Close Ad close
Breaking
Sun. Jan 12th, 2025
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৩০ সেপ্টেম্বর | Today's Famous Day in Historical Events : 30 Septemberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৩০ সেপ্টেম্বর | Today's Famous Day in Historical Events : 30 September

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৩০ সেপ্টেম্বর | Today’s Famous Day in Historical Events : 30 September

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৩০ সেপ্টেম্বর  : Today’s Famous Day in Historical Events : 30 September (Bengali) : আজকের বিখ্যাত দিনে ৩০ সেপ্টেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ৩০ সেপ্টেম্বর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৩০ সেপ্টেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 30 September

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৩০ সেপ্টেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 30 September. On this day Important Day in Bengali)

30 September : আজ ৩০ সেপ্টেম্বর – আন্তর্জাতিক অনুবাদ দিবস(International Translation Day)। 1953 সালে এটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই আন্তর্জাতিক ফেডারেশন অফ ট্রান্সভেটরস (ফিট) দ্বারা প্রচারিত হয়। এটি একটি পেশায় গর্ব প্রদর্শন করার একটি সুযোগ যা বিশ্বায়ন অগ্রগতির যুগে ক্রমবর্ধমান অপরিহার্য হয়ে উঠছে।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩০ সেপ্টেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 30 September

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩০ সেপ্টেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 30 September

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩০ সেপ্টেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 30 September. Today’s Famous day on 30 September in India. On this day Historical Famous Events in India)

30 September 1667 : ১৬৬৭ সালের আজকের দিনে অওরঙ্গজেব-এর সাম্রাজ্যে সংযোজিত হয় গোলকুণ্ডা।

30 September 1828 : ১৮২৮ সালের আজকের দিনে ভারতীয় যোগী ও গুরু যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী বা লাহিড়ী মহাশয়ের জন্ম হয়।

30 September 1875 : ১৮৭৫ সালে আজকের দিনে শিক্ষাবিদ প্যারীচরণ সরকারের মৃত্যু হয়। তিনি ছিলেন একজন শিক্ষাবিদ, সমাজসংস্কারক ও উনিশ শতকের বাঙলার পাঠ্যপুস্তক রচয়িতা। তার পাঠ্যবইগুলি বাঙালি প্রজন্মকে ইংরেজি ভাষায় পরিচিত করেছে।

30 September 1933 : ১৯৩৩ সালে আজকের দিনে অজিতেশ বন্দোপাধ্যায়ের জন্ম হয়। তিনি ছিলেন বিখ্যাত বাঙালি নাট্যকার ও অভিনেতা।

30 September 1943 : ১৯৪৩ সালে আজকের দিনে বাঙ্গালী সাহিত্যিক রামানন্দ চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়। তিনি প্রবাসী ও মডার্ণ রিভিউ পত্রিকাদ্বয়ের সম্পাদক ছিলেন

30 September 1962 : ১৯৬২ সালে আজকের দিনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের  জন্ম হয়। তিনি একজন বিখ্যাত বাঙালি চিত্রাভিনেতা।

30 September 1972 : ১৯৭২ সালে আজকের দিনে শান্তনু মুখার্জী ওরফে শানের জন্ম হয়। তিনি একজন খ্যাতিমান ভারতীয় গায়ক।

30 September 1993 : ১৯৯৩ সালের আজকের দিনে ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে প্রবল ভূমিকম্পে ২০ হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটে।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩০ সেপ্টেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 30 September

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩০ সেপ্টেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

30 September 1944 : ১৯৪৪ সালে আজকের দিনে আবুল কাসেম ফজলুল হকের জন্ম হয়। তিনি বাংলাদেশের প্রখ্যাত প্রাবন্ধিক ও রাষ্ট্রচিন্তাবিদ।

30 September 1949 : ১৯৪৯ সালের আজকের দিনে বাংলাদেশী কবি ও ঔপন্যাসিক  মহম্মদ নুরুল হুডার জন্ম হয়৷

30 September 1953 : ১৯৫৩ সালে আজকের দিনে আবদুল করিমের মৃত্যু হয়। তিনি ছিলেন সাহিত্য বিশারদ উপাধিতে ভূষিত পুঁথি সংগ্রাহক ও লেখক।

30 September 1981 : ১৯৮১ সালের আজকের দিনে খ্যাতমানা দাবাড়ু ইমানুল হোসেনের জন্ম হয়৷

30 September 1992 : ১৯৯২ সালের আজকের দিনে বাংলাদেশে কার্ড ফোন ব্যবস্থা চালু হয়।

30 September 1999 : ১৯৯৯ সালের আজকের দিনে বাংলাদেশের একজন গুণী সঙ্গীতশিল্পী শেখ ইশতিয়াকের মৃত্যু হয়৷

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩০ সেপ্টেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 30 September

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩০ সেপ্টেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 30 September, Today’s Famous day on 30 September in the World. On this day Historical Famous Events in The World)

30 September 1207 : ১২০৭ সালে আজকের দিনে জালালুদ্দিন রুমির জন্ম হয়৷  তিনি ছিলেন পারস্যের কবি।

30 September 1860 : ১৮৬০ সালে আজকের দিনে ব্রিটেনে প্রথম ট্রাম চালু হয়।

30 September 1882 : ১৮৮২ সালের আজকের দিনে প্রথম থমাস এডিসনের উদ্ভাবিত হাইড্রো-ইলেকট্রিক পাওয়ার প্লান্ট চালু হয়।

30 September 1922 : ১৯২২ সালের আজকের দিনে বেনিতো মুসোলিনি  ইতালিতে প্রথম ফ্যাসিবাদী সরকার গঠন করে।

30 September 1928 : ১৯২৮ সালের আজকের দিনে পেনিসিলিনের আবিষ্কারের কথা প্রথম ঘোষিত হয়।

30 September 1931 : ১৯৩১ সালে আজকের দিনে জ্যাঁ মারি লেঁ’র জন্ম হয়। তিনি ছিলেন নোবেলজয়ী ফরাসি রসায়নবিদ।

30 September 1943 : ১৯৪৩ সালে আজকের দিনে  যোহান ডেইসেনহফেরের জন্ম হয়। তিনি নোবেল পুরস্কার বিজয়ী জার্মান প্রাণরসায়নবিদ।

30 September 1951 : ১৯৫১ সালে আজকের দিনে ব্যারি মার্শালের জন্ম হয়। তিনি নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান চিকিৎসক।

30 September 1990 : ১৯৯০ সালে আজকের দিনে প্যাট্রিক হোয়াইটের মৃত্যু হয়। তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান লেখক।

30 September 1998 : ১৯৯৮ সালে আজকের দিনে রবার্ট লুইস টেলরের মৃত্যু হয়। তিনি ছিলেন আমেরিকান লেখক।

30 September 2004 : ২০০৪ সালে আজকের দিনে মাইকেল রেলফের মৃত্যু হয়। তিনি ছিলেন ইংরেজ পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

আজকের বিখ্যাত জন্মদিন : ৩০ সেপ্টেম্বর | Today Famous Birthdays : 30 September

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 30 September. On this day Famous Birthdays in Bengali)

30 September 1864 : ১৮৬৪ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেছিলেন ব্রিটিশ ভারতীয় দেশীয় রাজ্য কোচবিহারের মহারাণী সুনীতি দেবী(Suniti Devi Sen)।তার নিজের শহরের কোচবিহারের একটি রাস্তা তার নাম অনুসারে “সুনি রোড” রয়েছে। 

30 September 1922 : ১৯২২ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেছিলেন হিন্দি চলচ্চিত্রের প্রখ্যাত ভারতীয় বাঙালী পরিচালক হৃষিকেশ মুখার্জী(Hrishikesh Mukherjee)। কর্মজীবনে তিনি সত্যকাম, চুপকে চুপকে, অনুপমা, আনন্দ, অভিমান, গুড্ডি, গোলমাল, আশীর্বাদ, বাবুর্চি, নেমক হারাম প্রভৃতি অসংখ্য ব্যবসাসফল চলচ্চিত্র নির্মাণ করেছেন। ভারত সরকার তাকে চলচ্চিত্র বিশেষ অবদানের জন্য ১৯৯৯ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার এবং ২০০১ সালে পদ্মবিভূষণ প্রদাণ করেন। তিনি এনটিআর জাতীয় পুরস্কার লাভ করেন।

30 September 1933 : ১৯৩৩ সালে আজকের দিনে পুরুলিয়া জেলায় জন্ম গ্রহণ করেছিলেন বাঙালি নাট্যকার ও অভিনেতা অজিতেশ বন্দোপাধ্যায়(Ajitesh Bandopadhyay)। ১৯৬৫ সালে “ছুটি” চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। বাংলা ও হিন্দি মিলিয়ে মোট ৬৩টি চলচ্চিত্রে অভিনয় করেন। তপন সিংহ পরিচালিত “হাটে বাজারে” সিনেমায় অভিনয় করে সকলের নজর কাড়েন অজিতেশ বন্দ্যোপাধ্যায়।

30 September 1962 : ১৯৬২ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেছিলেন প্রখ্যাত বাঙালি চিত্রাভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prosenjit Chatterjee)। প্রায় দুইদশকেরও বেশি সময় ধরে তিনি পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের নায়ক হিসাবে শীর্ষস্থানে আছেন, বা থাকবেন। 

30 September 1967 : ১৯৬৭ সালে আজকের দিনে উত্তর প্রদেশে জন্ম গ্রহণ করেছিলেন প্রাক্তন চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল দীপ্তি ভাটনাগর(Deepti Bhatnagar)। ১৯৯৫ সালে সঞ্জয় গুপ্তার রাম শাস্ত্রতে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনয় জগতে পদার্পণ করেছিলেন।

30 September 1970 : ১৯৭০ সালে আজকের দিনে হরিয়ানা রাজ্যে জন্ম গ্রহণ করেছিলেন ভারতীয় ক্রীড়াবিদ দীপা মালিক (Deepa Malik)। ২০১৬ সালে শটপাট রূপো জিতে উনি প্রথম ভারতীয় মহিলা হিসেবে প্যারালিম্পিক গেমসে কোন পদক জয় করেন।

30 September 1972 : ১৯৭২ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেছিলেন খ্যাতিমান ভারতীয় গায়ক শান্তনু মুখার্জী/শান(Shaan)। শান বিখ্যাত বলিউড মুভি অ্যাওয়ার্ডস দ্বারা ২০০৭ সালে চলচ্চিত্র “ফানাহ” থেকে গান “চাঁদ সেফারিশ” এর জন্য শ্রেষ্ঠ পুরুষ(গায়ক) পেয়েছিলেন।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : ৩০ সেপ্টেম্বর | Today Famous Marriage Anniversary and Divorces : 30 September

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 30 September. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

30 September : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৩০ সেপ্টেম্বর | Today Famous Deaths : 30 September

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 30 September. On this day Famous Deaths in Bengali)

30 September 1875 : ১৮৭৫ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন কলকাতার শিক্ষাবিদ, সমাজসংস্কারক ও উনিশ শতকের বাঙলার পাঠ্যপুস্তক রচয়িতা প্যারীচরণ সরকার(Peary Charan Sarkar)। তিনি বাংলায় নারী শিক্ষার অগ্রদূত ছিলেন এবং এজন্য তাকে ‘প্রাচ্যের আর্নল্ড’ বলা হতো। বাঙালির ইংরেজি শিখবার তৎকালীন প্রবণতায় তার রচিত ‘ফার্স্ট বুক’ বইটি বাঙলার সামাজিক ইতিহাসে অক্ষর-মূর্তি হয়ে আছে।

30 September 1919 : ১৯১৯ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন দক্ষিণ চব্বিশ পরগনার ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, সমাজসংস্কারক, দার্শনিক, লেখক, অনুবাদক, ঐতিহাসিক শিবনাথ শাস্ত্রী(Sivnath Sastri)। 

30 September 1943 : ১৯৪৩ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বাঁকুড়া জেলার ঊনবিংশ শতাব্দীতে জন্মগ্রহণকারী বাঙ্গালী সাহিত্যিক রামানন্দ চট্টোপাধ্যায়(Ramananda Chatterjee)। তিনি প্রবাসী ও মডার্ণ রিভিউ পত্রিকাদ্বয়ের সম্পাদক হিসেবে বিশেষভাবে খ্যাতিমান ছিলেন। উপরন্তু তিনি ধর্মবন্ধু, দাসী, প্রদীপ এবং মুকুল এই চারটি পত্রিকার সম্পাদক হিসেবেও দীর্ঘকাল কাজ করেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার বিশেষ ঘনিষ্ঠতা ছিল। 

30 September 1953 : ১৯৫৩ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন সাহিত্য বিশারদ উপাধিতে ভূষিত পুঁথি সংগ্রাহক ও লেখক আবদুল করিম(Abdul Karim Sahitya Bisharad)। তিনি প্রাচীন পুথি সংগ্রহ ও সাহিত্যের ঐতিহ্য অন্বেষণকারী এক ব্যক্তিত্ব।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ৩০ সেপ্টেম্বর : The Famous Day 30 September in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ৩০ সেপ্টেম্বর : The Famous Day 30 September (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ৩০ সেপ্টেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *