আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৩১ অক্টোবর | Today’s Famous Day in Historical Events : 31 October
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৩১ অক্টোবর : Today’s Famous Day in Historical Events : 31 October (Bengali) : আজকের বিখ্যাত দিনে ৩১ অক্টোবর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ৩১ অক্টোবর।
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৩১ অক্টোবর | Today’s Important Day or Famous Day in Bengali : 31 October
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৩১ অক্টোবর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 31 October. On this day Important Day in Bengali)
31 October : বিশ্ব মিতব্যয়িতা দিবস। মূলত মিতব্যয়ি হওয়ার আহ্বান জানানোর মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এই দিনে পরিবার ও জাতির কল্যাণে সকলকে মিত্যব্যয়ি হওয়ার কথা স্মরণ করিয়ে দেয়া হয়। দিবসটির উদ্ভব হয় ১৯২৪ সালে। সেই বছর মিলানে বিশ্বের বিভিন্ন সঞ্চয় ব্যাংকের প্রতিনিধিদের প্রথম বিশ্ব কংগ্রেসের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী দিবসটি পালন শুরু হয়। সেই থেকে সঞ্চয় ব্যাংকগুলো আন্তর্জাতিকভাবে দিবসটি পালন করে আসছে।
ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩১ অক্টোবর | Today’s Famous Day in History (Bengali) : 31 October
ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩১ অক্টোবর | Today’s famous day in the history of India (Bengali) : 31 October
আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩১ অক্টোবর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 31 October. Today’s Famous day on 31 October in India. On this day Historical Famous Events in India)
31 October 1875 : ১৮৭৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন সর্দার বল্লভভাই পটেল, তিনি ছিলেন একজন ভারতীয় পণ্ডিত ও জাতীয়তাবাদী নেতা। তাকে ভারতের লৌহমানব বলা হয়।
31 October 1920 : ১৯২০ সালের আজকের দিনে ভারতের প্রথম শ্রমিক সংগঠন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।
31 October 1936 : ১৯৩৬ সালের আজকের দিনে কলকাতায় বাংলা ভাষায় মুসলমানদের প্রথম দৈনিক পত্রিকা ‘দৈনিক আজাদ’ প্রকাশিত হয়।
31 October 1966 : ১৯৬৬ সালের আজকের দিনে বিশিষ্ট সাঁতারু মিহির সেন পানামা খাল অতিক্রম করেন।
31 October 1975 : ১৯৭৫ সালের আজকের দিনে পরলোক গমন করেন শচীন দেব বর্মন, তিনি ছিলেন প্রখ্যাতসঙ্গীত শিল্পী।
31 October 1984 : ১৯৮৪ সালের আজকের দিনে নিজের দেহরক্ষীর গুলিতে নিহত হন ইন্দিরা গান্ধী, তিনি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী।
31 October 2000 : ২০০০ সালে আজকের দিনে নতুন রাজ্য হল ছত্তিশগড়।
31 October 2006 : ২০০৬ সালের আজকের দিনে পরলোক গমন করেন অমৃতা প্রীতম, তিনি ছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত ভারতীয় লেখক ও কবি।
31 October 2008 : ২০০৮ সালে আজকের দিনে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হলেন বিশ্বনাথন আনন্দ।
বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩১ অক্টোবর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 31 October
আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩১ অক্টোবর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ : আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)
31 October 1972 : ১৯৭২ সালের আজকের দিনে ঢাকায় মেজর (অবঃ) এম এ জলিল এবং আসম রবের নেতৃত্ব জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ ) গঠিত হয়।
31 October 1990 : ১৯৯০ সালের আজকের দিনে ঢাকা শহরে সম্প্রদায়িক দাঙ্গা-কারফিউ জারি হয়।
বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩১ অক্টোবর | Today’s famous day in the history of the world (Bengali) : 31 October
আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩১ অক্টোবর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 31 October, Today’s Famous day on 31 October in the World. On this day Historical Famous Events in The World)
31 October 1744 : ১৭৪৪ সালের আজকের দিনে পরলোক গমন করেন লিওনার্দো লিও, তিনি ছিলেন ইতালীয় সুরকার।
31 October 1795 : ১৭৯৫ সালের আজকের দিনে ইংরেজ কবি জন কিটস জন্মগ্রহণ করেন।
31 October 1918 : ১৯১৮ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্র আর জাপানের স্বাস্থ্য বিভাগের প্রকাশিত একটি পরিসংখ্যাণ অনুযায়ী, সারা বিশ্বে সে বছরে ব্যাপক ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে দুই লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটে।
31 October 1925 : ১৯২৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন জন পোপলে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রসায়নবিদ।
31 October 1926 : ১৯২৬ সালের আজকের দিনে পরলোক গমন করেন হ্যারি হুডিনি, হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত আমেরিকান জাদুগর।
31 October 1944 : ১৯৪৪ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন কিংকি ফ্রিড্ম্যান, তিনি নামকরা মার্কিন সঙ্গীত শিল্পী, গীতিকার, লেখক, রাজনীতিবিদ ও কলাম লেখক।
31 October 1958 : ১৯৫৮ সালের আজকের দিনে প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত লেখক বাস্ট্রেনাক নোবেল সাহিত্য পুরষ্কার প্রত্যাখ্যান করেন।
31 October 1960 : ১৯৬০ সালের আজকের দিনে পরলোক গমন করেন এইচ. এল. ডেভিস, তিনি ছিলেন আমেরিকান লেখক ও কবি।
31 October 1963 : ১৯৬৩ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন দুঙ্গা, তিনি ব্রাজিলীয় ফুটবলের সাবেক মধ্যমাঠের রক্ষণাত্মক খেলোয়াড় ছিলেন।
31 October 1976 : ১৯৭৬ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন গুটি, তিনি স্প্যানিশ ফুটবলার।
31 October 1980 : ১৯৮০ সালের আজকের দিনে লন্ডনের ইভনিং নিউজ পত্রিকায় ‘বিদায় লন্ডন’ শিরোনামে একটি সম্পাদকীয় প্রকাশিত হয়। যার ফলে এই শতাধিক ইতিহাস সম্পন্ন পত্রিকার বন্ধ হয়ে যায়। অব্যবস্থাপনার কারণে এই পত্রিকা অভুতপূর্ব আথির্ক সংকটে পড়ে।
আজকের বিখ্যাত জন্মদিন : ৩১ অক্টোবর | Today Famous Birthdays : 31 October
আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 31 October. On this day Famous Birthdays in Bengali)
31 October 1795 : ১৭৯৫ সালে আজকের দিনে ইংল্যাণ্ডে জন্মগ্রহণ করেন ইংরেজি সাহিত্যের রোম্যান্টিক কবি জন কিটস। কিটসের বিখ্যাত কবিতা গুলোর মধ্যে রয়েছে The Eve of St Agnes, La Belle Dame Sans Merci, Endymion, Hyperion, Ode to a Nightingale, To Autumn, Ode On A Gracian Urn ইত্যাদি। ইংরেজি ভাষায় পাঁচটি বিখ্যাত Ode এর মধ্যে Ode to a Nightingale অন্যতম। Ode On A Gracian Urn এ কিটসের একটি বিখ্যাত উক্তি হলঃ “Beauty is truth, truth beauty that is all Ye know on earth, and all ye need to know”
31 October 1875 : ১৮৭৫ সালে আজকের দিনে গুজরাটে জন্মগ্রহণ করেন ভারতীয় পণ্ডিত ও জাতীয়তাবাদী নেতা সর্দার বল্লভভাই পটেল। তাকে ভারতের লৌহমানব বলা হয়
যিনি সরদার প্যাটেল নামেই বেশি পরিচিত ছিলেন। তাকে ভারতের লৌহমানব বলা হয়। তিনি স্বাধীন ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী।
আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : ৩১ অক্টোবর | Today Famous Marriage Anniversary and Divorces : 31 October
আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 31 October. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)
31 October : Click here
আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৩১ অক্টোবর | Today Famous Deaths : 31 October
আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 31 October. On this day Famous Deaths in Bengali)
31 October 1975 : ১৯৭৫ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বিংশ শতাব্দীতে ভারতীয় বাংলা ও হিন্দী গানের কিংবদন্তীতুল্য ও জনপ্রিয় সঙ্গীত পরিচালক , সুরকার , গায়ক ও লোকসঙ্গীত শিল্পী শচীন দেববর্মণ। প্রায়শ তাকে ‘এস ডি বর্মণ’ হিসেবেই উল্লেখ করা হয়। প্রায় একশো বছর পার করেও বাংলা গানের শ্রোতাদের কাছে তার কালোত্তীর্ণ গানের আবেদন কিছুমাত্র লঘু হয়নি। তার পুত্র রাহুল দেববর্মণ ভারতের বিখ্যাত সঙ্গীতপরিচালক এবং সুরকার ছিলেন।
31 October 1984 : ১৯৮৪ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতের ৪র্থ সবার জনপ্রিয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তিনি ভারতের প্রথম ও আজ পর্যন্ত একমাত্র মহিলা প্রধানমন্ত্রী। তাকে ‘এশিয়ার মুক্তি সূর্য’ বলা হয়ে থাকে।
31 October 1987 : ১৯৮৭ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন প্রখ্যাত ভারতীয় গণিতবিদ ও পরিসংখ্যানবিদ রাজচন্দ্র বসু। তিনি বোস-মেসনার অ্যালজেব্রা, সমিতির পরিকল্পনা তত্ত্বের জন্য বিখ্যাত। তিনি এস.এস. শ্রীকান্দি ও ই.টি. পার্কারের সাথে মিলে ল্যাটিন বর্গের ১৭৮২ সালের লিওনার্ট অয়লার অনুমানকে ভুল প্রমাণ করেন।
31 October 2002 : ২০০২ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতীয় বাঙালি কল্পবিজ্ঞান লেখক সিদ্ধার্থ ঘোষ।
31 October 2006 : ২০০৬ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন পাকিস্তানি বংশোদ্ভূত ভারতীয় লেখক ও কবি অমৃতা প্রীতম। তাকে প্রথম উল্লেখযোগ্য পাঞ্জাবি মহিলা কবি, ঔপন্যাসিক ও প্রবন্ধকার হিসেবে গণ্য করা হয়ে থাকে। বিংশ শতাব্দীর এই কবি ভারত-পাকিস্তানের সীমান্তের উভয় দিকের মানুষেরই প্রিয়পাত্র ছিলেন। ছয় দশকের দীর্ঘ সময় ধরে তিনি কবিতা, কল্পকাহিনী, জীবনী, প্রবন্ধ, লোক সঙ্গীত প্রভৃতি বিভিন্ন বিষয়ে প্রায় দুইশোটি গ্রন্থ রচনা করেন, যা বিভিন্ন ভারতীয় ও বিদেশী ভাষায় অনূদিত হয়।
আজকের বিখ্যাত দিনে ৩১ অক্টোবর : The Famous Day 31 October in Bengali
আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ৩১ অক্টোবর : The Famous Day 31 October (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ৩১ অক্টোবর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।