলিকে বিধ্বংসী হ্যারিকেন ঝড় আছড়ে পড়ায় প্রায় আট হাজার মানুষ মৃত্যুমুখে পতিত হয়।

3 September 1939 : ১৯৩৯ সালের আজকের দিনে ফ্রান্স ও ব্রিটেন, জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ।

3 September 1943 : ১৯৪৩ সালের আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটেন ও কানাডার মিলিত সেনাবাহিনী ইতালিতে এসে পৌঁছায়।

3 September 1954 : ১৯৫৪ সালের আজকের দিনে জার্মানি, ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব থেকে সম্পূর্ণরূপে স্বাধীনতা ও সার্বভৌমত্ব দাবি করে।

3 September 1976 : ১৯৭৬ সালে আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশযান ‘ভাইকিং ২’ মঙ্গলগ্রহে অবতরণ করে।

3 September 1984 : ১৯৮৪ সালের আজকের দিনে ফিলিপাইন্সে বিধ্বংসী টাইফুন ‘ইকে’ আছড়ে পড়ায় প্রায় তিন হাজার মানুষ মৃত্যুমুখে পতিত হয়।

3 September 2004 : ২০০৪ সালের আজকের দিনে কাশ্মীরে শান্তি বজায় রাখার উদ্দেশ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি ক্ষণস্থায়ী সমঝোতা তৈরি হয়।

3 September 2009 : ২০০৯ সালের এই দিয়েন মারঝেই ভাহিদ গত ত্রিশ বছরে ইরানের প্রথম মহিলা মন্ত্রী হিসেবে স্বাস্থ্য বিভাগের দায়িত্ব পান।

3 September 2011 : ২০১১ সালের আজকের দিনে ইন্টারন্যাশানাল মানিটারি ফান্ড আয়ারল্যান্ডকে ১.৫ বিলিয়ন ইউরো-র আর্থিক সহায়তা প্রদান করে।

3 September 2012 : ২০১২ সালের আজকের দিনে দক্ষিণ কোরিয়ার একীকরণ গির্জা ব্যবস্থার প্রবর্তক সান মাইয়াং মুনের মৃত্যু হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : ৩ সেপ্টেম্বর | Today Famous Birthdays : 3 September

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 3 September. On this day Famous Birthdays in Bengali)

3 September 1864 : ১৮৬৪ সালে আজকের দিনে হুগলি জেলায় জন্ম গ্রহণ করেন বাঙালি দার্শনিক ও বহুবিদ্যাবিশারদ পন্ডিত আচার্য *ব্রজেন্দ্রনাথ শীল*(Brajendra Nath Seal)। তিনি স্কটিশ চার্চ কলেজ, কলকাতা হতে বিএ পাশ করে সেখানেই অধ্যাপনার কাজ নেন। অঙ্ক ও দর্শন দুটিতেই তার ব্যুৎপত্তি ছিল। কলেজে তার সহপাঠী ছিলেন স্বামী বিবেকানন্দ।

3 September 1923 : ১৯২৩ সালে আজকের দিনে বেনারসে জন্ম গ্রহণ করেন বিশিষ্ট তবলাবাদক *কিষেণ মহারাজ*(Kishan Maharaj)। He was awarded the Padma Shri in 1973 and the Padma Vibhushan in 2002.

3 September 1926 : ১৯২৬ সালে আজকের দিনে উত্তর কোলকাতায় জন্ম গ্রহণ করেছিলেন বাংলা চলচ্চিত্র জগতের ‘মহানায়ক’ *উত্তম কুমার/অরুণকুমার চট্টোপাধ্যায়*(Uttam Kumar)। উত্তম কুমারের প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল দৃষ্টিদান। এরপর সাড়ে চুয়াত্তর মুক্তি পাবার পরে তিনি চলচ্চিত্র জগতে স্থায়ী আসন লাভ করেন। সাড়ে চুয়াত্তর ছবিতে তিনি প্রথম অভিনেত্রী সুচিত্রা সেনের বিপরীতে অভিনয় করেন। এই ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্র জগতের সবচেয়ে জনপ্রিয় এবং সফল উত্তম-সুচিত্রা জুটির সূত্রপাত হয়। তাদের জুটিতে হিট ছবির মধ্যে প্রধান হল – হারানো সুর, পথে হল দেরী, সপ্তপদী, চাওয়া পাওয়া, বিপাশা, জীবন তৃষ্ণা এবং সাগরিকা।

3 September 1937 : ১৯৩৭ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেন ভারতীয় বাঙালি অভিনেতা *তপেন চট্টোপাধ্যায়*(Tapen Chatterjee)। তিনি সত্যজিত রায়ের অনেক চলচ্চিত্রে অভিনয় করেন, বিশেষত গুপী গাইন বাঘা বাইন-এর (১৯৬৮) গুপী গাইনে’র চরিত্রে এবং পরবর্তী সিকোয়েলে হীরক রাজার দেশে (১৯৮০) এবং গুপী বাঘা ফিরে এলো (১৯৯১)তে।

3 September 1971 : ১৯৭১ সালে আজকের দিনে নিউ দিল্লীতে জন্ম গ্রহণ করেছিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখিকা *কিরণ দেশাই*(Kiran Desai)। তিনি তার দ্য ইনহেরিটেন্স অফ লস উপন্যাসের জন্য ২০০৬ সালে ম্যান বুকার পুরস্কার এবং ন্যাশনাল বুক ক্রিটিকস সার্কেল ফিকশন পুরস্কার লাভ করেন।

3 September 1976 : ১৯৭৬ সালে আজকের দিনে হায়দ্রাবাদে জন্ম গ্রহণ করেছিলেন ভারতের হিন্দি চলচ্চিত্র শিল্পের অভিনেতা *বিবেক ওবেরয়*(Vivek Oberoi)। ২০০২ সালের চলচ্চিত্র “কোম্পানি” ছিলো বিবেক অভিনীত প্রথম চলচ্চিত্র। তামিল ভাষার চলচ্চিত্র “আলাইপায়ুদে(২০০০)” এর পুনর্নির্মাণ “সাথিয়া(২০০২)” মুক্তি দেন, এই সাথিয়াতে বিবেক রাণী মুখার্জীর বিপরীতে অভিনয় করেন এবং চলচ্চিত্রটি বিবেকের জীবনে এক মাইলফলক হিসেবে কাজ করে, রাতারাতি তারকা বনে যান তিনি।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : ৩ সেপ্টেম্বর | Today Famous Marriage Anniversary and Divorces : 3 September

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 3 September. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

3 September : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৩ সেপ্টেম্বর | Today Famous Deaths : 3 September

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 3 September. On this day Famous Deaths in Bengali)

3 September 1933 : ১৯৩৩ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন পশ্চিম মেদিনীপুরের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী *মৃগেন্দ্রনাথ দত্ত*(Mrigendra Nath Dutta)। তিনি গোপন বেঙ্গল ভলান্টিয়ার্স দলের সদস্য ছিলেন। পেডি ও ডগলাস নিহত হবার পর বার্জ নামে এক ইংরেজ মেদিনীপুরের ম্যাজিস্ট্রেট হয়ে আসেন। ১৯৩৩ সালে ২রা সেপ্টেম্বর মৃগেন্দ্রনাথ ও তার সঙ্গী অনাথবন্ধু কর্তৃক বার্জ নিহত হয়। কিন্তু পুলিসের গুলিতে অনাথবন্ধু ঘটনাস্থলেই এবং তিনি পরদিন হাসপাতালে মারা যান।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ৩ সেপ্টেম্বর : The Famous Day 3 September in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ৩ সেপ্টেম্বর : The Famous Day 3 September (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ৩ সেপ্টেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *