আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৩০ নভেম্বর | Today’s Famous Day in Historical Events : 30 November
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৩০ নভেম্বর : Today’s Famous Day in Historical Events : 30 November (Bengali) : আজকের বিখ্যাত দিনে ৩০ নভেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ৩০ নভেম্বর।
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৩০ নভেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 30 November
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৩০ নভেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 30 November. On this day Important Day in Bengali)
30 November : আজ ৩০ নভেম্বর – পতাকা দিবস (Flag day)৷
ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩০ নভেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 30 November
ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩০ নভেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 30 November
আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩০ নভেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 30 November. Today’s Famous day on 30 November in India. On this day Historical Famous Events in India)
30 November 1759 : ১৭৫৯ সালের আজকের দিনে মোগল সম্রাট দ্বিতীয় আলমগীর নিজ মন্ত্রীর হাতে নিহত হন।
30 November 1858 : ১৮৫৮ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন স্যার জগদীশ চন্দ্র বসু, তিনি ছিলেন একজন সফল ভারতীয় বিজ্ঞানী।
30 November 1863 : ১৮৬৩ সালের আজকের দিনে উমাচরণ ভট্টাচার্য মুদ্রিত মাসিক পত্রিকা ‘সচিত্র ভারত সংবাদ’ প্রাকাশিত হয়।
30 November 1908 : ১৯০৮ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বুদ্ধদেব বসু, তিনি ছিলেন বিশ শতকের বাঙালি কবি।
30 November 1984 : ১৯৮৪ সালের আজকের দিনে অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী ইন্দুবালা দেবী পরলোক গমন করেন।
30 November 2012 : ২০১২ সালের আজকের দিনে পরলোক গমন করেন ইন্দ্র কুমার গুজরাল, তিনি ছিলেন ভারতীয় রাজনীতিবিদ ও দ্বাদশ প্রধানমন্ত্রী।
বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩০ নভেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 30 November
আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩০ নভেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ : আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)
30 November 1933 : ১৯৩৩ সালের আজকের দিনে কবি মোজাম্মেল হক পরলোক গমন করেন।
30 November 1973 : ১৯৭৩ সালের আজকের দিনে বঙ্গবন্ধু কর্তৃক বাংলাদেশে দালাল আইনে সাজাপ্রাপ্তও বিচারাধীন সকল রাজবন্দীর প্রতি ক্ষমা প্রার্থনা ঘোষণা করা হয়।
30 November 1977 : ১৯৭৭ সালের আজকের দিনে হ্যাঁ-না ভোটে জিয়াউর রহমানের গণআস্থা লাভ করেন।
30 November 1991 : ১৯৯১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন মোহাম্মাদ নাসির হোসেন, তিনি বাংলাদেশী ক্রিকেটার।
30 November 1998 : ১৯৯৮ সালের আজকের দিনে পরলোক গমন করেন আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন, তিনি ছিলেন বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক ও বিজ্ঞান কর্মী।
বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩০ নভেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 30 November
আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩০ নভেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 30 November, Today’s Famous day on 30 November in the World. On this day Historical Famous Events in The World)
30 November 1485 : ১৪৮৫ সালের আজকের দিনে ইতালির মহিলা কবি ভোরোনিকা গামবারার জন্মগ্রহণ করেন।
30 November 1508 : ১৫০৮ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন আন্ড্রেয়া পালাডিও, তিনি ছিলেন ইতালীয় স্থপতি।
30 November 1554 : ১৫৫৪ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ফিলিপ সিডনি, তিনি ছিলেন ইংরেজ সৈনিক, সভাসদ ও কবি।
30 November 1731 : ১৭৩১ সালের আজকের দিনে বেইজিংয়ে ভয়াবহ ভূমিকম্প হয়।
30 November 1776 : ১৭৭৬ সালের আজকের দিনে ক্যাপ্টেন কুক প্রশান্ত মহাসাগরে তৃতীয় ও শেষ অভিযান শুরু করেন।
30 November 1782 : ১৭৮২ সালের আজকের দিনে ইংল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করে।
30 November 1835 : ১৮৩৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন স্যামুয়েল ল্যাঙ্গহোর্ণ ক্লিমেন্স, তিনি ছিলেন একজন মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক। তিনি অবশ্য ‘মার্ক টোয়েইন’ নামে বেশি পরিচিত।
30 November 1838 : ১৮৩৮ সালের আজকের দিনে মেক্সিকো ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
30 November 1866 : ১৮৬৬ সালের আজকের দিনে শিকাগোতে প্রথম জলের নিচে হাইওয়ে টানেল তৈরির কাজ শুরু হয়।
30 November 1869 : ১৮৬৯ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন নিল্স গুস্তাফ দালেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ পদার্থবিজ্ঞানী ও প্রকৌশলী।
30 November 1874 : ১৮৭৪ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন উইনস্টন চার্চিল, তিনি ছিলেন ইংরেজ রাজনীতিবিদ ও লেখক।
30 November 1889 : ১৮৮৯ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন এডগার ডগলাস আদ্রিয়ান, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ শারীরবিজ্ঞানী ও একাডেমিক।
30 November 1900 : ১৯০০ সালের আজকের দিনে পরলোক গমন করেন অস্কার ওয়াইল্ড, তিনি ছিলেন আইরিশ প্রাবন্ধিক, ঔপন্যাসিক, নাট্যকার ও কবি।
30 November 1935 : ১৯৩৫ সালের আজকের দিনে পরলোক গমন করেন ফার্নান্দো পেশোয়া, তিনি ছিলেন পর্তুগিজ কবি, দার্শনিক ও সমালোচক।
30 November 1966 : ১৯৬৬ সালের আজকের দিনে বার্বাডোজ স্বাধীনতা লাভ করে।
আজকের বিখ্যাত জন্মদিন : ৩০ নভেম্বর | Today Famous Birthdays : 30 November
আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 30 November. On this day Famous Birthdays in Bengali)
30 November : আজ ৩০ নভেম্বর – No Record.
আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৩০ নভেম্বর | Today Famous Deaths : 30 November
আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 30 November. On this day Famous Deaths in Bengali)
30 November : আজ ৩০ নভেম্বর – No Record.
আজকের বিখ্যাত দিনে ৩০ নভেম্বর : The Famous Day 30 November in Bengali
আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৩০ নভেম্বর | Today’s Famous Day in Historical Events : 30 November (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ৩০ নভেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।